ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত? - মেশিনের বিস্তারিত তথ্য

এই পোস্টে আলচনা করা হয়েছে ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত? সাথে আছে মেশিনের বিস্তারিত তথ্য।

    আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের ওয়েবসাইটে। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হল - ডায়াবেটিস মাপার মেশিনের দাম কতআজকের আমাদের আর্টিকেল এই ডায়াবেটিস মাপার মেশিনের উপর। এর উপরই বিস্তারিত আলোচনা করা হবে।

    ডায়াবেটিস মাপার মেশিনের আসল নাম হচ্ছে - ব্লাড গ্লুকোজ মনিটর। বন্ধুরা আমাদের সকলেরই ঘরে এই মেশিনটি থাকা জরুরি। আমাদের পরিবারে কেউ ডায়াবেটিস রোগী হোক বা না হোক , এই মেশিনটি থাকলে আমরা প্রতিনিয়ত নিজেদের ডায়াবেটিস টেস্ট করতে পারবো। যার কারণে সবসময় আমাদের সুস্থতা বজায় থাকবে। 

    যেকোনো সময় যদি আমাদের ডায়াবেটিস লক্ষণ দেখা দেয় বা আমরা ডায়াবেটিসের প্রথম স্টেজে থাকাকালীন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পারবো এবং নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারবো। 

    যাই হোক আমাদের বিষয় সেটা নয়। আমরা আজকে ডায়াবেটিস মাপার মেশিনের দাম নিয়ে কথা বলবো। মেশিনটির নাম ইতোমধ্যেই জেনে গেছি। এখন এর দাম ও সকল তথ্য নিয়ে বিস্তারিত জানা যাক। 

    ডায়াবেটিস কত হলে মানুষ মারা যায়?

    এলোভেরা জেল ত্বকে ব্যবহারের নিয়ম

    লেবুর রস খাওয়ার উপকারিতা

    আসল সাবুদানা চেনার উপায়

    কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়

    ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত? - মেশিনের বিস্তারিত তথ্য

    ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত? Diabetes Test Machine Price in Bangladesh

    রক্তের গ্লুকোজ মনিটর এই মেশিনটির দাম হচ্ছে- ১৮,০০ টাকা মাত্র

    রক্তের গ্লুকোজ মনিটর মেশিনটির যাবতীয় তথ্যাবলী -

    • ব্যাকলিটসমৃদ্ধ স্ক্রিন, যা রাতের বেলায় বা কম আলোতে স্ক্রিন পড়া সহজ করে তোলে যাতে কম আলোতেও সঠিকভাবে স্ক্রিন দেখা যায় 
    • এতে রক্তের গ্লুকোমিটার ফালা
    • এই মেশিনে রক্ত সবসময় কাগজের প্রতিটি পাশ থেকে সংগ্রহ করা হয়ে থাকে 
    • রোগীর উভয় হাত চেক করা যেতে পারে
    • সঠিক ম্যাপ মাত্র ৪ সেকেন্ড-এর মধ্যে চলে আসে
    • এ মেশিনটিকে শুধুমাত্র এক ছিটা রক্ত'র প্রয়োজন পরে 
    • রোগীর পরীক্ষার সময়সূচী যত্ন নিতে ও ঠিক রাখতে একটি রিমাইন্ডার অ্যালার্ম সংযুক্ত রয়েছে 
    • তারিখ এবং সময় সহ মোট ১৮০টি ফলাফল সংরক্ষণ করতে পারে
    • রোগী খাবারের আগে এবং পরে রেজাল্টগুলি সাজাতে পারবেন
    • এর মিটার যা শর্করার গ্রাম এবং ইনসুলিনের ডোজ গ্লুকোজ ব্যবহার করে রেকর্ড করে থাকে

    👉মেশিনটি আপনি অনলাইন অর্ডার করতে পারবেন। যোগাযোগ নম্বর - 01714585817👈

    বন্ধুরা যাদের বাড়িতে ডায়াবেটিস রোগী আছেন তাদেরকে এই মেশিনটি অবশ্যই কিনা উচিত। কারণ আপনাকে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য বারবার মেডিকেল স্টোরে কিংবা ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার প্রয়োজন পরে। আর যদি আপনার কাছে নিচের ডায়াবেটিস মেশিন থাকে তাহলে আপনি বাড়িতে বসেই রোগীর ডায়াবেটিস টেস্ট করতে পারবেন। 

    আপনি যদি একটু হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে, আপনার টেস্ট করার জন্য যত টাকা ভাড়া লেগে যায় আর টেস্ট খরচ তো বাদই দিলাম। তার চেয়ে ভালো হবে এই মেশিনটি নিয়ে নেয়া। এখানে আপনাকে শুধু স্ট্রিপ কিনতে হবে। বাকি আপনি নিজেই টেস্ট করতে পারবেন। 

    আশা করছি আমার এই সংক্ষিপ্ত কিছু আলোচনাগুলো আপনাদের উপকারে আসবে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের কল্যাণ হবে আশা করি। কোনো রোগই ভালো না। যারা রোগে আক্রান্ত হন তারাই একমাত্র এক কষ্ট বুঝতে পারেন। তাই আপনাদের জন্য দুআ রইলো যে মহান আল্লাহ যেন আপনাদের দ্রুত সুস্থতা দেন করুন। 

    পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। 
    LikeYourComment