৫০ বানান কি হবে? ৫০ এর সঠিক বাংলা বানান
এই পোস্টে ৫০ বানান কি হবে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করছি পোস্টটি আপনাদের উপকারে আসবে।
আজকে আমরা আলোচনা করব শুদ্ধ বানান নিয়ে। অর্থাৎ, বাংলা শুদ্ধ বানানে আমরা ৫০ এর সঠিক বাংলা বানান জানবো। প্রথমে জানিয়ে দিতে চাই। বাংলার দুই অঞ্চল রয়েছে। একটি পশ্চিমবাংলা ও একটি পূর্ব বাংলা।।
অর্থাৎ কলকাতা এবং বাংলাদেশ। দুই অঞ্চলেই বাংলা ভাষায় কথা বলা হয়। এমনকি লেখা ও পড়া বাংলা ভাষায় হয়ে থাকে। তবে আমাদের বানানের ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। বাংলাদেশের শুদ্ধ বানান অনুযায়ী আমাদের বেশিরভাগ বানানে 'ই" কার ব্যবহৃত হয়।
অপরদিকে পশ্চিমবাংলায় বা কলকাতায় বেশিরভাগ বানানোর ক্ষেত্রে 'ঈ' কার ব্যবহার করা হয়। এমনই ভাবে আরো অনেক বাংলা বানান রয়েছে যেগুলো নিয়ে আমাদের মনে আশঙ্কা থাকে।
৫০ বানান কি হবে? ৫০ এর সঠিক বাংলা বানান
বন্ধুরা, এসব গণিতের বানানের ক্ষেত্রে আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই। কেননা বাংলা ভাষায় অনেক বানানোর ক্ষেত্রে কিছু কিছু ভুল বর্ণ ব্যবহার করা হয়। তবে মজার ব্যাপার হচ্ছে যে ভুল বর্ণগুলো সঠিক উচ্চারণ দিয়ে থাকে। ঠিক এজন্যই অজান্তে আমরা ভুল বানান ব্যবহার করে থাকি।
আর যদি কথা বলি ৫০ এর শুদ্ধ বানান নিয়ে। তাহলে বলে দিতে চাই যে বাংলা বানান অনুযায়ী ৫০ বানান হবে - পঞ্চাশ।
আমাদোর দৈনন্দিন জীবনে আমরা অনেক জায়গায় ভুল করে থাকি। তবে সে ভুলটা যদি হয়ে থাকে পড়ালেখার বিষয়ে তাহলে সেটি একটি বিশাল ক্ষতি।
কথা বলছিলাম যে, আমাদের বাংলা উচ্চারণে অনেক ভুল ত্রুটি রয়েছে। বিশেষ করে গণিতের সংখ্যা উচ্চারণে। অর্থাৎ, কিছু কিছু সংখ্যা আছে যেগুলি আমরা ভুল বানান করি।
Conclusion
এই পোস্টে ৫০ বানান কি হবে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করছি পোস্টটি আপনাদের উপকারে আসবে। কোন কিছু জিজ্ঞেস করার বা বলার থাকলে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।