মিয়া খলিফার ফেসবুক আইডি - Facebook, Twitter & Social Media
অনলাইন জগতের সাথে জড়িত প্রায় সকলেই মিয়া খলিফা কে চিনে থাকেন। মিয়া খলিফা অনলাইন জগতের অনেক বড় একটি সেলিব্রেটি। তবে ইতিবাচক দিক তো নেই বললেই চলে। বরং নেতিবাচকভাবে তিনি পুরো বিশ্বের পরিচিতি অর্জন করেছেন।
তার অতীতের কাজগুলো সকলেই জানে। আপনারাও সেই বিষয়ে অবগত আছেন বলে আশা করি। আজকে উপস্থিত হয়েছি মিয়া খলিফার ফেসবুক আইডি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য।
তাছাড়া মিয়া খলিফার টুইটার এবং Instagram হ্যান্ডেল আপনার সামনে উপস্থাপন করব। অর্থাৎ তার সকল সোশ্যাল মিডিয়া একাউন্টগুলো আপনাদের জানিয়ে দেব। আপনাদের মধ্যে অনেকে উনার ভক্ত হতে পারে।
যাকে আধুনিক বিশ্বে 'Fans' বলা হয়। মিয়া খলিফার ভক্ত সমর্থকরা তার সোশ্যাল মিডিয়া আইডিগুলো সহজেই পেতে পারে এজন্যই আমি এই পোস্ট করছি। চলুন আলোচনার দিকে অগ্রসর হওয়া যাক।
মেয়েদের ভালোবাসলে কি পাওয়া যায়?
মিয়া খলিফার ফেসবুক আইডি
মিয়া খলিফা ২০১৮ সালের ৩১শে জানুয়ারী সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে নিজের একটি অফিসিয়াল পেজ তৈরী করেন। যে পেজটিতে বর্তমান সময়ে ৪২ লক্ষ বা ৪.২ মিলিয়ন ফলোয়ার আছে। পেজটির পেজ আইডি হচ্ছে - 116261695856136।
তার অফিসিয়াল পেজটিতে কেবল মাত্র একটি পোস্ট করা আছে। যেটি করা হয়েছিল ২০১৮ সালের ২৩শে আগস্টে। বর্তমান সময়ে তিনি নিজের ফেসবুকে তেমন একটিভ নেই বললেই চলে।
মিয়া খলিফার ফেসবুক পেজে মোট ২ টি ছবি আছে। ১টি তার নিজের ছবি এবং আরেকটি ডিফল্টভাবে "M" এর একটি ছবি। তবে তিনি বাকি সেলেব্রিটিদের মতো পেজটি তেমন ব্যবহার করেন না।
মিয়া খলিফার ফেসবুক আইডি https://www.facebook.com/miakhalifa |
আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা মিয়া খলিফার আইডির লিংক কপি করে ফেসবুকে সার্চবারে পেস্ট করুন। তার আইডি দেখতে পারবেন।
মিয়া খলিফার টুইটার আইডি
মিয়া খলিফার টুইটার আইডি https://twitter.com/miakhalifa |
আপনারা যারা টুইটার ব্যবহার করেন তারা মিয়া খলিফার সকল টুইট দেখতে পারবেন। এমনিতেও ব্রাউজার দিয়ে বা টুইটার অ্যাপ ইন্সটল করা থাকলে তার আইডি দেখতে পারবেন। মিয়া খলিফার টুইটার আইডিতে পিন করা টুইটটি নিম্নে দেওয়া হচ্ছে -
I just wanna make sure there’s 4k footage of my people breaking down the walls of the open air prison they’ve been forced out of their homes and into so we have good options for the history books that write about how how they freed themselves from apartheid. Please worry about… https://t.co/sgx8kzAHnL
— Mia K. (@miakhalifa) October 8, 2023
কোন জায়গায় গেলে মানসিক শান্তি পাওয়া যায়