অনলাইনে মামলা দেখার উপায় - মামলার তারিখ নিজে বের করুন

আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি। অনলাইনে মামলা দেখার উপায় আপনাদের শিখিয়ে দিবো। সম্পূর্ণ আলোচনা পড়ুন।

    স্বাগতম আমাদের ব্লগে। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি। অনলাইনে মামলা দেখার উপায় আপনাদের শিখিয়ে দিবো।

    বাংলাদেশ জুডিশিয়াল কার্যালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী মামলার আদেশ, তারিখ ও ফলাফল আসামিপক্ষ এবং বাদীপক্ষ উভয়েই অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন। 

    এখন ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে জানা যাবে আপনার মামলার তারিখ কবে এবং পরবর্তী তারিখে মাননীয় বিচারক কোন আদেশ দিয়েছেন। অর্থাৎ, এতদিন আপনি মোহরী এবং উকিলের পিছনে মামলার তারিখ জানার জন্য ঘুরতেন। 

    অনলাইনে মামলা দেখার উপায় - মামলার তারিখ নিজে বের করুন

    কিন্তু নতুন এই অনলাইন প্রক্রিয়ায় আপনার ভোগান্তি কমে যাবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে অনলাইনে মামলা দেখার উপায় জানতে হবে। এই নিয়ম বা উপায় জানা না থাকলে আপনি সুবিধাটি ভোগ করতে পারবেন না। 

    অনলাইনে মামলা দেখার উপায় কি?

    অনলাইনে মামলার কার্যতালিকা দেখার দুইটি উপায় রয়েছে। বলতে পারেন যে দুইটি পদ্ধতি রয়েছে। আপনি চাইলে যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে নিজের মামলার কার্যতালিকা দেখতে পারেন। পদ্ধতি দুটি হচ্ছে। 
    1. অ্যাপ এর মাধ্যমে
    2. ব্রাউজারের মাধ্যমে
    আপনি যদি স্মার্ট ফোন বা অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি উভয় পদ্ধতি অনুসরণ করে মামলা দেখতে পারে। অথবা, আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারী হন। 


    তবে আপনি ব্রাউজার পদ্ধতি ব্যবহার করে মামলার দেখতে পারেন। অনলাইনে মামলা দেখার জন্য আপনাকে যা যা প্রয়োজন হবে সেগুলি হচ্ছে। 
    • আপনার বিভাগের নাম 
    • আপনার জেলার নাম 
    • যে আদালতে আপনার মামলা চলছে সে আদালতের নাম 
    • আপনার মামলার জি.আর নম্বর 
    • আপনার সর্বশেষ হেয়ারিং এর তারিখ। অর্থাৎ শেষ কোন তারিখে আপনি ডেট করে আসছেন। 
    তবে এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে, বাদিপক্ষ এবং আসামিপক্ষ উভয়কেই এই বিষয়গুলো জেনে রাখতে হবে। এ বিষয়গুলো জানা না থাকলে কি করবেন? এই তথ্যগুলো আপনি নিজের উকিলের কাছ থেকে সংগ্রহ করবেন। 

    তিনাকে এ প্রশ্নগুলো করলে তিনি আপনাকে সকল কিছু জানিয়ে দেবেন। অথবা মামলার সকল কাগজ-পত্র ও নথি আপনার কাছে থাকলে সেখানে এগুলো পেয়ে যাবেন। এখন আপনি নিচের যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে নিজের মামলা দেখতে পারেন।

    পদ্ধতি-১ : অ্যাপ এর মাধ্যমে মামলা দেখার উপায়

    এপ্লিকেশন বা অ্যাপের মাধ্যমে মামলা দেখার জন্য আপনাকে আগে একটি অ্যাপ ইন্সটল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে আমার আদালত। আপনি নিচের লিংকে ক্লিক করে সরাসরি একটি ইন্সটল করতে পারেন। 


    এই লিংকটি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে যেখানে সরাসরি এই অ্যাপটি পেয়ে যাবেন। শুধু ইন্সটল বাটনে ক্লিক করলে একটি ইন্সটল হয়ে যাবে। এর পরবর্তীতে কি করতে হবে সেগুলোর নিচের ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করলে জানতে পারবেন।

    • অ্যাপ ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন। 
    • এরপর "মামলার কার্যতালিকা" অপশনে ক্লিক করুন। 
    • সেখানে চারটি জিনিস বাছাই করতে হবে।
    • নিজের বিভাগ, জেলা ও আদালতের নাম বাছাই করুন। 
    • সর্বশেষ যেদিনে মামলার হেয়ারিং করেছিলেন সেটি বাছাই করুন। অর্থাৎ, আদালতে আপনার মামলার শুনানি সর্বশেষ কত তারিখে হয়েছে তা বাছাই করুন। 
    • এরপর "অনুসন্ধান করুন" বাটনে ক্লিক করুন। 
    • সে তারিখে ঐ আদালতে যতগুলো মামলার হিয়ারিং হয়েছিল সকল তথ্য আপনার সামনে চলে আসবে। 
    • আপনার মামলার জি.আর নাম্বার তালাশ করুন। 
    • "মামলার নম্বর" এর ঘরে আপনার মামলার নম্বর পেয়ে যাবেন। 
    • সেদিনে কি কার্যক্রম হয়েছে এবং মাননীয় বিচারক সংক্ষিপ্ত কোন আদেশ দিয়েছেন তা জানতে পারবেন। 
    • তার পাশেই মামলার পরবর্তী তারিখ লেখা থাকবে। সে তারিখই হচ্ছে আপনার মামলার শুনানির পরবর্তী তারিখ।
    • না বুঝলে নিচের ছবিগুলো অনুসরণ করুন। 
    ধাপ-১:
    অ্যাপ এর মাধ্যমে মামলা দেখার উপায়
    ধাপ-২:

    অ্যাপ এর মাধ্যমে মামলা দেখার উপায়
    ধাপ-৩:

    অ্যাপ এর মাধ্যমে মামলা দেখার উপায়

    পদ্ধতি-২ : ব্রাউজার এর মাধ্যমে মামলা দেখার উপায়

    আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য এ পদ্ধতি অনেক সোজা। আপনারা ব্রাউজারের মাধ্যমে মামলা দেখতে পারবেন। আপনার মামলার পরবর্তী তারিখ, কার্যক্রম এবং সংক্ষিপ্ত আদেশ জানতে পারবেন। তার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। 
    • এই লিংকে (Causelist judiciary gov bd) ক্লিক করুন। একটি নতুন ওয়েবপেজ সামনে আসবে। 
    • আপনি এখন মামলার কার্যতালিকা দেখার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছেন। 
    • সেখানে নিজের বিভাগ, জেলা, আদালতের নাম এবং সর্বশেষ মামলার যে তারিখ ছিল সেটি বাছাই করুন। 
    • এরপর "অনুসন্ধান" অপশন এ ক্লিক করুন। 
    • সে আদালতে বাছাইকৃত তারিখে যতগুলো মামলার শুনানি হয়েছিল সবকটি আপনার সামনে চলে আসবে। 
    • সেখানে নিজের মামলার নম্বর তালাশ করুন। 
    • মামলার নম্বর অনুযায়ী আপনার পরবর্তী তারিখ, কার্যক্রম এবং সংক্ষিপ্ত আদেশ জেনে যাবেন। 
    • বুঝতে সমস্যা হলে নিচের ছবিগুলো অনুসরণ করুন।
    ধাপ-১:

    ব্রাউজার এর মাধ্যমে মামলা দেখার উপায়
    ধাপ-২:

    ব্রাউজার এর মাধ্যমে মামলা দেখার উপায়

    অনলাইনে মামলা দেখার সুবিধা এবং অসুবিধা

    আপনাদেরকে মামলা দেখার উপায় জানিয়ে দিয়েছি। তবে প্রত্যেকটি জিনিসের কিছু কিছু অসুবিধা এবং অসুবিধা থাকে। এক্ষেত্রে ও কিছু কিছু অসুবিধা এবং অসুবিধা লক্ষ্য করা যায়। তবে অসুবিধা চেয়ে সুবিধার সংখ্যায় বেশি। যেগুলি আমি উপস্থাপন করছি।

    সুবিধা :

    • বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নিজের মামলার তারিখ, কার্যক্রম ও আদেশ জানা যায়
    • উকিলের পিছনে ঘুরতে হয় না
    • তারিখ জানার জন্য মোহরীকে যে টাকা দিতে হতো সেটি আর দিতে হচ্ছে না
    • আগামী আদেশ অনুযায়ী মামলার পরবর্তী তারিখের জন্য আগে থেকেই প্রস্তুতি  গ্রহণ করা যায়। 
    • তারিখ নিজেই বের করা সম্ভব বলে আগামী তারিখের জন্য সচেতন হওয়া যায় এবং অনুপস্থিত হওয়ার সম্ভাবনা কম থাকে। 

    অসুবিধা :

    • ইন্টারনেট না থাকলে এই সুবিধা পাওয়া যায় না
    • মামলার সাথে জড়িত অনেকেই স্মার্টফোন ব্যবহার করেন না। ফলে তারা এই সুবিধা গ্রহণ হতে বঞ্চিত।
    • সরকারি ওয়েবসাইট গুলোর সার্ভার প্রায় সময়ই ডাউন দেখা যায়। এই ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি এমন কিছু হয় তাহলে ভোগান্তি পোহাতে হবে। 

    উপসংহার

    আশা করছি আজকের আলোচনা আপনার জন্য সহায়ক হয়েছে। পোস্টটি উপকারী মনে হলে আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিন। অনুমান করছি যে আপনাদেরকে এই পদ্ধতি বোঝাতে সক্ষম হয়েছি। 

    আর আপনারা সফলভাবে অনলাইনে মামলা দেখার উপায় জেনে গিয়েছেন। এখন নিজের ঘরে বসেই আপনার নিজের মামলার পরবর্তী তারিখ জানতে পারবেন। 

    এছাড়াও এই পদ্ধতি বা ধাপগুলো বুঝতে কষ্ট হলে কমেন্ট করে জানাবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনার সকল প্রশ্নের জবাব দেওয়ার।

    LikeYourComment