Formal Letter লেখার নিয়ম - ইংরেজি লেটার লেখার নিয়ম
আশা করি আপনারা সকলেই ভাল আছেন; আজকে আপনাদেরকে জানাবো Formal Letter লেখার নিয়ম এবং ইংরেজি লেটার লেখার নিয়ম আপনাদের মাঝে উপস্থাপন করবো। দরখাস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই পোষ্টে।
নিচের দিকে একটি সম্পূর্ণ ইনফরমাল লেটার লেখা হয়েছে। আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তবে আগে নিয়ম জেনে নেবো এরপর আলোচনা করবো একটি ইনফরমাল লেটার। যেটি আপনাদের জন্য সহায়ক হবে।
ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি
প্রশংসা পত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন লেখার নিয়ম
Formal Letter লেখার নিয়ম | ইংরেজি লেটার লেখার নিয়ম
- পেজের বামদিক থেকে লেখা শুরু করতে হবে
- সর্বপ্রথম তারিখ লেখতে হবে
- To,
- প্রধান শিক্ষক/প্রিন্সিপাল
- স্কুলের নাম/কলেজের নাম
- স্থানের নাম, জেলা
- Subject: প্রশ্নে উল্লিখিত বিষয় লিখুন যে বিষয়ে এপ্লিকেশন লিখছেন
- Sir,
- অত্যান্ত শ্রদ্ধা ও বিনম্রতার সাথে প্রধান শিক্ষকের সামনে নিজের শ্রেণী উল্লেখ করে নিজের বিষয় উপস্থাপন করতে হবে।
- এপ্লিকেশন শেষ করার পর নিজের নাম, রোল ও শ্রেণী ভালোভাবে উপস্থাপন করতে হবে।
Write an application to the Headmaster for a study tour in English
13-11-2023 To, The Headmaster 'X' School and College 'Y' Area, 'Z' District Subject : Prayer for a study tour Sir, Beg most respectfully to state that, I am a regular student of Class (your class) in you respected School/College. Our School is one of the best school in this district. But It is a matter of sorrow that we didn't go for any study tour this year. So, we the students of class () thought that we should go for a study tour. We want your permission for this tour. May I, therefore pray and hope that your honour would be kind enough to take necessary steps and give us permission for study tour and oblige thereby. Your Sincerely, (Your Name) (Your Class), (Your Section) (Your roll) |
Read More: বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত
write an application to the headmaster for leave of absence
13-11-2023 To, The Headmaster 'X' School and College 'Y' Area, 'Z' District Subject : Prayer for a study tour Sir, Beg most respectfully to state that, I am a regular student of Class (your class) in you respected School/College. I was unable to attend my Classes on 9th November due to my sickness. I had cold, fever and headache. I also brought my prescription. May I, therefore pray and hope that your honour would be kind enough to grant me a leave of absance and oblige thereby. Your Sincerely, (Your Name) (Your Class), (Your Section) (Your roll) |
FAQ
ফরমাল লেটার কিভাবে শুরু করতে হয়?
ফর্মাল লেটার মানে কি?
ফরমাল লেটার কত পেজ লিখতে হয়?
উপসংহার
আশা করছি আজকের আলোচনা আপনার জন্য সহায়ক হয়েছে। পোস্টটি উপকারী মনে হলে আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিন। অনুমান করছি আপনি যে Formal Letter লেখার নিয়ম পেয়ে গিয়েছেন।
এর সাথে ২টি Formal Letter দেওয়া আছে সেগুলো পড়তে পারেন। এছাড়াও ইংরেজি লেটার লেখার নিয়ম বা ধাপগুলো বুঝতে কষ্ট হলে কমেন্ট করে জানাবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনার সকল প্রশ্নের জবাব দেওয়ার।