2d অরবিটাল সম্ভব নয় কেন? এবং 3f অরবিটাল সম্ভব নয় কেন?
এই পোস্টে আলোচনা করা হয়েছে 2d অরবিটাল সম্ভব নয় কেন? এবং 3f অরবিটাল সম্ভব নয় কেন? সাথে 3d অরবিটাল সম্ভব কেন? 1p অরবিটাল সম্ভব নয় কেন? 2p অরবিটাল
আজকে এই দুটো প্রশ্নের উত্তর অতি সহজে দিয়ে দিব। যাতে পরবর্তীতে আপনাদেরকে এই প্রশ্ন গুলো নিয়ে আর কোনো দ্বিধায় পড়তে না হয়। তো চলুন এবার বিস্তারিত কথা বলা যাক এ দুটি প্রশ্নের উত্তর নিয়ে।
2d অরবিটাল সম্ভব নয় কেন?
2d অরবিটালের প্রধান শক্তিস্তর অথবা n এর মান বের করলে পাওয়া যাবে, n = 2
আমরা জানি,
দ্বিতীয় শক্তিস্তরে l এর মান = 0, 1
0 এর জন্য অরবিটাল = S
1 এর জন্য অরবিটাল = P
কিন্তু d এর জন্য অরবিটাল মান প্রয়োজন = 2। তবে দ্বিতীয় শক্তিস্তরে l এর মান 2 হওয়া সম্ভব নয়। তাই দ্বিতীয় শক্তিস্তরে d অরবিটাল কিংবা 2d অরবিটাল সম্ভব নয়।
3f অরবিটাল সম্ভব নয় কেন?
2d অরবিটালের প্রধান শক্তিস্তর অথবা n এর মান বের করলে পাওয়া যাবে, n = 3
আমরা জানি,
তৃতীয় শক্তিস্তরে l এর মান = 0, 1, 2
0 এর জন্য অরবিটাল = S
1 এর জন্য অরবিটাল = P
2 এর জন্য অরবিটাল = d
কিন্তু f এর জন্য অরবিটাল মান প্রয়োজন = 3। তবে তৃতীয় শক্তিস্তরে l এর মান 3 হওয়া সম্ভব নয়। তাই তৃতীয় শক্তিস্তরে f অরবিটাল কিংবা 3f অরবিটাল সম্ভব নয়।
3d অরবিটাল সম্ভব কেন?
3d অরবিটালের প্রধান শক্তিস্তর অথবা n এর মান বের করলে পাওয়া যাবে, n = 3
আমরা জানি,
তৃতীয় শক্তিস্তরে l এর মান = 0, 1, 2
0 এর জন্য অরবিটাল = S
1 এর জন্য অরবিটাল = P
2 এর জন্য অরবিটাল = d
যেহেতু তৃতীয় শক্তিস্তরে l এর মান 2 আছে তাই এখানে d অরবিটাল অবস্থান করছে।অতএব, তৃতীয় শক্তিস্তরে d অরবিটাল আছে বলেই 3d অরবিটাল সম্ভব।
1p অরবিটাল সম্ভব নয় কেন?
1p অরবিটালের প্রধান শক্তিস্তর অথবা n এর মান বের করলে পাওয়া যাবে, n = 1
আমরা জানি,
প্রথম শক্তিস্তরে l এর মান = 0
0 এর জন্য অরবিটাল = S
কিন্তু p এর জন্য অরবিটাল মান প্রয়োজন = 1। তবে প্রথম শক্তিস্তরে l এর মান 1 হওয়া সম্ভব নয়। তাই প্রথম শক্তিস্তরে p অরবিটাল কিংবা 1p অরবিটাল সম্ভব নয়।
2p অরবিটাল সম্ভব কেন?
2p অরবিটালের প্রধান শক্তিস্তর অথবা n এর মান বের করলে পাওয়া যাবে, n = 2
আমরা জানি,
দ্বিতীয় শক্তিস্তরে l এর মান = 0, 1
0 এর জন্য অরবিটাল = S
1 এর জন্য অরবিটাল = P
যেহেতু দ্বিতীয় শক্তিস্তরে l এর মান 1 আছে তাই এখানে p অরবিটাল অবস্থান করছে।অতএব, দ্বিতীয় শক্তিস্তরে p অরবিটাল আছে বলেই 2p অরবিটাল সম্ভব।