মিলাদ অর্থ কি? মিলাদ বলতে কি বুঝায়? মিলাদ পড়া কি জায়েজ
এই পোস্টে মিলাদ অর্থ কি? মিলাদ বলতে কি বুঝায়? এবং মিলাদ পড়া কি জায়েজ বা নাজায়েজ এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করছি পোস্টটি আপনাদের উপকারে আসবে
আমরা অনেক সময় একটি কথা শুনে থাকি যেটি হচ্ছে মাওলিদুন নবী বা মিলাদুন্নবী। আমাদের দেশে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক বিভেদ দেখা যায়।
তাই আমাদের উচিত মিলাদ অর্থ কি তা জেনে নেওয়া। এক দল ১২ রবিউল আউয়ালের দিনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম পালন করে। আর একদল এর বিরোধিতা করে।
তবে বিশ্বের প্রায় প্রতিটি মুসলিম দেশেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম পালন করা হয়। এমনকি অমুসলিম দেশ যেখানে মুসলিমের জনসংখ্যা রয়েছে তারাও এই দিনটি উদযাপন করে।
আমরা অনেকে মিলাদুন্নবীর সম্পূর্ণ ব্যাখ্যা বা এর অর্থ না জানার কারণে এর বিরোধিতা করে থাকি। তবে মিলাদুন্নবীর সম্পূর্ণ অর্থ জানলে আমরা কখনোই এর বিরোধিতা করবো না। এটাই সত্য। তাই আমাদেরকে মিলাদ অর্থ কি এটি জানতে হবে।
মিলাদ অর্থ কি?
মিলাদ আরবি শব্দ। মিলাদ শব্দের বাংলা প্রতিশব্দ বা মিলাদ অর্থ হচ্ছে - "জন্ম"। আর আমরা যদি মিলাদুন্নবীকে ভাগ করি তাহলে এখানে দুটি শব্দ পাওয়া যাবে। একটি হচ্ছে 'মিলাদ' অপরটি হচ্ছে 'নবী'।
অর্থাৎ, একত্রে মিলাদুন্নবীর অর্থ হচ্ছে নবীজী সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ বা জন্ম। আশা করি বুঝতে পেরেছেন যে মিলাদ অর্থ কি এবং মিলাদুন্নবীর অর্থ কি? কেননা আমাদের মধ্যে অনেকে বিভ্রান্তিতে মিলাদুন্নবীর বিরোধিতা করে থাকেন।
মিলাদুন্নবী কোন খারাপ জিনিস নয় এটি নবীজির জন্মদিন উদযাপন করা। যা আপনারা মিলাদ শব্দের অর্থ থেকেই বুঝে গিয়েছেন। মিলাদুন্নবী হচ্ছে নবীজির জন্ম।
মিলাদ বলতে কি বুঝায়?
মিলাদ বলতে বোঝায় জন্ম। আরবি ভাষায় কারো জন্ম কে মিলাদ বলা হয়। আমাদের বাংলাদেশে এমনকি বিশ্বের সকল মুসলিম এবং অমুসলিম দেশে মিলাদ শব্দ থেকে নবীজি সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইঙ্গিত প্রদর্শন করা হয়।
কেননা তিনি নবীজির শান মান, জন্ম, জীবন বৃত্তান্ত ইত্যাদি বর্ণনা করাকে আমরা মিলাদের নাম দিয়েছি। আমাদের সহজ সরল ভাষায় মিলাদ বলতে বুঝায় নবীজি সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম এর গুন-গানের জন্য একটি মাহফিল করা।
যেখানে নবীজী সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী বর্ণনা করা হয়। বিশেষ করে সুন্নি জামাতের মধ্যে বাচ্চার জন্ম, কারো মৃত্যু, নতুন ঘর ও দোকান উদ্বোধন, জন্মদিন ইত্যাদি সকল মুহূর্তকে কেন্দ্র করে মিলাদের আয়োজন করা হয়।
এই সকল মিলনে নবীজির জীবন বৃত্তান্ত ছাড়াও আল্লাহর গুনগান, ইসলামের ঐতিহাসিক ঘটনাগুলো, পূর্বের নবীগণের জীবনগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। যেটি ইসলামের দৃষ্টিতে অনেক ভালো একটি মুস্তাহাব কাজ।
মিলাদ পড়া কি জায়েজ?
১৪ শত শতাব্দীর মুজাদ্দিদ আলা'হযরত ইমামে আহলে সুন্নাত আশ শাহ ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহি তা'আলা আলাইহি তার লিখিত বিখ্যাত কিতাব ফতোয়ায়ে রিজভীয়াতে মিলাদ পড়াকে মুস্তাহাব আমল বলেছেন।
আমরা যদি ইজমা-কিয়াস বা হাদিসের আলোকে মিলাদকে যাচাই করি তাহলে মিলাদের সাথে শরীয়তের কোন বিরোধ দেখা যাবে না। মিলাদের মধ্যে যে কাজগুলো করা হয় সবগুলোই শরীয়তসম্মত।
এই মিলাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা, হামদ ও সানা বয়ান করা, কোরআন তেলাওয়াত করা, ইসালে সাওয়াব করা এবং নবীজির উপর সালাম পাঠ করা হয়।
এই কাজগুলো শরীয়তের সাথে কোন রকম ভেদাভে বা বিরোধ সৃষ্টি করেনা। কাজেই মিলাদ পড়া একটি জায়েজ ও মুস্তাহাব কাজ। কেউ মিলাদ পড়লে মুস্তাব আমলের ন্যায় সওয়াব পাবে।
আর কেউ যদি মিলাদ না পড়ে তাহলে তার জন্য কোন গুনাহ নেই। কিন্তু আমরা যদি নবীজি সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হয়ে থাকি তাহলে অবশ্যই মিলাদ পড়বো।
কেননা যেখানে মাহবুব এর আলোচনা হয় সেখানে মুহিবকে উপস্থিত থাকতে হয়। মাহবুব হচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা সকলে তিনার উম্মাতি এবং তিনার মুহিব।
আমরা সকলেই তিনাকে ভালোবাসি এবং আমরা তিনার গোলাম। তাই মালিকের আলোচনায় অবশ্যই উপস্থিত হবো।
উপসংহার
এই পোস্টে মিলাদ অর্থ কি? মিলাদ বলতে কি বুঝায়? এবং মিলাদ পড়া কি জায়েজ বা নাজায়েজ এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করছি পোস্টটি আপনাদের উপকারে আসবে। কোন কিছু জিজ্ঞেস করার বা বলার থাকলে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।