বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি - (ডেমো সহ লেখার নিয়ম)

এখানে বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি লেখার নিয়ম জানায় হয়েছে। সাথে বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠির একটা ডেমো দেওয়া আছে আপনারা চাইলে সেটি কপি

    হ্যালো বন্ধুরা, আজকের পোস্টটি চিঠি লেখার বিষয় নিয়ে আজকে শিখাবো বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি লেখার নিয়ম বা চিঠি কিভাবে লিখতে হয় সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিব লেখার নিয়ম কেমন, কি কি জিনিস মনে রাখতে হবে এবং কিভাবে লিখতে হবে

    এরপর আপনাদের একটি ডেমো চিঠি দিয়ে দিব চিঠি দেখে আপনারা নিজে থেকে চিঠি লিখতে পারবেনঅথবা সে ডেমোটি এডিট করে আপনার বান্ধবীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দিতে পারবেন আরো বেশি কথা না বললে চলুন দেখে নেয়া যাক যাক

    বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি - (ডেমো সহ লেখার নিয়ম)

    অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

    স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত

    প্রশংসা পত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন

    বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি কিভাবে লিখবেন?

    সর্বপ্রথম আপনার একটা জিনিস মনে রাখতে হবে সেটি হল ভদ্রতা বজায় রাখতে হবে আপনি আপনার বান্ধবীর যতই কাছের হয়ে থাকেন না কেন যদি অভদ্রতা প্রদর্শন করেন তাহলে তার মনে কষ্ট লাগতে পারে তাই আমরা ভদ্রতার সীমায় থেকে সকল কাজ করব
    1. আপনার বান্ধবীর জন্মদিনের তারিখ বা যেদিন চিঠি লিখছেন সেদিনের তারিখ লিখতে হবে
    2. দূরে কোথাও চিঠি পাঠাতে হলে আপনার ঠিকানা লিখতে হবে
    3. এরপর লিখতে হবে - প্রিয় বান্ধবী ______ (নিজের বান্ধবীর নাম লিখুন)
    4. এখন চিঠি লেখা শুরু করুন। সবার আগে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করুন। এরপর তার বাবা-মাকে ও পরিবারের বড়দেরকে সালাম করার জন্য বলুন
    5. খোঁজ-খবর নেওয়ার পর এবার তাকে তার জন্মদিনের কথা স্মরণ করিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করুন
    6. পারলে বন্ধুত্ব নিয়ে কয়েকটি সুন্দর সুন্দর ছন্দ লিখতে পারেন। বা তিন চার লাইনের কবিতা লিখলে হবে
    7. সবার শেষে আবারো সুপরামর্শ ও বড়দের শ্রদ্ধা জানিয়ে চিঠি লেখা শেষ করুন
    8. শেষে লিখুন - ইতি, তোমার প্রিয়______ (নিজের নাম লিখুন)
    9. চিঠি লেখা শেষ করুন
    10. চিঠি দূরে পাঠাতে হলে অথবা আপনার বান্ধবী দূরে অবস্থান করলে খামের মধ্যে তার ঠিকানা লেখুন
    এ দশটি পদ্ধতি অবশ্যই অনুসরণ করে চিঠি লিখতে হবে বাকি চিঠি লেখার ডেমো আমি নিচে দিয়ে দিচ্ছি আপনি পারলে সেখান থেকে কপি করে নিজের মতো করে সাজিয়ে আপনার বান্ধবীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন

    বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি (ডেমো)

    16/06/2023

    'ক' অঞ্চল

    প্রিয় বান্ধবী(.....),

    আশা করি তুমি ভালো আছো। তোমার মা-বাবাকে আমার পক্ষ থেকে সালাম/আদাব জানিয়ে দিও সে অনেকদিন হয়ে গেল তোমার সাথে কোন কথা বার্তা নাই তাই আজ বিশেষ কোন এক কারণে তোমাকে চিঠি লেখা কারণটি অবশ্যই তুমি কিছুক্ষণের মধ্যে জেনে যাবে তবে একটি শর্ত যে আমার চিঠি পাওয়ার পর তুমি অবশ্যই চিঠির জবাব জানিয়ে দেবে

    তোমার পড়ালেখা সম্পর্কে জানালে উপকৃত হতাম আমি অনেক সৌভাগ্যবান তোমার মত একজন ভালো বান্ধবীকে নিজের জীবনে পেয়েছি বিপদে-আপদে সবসময় তুমি আমার পাশে থাকো আজকে হয়তো তোমার মনে নেই আমার মনে থাকতেও পারে তবে আমি যে কারণে চিঠি লিখেছি সেটি হল

    আজকে তোমার শুভ জন্মদিন অনেক অনেক মোবারকবাদ তোমার এই অতি গুরুত্বপূর্ণ একটি দিনের জন্য আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে তোমাকে তোমার জন্মদিনের অনেক অনেক শুভকামনা ও গভীর ভালোবাসা বন্ধুত্ব নিয়ে একটি বেশ ভালো ছন্দ আমার মনে আছে

    জিনিসের পরিবর্তন হতে পারে🙂

    অর্থেরও অপচয় হতে পারে🥺

    জীবিকার পরিবর্তন হতে পারে😳

    কিন্তু কলিজার বন্ধুত্বের পরিবর্তন হয় না।🥰

    আজকে আর বেশি কিছু লিখবো না। ভালো থেকো সবসসময় দোআ/প্রার্থনা করি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা'আলা যেন তোমার জীবন আরো লম্বা করুক। বয়সে বরকত দেন করুক। তোমার বাবা-মা কে আমার সালাম জানায়। 

    ইতি,

    তোমার প্রিয় 

    (আপনার নাম)

    Conclusion

    উপরে বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি লেখার নিয়ম জানানো হয়েছে। সাথে কিভাবে জন্মদিনের শুভেচ্ছা চিঠি লিখতে হয় সেটিও বলা হয়েছে। বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠির একটা ডেমো দেওয়া আছে আপনারা চাইলে সেটি কপি করে নিজের মতো গুছাতে পারেন। 

    আরো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। 
    LikeYourComment