আল্লাহুম্মা আজিরনি মিনান্নার অর্থ কি? ব্যাখ্যাসহ বিস্তারিত জেনে নিন

আল্লাহুম্মা আজিরনি মিনান্নার অর্থ কি? অর্থ: হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রেহাই দাও, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এর ফজিলত কি?আবু-দাউদ শরীফ, হাদিস নং

    আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের ওয়েবসাইট আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হল - আল্লাহুম্মা আজিরনি মিনান্নার অর্থ কি? আজকে আমরা আল্লাহুম্মা আজিরনি মিনান্নার অর্থসহ এর ব্যাখ্যা কি হবে এবং এটি আমরা কখন কখন পড়তে পারব তা নিয়ে আলোচনা করবো আশা করি আলোচনাটি আপনাদের কাছে সহায়ক হবে এবং আপনাদের উপকারে আসবে। তো চলুন দেরী না করে সবার আগে জেনে নেয়া যাক এর অর্থ কি হবে।

    আরো পড়ুন: 

    এলোভেরা জেল ত্বকে ব্যবহারের নিয়ম-এলোভেরা জেল তৈরি করার নিয়ম

    কি কি কারণে মাথার চুল পড়ে যায়- কি ভাবে বুঝবেন চুল পড়ার লক্ষন

    আল্লাহুম্মা আজিরনি মিনান্নার অর্থ কি? ব্যাখ্যাসহ বিস্তারিত জেনে নিন


    আল্লাহুম্মা আজিরনি মিনান্নার অর্থ কি?

    আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এটি একটি দোয়া। এটি আরবি ভাষায় লেখা হয়েছে। সাধারণত ইসলামের মধ্যে বেশিরভাগ দোয়া আরবিতে লেখা হয়। এমনকি আমাদের পবিত্র কোরআন শরীফের ভাষা ও আরবি এবং এর মধ্যে সকল আয়াতগুলো আরবিতে লেখা হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা ছিল আরবি এবং তিনি যে কথাগুলো বলে গিয়েছেন অর্থাৎ যাকে হাদিস বলা হয় এসব হাদিসে মোবারাকা আরবিতে লেখা আছে। তাই বলা যেতে পারে যে সকল দোয়া আরবিতে লেখা হয় এবং পড়া হয়। আর আল্লাহুম্মা আজিরনি মিনান্নার দোয়াটিও আরবিতে লেখা হয়েছে এর অর্থ হলো -

    "اللهم اجرني من النار "

    বাংলাতে উচ্চারণ - " আল্লাহুম্মা আজিরনি মিনান্নার "

    অর্থ: হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রেহাই দাও


    আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এর ফজিলত কি?

    আল্লাহুম্মা আজিরনি মিনান্নার - এই দোয়া পাঠ করা এমন একটি আমল যে আমলের কারণে মহান আল্লাহতায়ালা আপনাকে জাহান্নামের আগুন হতে হেফাজত করবেন বা রক্ষা করবে। প্রিয় বন্ধুরা অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেছেন, "তোমরা কোন ইবাদত কে ছোট বলে ছেড়ে দিও না, আবার কোন গুনাহকে ছোট বলে করে ফেলিও না। হতে পারে এই ছোট এবাদত তোমাকে জান্নাতে পৌঁছে দিতে পারে, আবার এই ছোট ছোট গুনাহ তোমাকে জাহান্নামে ফেলে দিতে পারে।"

    আপনি যদি এই আমলটি নিয়মিত করতে পারেন তাহলে অবশ্যই এর ফজিলত আপনি পাবেন। এই দোয়াটি পাঠ করলে আপনি জাহান্নামের আগুন হতে নিষ্কৃতি লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "যে ব্যক্তি ফজরের নামাজের পরে "اللهم اجرني من النار " (আল্লাহুম্মা আজিরনি মিনান্নার) ১০ বার পাঠ করবে, যদি সে ঐ দিন ইন্তেকাল করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। যদি কেউ মাগরিবের পরে এই বাক্যটা "اللهم اجرني من النار " (আল্লাহুম্মা আজিরনি মিনান্নার) ১০ বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন যদি সে রাতের বেলায় ইন্তেকাল করে। " (আবু-দাউদ শরীফ, হাদিস নং-৫০৮১)

    সুবহানাল্লাহ!

    আল্লাহুম্মা আজিরনি মিনান্নার দোয়াটি কখন পাঠ করবো?

    প্রিয় বন্ধুরা উপরের হাদীসটি আলহামদুলিল্লাহ আমরা পড়েছি উপরের হাদিসটি পড়ার পর আমরা এই দোয়াটির ফজিলত কত তা বুঝতে পেরেছি। সুতরাং,  আমরা সকালবেলা ফজরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর যদি এই আমলটি করি, ইনশাআল্লাহ আল্লাহপাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন।

    যেহেতু, হাদীস শরীফে ফজরের সময় ও মাগরিবের সময় উল্লেখ করা আছে তাই এটা সুস্পষ্ট যে এই দোয়াটি পড়ার সঠিক সময় হচ্ছে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে।  আমরা যদি এই দোয়াটি সকালবেলা ফজরের পরে দশবার পাঠ করি তাহলে সারাদিনে যদি কোনো এক সময়ে আমাদের ইন্তেকাল হয় তাহলে মহান আল্লাহ তা'আলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং যদি মাগরিবের পর আমরা এই আমলটি করি তবে সারা রাতে কোন এক সময় যদি আমাদের মৃত্যু ঘটে তবে মহান আল্লাহতালা জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করবেন। 

    তাই বন্ধুরা আমরা সকাল-সন্ধ্যা অর্থাৎ ফজরের ও মাগরিবের পরে দশবার করে আজ থেকে প্রত্যেকদিন এই আমলটি করব এবং এর ফজিলত মৃত্যুর পর আমরা হাসিল করতে পারব। 

    আরো পড়ুন: 

    LikeYourComment