বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? Largest District of BD
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? Largest District of BD
সাধারণ জ্ঞান বিষয়ে আমাদের জানার শেষ নেই। প্রতিদিনই নতুন নতুন বিষয় ও নানা তথ্য নিয়ে আমাদেরকে জানতে হয়। তেমনি একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? এবং বৃহত্তম জেলাটি নিয়ে জানা তথ্য আমরা জানতে চাই।
এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। সাথে যারা বিভিন্ন দেখ নিয়ে আলোচনাগুলো পড়তে চান। তারা অবসসই নিচে দেওয়া লিংকগুলোতে গিয়ে পরে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন দেশ নিয়েও অনেকগুলো আলোচনা করা আছে।
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
বাংলাদেশ সরকারের তথ্য অনুসারে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে- রাঙামাটি।
বাংলাদেশে বর্তমানে মোট ৬৪ টি জেলা রয়েছে। এই ৬৪ টি জেলার মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় বা বৃহত্তম জেলাটি হচ্ছে রাঙামাটি। বাংলাদেশে বর্তমানে মোট ৬৪ টি জেলা রয়েছে। এই ৬৪ টি জেলার মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় বা বৃহত্তম জেলাটি হচ্ছে রাঙামাটি।
এই ৬৪ টি জেলার আয়তন অর্থাৎ পুরো বাংলাদেশের আয়তন মোট ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। আর শুধু রাঙামাটি জেলার আয়তন ৬,১১৬ বর্গকিলোমিটার। এতো বড় আয়তন নিয়ে রাঙামাটি বৃহৎ জেলার অন্তর্ভুক্ত। রাঙামটি একটি পার্বত্য জেলা। পূর্বে এই জেলার নাম ছিল পার্বত্য চট্টগ্রাম। বর্মানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম।
জেলা হওয়ার আগে রাঙামাটি "কার্পাস মহল" নাম পরিচিত ছিল। এরপর ২০ জুন, ১৮৬০ খ্রিষ্টাব্দে এটিকে জেলা করা হয়। রাঙামাটি জেলার উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে রয়েছে বান্দরবান পার্বত্য জেলা, পূর্বে রয়েছে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলা।
রাঙামাটি জেলার ১০ টি উপজেলা আছে। উপজেলাগুলো হলো -
- রাঙামাটি সদর
- নানিয়ারচর
- লংগদু
- বাঘাইছড়ি
- বরকল
- জুরাছড়ি
- বিলাইছড়ি
- রাজস্থলী
- কাপ্তাই
- কাউখালী
রাঙামাটি জেলার ২টি পোরসভা ও ৫০টি ইউনিয়ন আছে।
রাঙামাটি জেলার পোস্টকোড নম্বর - ৪৫০০
এছাড়াও এই জেলায় মোট গ্রাম রয়েছে ১৩৪৭টি। এই জেলায় একটিমাত্র লেক রয়েছে যার আয়তন ৭২৫ বর্গকিলোমিটার। লেকটির নাম "কাপ্তাই লেক".
রাঙামাটি জেলার জনসংখ্যা কত?
রাঙামাটির গ্রামীণ জনসংখ্যা ৪৩৬,৩৫২ জন। যেখানে শহুরে মোট জনসংখ্যা ছিল ১৫৯,৬২৭ জন। এ জেলার মোট জনসংখ্যার ৭৩.২২% মানুষ গ্রামে বসবাস করে বাকি ২৬.৭৮% মানুষ শহরে বসবাস করে।
রাঙামাটি জেলার ৭ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যার সাক্ষরতার হার ৪৯.৭৩%। পুরুষদের জন্য এই হার ৫৬.৪২% এবং মহিলাদের জন্য হার ৪২.৩৬%।
এই জেলাটিই বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। আশা করছি রাঙামাটি The Largest District of Bangladesh নিয়ে সকল তথ্য আপনি পেয়ে গিয়েছেন। বিশেষ করে আমি চেষ্টা করেছি যাতে তথ্যবহুল আলোচনা করতে পারি। আপনাদের জন্য সহায়ক হয়েছে এই পোস্টটি এই আশা নিয়েই বিদায় নিচ্ছি।
কোনো কিছু যাঁর বা বলার থাকলে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।