Informal letter লেখার নিয়ম - ইনফরমাল লেটার লেখার নিয়ম

আজকে আপনাদেরকে জানাবো Informal Letter লেখার নিয়ম বা ইনফরমাল লেটার লেখার নিয়ম আপনাদের মাঝে উপস্থাপন করবো। সম্পূর্ণ আলোচনা পড়ুন।

    Informal letter লেখার নিয়ম - ইনফরমাল লেটার লেখার নিয়ম

    ইনফরমাল লেটারকে বাংলায় ব্যক্তিগত পত্র বা চিঠি বলা হয়। বাংলায় চিঠি বা ব্যক্তিগত পত্র লিখতে পারলেও ইংরেজিতে এই ইনফরমাল লেটার অনেকে লিখতে পারেন না। তাই আজকে এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছি। 

    আজকে আলোচনা করব Informal letter লেখার নিয়ম সম্পর্কে। আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। আজকের নিয়মগুলো ভালোভাবে বুঝে গেলে আপনি জীবনে কখনো আর লেটার লিখতে দ্বিধাবোধ করবেন না। 

    কেননা ইংরেজিতে সকল ধরনের ইনফরমাল লেটার লেখার ক্ষেত্রে শুধুমাত্র একটি নিয়ম প্রযোজ্য। এই নিয়মটিই আজকে আলোচনা করতে যাচ্ছি।

    Read More : Formal Letter লেখার নিয়ম - ইংরেজি লেটার লেখার নিয়ম

    Informal letter লেখার নিয়ম - ইনফরমাল লেটার লেখার নিয়ম

    নিচের নিয়মগুলো অনুসরণ করুন আপনি ইনফরমাল লেটার লিখতে শিখে যাবেন। 

    • পেজের বামদিক থেকে লেখা শুরু করতে হবে
    • সর্বপ্রথম তারিখ লেখতে হবে
    • এরপর আপনার নিজের ঠিকানা লেখবেন। যেখান থেকে এই চিঠি লেখা হচ্ছে। প্রশ্নে যদি প্রেরকের ঠিকানা উল্লেখ থাকে তাহলে সেটি লিখবেন। 
    • এরপর নিজের বন্ধুর নাম লিখুন। যেমন : "প্রিয় বন্ধু (বন্ধুর নাম)"
    • লেটার লেখা শুরু করুন। 
    • বন্ধুকে সালাম কিংবা অভিবাদন জানিয়ে লেটার শুরু করুন। তার খোঁজ-খবর নিন। 
    • মূল বিষয়ের উপর লেখা শুরু করুন। 
    • লেখা শেষ হলে পূনরায় তাকে অভিবাদন ও ভালোবাসা জানিয়ে চিঠি লেখা শেষ করুন। 
    • এরপর লিখুন- "ইতি, তোমার বন্ধু (আপনার নাম)"
    • আর ইংরেজি হলে, "Your Friend, (Your name)"
    • এখন খাম বানাতে হবে। যেখানে প্রেরকের জায়গায় আপনার তথ্য এবং প্রাপকের জায়গায় যাকে চিঠি লেখছেন তার তথ্য লিখুন। 
    প্রেরক, 

    আপনার নাম
    আপনার ঠিকানা
    উপজেলা, জেলা
    ডাকঘর                                            
    প্রাপক,

    বন্ধুর নাম
    বন্ধুর ঠিকানা
    উপজেলা, জেলা
    ডাকঘর            
                                  

    ইংরেজি হলে,

    From, 

    (Your Name)
    (Your Address)
    Upazila, District
    (Post office)                                      
    To,

    (Friend's Name)
    (Friend's Address)
    Upazila, District
    (Post office)   
                                    

    Read More : বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি

    Informal letter about Bangladeshi culture

    14-11-2023

    'X' area, House no. 7/05,

    Rangpur

    Dear Friend (Your Friend's name),

    I hope You are fine by the grace of Almighty Allah. I am also well. Yesterday, I received your letter. In your letter you wanted to know about Bangladeshi culture. So, I am writing you about it. 

    Bangladesh is a well populated Country in the world. Mostly people are Bengali here. Bangladeshi culture is a great culture. People here like to eat fish so much. Even they have so many Bangla festivals like "Pohela Baisakh", "Boshonto Utshob", "Nabanna", "Borsha Utshob", "Nouka Baich" etc. Even they have a great history of freedom. All Bangladeshi celebrate 16th December, 26th March and 21st February every year.

    No more today. I will write more someday. Respect for your parents and love to all.

    Your Friend,

    (Your name)

    [Draw a stamp]


    FAQ

    Informal Letter কত পেজ লিখতে হয়?

    ইনফরমাল লেটার দুই পেজে লিখলে ভাল হয়। এটি দরখাস্তের মত এক পেজে লিখতে হয় না। বাম পেজ থেকে শুরু করে ডান পেজের নিচ পর্যন্ত আপনি সম্পূর্ণ ইনফরমাল লেটার লিখতে পারেন। এতে পূর্ণ নম্বর বা বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে।

    Informal letter এর অর্থ কি?

    ইনফরমাল লেটারকে বাংলায় চিঠি বা ব্যক্তিগত পত্র বলা হয়। এটি স্বাভাবিক জীবনের বিষয় ও ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়। যা হতে পারে বন্ধু-বান্ধব, মা-বাবা কিংবা আত্মীয়-স্বজনদের জন্য। আগের দিনে এভাবেই চিঠি লিখে খোঁজখবর নেওয়া হতো।

    উপসংহার

    আশা করছি আজকের আলোচনা আপনার জন্য সহায়ক হয়েছে। পোস্টটি উপকারী মনে হলে আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিন। অনুমান করছি আপনি যে Informal letter লেখার নিয়ম পেয়ে গিয়েছেন। 

    এর সাথে ১টি Informal Letter দেওয়া আছে সেগুলো পড়তে পারেন। এছাড়াও ইনফরমাল লেটার লেখার নিয়ম বা ধাপগুলো বুঝতে কষ্ট হলে কমেন্ট করে জানাবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনার সকল প্রশ্নের জবাব দেওয়ার।

    LikeYourComment