রবিতে মিনিট চেক করে কিভাবে? রবি মিনিট চেক কোড ২০২৩

এখানে আলোচনা করা হয়েছে রবিতে মিনিট চেক করে কিভাবে? আর রবি মিনিট চেক কোড ২০২৩ ও দেয়া হয়েছে। সাথে রবিতে মিনিট কিভাবে দেখে? রবিতে মিনিট চেক করার কোড

    বর্তমান জগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্দ্বিধায় মানুষ যোগাযোগ স্থাপন করছে। এর জন্য সবচেয়ে জনপ্রিয় ও সহজলোভ্ভো প্রযুক্তি হলো মোবাইলফোন। আর এই মোবাইল ফোনে সিম ব্যবহার করে মানুষ অতি সহজেই এবং অতি অল্প খরচে যোগাযোগ ব্যবস্থার স্বাদ গ্রহন করছে। 

    বাংলাদেশেও অনেকগুলো সিম কোম্পানি আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সিম কোম্পানির নাম হচ্ছে - রবি। অনেকে রবি সিম ব্যবহার করে দৈনিক মোবাইল কল করার মাধ্যমে কথা বলেন। এই কথা বলার জন্য তারা মিনিট কিনে থাকেন। কিন্তু রবিতে মিনিট চেক করে কিভাবে সে ব্যাপারে জানে না। 

    আজকের পোস্টটা তাদের জন্যেই। আপনিও যদি একই সমস্যায় ভুগছেন তাহলে এই পোস্টেই সমাধান পেয়ে যাবেন। ধৈর্য্য ধরে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। 

    টাকা ধার নেওয়ার উপায়-রবি ইমারজেন্সি ব্যালেন্স

    বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে?

    গ্রামীন সিম থেকে টাকা ট্রান্সফার

    রবিতে মিনিট চেক করে কিভাবে?

    স্মার্টফোন বা বোতাম মোবাইল যেকোনো ডিভাইস দিয়েই আপনি রবিতে মিনিট চেক করতে পারবেন। এর জন্য ২ তা পদ্ধতি আছে। তবে বোতাম ফোন ব্যবহারকারীদের জন্য শুধু একটা পদ্ধতি আছে। কিন্তু স্মার্টফোন ব্যবহার কারীরা ২তা পদ্ধতিই অনুসরণ করতে পারবেন। 
    রবিতে মিনিট চেক করে কিভাবে? রবি মিনিট চেক কোড ২০২৩

    ১ পদ্ধতিটি উভয় ডিভাইস ব্যাবহারকারিরা অনুসরণ করতে পারেন। তাহলে সবার জন্য সহজভাবে রবিতে মিনিট চেক করার পদ্ধতি হলো। 

    পদ্ধতি : ১
    1. সবার প্রথমে ফোনের ডায়াল অপশনে যেতে হবে। 
    2. এরপর ডায়াল পেড এ *222*2# লিখুন
    3. আপনি যদি অফার মিনিট বা ফ্রি মিনিট চেক করতে চান তাহলে ডায়াল পেড এ *222*8# বা *222*25# লিখবেন। 
    4. এরপর রবি সিম দিয়ে এটিতে ডায়াল করুন। 
    5. কিছুক্ষনের মধ্যেই আপনার সামনে আপনার মিনিট সংক্রান্ত তথ্য চলে আসবে। 
    6. যদি তৎক্ষণাৎ না আসে তাহলে অপেক্ষা করুন মেসেজে চলে আসবে। 
    এটি ছিল রবি সিমে মিনিট চেক করার একটি সহজ ধাপ। সকলে এটি অনুসরণ করতে পারবেন। বিশেষ করে বোতাম মোবাইল ব্যাবহারকারিদের জন্যে এই একটাই পদ্ধতি আছে। এরপর আমরা দ্বিতীয় পদ্ধতি দেখে নিবো। এটি হচ্ছে শুধুমাত্র স্মার্টফোন বা এন্ড্রোইড ফোন ব্যবহাকারীদের জন্য। এটি অত্যান্ত সহজ একটি পদ্ধতি 

    পদ্ধতি : ২
    1. সবার প্রথমে ডাটা অন করুন। 
    2. প্লে স্টোরে গিয়ে রবি এপ ইন্সটল করুন। 
    3. এপ ইনস্টল হয়ে গেলে সেটি চালু করুন। 
    4. এবার আপনার রবি নম্বর সেখানে বসিয়ে দিন। 
    5. ভেরিফিকেশন কোড আসবে সেগুলো ভেরিফাই করুন। 
    6. সফলভাবে লগইন করুন। 
    7. এখন আপনার সামনে সরাসরি আপনার ব্যালান্স, এমবি ও মিনিট সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। 

    রবি মিনিট চেক কোড ২০২৩

    রবি মিনিট চেক করার জন্যে ২০২৩ সালে ৩টি  কোড বরাদ্দ আছে। একটি হলো সর্বক্ষণ ব্যবহৃত, একটি শুধু অফারের মিনিট সংক্রান্ত এবং আরেকটি  হলো ফ্রি মিনিট চেক করার জন্য। সবগুলো যথাক্রমে দিয়ে দিচ্ছি। 
    • Dial *222*2# (main)
    • Dial *222*8#
    • Dial *222*25#

    রবিতে মিনিট কিভাবে দেখে?

    রবিতে মিনিট দেখার পদ্ধতি ২টি। উভয় পদ্ধতি উপরে আলোচনা করেছি। সেখানটা হেকে দেখে নিতে পারেন। আর কোনো কিছু না বুঝা গেলে কিংবা বুঝতে কষ্ট হলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সমাধান করে দেয়া হবে। 

    রবিতে মিনিট চেক করার কোড

    রবিতে মিনিট চেক করার কোড হচ্ছে *২২২*২# | আরো কোডগুলো উপরে দেওয়া আছে। 

    রবিতে ৬ টাকায় ১০ মিনিট কেনার কোড কি?

    রবিতে ৬ টাকায় ১০ মিনিট কেনার কোড হচ্ছে *8666*055# | আপনি এই কোডটি ডায়াল করে রবিতে ৬ টাকায় ১০ মিনিট কিনতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটি হচ্ছে আপনার মেইন ব্যালান্স এ কিন্তু পর্যাপ্ত পরিমান টাকা থাকতে হবে। অর্থাৎ ৬ টাকা বা তার বেশি থাকতে হবে। নাহলে এই অফারটি কেনা সম্ভব না। 
    LikeYourComment