কোন প্রাণী ঘুমালে মারা যায়? অজানা তথ্য

এই পোস্টে আলোচনা করা হয়েছে কোন প্রাণী ঘুমালে মারা যায় এই সম্বন্ধে। তাছাড়া পিপড়া নিয়ে সকল অজানা তথ্য উদ্ভাবন করা হয়েছে।
    হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা সাধারণ জ্ঞানের উপর। আলোচনা বেশি বিস্তারিত নয় অনেক সংক্ষিপ্ত। আমি আপনাদেরকে আসল আলোচনা ও উত্তর বলে দেব। এরপর কিছু বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করছি কাজে আসবে।


    আজকে কথা বলব কোন প্রাণী ঘুমালে মারা যায়? শুনতে অবাক লাগলেও সত্যি। অনেকে ভাবছেন ঘুমালেও কেউ মরে নাকি? জি হ্যাঁ, পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যে ঘুমালে মরে যায়। তখন বলবেন মজা করছি।


    না মজা করছি না। পোস্টটি পড়ুন বিস্তারিত বোঝা যাবে। শুধু প্রাণীটার নাম বলবো না। বরং প্রাণীটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আলোচনা শুরু করা যাক।


    আরো পড়ুন:

    কোন প্রাণী ঘুমালে মারা যায়?

    পিপড়া ঘুমালে মারা যায়। হ্যাঁ এটা সত্যি। পিপড়া কখনো ঘুমায় না। আর যখন পিপড়া ঘুমায় তখন একেবারেই শেষবারের মতো ঘুমিয়ে পড়ে। পিপড়া এক বিচিত্র প্রাণী। বিচিত্র বলা ঠিক হবে না। আসলে পিঁপড়া অনেক পরিশ্রমী প্রাণী।

    কোন প্রাণী ঘুমালে মারা যায়?



    আমরা জানি এক পিপড়া কত সংঘর্ষ করে। পিঁপড়া না থাকলে মানুষের এত উপকার হত না। পরিবেশ থেকে ময়লা আবর্জনা দূর করে। এর পাশাপাশি বন জঙ্গলে লতাপাতা পরিষ্কার করে। অনেক নতুন নতুন বৃক্ষ জন্মানোর পিছনে এই পিপড়ার হাত রয়েছে।


    পিঁপড়া নামক এই ছোট প্রাণী কখনো ঘুমায় না। এরা সবসময় জেগে থাকে। প্রতিকূল পরিবেশে এরা লুকিয়ে থাকে। আর পরিবেশ যখন অনুকূলে চলে আসে। সে সময় তারা নিজের প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য খাবার ও জিনিসপত্র সঞ্চয় করে রাখে।


    এরপর একজন পিঁপড়ে যদি ঘুমিয়ে পড়ে। তাহলে বুঝে নিতে হয় যে স্যার কখনো উঠবে না। অর্থাৎ তাদের কোন ঘুম নেই। একমাত্র মৃত্যু হলেই তারা ঘুমিয়ে পড়বে। তাই একমাত্র প্রাণী যে ঘুমালে মারা যায়।


    পিঁপড়া নিয়ে অজানা তথ্য

    আমাদের এই পৃথিবীতে ৫০ টির ও বেশি প্রজাতির পিপড়া রয়েছে। বর্তমান সময়ে বিজ্ঞানীরা এই তথ্য উদ্ভাবন করেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে পিঁপড়াদের মধ্যে দাস প্রথা চালু রয়েছে। আপনি জেনে অবাক হবেন বেশিরভাগ পিঁপড়া দাস হিসেবে কাজ করে।


    পিঁপড়াদের প্রত্যেকটি দলে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ পিঁপড়াগুলো নিজের দলের জন্য দাস হিসেবে কাজ করে। অর্থাৎ তারা পিঁপড়াদের দলের দিনমজুর। এদের কাছ থেকে ঘর বানানো, খাদ্য সঞ্চয়, রক্ষা, বিপদ আপদ থেকে হেফাজত করা ইত্যাদি।


    এ প্রত্যেকটি পিঁপড়ার দলে একজন করে রানী থাকে। সকল পিপড়ার কেন্দ্র ও শাসন এই রানীর হাতে থাকে। নিজের রানীকে রক্ষার জন্য পিপড়াগুলো নিজের জীবন দিতেও প্রস্তুত। রানীর আদেশ সকল পিপড়া মেনে চলে।


    পিঁপড়াদের দলে সেনাপতিও রয়েছে। সেনাপতির কাজ হচ্ছে পিঁপড়াদেরকে তাদের কাজ বুঝিয়ে দেওয়া, তাদেরকে আদেশ দেওয়া ইত্যাদি। বিজ্ঞান আজ আবিষ্কার করেছে যে পিঁপড়াদের রানী হয়ে থাকে।


    কিন্তু ইসলামে প্রায় সাড়ে চৌদ্দশ বছর আগে পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহতালা হযরত সোলায়মান আলাইহিস সালাম এর এক ঘটনা দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে, পিঁপড়াদের মধ্যে রানী হয়ে থাকে।


    এর থেকে বোঝা যায় কোরআন শরীফ এক সত্য গ্রন্থ। শুধু এই ঘটনা নয় বরং অনেক কিছুই কোরআন শরীফ দ্বারা সাবিত হয়েছে। যেমন ফেরাউন এর লাশ। তাই বলা যায় আমাদের ইসলাম ধর্ম সত্য। একমাত্র সত্য ধর্ম ইসলাম ধর্ম।


    Conclusion

    এই পোস্টে আলোচনা করা হয়েছে কোন প্রাণী ঘুমালে মারা যায় এই সম্বন্ধে। তাছাড়া পিপড়া নিয়ে সকল অজানা তথ্য উদ্ভাবন করা হয়েছে। বিশেষ করে তাদের জাতি ও তাদের চাল চলন নিয়ে কথা বলা হয়েছে। আমরা জানতে পেরেছি যে পিঁপড়া রানী হয়ে থাকে।


    এছাড়াও আর জেনেছি একজন পিপড়া কখনো ঘুমায় না। যদি সে ঘুমিয়ে পড়ে তাহলে বুঝে নিতে হবে সে আর পৃথিবীতে নেই।
    LikeYourComment