রবিতে মিনিট চেক করে কিভাবে? রবি মিনিট চেক কোড ২০২৩
বর্তমান জগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্দ্বিধায় মানুষ যোগাযোগ স্থাপন করছে। এর জন্য সবচেয়ে জনপ্রিয় ও সহজলোভ্ভো প্রযুক্তি হলো মোবাইলফোন। আর এই মোবাইল ফোনে সিম ব্যবহার করে মানুষ অতি সহজেই এবং অতি অল্প খরচে যোগাযোগ ব্যবস্থার স্বাদ গ্রহন করছে।
বাংলাদেশেও অনেকগুলো সিম কোম্পানি আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সিম কোম্পানির নাম হচ্ছে - রবি। অনেকে রবি সিম ব্যবহার করে দৈনিক মোবাইল কল করার মাধ্যমে কথা বলেন। এই কথা বলার জন্য তারা মিনিট কিনে থাকেন। কিন্তু রবিতে মিনিট চেক করে কিভাবে সে ব্যাপারে জানে না।
আজকের পোস্টটা তাদের জন্যেই। আপনিও যদি একই সমস্যায় ভুগছেন তাহলে এই পোস্টেই সমাধান পেয়ে যাবেন। ধৈর্য্য ধরে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
টাকা ধার নেওয়ার উপায়-রবি ইমারজেন্সি ব্যালেন্স
বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে?
গ্রামীন সিম থেকে টাকা ট্রান্সফার
রবিতে মিনিট চেক করে কিভাবে?
- সবার প্রথমে ফোনের ডায়াল অপশনে যেতে হবে।
- এরপর ডায়াল পেড এ *222*2# লিখুন
- আপনি যদি অফার মিনিট বা ফ্রি মিনিট চেক করতে চান তাহলে ডায়াল পেড এ *222*8# বা *222*25# লিখবেন।
- এরপর রবি সিম দিয়ে এটিতে ডায়াল করুন।
- কিছুক্ষনের মধ্যেই আপনার সামনে আপনার মিনিট সংক্রান্ত তথ্য চলে আসবে।
- যদি তৎক্ষণাৎ না আসে তাহলে অপেক্ষা করুন মেসেজে চলে আসবে।
- সবার প্রথমে ডাটা অন করুন।
- প্লে স্টোরে গিয়ে রবি এপ ইন্সটল করুন।
- এপ ইনস্টল হয়ে গেলে সেটি চালু করুন।
- এবার আপনার রবি নম্বর সেখানে বসিয়ে দিন।
- ভেরিফিকেশন কোড আসবে সেগুলো ভেরিফাই করুন।
- সফলভাবে লগইন করুন।
- এখন আপনার সামনে সরাসরি আপনার ব্যালান্স, এমবি ও মিনিট সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন।
রবি মিনিট চেক কোড ২০২৩
- Dial *222*2# (main)
- Dial *222*8#
- Dial *222*25#