লাম ইয়াতি নাজিরুকা ফি নাযরিন লিরিক্স - কালামে রাযা
আসসালামু আলাইকম, প্রিয় সুন্নি ভাইয়েরা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সৈয়দী আলাহযরত ইমাম আহমেদ রাযা খান রামাতুল্লাহ আলাইহি এর লেখা "লাম ইয়াতি নাজিরুকা ফি নাযরিন" নাতে রাসূল (ﷺ)।
হুজুর আলাহযরত এই কালামটি নবীজি (ﷺ) এর শানে লিখেছেন। এই কালামকে প্রত্যেক সুন্নি মনে-প্রাণে ভালোবাসে। কেননা এই কলামটি শুনলে মন প্রিয় নবীর ধ্যানে মগ্ন হয়ে যায়। সাথে এই কালামের প্রত্যেকটি আশার বা লিরিক্স না বুঝলেও এটি শুনতে অনেক ভালো লাগে।
প্রতি মিলাদ-মাহফিলে, অনুষ্ঠানে সুন্নি নাত-খাওয়ান এই কলমটি পাঠ করে। আপনি যদি এই কলামটি পড়তে চান তাহলে অবশ্যই এর লিরিক্স জানতে হবে। যার জন্য আমার আজকের এই পোস্ট। আজকে লাম ইয়াতি নাজিরুকা ফি নাযরিন লিরিক্স বাংলা এবং ইংলিশ উভয় ভাষায় দিয়ে দেব।
আপনার চাইলে এই কলামটির লিরিক্স আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন। আপনাদের সুবিদার্থে এর পিডিএফ লিংক দেওয়ার ব্যবস্থা আছে। নিচের দিকে লিংক পেয়ে যাবেন।
Read More : মোস্তফা জানে রহমত পে লাখো সালাম Lyrics বাংলা
লাম ইয়াতি নাজিরুকা ফি নাযরিন লিরিক্স
লাম ইয়াতি নাজিরুকা ফি নাযরিন, মিসলে তু নাহ শুদ পয়দা জানা,
জগরাজ কো তাজ তুরে সরসু, হ্যায় তুঝকো শাহে দোসরা জানা।
আলবাহারু আলা ওয়াল মাওজু তাগা, মান যে কস ও তুফা হু-শরুবা,
মাঝধারমে হো বিগড়ি হ্যায় হাওয়া, মোরি নাইয়া পার লাগা জানা।
ইয়া শামসু নাযারতি ইলা লাইলী, চু-বতাইবা রসি আরযে বকুনী,
তোরি জুত কী ঝলঝল জগমে রচি মুরী শব নে না দিন হোনা জানা।
লাকা বাদরুন ফিল ওয়াজহিল আজমাল, খতহালায়ে মাহ জুলফে আবরে আজাল,
তুরে চন্দন চন্দন পরো কুন্ডল রহমত কি ভরন বরসা জানা।
আনা ফী আতশিউ ওয়া সাখাকা আতাম, আয় গেসুয়ে পাক আয় আবরে কারাম,
বরসন হারে রিমঝিম রিমঝিম দো বুন্দ ইধার ভি গিরা জানা।
ইয়া কাফিলাতি যীদী আজালাক রহমে বর হাসরাতে তিশনা লাবাক,
মোরা জীরা লরজে ধারাক ধারাক তায়বা সে আভি না সুনা জানা।
ওয়াহান লিসুওয়াইআতীন যাহাবাত, আ আহদে হুজুরে বা-রে গাহাত,
জব ইয়াদা ওয়াতে মো হে কিরনা পারাত দরদা উঅহ মাদীনা কে জানা।
আল কলবু শাজি ওয়াল হাম্মু শুজো দিল যারে চুনা ও জা যেরে চুনো,
পত আপনি বেপত মে কা সে কহো মোরা কৌন হ্যায় তেরে সিওয়া জানা।
আর রূহো ফিদাকা ফাযীদ হারকা ইক শো'লা দিগর বর যন ইশকা,
মোরা তন-মন-ধন সব ফুঁক দিয়া ইয়ে জান ভী পিয়ারে জালা জানা।
বস খামায়ে খামে নওয়ায়ে রাযা না ইয়ে তৰ্জ মেরি না ইয়ে রঙ্গ মেরা,
ইরশাদ আহিববা নাতেক থা নাচার ইস রাহ পড়া জানা।
লাম ইয়াতি নাজিরুকা ফি নাযরিন লিরিক্স in English
Lam Yati Naziruka Fi Nazrin, Misle tu nah shudh payda jaana,
Jag-Raaj ko Taj Tore Sarso, Hay Tujhko Shahe Dosara Jaana.
Albahru Aala Wal Maoju Taaga, Maan Bekas O Toofa Hoshrooba,
Majhdhar Mein Hoon Bigdi Hai Hawa, Mori Naiya Paar Laga Jaana.
Iya Shamsu Nazarti Ila Lailli, Chubo Tayba Raasi Arze Bokuni,
Tori Jot ki Jholmol Jagme Rachi Mori Shab Ne Na Deen Hona Jaana.
Laka Badrun Fil Wajhil Ajmal, Khat Halaye Mah Joolfe Aabre Ajmal,
Toore Chandan Chandan Paro Kundal Rahmat Ki Varan Barsa Jaana.
Aanafi Attashiyu Wa Sakha Ka-Aatam, Ay Gesuye Pak Ay Aabre Karam,
Barsan Haare Rimjhim Rimjhim Do Boond Idhar Bhi Gira Jaana.
Iya Kafilati Jeedi Aajalak Rahme Bar Hasrate Tishna Labak,
Mora Jeera Larje Dharak Dharak Tayba Se Abhi Na Soona Jaana.
Wahan Lisuwai-Aatin Jahbat, Aa Ahde Huzoore Baare Gahat,
Jab Yadawate Mohe Kirna Parat Darda Uh! madina ka Jaana.
Al Kalbu Shaji Wal Hammu Shujo Dil Jare Chuna O Ja Jere Chuno,
Pat Apni Bepat Me ka Se kaho Mora Koun Hain Tere Siwa Jaana.
Ar Ruho Fidaka Fajid Harka Ek Shola Digar Barjar Ishqa,
Mora Taan-Maan-Dhaan Sab Fook Diya Ye Jaan bhi Piyare Jala Jaana.
Bas Khamaye Khame Nawaye Raza Na Ye Tarz Meri Na Ye Rang Mera,
Irshad Ahibba Na-tek Tha Nachar Is Raah Para Jaana.
লাম ইয়াতি নাজিরুকা ফি নাযরিন কালাম PDF লিংক
উপসংহার
আশা করছি আজকের পোস্ট আপনার জন্য সহায়ক হয়েছে। পোস্টটি উপকারী মনে হলে আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিন। অনুমান করছি যে আপনি লাম ইয়াতি নাজিরুকা ফি নাযরিন লিরিক্স পেয়ে গিয়েছেন।
এর সাথে ইংলিশেও লিরিক্স দেওয়া আছে। কেননা বাংলায় উচ্চারণ অনেক কঠিন হয়ে যায় কারণ আলা হযরত এই কলামটি কয়েকটি ভাষা একত্রিত করে লিখেছেন। এছাড়াও লিরিক্স বুঝতে কষ্ট হলে কমেন্ট করে জানাবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনার সকল প্রশ্নের জবাব দেওয়ার।