৫৫ বানান কি হবে? ৫৫ এর সঠিক বাংলা বানান
৫৫ এর সঠিক বানান হবে - পঞ্চান্ন। অর্থাৎ, ৫৫ বানান করার ক্ষেত্রে আপনাকে পঞ্চান্ন উচ্চারণ করতে হবে। অনেকে এটিকে পাচপান্ন পড়ে থাকেন।
আমাদোর দৈনন্দিন জীবনে আমরা অনেক জায়গায় ভুল করে থাকি। তবে সে ভুলটা যদি হয়ে থাকে পড়ালেখার বিষয়ে তাহলে সেটি একটি বিশাল ক্ষতি।
কথা বলছিলাম যে, আমাদের বাংলা উচ্চারণে অনেক ভুল ত্রুটি রয়েছে। বিশেষ করে গণিতের সংখ্যা উচ্চারণে। অর্থাৎ, কিছু কিছু সংখ্যা আছে যেগুলি আমরা ভুল বানান করি।
আরো পড়ুন:
আটাশ না আঠাশ কোনটি সঠিক বানান?
তেমনি এক সংখ্যা রয়েছে ৫৫। এই ৫৫ বানান করতে আমাদের মধ্যে প্রায় ৬০-৭০% লোক ভুল করেন। হয়রানির বিষয় হচ্ছে যে অশিক্ষিতরা তো ভুল করেই থাকে। কিন্তু শিক্ষিতরাও ৫৫ বানান সঠিকভাবে করতে পারে না।
৫৫ বানান বাংলায় কি হবে? ৫৫ এর সঠিক বাংলা বানান
বন্ধুরা, আমি আপনাদের সাহায্য করার জন্য আজকের এই পোস্ট করেছি। আমার উদ্দেশ্য একটাি যে আপনাদের মাঝে ৫৫ এর সঠিক বানান বা উচ্চারণ তুলে ধরা। যাতে মানুষের সামনে ভুল উচ্চারণের কারণে আপনার অপমান না হয়।
তাহলে, ৫৫ এর সঠিক বানান হবে - পঞ্চান্ন। অর্থাৎ, ৫৫ বানান করার ক্ষেত্রে আপনাকে পঞ্চান্ন উচ্চারণ করতে হবে। অনেকে এটিকে পাচপান্ন পড়ে থাকেন।
এটি সম্পূর্ণ ভুল। আসল উচ্চারণ ও বানান আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আশা করি সামনে বার থেকে আপনার ৫৫ বানান করতে আর ভুল হবে না। তবে মনে রাখবেন আপনি যতোই শিক্ষিত হোন না কেন।
যদি সামান্য বানান ভুল করেন তাহলে সামনের মানুষ আপনাকে অশিক্ষিত ভাবতে পারে৷ কিংবা আপনার শিক্ষায় সন্দেহ করতে পারে। ধন্যবাদ