পাসওয়ার্ড ছাড়া কিভাবে Wifi কানেক্ট করবেন? ২টি উপায় দেখুন

আজকের আলোচনার বিষয় পাসওয়ার্ড ছাড়া কিভাবে Wifi কানেক্ট করবেন? এই নিয়ে ২টি উপায় বলা আছে। সাথে বাড়ির আশেপাশে থাকা Wifi Password কিভাবে নিবেন সেটিও জান

    পাসওয়ার্ড ছাড়া কিভাবে wifi কানেক্ট করবে - আমরা সকলেই ওয়াইফাই কি জিনিস সেটা জানি।বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা ওয়াইফাই কতটা উপকারী সেটি জানেন। অনেকের বাড়িতে ওয়াইফাই কানেকশন আছে। আবার যাদের নেই তারা মানুষের ওয়াইফাই ভাড়া নিয়ে চালান। 

    ওয়াইফাই কি জিনিস সেটা কি জানেন? যারা জানেন না তাদেরকে উদ্দেশ্য করে বলতে চায় যে, ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিডালিটি। অর্থাৎ বিনা এমবি কিনেই যদি আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে আপনি ইন্টারনেট চালাতে পারবেন। এক কোথায় এমবি দিয়ে যা কিছু করা যায় সে সকল কিছু আপনি ওয়াইফাই দিয়ে করতে পারবেন। 

    পাসওয়ার্ড ছাড়া কিভাবে Wifi কানেক্ট করবেন? ২টি উপায় দেখুন

    এখন কথা হচ্ছে ওয়াইফাই দিয়ে কতক্ষন চলবে? যেমন এমবি একটা নির্দিষ্ট মেয়াদের পরপরই শেষ হয়ে যায়। কিন্তু এই ওয়াইফাই এর নেট কখনো শেষ হয় না। আপনি দিনরাত ২৪ ঘন্টা যত ইচ্ছা ততো ব্যবহার করতে পারবেন। এখানে কোনো নির্দিষ্ট পরিমান বা মেয়াদও নেই। আপনার যত ইচ্ছা ততো ইন্টারনেট ব্যবহার করুন। 

    তাই সবাই এখন ওয়াইফাই নির্ভর হচ্ছে। এখন চলেন ওয়াইফাই নিয়ে আপনাদের যতগুলো প্রশ্ন আছে সবগুলোর সমাধান করে দিচ্ছি। 

    জার্মানি ১ টাকা বাংলাদেশের কত টাকা

    পাসওয়ার্ড ছাড়া কিভাবে Wifi কানেক্ট করবেন জেনে নিন

    আমরা সকলেই জানি যে রাউটার নামের একটি যন্ত্রের সাহায্যে ওয়াইফাই চলে। আর এই রাউটার এ পাসওয়ার্ড লাগানো থাকে। সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওয়াইফাই কনেক্ট করতে হবে। তবে অনেক সময় আমাদেরকে পাসওয়ার্ড জানা থাকে না। তখন কিভাবে পাসওয়ার্ড ছাড়া কিভাবে Wifi কানেক্ট করবেন সেটা জানিয়ে দিচ্ছি। 

    প্রথম ধাপ : সর্বপ্রথম দেখতে হবে যে কোনো মোবাইলে কি সে ওয়াইফাই কানেক্ট করা আছে কি না। যদি কানেক্ট করা থাকে তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন। আপনার ফোনেও ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। 
    1. সর্বপ্রথম যে ফোনে Wifi কানেক্ট আছে তার Wifi অপশনে যান। 
    2. সেখানে কোন Wifi কানেক্ট আছে সেটি দেখাবে। 
    3. পাশে কিউআর কোড (QR Code) অপশন থাকবে। সেখানে ক্লিক করুন। 
    4. এখন আপনার সামনে একটি কিউআর কোড (QR Code) চলে আসবে। 
    5. যে মোবাইলে Wifi টি কানেক্ট করতে চান সে মোবাইল থেকে Wifi অপশনে গিয়ে একই ওয়াইফাই এর মধ্যে QR Code Scanner দেখতে পাবেন। 
    6. সে কিউআর কোড স্ক্যানার (QR Code Scanner) চালু করেন কানেক্ট হওয়া মোবাইলের কিউআর কোড (QR Code) স্ক্যান করুন। 
    7. এখন আপনার ফোনেও সে Wifi কানেক্ট হয়ে যাবে। 
    QR Code Option 

    Scan QR Code

    দ্বিতীয় ধাপ : যদি কোনো ফোনে ওয়াইফাই কানেক্ট না থাকে এবং কাউকেই যদি পাসওয়ার্ড মনে না আসে। তাহলে তখন শুধু একটায় অপশন থেকে যায়। সেটি হচ্ছে রাউটার রিসেট করা। 
    রাউটারের রিসেট বাটন অনেকক্ষণ চেপে ধরে রাখতে হবে।
    1. কিছুক্ষণ পর রাউটারের সব বাতি জ্বলে উঠবে।
    2. এর অর্থ হচ্ছে আপনার রাউটার রিসেট হয়ে গেছে। 
    3. আবার আপনার রাউটারের এডমিন প্যানেলে লগইন করুন।
    4. এখন নতুন করে আপনার পাসওয়ার্ড বসান। 
    5. আপনার রাউটার সম্পূর্ণভাবে রিসেট হয়ে গেছে এবং নতুন পাসওয়ার্ড ও সপটআপ হয়ে গেছে। 
    6. এবার নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার Wifi কানেক্ট করুন।

    কিভাবে ফ্রি Wifi চালানো যায়

    সকলেই এমবি কেনার পরিবর্তে Wifi ব্যবহার করতে চায়। আর যদি সে Wifi ফ্রিতেই পাওয়া যায় তাহলে তো আর কোনো টাকায় লাগবে না। এমবি কেনার টাকাও বেঁচে যাবে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে ফ্রি wifi চালানো যায়?

    ফ্রি Wifi চালাতে হলে সর্বপ্রথম দেখতে হবে Wifi টি কার আছে। Wifi যদি আপনার আত্মীয়ের হয়ে থাকে তাহলে সরাসরি গিয়ে তার কাছে কানেক্ট করিয়ে নিতে পারেন। আত্মীয়তার সম্পর্কের জন্য তিনি আপনার কাছে কোনো টাকা নিবেন না। সাথে আপনাকে না বলতেও পারবেন না। 

    বাড়ির আশেপাশে থাকা Wifi Password

    তবে যদি Wifi আত্মীয়ের না হয়ে অন্য কারোর হয়। অর্থাৎ পাড়া-প্রতিবেশীর হয়ে থাকলে তাদের কাছে গিয়ে রিকুয়েস্ট করতে পারেন তিনি হয়তো দিয়ে দিবেন আপনাকে নিজের Wifi কানেক্ট করে। তবে তিনি যদি না করে দেন তাহলে আপনি তিনাকে টাকার বদলে তার ওয়াইফাই চালাতে দিতে বলতে পারেন। 

    এর জন্য মাসে সর্বোচ্চ ১০০ টাকা দিতে হবে। তবে যদি এমবি ব্যবহার করেন তাহলে তো এর চেয়ে কয়েকগুন বেশি টাকা খরচ করতে হয় এবং মেয়াদও শেষ হয়ে তাই। তাই বুদ্ধিমানের কাজ হবে ১০০ টাকা দিয়ে যত ইচ্ছা ততো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
    LikeYourComment