ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত ২০২৩ সালে? (বিস্তারিত)

আলোচনা করা হয়েছে ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত ২০২৩ সালে? তার সাথে ওয়ালটনের নানা ধরনের ফ্রিজ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ওয়ালটন ফ্রিজ ১০ সেফটি কেনার পূর্বে সতর্কতা গুলো বলে দেওয়া হয়েছে

    স্বাগতম বন্ধুরা আমাদের আজকের আলেচনায়। আমরা সকলে ফ্রিজ খুব ভালোভাবে চিনি। মজার কথা হচ্ছে যাদের ফ্রিজ নেই এমনকি যারা জীবনেও ফ্রিজ ব্যবহার করেননি তারাও ফ্রিজ দেখতে কেমন হয় সেটা জানেন। 

    আজকে আমরা ওয়ালটন ব্র্যান্ডের এমনি একটি ফ্রিজ নিয়ে কথা বলবো। অর্থাৎ ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত এ বিষয়ে আজকে আলোচনা করবো। সর্বপ্রথম মনে রাখতে হবে যেকোনো ফ্রিজ কেনার আগে আপনার বাজেট ঠিক করতে হবে।

    অর্থাৎ, আপনার বাজেট অনুযায়ী আপনাকে ফ্রিজ খুঁজতে হবে। কেননা আপনি তো ১০ সেফটি ওয়ালটনের ফ্রিজ নিয়ে তথ্য খুঁজছেন। এর দাম তালাশ করতেছেন। তবে আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে এত দামি ফ্রিজ সম্পর্কে তথ্য খুঁজে কোন লাভ হবে না।

    ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত ২০২৩ সালে? (বিস্তারিত)

    তাই সর্বোত্তম এটাই হবে আপনার বাজে ঠিক করুন। এরপর আপনার বাজেট অনুযায়ী সাধ্যের মধ্যে একটি ভালো মানের ফ্রিজ তালাশ করুন। তো চলুন ওয়ালটন ফ্রিজ ১০ সেফটি নিয়ে আলোচনা শুরু করা যাক।

    গাজী ট্যাংক ৫০০ লিটার দাম কত

    ফ্রিজের কম্প্রেসার দাম কত

    এসি বা এয়ারকন্ডিশন ঠাণ্ডা না হওয়ার কারণ

    কোন কোম্পানির প্রেসার কুকার ভালো

    ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত ২০২৩ সালে? Walton Fridge 10 CFT Price 2023

    Walton বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ইলেকট্রনিক্স ব্রান্ড। ওয়ালটন সাধারণত ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরি করে থাকে এবং জনসাধারণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়ালটনের ফ্রিজগুলো বেশ ভালো মানের হয়ে থাকে।

    তাই যে কেউ ফ্রিজ কেনার আগে ওয়ালটনের ফ্রিজ কেনার কথা চিন্তা করে। আর আমরা আজকে ওয়ালটনের যে ফ্রিজ নিয়ে কথা বলতেছি সেই ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম তার কোড নেম, সার্ভিস, মডেল ও ক্যাপাসিটির ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

    আজকে আমরা ওয়ালটনের সকল ১০ সেফটি ফ্রিজের কোড নেম ও মডেল সহ তাদের দাম সম্পর্কে জেনে নেব। পরবর্তীতে এগুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হবে। কিন্তু আগে সংক্ষিপ্তভাবে দাম আলোচনা করে নেব।

    ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত ২০২৩ সালে হচ্ছে -

    Code Name / Model Price
    WFD-1B6-GDEL-XX 26,990৳
    WFD-1F3-GDEL-XX 32,490৳
    WFD-2B6-GDEL-XX 28,990৳
    WFD-2F3-GDEL-XX 31,990৳
    WFD-2F3-GDELX-XX 33,990৳

    WFD-1B6-GDEL-XX মডেলের ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম 2023

    WFD-1B6-GDEL-XX মডেলটি ওয়ালটনের ডাইরেক্টর কুল ধরণের একটি অত্যান্ত চমৎকার ফ্রিজ। ফ্রিজটির আউটলুক অতি সুন্দর সাথে পারফরম্যান্স ও অনেক ভালো। ফ্রিজটির যাবতীয় তথ্য নিচে জানানো হলো। 

     মূল্য  ২৬,৯৯০ টাকা
     ধরন  ডাইরেক্টর কুল
     মোট আয়তন  ১৩২ লিটার
     নেট আয়তন  ১২৯ রেজাল্ট
     মোট ওজন  ৩৮ কেজি
     নেট ওজন  ৪২.৫ কেজি
     রেফ্রিজারেট  R600a
     ভোল্টেজ  ২২০-২৪০ ভোল্ট
     হ্যান্ডেল  গ্রিপ সিস্টেম
     লক বা তালা  আছে
     কৈশিক  কপার
     তাপস্থাপক  RoHS Certified
    রেফ্রিজারেটর অংশের দরজার পকেট  দুইটি আছে
     অন্তর্গত বাতি  আছে
     সবজি ক্রিস্পার  একটি আছে
     ডিমের ট্রে বা পকেট  আছে
     ফ্রিজার অংশের ড্রয়ার  নেই
     দরজার সাথে পকেট  নেই
     অন্তর্গত বাতি  নেই
     উচ্চতা  ৫১২ মিলিমিটার
     প্রস্থ  ৫৫০ মিলিমিটার
     গভীরতা  ১৩০০ মিলিমিটার


    WFD-1F3-GDEL-XX মডেলের ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম 2023

    WFD-1B6-GDEL-XX মডেলটি ওয়ালটনের ডাইরেক্টর কুল ধরণের আরো একটি অত্যান্ত চমৎকার ফ্রিজ। ফ্রিজটির আউটলুকে কালো কালারের গ্লাস ব্যবহার করা হয়েছে এবং গ্লাসের মধ্যে অতি সুন্দর প্রিন্টের ছাপ রয়েছে। ফ্রিজটি দেখতে অনেক সুন্দর সাথে পারফরম্যান্স ও অনেক ভালো। ফ্রিজটির যাবতীয় তথ্য নিচে জানানো হলো। 

     মূল্য  ৩২,৪৯০ টাকা
     ধরন  ডাইরেক্টর কুল
     মোট আয়তন  ১৭৬ লিটার
     নেট আয়তন  ১৬৩ রেজাল্ট
     মোট ওজন  ৪৬ কেজি
     নেট ওজন  ৫১.৫ কেজি
     রেফ্রিজারেট  R600a
     ভোল্টেজ  ২২০-২৪০ ভোল্ট
     হ্যান্ডেল  গ্রিপ সিস্টেম
     লক বা তালা  আছে
     কৈশিক  কপার
     তাপস্থাপক  RoHS Certified
    রেফ্রিজারেটর অংশের দরজার পকেট  তিনটি আছে
     অন্তর্গত বাতি  আছে
     সবজি ক্রিস্পার  একটি আছে
     ডিমের ট্রে বা পকেট  আছে
     ফ্রিজার অংশের ড্রয়ার  নেই
     দরজার সাথে পকেট  নেই
     অন্তর্গত বাতি  নেই
     উচ্চতা  ৫১২ মিলিমিটার
     প্রস্থ  ৫৫০ মিলিমিটার
     গভীরতা  ১৫৮০ মিলিমিটার

    ওয়ারেন্টি :

    ওয়ালটনের এই সকল ফ্রিজের জন্য আপনি গ্যারান্টি বা ওয়ারেন্টি পেয়ে যাবেন ১০ সেফটির এই ফ্রিজ গুলোর জন্য প্রযোজ্য গ্যারান্টি বা ওয়ারেন্টি হল - 
    1. এক বছরের গ্যারান্টি
    2. খুচরা যন্ত্রাংশের গ্যারান্টি ৪ বছর
    3. কম্প্রেসার ১২ বছর এবং
    4. পরিষেবা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পেয়ে যাবেন
    ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত ২০২৩ সালে? (বিস্তারিত)

    Conclusion

    সতর্কতা: 

    বন্ধুরা আমি তো আপনার সাথে ফ্রিজের দাম নিয়ে আলোচনা করে দিলাম তবে একটি ফ্রিজ কেনার পূর্বে আপনাকে অবশ্যই কিছু কিছু জিনিস মনে রাখতে হবে এই জিনিসগুলো বিবেচনা করার পর একটি ফ্রিজ কেনা প্রয়োজন কেননা সারা বছরের পুঁজি জমিয়ে আপনি একটি ফ্রিজ কিনছেন

    তবে এমন কি হতে পারে যে আপনার টাকাটা মূল্যহীন হয়ে উঠুক বা আপনি এমন ফ্রিজ কিনে ফেললেন যেটি আপনাকে সুবিধা নয় বরং অসুবিধা দিয়ে যাচ্ছে তাই কিছু কিছু জিনিস লক্ষ্য রাখে ফ্রিজ কেনা উচিত
    • আপনার প্রয়োজন: বন্ধুরা, সবার প্রথমে আপনাকে আপনার প্রয়োজন জেনে নিতে হবে। দৈনিক আপনার কতটুকু খাবার রাখার জন্য একটি ফ্রিজ প্রয়োজন সেটি আগে হিসাব করতে হবে। তবে এমন যদি হয়ে থাকে যে আপনার পরিবারের সদস্য সংখ্যা অনেক কম। তাহলে তো আপনাকে একটি ছোট ক্যাপাসিটির ফ্রিজ নিলেই যথেষ্ট হবে। সেক্ষেত্রে আপনি যদি বেশি টাকা দিয়ে ফ্রিজ কিনে ফেলেন তাহলে এতে আপনার টাকার অযথা মূল্যায়ন হবে এবং আপনার ফ্রিজ এর বেশিরভাগ জায়গা খালি থেকে যাবে। তার সাথে বিদ্যুৎ বিল একই আসবে। তাই সবার আগে নিজের প্রয়োজন ভেবে নিন। তার উপর ভিত্তি করে কোন ধরনের ফ্রিজ প্রয়োজন সেটি বিবেচনা করুন।
    • আপনার স্থানের আকার: ধরলাম, আপনি ফ্রিজ কিনে ফেললেন। তবে এটিকে কোথায় রাখতে হবে সেটি নিয়ে বিপাকে পড়েছেন। কারণ আপনার রাখার জায়গার চেয়ে ফ্রিজের আকার অনেক বড়। তাই আপনি ফ্রিজকে নির্দিষ্ট স্থানে রাখার জন্য বিপাকে পড়ে গিয়েছেন। তাই সবার আগে উচিত আপনার প্রয়োজন বিবেচনা করার পর আপনার ফ্রিজ রাখার স্থান বেছে নিন। এবং স্থান অনুযায়ী ফ্রিজের আকার বাছাই করুন।
    • ফ্রিজের ধরন: ইতোমধ্যে বাজারে দুই ধরনের ফ্রিজ পাওয়া যায়। একটি হচ্ছে দুই তলা বা দুই দরজার বিশিষ্ট ফ্রিজ। যা আমরা দেখে আসছি। আরেকটি হচ্ছে নিচ তলা ফ্রিজ। যাকে আমরা ফ্রিজার হিসেবে চিনে থাকি। তাই আপনি কোন ধরনের ফ্রিজ কিনবেন সেটি আগে বিবেচনা করে নিন।
    • বৈশিষ্ট্যগুলি: এরপর আপনাকে ফ্রিজের বৈশিষ্ট্য গুলি দেখতে হবে। কারণ মার্কেটে অনেক ফ্রিজ আছে যেগুলি তাড়াতাড়ি বরফ জমাতে সক্ষম। আবার অনেক ফ্রিজ আছে যেগুলিতে বরফ জমতে অনেক সময় লাগে, অনেক ফ্রিজে দুর্গন্ধ ছড়ায়, অনেক ফ্রিজ পরিষ্কার করা সহজ, অনেক ফ্রিজ খাবার বেশিক্ষণ টাটকা রাখতে সক্ষম। তাই ফ্রিজ কেনার আগে এই বৈশিষ্ট্যগুলি দেখে নিয়ে ফ্রিজ কিনবেন।
    • শক্তি দক্ষতা: বিভিন্ন ফ্রিজের দক্ষতা ভিন্ন ভিন্ন থাকে যে ফ্রিজের দক্ষতা বেশি সে ফ্রিজটি বেশি বিদ্যুৎ খরচ করে যার কারনে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। তাই আপনার বিদ্যুৎ খরচ বাঁচাতে দক্ষতা বিবেচনা করে ফ্রিজ কিনবেন।
    • মূল্য: কোন কিছু কেনার আগে আপনি যে কাজটি করেন সেটি হচ্ছে বাজেট করা। আর ফ্রিজ কেনার জন্য সবার আগে বাজেট করতে হয়। বাজেটের বাইরে কোন কিছু করা যুক্তিযুক্ত নয়। তাই সবার আগে আপনার সামর্থের মধ্যে থেকে একটি সুলভ বাজেট করুন।
    • ওয়ারেন্টি ও রিভিউ: ফ্রিজ দীর্ঘ সময় ব্যবহার করার একটি জিনিস। তাই ফ্রিজ কেনার পূর্বে ফ্রিজটির ওয়ারেন্টি ও গ্যারান্টি ভালোভাবে জেনে নিবেন। যে ফ্রিজের কোয়ালিটি ভালো সাথে দীর্ঘ সময়ের ওয়ারেন্টি বা গ্যারান্টি দেওয়া থাকে সেগুলি ফ্রিজ ক্রয় করা ভালো। তবে সবার আগে ফ্রিজের রিভিউ চেক করে নিতে হয়। কারণ যারা ফ্রিজটি ব্যবহার করছে তাদের কাছে ফ্রিজটি কেমন লেগেছে তাদের কাছ থেকে জেনে নেওয়া ভালো। ওয়ারেন্টি ও রিভিউ এর উপর ভিত্তি করে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন পারেন।

    LikeYourComment