মেয়েদের ভালোবাসলে কি পাওয়া যায়? - Banglana
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মেয়েদের ভালোবাসলে পাওয়া যায় শুখ, দুঃখ, কষ্ট, বেদনা সব কিছুই পাওয়া যায় মেয়েদের ভালোবাসলে। অনেকেই বলে থাকেন মেয়েদের ভলোবাসলে শুধু কষ্ট পাওয়া যায় । আসলে শত্য আবার মিথ্যা কেননা জীবন সঙ্গিনির উপর নিভরর করবে আপনার অবস্থা কি হবে। এবং আপনার উপরও নিভর করে যে জীবন টা কেমন হবে।
জানেন ভাই মেয়ে কি জিনিস মেয়ে প্রিয় মানুষকে শ্বপ্ন দেখায় । একটা মেয়ে চইলে অনেক কিছু করতে পারে একটা ছেলেকে ভালো ও বানাতে পারে এবং খাওবানাতে পারে। আজকে আপনারদের এমন কিছু জানাবো আপনাদের অনেক ভালো লাগবে এবং কি বুঝতে ও পারবেন মেয়েদের ভালোবালে ও পাওয়া যায়।
সঠিক সময় মেয়েদের কে ভালো না বাসলে শুধু কষ্ট পাবেন এবং কি আপনি আপনার জীবনের মানে হারিয়ে ফেলবেন।
অসময় মেয়েদের ভালোবাসার ফলে কি পরিনতি হয় এবং কোন সময় ভালোবালে আপনি শুধু কষ্ট পাবেন তা নিচে দেখুন-
মেয়েদের সম্পর্কে বলার আগে আমার সানে ঘটা কিছু ঘটনা বলে নেই,দেখুন-
আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন আমার কিছু বন্ধু ছিল , আমি আজ কয়েটি বন্ধুর কথা বর্ননা করব, আমার প্রথম বন্ধু যখন একটি মেয়ের সাথে রিলেশন করে তখন তারা দুনে অনেক ভালো বাসতো , মেয়েটি পরত ক্লাস ৮ এ এবং আমার বন্ধু পরত ক্লাস ৯ তো তাদের রিলেশন র্দীয় হতে থাকে এবং দুজন দুজনের জন্য অনেক কিছু করতে থাকে মারা মারি থেকে শুরু করে সব কিছু ঐই মেয়ের জন্য সব কিছু করত।
ঐই মেয়েটিকে ভালোবাতে গিয়ে ধিরে ধিরে আমার বন্ধুর পড়াশুন বাদ হয়ে যায়। দেখু যায় ক্লা ১০ উঠার আগে ঐই মেয়েটিকে রিয়ে করে নেয় কোনো ভাবে। মেয়ে আমার বন্ধু বারিতেই থাকতো এ ভাবে কিছু দিন চলতে লাগল এভাবে ।
কিন্তু যেহেতু আমার বন্দু ১০ এ পড়ে সে তো আর টাকা কামাতে পারেনা যার কারনে তাদের মাঝে প্রাই যগরা হতো । এভাবে কিছু দিন যাওয়ার পর মেয়েটি বলে আমি তুমার সাথে থাকতে পারবোন ছেলে বলে কেন পারবানা তুমি বলেছিলে আমার জন্য সব পারব। কিন্তু এখন পারবানকে মেয়ে তখন বলে হ্যাঁ আমি তুমার সাথে আর থাকতে পারবো তুমি চরে যাও।
কিছু দিন পর মেয়েটি তার বাবার বড়িতে চলে আসে তার পর ঐ মেয়ে ছেলের নামে মামলা দেয় ছেলে অনেক খারাপ আরো নানা বিষয় নিয়ে মামলা দেয় । যার কারনে ছেরে মালার মধ্যে ২ বা ৩ লাখ টাকা খবচ হয় । পববর্তী ছেলে আর পড়াশুনা করতে পারেন ছেলের পড়ুাসুনা কে ভারেই বাদ হয়ে যায় কিন্তু ঐমেটি পবর্তী সময়ে ঠিকই পড়াসুনা চালিয়ে যাচ্ছে।
ঠিক অনুরুপ ভাবে আমার আরেক বন্ধুর ক্ষেত্রে ঘটে সেও ক্লাস ৯ এ পড়ত তারও আর পড়ারা হলো ছেলাটার জিবন একেবারেই নষ্ট হয়ে যায়। পরের বন্দু অসময়ে ভালো বেসে বিয়ে করে ৬ মাসের বেসি ঘর সংসার করেও বিয়ে টিকাতে পারে নাই মেয়েদের জিবন ঠিকই ছিল।
আমার চথুর্থ একটা বন্দুর ঘটনা বলি এটা অনেক কষ্টের এবং পরবর্তী সময়ে সে আবার সুখি হয়ে ছিল। কিভাবে সে শুখি হলো তা দেখুন ভালো লাগবে অনেক এগুলে সব বাস্তব ঘটনা-
এই বন্ধুটির অনেক শপ্নছিল যে সে অনেক শুখে এই মেয়ে নিয়ে ঘর করবে এই ছেলে এস এস সি পরিক্ষা দিতে পেরেছিল। তো এই ছেলে ক্লা 7 এর মেয়ে ভালো বাসতো সেই মেয়েটি ছির তার নিজ এলাকারই যে ঘটানা ঘটল ছেলেটা মেয়েটার জন্য অনেক পাগল ছিল মেয়ে যা বলতো তাই করতো । মেয়ের জন্য ছেলে পড়াশুনা বাদ দিয়ে ভেকু চালাতে লাগলো এ তো ভালো ভালোবাসতো।
ঐমেয়ের জন্য ছেলেটা তার নিজের জিবন টাও দিয়ে দিতে চাইতো এতো ভালো বাসতো মেয়েকে। কিন্তুু জানের তাদের বিয়ে হলো একটা সামাজি চামের মাধ্যেমে ছেলে এবং মেয়ে দুজনে গুজনে বাচ্চা নিয়ে ছিল যা এলাকাবাসি জানাজানি হয়ে যায় তার পর তাদের বিয়ে দিয়ে দেয় । পবর্তী কিছু দিন ঘর সংসাকসার করে একটা কি হলো মেয়ে বাবার বাড়ি গেল তার ঐই ছেলের নামে নানা ধরনের বাজে মন্তব করতে থাকল ।
ঐ হলো মেয়েটার হৎঠ করে কিছুই বোঝা গেল না হুল করে মেয়ে ছেলের নামে মামলা করে দিলো । পরে সম্ববত মেয়ে তার বাচ্চ নষ্ট করে ফেলে। ছেলের উপর মেয়ে মামলা করার কাররনে ছেলের দুই লাখ ৫০ হাজার টাকার নষ্ট হয় এই মামলার পিছনে । মেয়ে তার ছেলের বাবার নামে ও মামলা দিয়েছিল ।
আরো অনেক ঘটনা ঘটে । যেহেতু ছেলে অনেক মেয়ের প্রতি দূবল ছিল এখন ছেলে কি করবে তার মরার অবস্থা তো এই অবস্থা দেকে ছেলের পরিবার তাকে আবার পারিরিবারিক ভারে বিয়ে করায় ছেলে বাছানোর জন্য । বিয়ে করার পর ছেলে এখন ভালো আছে আমার সাথে কিছুদিন আগে দেখা হয়ে ছিল সে বলল আমি এখন আগের তুলনায় ভালো আছি।
বলল এখন মেয়েটা একটু কালো কিন্তু মেয়েটা আমাকে অনেক ভালোবাসে এর জন্য এখন বেছে আছি তাহলে তো মরেযেতেই ছিলাম। আরো বলল এই মেয়েটা কালো হলেও আমার কথা সুনে।
তো এঘটা থেকে কি বুঝলাম যে অসময় ভালোবাসলে সেই ভালোথাকেনা । আমরা প্রাই ভুল করে থাকে যে ক্লাস 9 বা 10 এই সময় আমরা রিলেশ করি । ভাই এত কম বয়সে রিলেমন করলে কখন আপনি এই রিলেশন বেশি দূরে নিয়ে যেতে পারবেনা।
এই সময় আমাদের মন মাসিকতা অন্যরকম থাকে যে আমরা যা করছি এটাই ভালো আসলে মূলত কিন্তু এটা ভালো না । দেখেন ভাই আপনি যদি কম বয়সে রিলেশন করেন তাহলে তাকে বিয়ে করতে পাবেন কারন আপনি তো আরো অনে দেরিতে বিয়ে করবেন। এতো দিন মেয়ে আপনার জন্য বসে থাকবেনা তার পরিবার তাকে বিয়ে দিয়ে দিবে।
দেখুন ভাই কম বয়সে রিলেশন করার ফলে আমাদের কি ঘটে তাকে আমরা পাইনা যার ফলে নানা ধরনের উল্টা কাজ করে ফেলে যা আমাদের জীবনে প্রভাব ফেলে যার ফলে আমরা জীবনে ভালো কিছু করতে পারে না আমরা যদি সঠিক সময়ে সঠিক কাজ করে তাহলে আমাদের জীবনমান উন্নত হতো।
মেয়েদের ভালোবাসলে কি পাওয়া যায়
ভাই বিয়ের পর ভালোবাসলে অনেক কিছু পাওয়া যায় না এদের কাছ থেকে একটা মেয়ে অনেক কিছু করতে পারে। একটা ছেলে ভালো হয় একটা মেয়ের জন্য একটা ছেলে খারাপ হয় তার মেয়ের জন্যই কিন্তু হয়। ভাই বিয়ের পর ভালোবাসলে ভালোবাসা পাবেন আর যদি বিয়ের আগে ভালবাসেন তাহলে ভালোবাসার বদলে বাঁস পাবেন।
ভালবাসলে কি পাওয়া যায় প্রথমত অনেকে বলে ভালোবাসি কিছু পাওয়ার জন্য নয় ভালবাস তাকে তার কাছ থেকে আশা করা যেতে পারে তার সাথে থাকব তাইনা ভাই তার সাথে জীবনের সুখ-দুঃখ বিনিময় করবো এটাই তো।
ভাই অনেকে বলে ভালোবাসলে কি পাওয়া যায় ভালবাসলে কষ্ট আর বাস পাওয়া যায় হ্যাঁ ভাই কষ্ট তবে সব সময় নয় যদি আপনি সঠিক সময় ভালোবাসেন তাহলে তো কষ্ট পাবেন না আপনি বিয়ার আগে ভালোবাসবেন সে তো আপনার মত না হতে পারে অন্যকারো কাছে চলে যেতে পারে বিয়ের পরে চলে যায় তা খুবই কম।
ভাই মনে রাখবেন এক হাতে কখনো তালি বাজে না তাই ভালোবাসা পেতে গেলে ভালবাসতে হবে একটা মেয়েকে ভালোবাসলে অনেক কিছু ভাবেন নাই নিজের জীবন পরিবর্তন করতে পারবেন তাকে ভালবাসবেন ভাই তাকে দেখে ভালবাসবে সে কেমন তার আচরণ কেমন তার গুন রয়েছে কি কি সে কি আপনার জন্য এগুলো দেখে ভালোবাসবেন সবাইকে ভালোবাসা যায় না।
দেখুন নয় একটা মেয়েকে ভালবাসবেন যত্ন নিবেন সেও আপনাকে ভালোবাসবে যত্ন নিবেন ভালোবাসার বিনিময় আপনাদের মাঝে বাচ্চা হবে বাবা মা হবেন আপনারা কত শুখ তাইান যদি আগে উল্টাপাল্টা কাজ করেন তাহলেতো হবে না।
ভাই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ।ছেলেদেরকে মেয়েদের প্রতি আকর্ষণ বানিয়ে তৈরি করা হয়েছে ছেলেদের। মেয়েদের প্রতি আকর্ষণ থাকবে এটা স্বাভাবিক বিয়ের পর যদি আপনি আপনার ওয়াইফ কে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসবে আপনাদের জীবন অনেক সুখি ময় হবে।
ভাই তুমি মেয়েদের ভালবাসলে কষ্ট হতো তাহলে আপনি কোত্থেকে আসবে আসতেন আপনিতো একজন মায়ের সন্তান তাই সবাই এই ভালোবাসার কারণেই ঠিকই আছে ভালোবাসা না থাকলে এই বন্ধন থাকতো না কখনোই।
ভাই একটা মেয়ের জন্য একটা ছিল অনেক কিছু করতে পারে যদি ভালোই না বাসতো তাহলে কেন করত তো একটা মেয়েও অনুরূপভাবে একটা ছেলের জন্য অনেক কিছু করতে পারে।
এখন আপনি এমন একটা মেয়েকে ভালবাসলে রিলেশন করে 6 থেকে7 তাকে ভালবাসলে আপনার কি অবস্থা হবে আপনি বুঝুন।
ভাই ভালোবাসার মধ্যে অল্প অল্প ঝগড়া হবে অভিমান হবে আরো অনেক কিছু হবে এটা স্বাভাবিক । দুজন এমন হতে হবে যে যাই করুক না কেন তাকে ক্ষমা করে দেওয়া দুজন দুজনকে আগলে রাখার চেষ্টা করুন তাহলে জীবনে ও এবধন ভাঙ্গবেনা।
ভালো থাকুন ভালো মানুষকে ভালোবাসুন ভালো মেয়েকে ভালোবাসো ভালবাসলে অনেক কিছু পাওয়া যাবে । আপানার জিবনকে একটা মেয়ে পরিবতর্ন করে দিবে। আর কি চাবেন মেয়েদের কাছ থেকে।তো শেষ ভালবাসার যোগ্য মানুষকে ভালবাসতে হবে তাহলে ভালোবাসা কখনো বৃথা যাবেনা।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেয়েদের ভালবাসলে কি পাওয়া যায় ।এ ধরনের পোস্ট করে থাকি এই ওয়েবসাইটে। আপনারা এগুলো দেখার জন্য এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন এবং এই ওয়েবসাইটে আরো পোস্ট করেছেন সেগুলো দেখতে পারেন ।যা আপনাদের উপকারে আসবে ভাল থাকবেন খোদা হাফেজ।