ভালোবাসার মানুষকে নিয়ে কিছু কথা, উক্তি, স্ট্যাটাস ও কবিতা
সকলেরই কোনো না কোনো ভালোবাসার মানুষ রয়েছে। অনেকে অনেকভাবেই নিজের ভালোবাসার মানুষের সামনে নিজের ভালোবাসা ব্যক্ত করতে পছন্দ করে। তবে আজকে এই বিষয়ে এই পোস্ট করতেছি।
যেখানে ভালোবাসার মানুষকে নিয়ে কিছু কথা জানানো হবে। আপনারা চাইলে এ কথা বা উক্তিগুলো কপি পেস্ট করে নিজের ভালোবাসার মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন।
অনেকে এটিকে উক্তি বলেন, কেউ দুই লাইন কথা বলেন, আবার কেউ কেউ স্ট্যাটাস বলে থাকেন। যাই হোক না কেন এই দুই লাইন কথা, উক্তি কিংবা স্ট্যাটাস আজকে আলোচনা করব। তো চলুন মূল আলোচনার দিকে অগ্রসর হওয়া যাক।
Read More : তাজা গোলাপ ফুল ছবি
ভালোবাসার মানুষকে নিয়ে কিছু কথা, স্ট্যাটাস ও কবিতা
ভালোবাসার মানুষ বলতে কেবল হারাম রিলেশনে থাকা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বুঝায় না। অনেকের ভালোবাসার মানুষ তার স্বামী/স্ত্রী হতে পারে। কাজেই আমাকে ভুল বুঝার কোনো প্রয়োজন নেই।
আপনি যদি আপনার ভালোবাসার মানুষের সামনে নিজের প্রেম ব্যক্ত করতে চাচ্ছেন তাহলে নিচের কথাগুলো আপনার সহায়তা করবে বলে আশা করছি।
বেলা শেষে তোমার দেখা
মিলবে বলে,
অপেক্ষা করছি এই মাঠে
খেলা ছলে।
এখনও তুমি কেন এলেনা
ভাবছি সেটা,
চলে এসো দেরি না করেই
বলছি যেটা।
মনটা দিয়েই শোনো আমার
কয়টি কথা,
দূরে সরে দিয়ো না আমার
হৃদয়ে ব্যাথা।
Read More : মেয়েদের ভালোবাসলে কি পাওয়া যায়?
তোমার ছোঁয়ায় পেলাম আবার
হারানো সুখের নিবাস,
শিশির মাখানো ভোরের মুক্তা
শিউলি ফুলের সুবাস।
তোমায় পেয়েছি ধন্য জীবন
সুখের তরীতে চড়েছি,
হাতের পরেতে হাতটা রেখেছি
ভালো বাসা এক গড়েছি।
অচেনা পথেতে হাঁটবো দু'জন
পায়ের সাথে পা মিলিয়ে,
আসুক না যতো দুখের বাসর
ভালোবাসা দেবো বিলিয়ে।
পাশেতেই থেকো সারাটা জীবন
আঁখিতে রাখবো তোমায়,
পুজোর ডালি যে রেখেছি সাজিয়ে
যেও নাকো ছেড়ে আমায়।
সাঁঝের বেলা যে আসবে যখন
রইবো তোমার সাথেতে,
শেষর মালাটা পড়বো গলায়
তোমার নরম হাতেতে।
দুঃখ দিয়ে যদি মনে সুখ পাও
যত খুশি তুমি দুঃখ দিয়ে যাও,
অশ্রু ধারায় নদী বয়ে যাক,
যত খুশি তুমি দাও ব্যথা দাও।
মনটা তোমাকে ভালোবসেছে,
এই তো আমার অপরাধ,
যত খুশি তুমি আমায় কাঁদাও
করবোনা কোনো প্রতিবাদ।
চোখের আড়ালে যেওনা তুমি,
যদি যাও অন্ধ করে দিয়ে যাও।
মনটা তোমাকে সপে দিয়েছি,
তাই তো আমি অসহায়,
জীবন আমার আঁধারে ডোবাও,
ছাড়বোনা,আমি নিরুপায়।
আমাকে ছেড়ে যেওনা তুমি,
যদি যাও একটু বিষ দিয়ে যাও।
জীবন হলো জলের নৌকা!
কখনো সুখের পাল তুলে,
কখনো কষ্টের স্রোতে ভাসে।
কখনো ছুটে যায় ভালোবাসার টানে,
কখনো থেমে যায় অজানা
অভিমানে।
যার মনের কষ্ট সে বুঝে,
বাকিরা তো গল্প খুঁজে।
Read More : কোন জায়গায় গেলে মানসিক শান্তি পাওয়া যায়?
কখন জানি না সে
তুমি আমার জীবনে এসে
যেন স্বঘন শ্রাবণে
প্লাবনে দুকুলে ভেসে
শুধু হেসে ভালোবেসে
যত, যতনে সাজানো স্বপ্ন
হলে সকলি নিমেষে ভগ্ন
আমি দুর্বার স্রোতে ভাসলাম
তরী অজানায় নিশানা
বল মন প্রেম বল
প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক
প্রেম থাকুক স্বপনে
যে জানে সে জানে
একা তুই সম্বল
একটি কবিতা শুনিয়ে যেদিন
মনকে করেছিলে হরণ,
পুরো পৃথিবীকে জানিয়ে সেদিন
তোমাকে করেছি বরণ,
ক্ষনিকের এই দূরত্বে তোমায়
করছি প্রতি নিয়ত স্মরন,
একাকীত্বের চেয়ে হাজার শ্রেয়
আজ আমার মৃত্যু বরণ,
এসোনা ফিরে মোর আঙিনায়
রাখোনা ঐ দুটি চরণ,
অন্যথায় কভু থামবেনা মোর
হৃদয়ের রক্ত ক্ষরণ
সহেনা যাতনা
দিবস , গনিয়া গনিয়া বিরলে
নিশি দিন বসে আছি
শুধু পথ পানে চেয়ে
সখা হে,এলে না
ভালোবাসার মানুষকে নিয়ে কিছু উক্তি
আমরা উপরে ভালোবাসার মানুষকে নিয়ে কিছু কথা, কিছু স্ট্যাটাস ও কিছু কবিতা দেখে নিয়েছি। এবার সত্যিকারের ভালোবাসার মানুষকে নিয়ে কিছু উক্তি দেখে নেবো। আপনার যদি এসব উক্তি পছন্দ হয় তাহলে কপি করে নিতে পারেন।
উক্তি
- যখন তুমি কাছে ছিলে তখন তুমার কদর বুঝিনি, আজ তুমি পাশে নেই তিলে তিলে তোমার অভাবে জ্বলছি
- সে তুমি কেন গেলে আমার হতে দূরে? দিন-রাত সারাক্ষন তোমার স্মরণেই থাকি ডুবে
- হ্যাঁ, তুমি ঠিক বলেছিলে কাছে থাকতে কদর করিনি তোমার, আজ দূরে সরে গিয়েছো মনে হয় দুনিয়া হারিয়েছি আমার।
- কাছে থাকো বা দূরে, রবে সদা আমার স্মরণে, দিন হোক বা রাত ভালোবেসেছি আর ভালোবেসে যাবো মনে
- তুমাকে পেয়েছি জীবনে, যেতে দেবো না অন্য কোনো বনে, রবে সদা কাছে আমার, আগলে রাখবো আমার মনে।
উপসংহার
আশা করছি আজকের পোস্ট আপনার জন্য সহায়ক হয়েছে। পোস্টটি উপকারী মনে হলে আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিন। অনুমান করছি যে আপনি ভালোবাসার মানুষকে নিয়ে কিছু কথা পেয়ে গিয়েছেন।
এর সাথে অনেকগুলো উক্তি, স্ট্যাটাস ও কবিতা দেওয়া হয়েছে। আপনি এ সকল কিছু আমার ওয়েবসাইট থেকে কপি করতে পারেন। এছাড়াও কোনো কিছু বুঝতে কষ্ট হলে কমেন্ট করে জানাবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনার সকল প্রশ্নের জবাব দেওয়ার।