জার্মানি ১ টাকা বাংলাদেশের কত টাকা | জার্মানি ফুটবল দল
আমরা এই পোস্টে আলোচনা করেছি জার্মানি ১ টাকা বাংলাদেশের কত টাকা। এরপর জার্মানি ফুটবল দল নিয়ে কথা বলেছি। সাথে জার্মানি জাতীয় ফুটবল দল খেলোয়াড়দের নাম
স্বাগতম বন্ধুরা আমার ব্লগে। আমরা প্রতিনিয়ত ভালো ভালো আলোচনা করি। সবসময় আপনাদের কাজে আসুক এমন আলোচনা করে থাকি। তেমনিভাবে আজকের আলোচনাটি আপনাদের কথা মাথায় রেখে করা হচ্ছে। যারা বারবার প্রশ্ন করেন বা খুজেঁন, জার্মানি ১ টাকা বাংলাদেশের কত টাকা? আজকের পোস্ট তাদের জন্যই।
আমরা আজকের আলোচনা থেকে জার্মানির ১ টাকার সমানে বাংলাদেশের টাকার রেট জানবো। এটার পাশাপাশি জার্মানি দেশকে নিয়েও আরো কিছু আলোচনা হবে। যেমন জার্মানির ফুটবল দল, জার্মানির পতাকা, জার্মানির চ্যান্সেলর ইত্যাদি সকল বিষয় যেগুলো জার্মানিকে ঘিরে আপনাদের মাথায় ঘর বাঁধতে থাকে। এসব প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন।
জার্মানির ১ টাকা বাংলাদেশের কত টাকা?
সর্বপ্রথম আমরা জার্মানির টাকার রেট নিয়ে কথা বলে নিবো। আপনি যদি না জানেন যে জার্মানির টাকার রেট কত তাহলে জেনে নিন।
বন্ধুরা জার্মানির টাকার নাম - ইউরো। এই ইউরো ইউরোপের প্রায় সকল দেশেই ব্যবহার করা হয়। ইউরোপীয় দেশগুলোর এটাই বৈশিষ্ট্য যে কোনো এক দেশে গেলে আপনাকে আলাদা করে সে দেশের টাকা নিতে হয় না। বরং আপনার কাছে যদি ইউরো থেকে থাকে তাহলে সেটি দিয়েই আপনি সেখানে টাকা আদান-প্রদান করতে পারবেন।
এখন আসি জার্মানির টাকার মান নিয়ে। তো জার্মানি ১ টাকা বাংলাদেশের ১১৫.৪২ টাকা। অর্থাৎ আপনি যদি জার্মানির ১ টাকা অর্থাৎ ১ ইউরো নিতে চান তাহলে এর বদলে আপনাকে বাংলাদেশী টাকায় ১১৫.৪২ টাকা গুনতে হবে।
আবার, জার্মানি ১ টাকা ভারতের ৮৮.২২ টাকা। অর্থাৎ ভারতের কেউ যদি ১ ইউরো নিতে চান তাহলে এর বদলে ভারতের ৮৮.২২ টাকা আপনাকে দিতে হবে। আশা করি জিনিসটি বুঝেছেন।
1€ = 115.42৳
জার্মানির বর্তমান চ্যান্সেলর কে?
জার্মানির পুরো নাম রিপাবলিক অফ জার্মানি। আর জার্মানি দেশটি ইউরোপিয়ান উনিয়ন ভুক্ত দেশ। জার্মানি দেশের চ্যান্সেলর কেবিনেট ও ইউরোপীয়ান কাউন্সিল এ অবস্থান রাখেন। জার্মানির চ্যান্সেলর কে সরকার প্রধান ও বলা হয়। জার্মানির বর্তমান চ্যান্সেলর এর নাম হচ্ছে - ওলাফ স্ক্লজ (Olaf Scholz)।
জার্মানি ফুটবল টিম ২০২৩
ব্রাজিল এবং আর্জেন্টিনা টিমের পরেই আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষ ভক্ত জার্মানি ফুটবল টিমের। এই আলোচনায় আমি আপনাদেরকে জার্মানি ফুটবল টিম সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিবো। জার্মানি ফুটবল টিম গঠিত হয় ১৯০০ সালে। জার্মানি তাদের প্রথম ম্যাচ খেলতে প্রায় ৮ বছর অপেক্ষা করে।
১৯০৮ সালে জার্মানি তাদের প্রথম ম্যাচ খেলে সুইজারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে সুইজারল্যান্ড জার্মানিকে ৫-৩ গোলে হারিয়ে দেয়। ১৯৪৫ সালে ২য় বিশ্বযুদ্ধের পর জার্মানি ২ ভাগে ভাগ হয়ে যায়। ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি। মানে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি।
১৯৪৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জার্মানি দুটো টিম হিসেবে খেলে পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি। এই সময়ে পশ্চিম জার্মানি ৩ তা বিশ্বকাপ জিতে। কিন্তু পূর্ব জার্মানি কিছুই জিততে পারেনি। সবচেয়ে মজার কথা হলো পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির মধ্যে কেবলমাত্র একটা ম্যাচই অনুষ্ঠিত হয়। সেটা হয়েছিল ১৯৭৪ সালে ফুটবল বিশ্বকাপে। আর সেই ম্যাচে পূর্ব জার্মানি পশ্চিম জার্মানিকে ১-০ গোলে হারিয়ে দেয়।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে জার্মানি সবচেয়ে সফল টিম। কারণ জার্মানি ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে ১৯ বার। আর রেকর্ড সংখ্যক বার অর্থাৎ ৮ বার ফাইনাল খেলেছে। জার্মানি বিশ্বকাপ জিতেছে ৪ বার। জার্মানি ১৯৫৪ সালে তাদের প্রথম বিশ্বকাপ পাই হাঙ্গেরি কে ৩-২ গোলে হারিয়ে।
১৯৬৬ সালে জার্মানি আবারো বিশ্বকাপে ওঠে। কিন্তু ইংলেন্ডের কাছে ৪-২ গোলে হেরে যায়। জার্মানি ১৯৭৪ সালে তাদের দ্বিতীয় বিশ্বকাপ পায় নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে। ১৯৮২ সালে জার্মানি আবারো বিশ্বকাপ ফাইনালে ওঠে। কিন্তু ইতালির সাথে ৩-১ গোলে হেরে যায়। ১৯৮৬ সালে জার্মানি বিশ্বকাপ ফাইনালে আবারো আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে যায়।
জার্মানি তাদের তৃতীয় বিশ্বকাপ পায় ১৯৯০ সালে সে একই প্রতিপক্ষ আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে। জার্মানি ২০০২ সালে বিশ্বকাপ ফাইনালে ২-০ গোলে ব্রাজিলের কাছে হেরে যায়। সবশেষ জার্মানি ২০১৪ সালে তাদের চতুর্থ বিশ্বকাপ পায় আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে।
বিশ্বকাপ বাদেও জার্মানি ৩ বার ইউরোকাপ জিতেছে ১৯৭২ সালে, ১৯৮০ সালে এবং ১৯৯৬ সালে। সবমিলিয়ে জার্মানি মোট ম্যাচ খেলেছে ৯৭৯ টি। ম্যাচ জিতেছে ৫৭৬ টি , ড্র করেছে ১৯৩ টি এবং হেরেছে ২১০ টি।
জার্মানি জাতীয় ফুটবল দল খেলোয়াড়দের নামের তালিকা
এবার চলুন কথা বলি জার্মানির বর্তমান ফুটবল দল খেলোয়াড়দের নিয়ে। তাহলে বর্তমানে যারা জার্মানির ফুটবল দলে খেলছেন। সেই খেলোয়াড়দের নামের তালিকা হচ্ছে -
মার্ক-আন্দ্রে টের স্টেগেন (গোলরক্ষক) বয়স:৩১
- বার্ন্ড লেনো (গোলরক্ষক) বয়স:৩১
- কেভিন ট্র্যাপ (গোলরক্ষক) বয়স:৩২
- নিকো শ্লোটারবেক (সেন্টার ব্যাক) বয়স:২৩
- আন্তোনিও রুডিগার (সেন্টার ব্যাক) বয়স:৩০
- ম্যাথিয়াস জিন্টার (সেন্টার ব্যাক) বয়স:২৯
- থিলো কেহরের (সেন্টার ব্যাক) বয়স:২৬
- ম্যালিক থিয়াও (সেন্টার ব্যাক) বয়স:২১
- ডেভিড রাউম (লেফট ব্যাক) বয়স:২৫
- বেঞ্জামিন হেনরিকস (রাইট ব্যাক) বয়স:২৬
- লুকাস ক্লোস্টারম্যান (রাইট ব্যাক) বয়স:২৭
- মারিয়াস উলফ (রাইট ব্যাক) বয়স:২৮
- জোশুয়া কিমিচ (ডিফেন্সিভ মিডফিল্ড) বয়স:২৮
- এমরে ক্যান (ডিফেন্সিভ মিডফিল্ড) বয়স:২৯
- লিওন গোরেটজকা (সেন্ট্রাল মিডফিল্ড) বয়স:২৮
- ইল্কে গুন্ডোগান (সেন্ট্রাল মিডফিল্ড) বয়স:৩২
- রবিন গোসেনস (বাম মিডফিল্ড) বয়স:২৮
- জামাল মুসিয়ালা (মিডফিল্ডে আক্রমণ) বয়স:২০
- ফ্লোরিয়ান উইর্টজ (মিডফিল্ডে আক্রমণ) বয়স:২০
- কাই হাভার্টজ (মিডফিল্ডে আক্রমণ) বয়স:২৩
- জুলিয়ান ব্র্যান্ডট (মিডফিল্ডে আক্রমণ) বয়স:২৭
- লেরোয় সেন (ডান উইঙ্গার) বয়স:২৭
- কেভিন শেড (ডান উইঙ্গার) বয়স:২১
- জোনাস হফম্যান (ডান উইঙ্গার) বয়স:৩০
- টিমো ওয়ার্নার (সেন্ট্রাল ফরওয়ার্ড) বয়স:২৭
- নিকলাস ফুলক্রুগ (সেন্ট্রাল ফরওয়ার্ড) বয়স:৩০