কোন ফেসিয়ালের দাম কত জেনে নিন - সাথে ফেসিয়াল করার নিয়ম

এই পোস্টে জানিয়ে দেওয়া হয়েছে ফেসিয়ালের দাম কত। সাথে ফেসিয়াল করার নিয়ম আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। সকল বিষয় সহজভাবে উপস্থাপন করা হয়েছে

    আমাদের দেশের ছেলে-মেয়ে উভয়ই নিজের মুখে ফেসিয়াল করাতে পছন্দ করে। মূলত ফেসিয়াল চেহারার ময়লা গুলো দূর করে। সাথে মুখে গ্লো ও স্বল্পমেয়াদি উজ্জ্বলতা দিতে সক্ষম। তাই রূপচর্চায় নিয়ে চিন্তিত যুবক-যুবতী এমনকি বয়স্ক নারীরা ও ফেসিয়াল করাতে পছন্দ করেন। 

    আজ এ বিষয়ের উপরেই আলোচনা করতে যাচ্ছি। আজকে জানিয়ে দেবো কোন ফেসিয়ালের দাম কত? আমরা যে ফেসিয়ালগুলো করিয়ে থাকি সেটি কোন এক রকম ফেসিয়াল নয়। বিভিন্ন পার্লারে ও সেলুনে বিভিন্ন রকম ফেসিয়াল হয়ে থাকে। 

    কোন ফেসিয়ালের দাম কত জেনে নিন - সাথে ফেসিয়াল করার নিয়ম

    তাছাড়াও একটি কসমেটিক দোকান থেকে আপনি ফেসিয়াল ক্রিম কত দামে কিনতে পারবেন। এবং কত প্রকার ফেসিয়াল ক্রিম পাওয়া যাবে সব তথ্য আজকে উপস্থাপন করব। সম্পূর্ণ পোস্ট ভালোভাবে পড়ুন তাহলে আপনি সকল তথ্য পেয়ে যাবেন।

    ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম

    কোন ফেসিয়ালের দাম কত? হারবাল ফেসিয়ালের দাম কত?

    সর্বরপ্রথম বাংলাদেশের পার্লার সেলুন গুলোতে সকল ধরণের ফেসিয়াল এর দাম জানিয়ে দিবো। এর পরের ধাপে আমরা জেনে নেবো ফেসিয়ালে ব্যবহৃত ক্রিমগুলোর দাম কত আছে। 
    ফেসিয়ালের নাম ফেসিয়ালের দাম
    Classic Facial 500/-
    Oily Skin Facial 600/-
    Dry Skin Facial 700/-
    Sensitive Skin Facial 800/-
    Anti-Acne Facial 900/-
    Collagen Facial 1000/-
    Microdermabrasion Facial1200/- (+)
    Chemical Peel 1500/- (+)
    Lactic Acid Peel 1800/- (+)
    Glycolic Acid Peel 2200/- (+)

    আপনি যদি নামিদামি পার্লার কিংবা স্যালুনে ফেসিয়াল করতে যান তাহলে সর্বনিম্ন ৩০০ বা ৪০০ টাকা লাগতে পারে। যেটি হবে শুধুমাত্র আপনার মুখ ধুলোবালি এবং ময়লামুক্ত করে মাসচুরাইজ স্কিন করে দেয়া। 

    আর আপনি যদি নিজের রূপ চর্চা বা চেহারা একটু বেশিই কৌতূহলী তাহলে আপনি উপরের ছকে দেওয়া নামিদামি সব ফেসিয়াল করিয়ে নিতে পারবেন। এখন আমরা পরবর্তী ধাপে যাবো যেখানে এগুলো ফেসিয়ালে ব্যবহৃত প্রোডাক্টগুলোর মার্কেট প্রাইস জেনে নেবো। 

    মধু দিয়ে ত্বক ফর্সা করার উপায়

    মেয়েদের ফেসিয়াল ক্রিমের দাম (ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য)

    ফেসিয়াল করার ক্ষেত্রে ৩টি জিনিস প্রয়োজন। যারা পার্লারে কিংবা স্যালুনে এর আগে ফেসিয়াল করেছেন তারা হয়তো জানেন যে ৩টি জিনিস কি কি। 
    1. ফেসিয়াল কীট
    2. ম্যাসাজ ক্রীম ও স্ক্র্যাপ এবং 
    3. ফেসিয়াল প্যাক 

    এছাড়াও ফেস প্যাক পাওয়া যায়। যেটি কিনলে এতগুলো জিনিস কেনার প্রয়োজন পরে না। কেননা ফেস প্যাকের মধ্যেই এসকল জিনিস দেয়া থাকে। তবে প্যাকগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। প্রথমে আমরা ৩টি প্রাথমিক জিনিসের দাম জেনে নেবো। 

    • ফেসিয়াল কীট : আমাদের দেশে কসমেটিক্স দোকানগুলোতে ইন্ডিয়ান ফেসিয়াল কীট পাওয়া যায়। যেটি সাধারণত "GOLD" কোম্পানির হয়। ফেসিয়াল কীটের মধ্যে ৩টি ক্রীম থাকে। এই ফেসিয়াল কীট এর দাম হচ্ছে - ৪৫০/- টাকা। তবে ক্ষেত্রবিশেষে ও অঞ্চলভেদে দাম একটু কম-বেশি হতে পারে। 
    • ম্যাসাজ ক্রীম ও স্ক্র্যাপ : ম্যাসাজ ক্রীম বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় - ম্যাংগো, এলোভেরা, নিম, মিল্ক, অরেঞ্জ ইত্যাদি। তবে যেকোনো ২টি ফ্লেভার নিতে হয়। এর সাথে ১টি স্ক্র্যাপ দেয়া হয়। ২ টি ম্যাসাজ ক্রীম এবং ১টি স্ক্র্যাপ এই মোট তিনটি জিনিসের দাম হচ্ছে  ২০০/- । আরো ভালো কোয়ালিটির দাম আরো বেশি হতে পারে। সর্বোচ্চ ৪০০ টাকা। 
    • ফেসিয়াল প্যাক : বাংলাদেশের কসমেটিক্স দোকানগুলোতে বিভিন্ন কোম্পানির ফেসিয়াল প্যাক পাওয়া যায়। তবে আমি আয়ুর্বেদিক ফেসিয়াল প্যাক এর মূল্যের জানিয়ে দিব। আয়ুর্বেদিক ফেসিয়াল প্যাক এর দাম হচ্ছে - ৫০ টাকা। 

    এই তিনটি জিনিস ছিল ফেসিয়াল করার জন্য প্রাথমিক জিনিস। অর্থাৎ ৩টি জিনিস না থাকলে ফেসিয়াল করা সম্ভব হবে। বা বলতে পারেন ফেসিয়াল পরিপূর্ণ হবে। কাজেই এর দামগুলো জেনে গিয়েছেন। 

    এখন আপনি পার্লার ও সেলুনের ফেসিয়ালের দামের সাথে এই জিনিসগুলোর দাম হিসাব করতে পারে না। আপনাকে যেটি সাশ্রয়ী মনে হবে সেটি করুন। এখন ফেস প্যাক এর দাম সম্পর্কে জেনে নেবো। 

    ফেস প্যাক এর মধ্যেই সাধারণত ম্যাসাজ ক্রীম, ফেসিয়াল কীট বা জেক সবকিছু থাকে। একটি জিনিস কিনলেই সব কিছু একসাথে পাওয়া যায়। এর দাম সম্পর্কেও আলোচনা করবো। 

    • ফেস প্যাক : মার্কেটে থাইল্যান্ডের "থানাকা" কোম্পানির ফেস প্যাক অনেক ভালো। যেটি ৩ ধরণের হয়ে থাকে। আপনি যেকোনো একটি নিতে পারেন। প্রতি প্রকার ফেস প্যাক এর দাম হচ্ছে - ৪৫০ টাকা। 

    ফেসিয়াল করার নিয়ম

    উপরের জিনিসগুলো ক্রয় করার পর ফেসিয়াল কিভাবে করবেন সেটি নিচের নিয়মগুলো অনুসরণ করলে বুঝতে পারবেন। আর আপনি যদি ফেসিয়াল করার জন্য ফেস প্যাক ব্যবহার করছেন তখনও নিয়ম একই হবে। 

    শুধু আপনাকে ম্যাসাজ ক্রীম, ফেসিয়াল কীট বা জেল এগুলো ভালো করে চিনতে হবে। বাকি নিচের নিয়মগুলো অনুসরণ করুন। 

    • নিজের মুখ ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। মুখে তেলতেলে ভাব থাকলে মুছে নিন। 
    • সর্বপ্রথম ফেসিয়াল কীট বের করুন। গোল্ড ব্রানডার ফেসিয়াল কীটের প্যাকেটে ৩টি বক্স থাকে। আমিও জানিয়ে দিচ্ছি।
    • প্যাকেটের গায়ে লেখা নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে সেগুলো লাগিয়ে নিবেন। আমিও জানিয়ে দিচ্ছি।
    • প্রথমে গোল্ড ক্রীম লাগান। যেটি ৫টি লাগিয়ে রাখতে হবে। এরপর ধুয়ে ফেলবেন। 
    • দ্বিতীয় বার গোল্ড জেল লাগান। যেটি ৫টি লাগিয়ে রাখতে হবে। এরপর ধুয়ে ফেলবেন। 
    • তৃতীয় দফা গোল্ড প্যাক লাগাবেন। যেটি ৫টি লাগিয়ে রাখতে হবে। এরপর ধুয়ে ফেলবেন। 
    • এরপর ম্যাসাজ ক্রীম ও স্ক্র্যাপ এর কাজ। যে দুইটি ফ্লেভারের ম্যাসাজ ক্রীম নিয়েছেন ২ টি একসাথে মিশিয়ে নিয়ে মুখে লাগান। 
    • যেটি ৫টি লাগিয়ে রাখতে হবে। এরপর ধুয়ে ফেলবেন। 
    • এখন স্ক্র্যাপ ব্যবহার করুন। এটিও ৫ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলুন। 
    • সবশেষে ফেসিয়াল প্যাক গোলাপ জলে বা "রোজ ওয়াটারে" সামান্য পরিমান মিশিয়ে নিন। 
    • পূরণ মুখে সেই গোলাপ জল লাগিয়ে ত্বক ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। এটি আপনার চেহারার ক্লান্তি দূর করবে। 
    • এরপর মুখ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। অতঃপর পরিষ্কার সফট টিস্যু দিয়ে পানি শুকিয়ে নিন। 
    • বাড়িতে বসেই আপনার ফেসিয়াল কমপ্লিট। 

    FAQ

    কত দিন পর পর ফেসিয়াল করা উচিত?

    মাসে ১ বার ফেসিয়াল করা উচিত। তবে প্রত্যেক ১৫ দিনে একবার করে ফেসিয়াল করলে কোন সমস্যা হয় না। আপনি বাড়িতে বসেই ফেসিয়াল করতে পারবেন। আবার অনেকে আছে যারা পার্লারে কিংবা সেলুনে গিয়ে ফেসিয়াল করাতে স্বাচ্ছন্দবোধ করেন।

    ফেসিয়াল করতে কত টাকা লাগে?

    আপনি কোন জায়গায় ফেসিয়াল করাচ্ছেন এটার উপর ভিত্তি করে আপনার ফেসিয়ালের খরচ কম বা বেশি হতে পারে। তবে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০-১২০০ টাকা পর্যন্ত স্বাভাবিক ফেসিয়ালের খরচ পরতে পারে। আপনি কোন সেলুন বা পার্লারে যাচ্ছেন এবং এটি কতটা ব্যায়বহুল তার উপর নির্ভর করবে।

    গোল্ড ফেসিয়াল কি ত্বকের জন্য ভালো?

    ফেসিয়াল সাধারণত অনেকগুলো কেমিক্যাল এর মাধ্যমে তৈরি করা হয়। যা ত্বকের ময়লা দূর করে। রূপচর্চা নিয়ে চিন্তিত ব্যক্তিরাই ফেসিয়াল করাতে পছন্দ করেন। তবে কৃত্রিম প্রসাধনী কখনোই মানুষের ত্বকের জন্য ভালো হয় না। 

    ফেসিয়াল মানুষের ত্বককে স্বল্প সময়ের জন্য উজ্জলতা দিতে পারে। কিন্তু সময়ের সাথে সাথে ত্বকের ক্ষতিও করবে।

    কোন ফেসিয়াল বেস্ট ফর ব্রাইড গোল্ড নাকি ডায়মন্ড

    গোল্ড ও ডায়মন্ড উভয় কোম্পানির ফেসিয়াল মার্কেটে অনেক জনপ্রিয় এবং উভয় কোম্পানির ফেসিয়াল ক্রিম ভালো। তবে প্রসাধনী বা কসমেটিক দোকানের বিক্রেতারা বেশিরভাগ ক্ষেত্রে গোল্ড ফেসিয়াল বিক্রি করতে প্রাধান্য দিয়ে থাকেন।

    উপসংহার

    এই পোস্টে জানিয়ে দেওয়া হয়েছে ফেসিয়ালের দাম কত। তার সাথে ফেসিয়াল করার নিয়ম আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। সকল বিষয় সহজ-সরলভাবে উপস্থাপন করা হয়েছে। 

    তাছাড়াও ফেসিয়াল সম্বন্ধে আপনাদের আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার সাধ্যমত সম্পূর্ণ চেষ্টা করব আপনার সকল প্রশ্নের জবাব দেওয়ার। ধন্যবাদ।
    LikeYourComment