যৌগমূলক কাকে বলে? যৌগমূলকের নাম, সংকেত, আধান ও যোজনী PDF
যারা বিজ্ঞান বিভাগে পড়ালেখা করেন। তাদের রসায়ন বিষয়ের জন্য যৌগমূলক টপিক জানা অনেক জরুরী। কেননা এই যৌগমূলক ব্যবহার করে অনেকগুলো যৌগ গঠন করা হয়েছে। এছাড়াও অনেক বিক্রিয়ায় এই যৌগমূলক উপস্থিত থাকে।
এজন্য যৌগমূলকের ব্যাপারে ধারণা না থাকলে বা যৌগমূলক কাকে বলে এটি না জানলে আমরা এই বিক্রিয়াগুলো বুঝতে পারবো না। তাছাড়াও বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের জ্ঞান এবং অনুধাবনে প্রায়ই যৌগমূলক নিয়ে প্রশ্ন থাকে।
কাজেই বুঝতে পাচ্ছেন এই বিষয়টি কতটা জরুরি। আজকে যৌগমূলক নিয়ে আলোচনা করবো। সাথে কিছু বহুল ব্যবহৃত যৌগমূলকের চোখ দিয়ে দেব। আপনারা সম্পূর্ণ পোস্ট ভালোভাবে পড়ুন।
আরো পড়ুন : কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয়
যৌগমূলক কাকে বলে?
"একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধানবিশিষ্ট একটি পরমাণু তৈরি করে এবং এটি একটি মৌলের ন্যায় আচরণ করে। এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়।"
অর্থাৎ একাধিক পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে যায়। মিলিত হওয়ার পর এগুলো একটি যোগের মতো নয় বরং একটি মৌলের আয়নের মতো আচরণ করে। এটি মূলত বিক্রিয়ায় অংশগ্রহণের সময় একটি মৌলের মতো আচরণ করে।
যৌগমূলকগুলো ধনাত্মক বা ঋণাত্মক উভয় আধানবিশিষ্ট হতে পারে। এদের যোজনী জানার জন্য এদের আয়ন সংখ্যা দেখতে হয়। কোন যৌগমূলকের আধান সংখ্যা হচ্ছে সেই মূলকের যোজনী সংখ্যা।
এর একটি সহজ উদাহরণ হতে পারে অ্যামোনিয়াম (NH4+)। যার মধ্যে +1 আয়ন রয়েছে। আর এটিই হচ্ছে অ্যামোনিয়ামের যোজনী সংখ্যা।
আরো পড়ুন : 2d অরবিটাল সম্ভব নয় কেন? এবং 3f অরবিটাল সম্ভব নয় কেন?
বিভিন্ন যৌগমূলকের নাম, সংকেত, আধান ও যোজনী
যৌগমূলকের নাম | সংকেত | আধান | যোজনী |
---|---|---|---|
অ্যামোনিয়াম | NH4+ | +1 | 1 |
কার্বনেট | CO32- | -2 | 2 |
হাইড্রোজেন কার্বনেট | HCO3- | -1 | 1 |
সালফেট | SO42- | -2 | 2 |
হাইড্রোজেন সালফেট | HSO4- | -1 | 1 |
সালফাইট | SO3- | -2 | 2 |
নাইট্রেট | NO3- | -1 | 1 |
নাইট্রাইট | NO2- | -1 | 1 |
ফসফেট | PO43- | -3 | 3 |
হাইড্রোক্সাইড | OH- | -1 | 1 |
ফসফোনিয়াম | PH4+ | +1 | 1 |
যৌগমূলকের ছকটির PDF সংগ্রহ করুন
উপসংহার
আশা করছি আজকের আলোচনা আপনার জন্য সহায়ক হয়েছে। পোস্টটি উপকারী মনে হলে আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিন। অনুমান করছি আপনি যৌগমূলক কাকে বলে পেয়ে গিয়েছেন।
সাথে যারা "বিভিন্ন যৌগমূলকের নাম, সংকেত, আধান ও যোজনী" PDF আকারে পড়তে চান তারা পিডিএফ লিংকে গিয়ে PDF সংগ্রহ করতে পারেন। আরো কিছু জানার বা বলার থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।