এস আর এর কাজ কি -মার্কেটিং ম্যানেজার এর কাজ কি
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা করব এস আর এর কাজ কি এবং আলোচনা করব মার্কেটিং ম্যানেজার এর কাজ কি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই পোস্টে আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং বিষয়গুলো জানতে পারবেন নিম্নে সম্পূর্ণ দেখতে থাকুন
অন্য বিষয়
টেরিটরি সেলস ম্যানেজার এর কাজ কি,টেরিটরি সেলস অফিসারের কাজ কি,tos কি জানতে ক্লিক করুন
সেলস রিপ্রেজেন্টেটিভ এর কাজ কি,ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ এর কাজ কি জানতে ক্লিক করুন
এক্সিকিউটিভ এর কাজ কি,সেলস এক্সিকিউটিভ এর কাজ কি জানতে ক্লিক করুন
বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি চাকরি কোনটি সম্পর্কে জানতে ক্লিক করুন
বিবাহ রেজিস্ট্রেশন ফরম ছবি,অনলাইনে বিবাহ রেজিস্ট্রেশন যাচাইম জানতে ক্লিক করুন
এস আর এর কাজ কি
এস আর এর কাজ হল কোম্পানির পণ্য কাস্টমার দোকানে গিয়ে বিক্রয় করা। সাধারণত আমরা মুদির দোকানে বা ফার্মেসি তে যে পণ্য কোন দেয়া হয় সেগুলো একজন এস আর দোকানদার এর কাছ থেকে জেনে নেয় তার কি কি পণ্য লাগবে সেই নথি করার কাজ হচ্ছে এস আরএর।
এস আর নিয়মিত এই কাজটি করতে হয় প্রতিটি এস আর এর জন্য নির্দিষ্ট সাইট বা ডিসটিক দেওয়া থাকে নির্দিষ্ট স্থানে তাকে এই পণ্যগুলোর অর্ডার নিতে হয় এই কাজটি মূলত এস আর এর । আশা করি আপনারা বুঝতে পেরেছেন এস আর এর কাজ কি , এ সম্পর্কে আরও কিছু বিস্তারিত
এস আর বা রিপ্রেজেন্টিভিভ এরা কাজ করে থাকে সব ধরনের ব্যাবসায়িক প্রতিষ্ঠানেই । কারন প্রতিটি প্রতিষ্ঠানে এক জন বা একাধিক এস আর থাকে যার মাধ্যম কম্পানি পণ্য বিক্রয় করা হয়ে থাকে বিভিন্ন স্থানে । কোম্পানির পণ্য দোকানে বিক্রি করার জন্য ব্যবহার করা হয় এস আর।
এস আর এর কাজ কম্পিনির পন্য বিক্রয় করা ।
এস আর বা রিপ্রেজেন্টেটিভ কি ধরনের কাজ করেন ?
ব্যবসায় প্রসার করা জন্য নিম্নলিখিত কাজগুলো একজন এস আর বা রিপ্রেজেন্টেটিভ করতে হয়-
নিয়মিত কাস্টমারদের সাতে যোগাযোগ রাখা ও দরকার হলে প্রণ্যের ব্যাপারে তাদের মতামত নেয়া, কি বা কি পরিমান পন্য প্রোয়োজন তা যানা সেই অনুযাই পন্য দেওয়া।
কম্পানির বা প্রতিষ্ঠানের দেয়া তালিকা অনুযায়ী নির্দিষ্ট সাইটে ক্লাযেন্টের কাছে পণ্য বিক্রয়ের চেষ্টা করা।নতুন কাস্টমারদের কাছে প্রতিষ্ঠানের পণ্য বা সার্ভিসকে পরিচিত করানো,পণ্য বিক্রয়ের সঠিক হিসাব রাখা ও এ ব্যাপারে ম্যানেজারকে নিয়মিত জানানো।
একজন এস আর এর যোগ্যতা কি কি
শিক্ষাগত যোগ্যতা: কাজ ও প্রতিষ্ঠানের সাপেক্ষে । সাধারণত এইচএসসি বা এসএসসি ডিগ্রী থাকলেই যথেষ্ট। তবে ডিগ্রীপ্রাপ্তও চারজন করতে পারেন।
বয়স: সাধারণত একটি বয়স সীমা উল্লেখ করা থাকে । গড় বয়স সীমা ১৮ থেকে ৩০ এর ঊর্ধ্বে ।
অভিজ্ঞতা: অভিজ্ঞতা প্রচেষ্টা সাপেক্ষে। সাধারণত দেখা 1 থেকে দুই বছরের অভিজ্ঞতা লব্ধ প্রার্থী অগ্রাধিকার ও প্রাধান্য পেয়ে থাকেন ।
এস আর বা বিপ্রেজেন্টেভ এর কী ধরনে দক্ষতা ও জ্ঞান প্রয়োজন বা থাকতে হয়।
দক্ষতা থাকতে হয় প্রতিষ্ঠানের পণ্য বা সার্ভিস সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা। ধৈর্য সহকারে কঠোর পরিশ্রম করার মানসিকতা। এবং কম্পানি বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সার্ভিস বা পণ্য সুন্দরভাবে উপস্থাপন করা বিষয়গুলো বোঝার ক্ষমতা রাখে।
মানসিকভাবে চাপ সামলানো দক্ষতা, ইতিবাচক মনোভাব থাকা, ক্রেতার সাথে সুসম্পর্ক গড়ে তোলা, যেকোনো পরিস্থিতি দ্রুত খাপ খেয়ে নেওয়া সক্ষমতা, বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগ করার দক্ষতা থাকা।
এ সকল দক্ষতার গুলোর মাধ্যমে এ পেশার ভালো করার জন্য আপনার সেলসের দক্ষতা থাকতেই হবে।
একজন সেলস রিপ্রেজেন্টেটিভ এর মাসিক আয় কত বা কেমন।
সাধারণত প্রতিষ্ঠান সাপেক্ষে হয়ে থাকে । সাধারণত সর্বনিম্ন 6,হাজার থেকে শুরু করে সর্বোচ্চ 15000 এর উর্দ্ধে হয়ে থাকেন। তবে বহু প্রতিষ্ঠানে বিক্রিত পণ্যের উপর লাভ অংশ দেয়া হয়। বহুজাতিক কোম্পানিগুলোর ক্ষেত্রে ভালো থাকে।
একজন এস আর বা সেলস রিপ্রেজেন্টেটিভ এর ক্যারিয়ার কেমন হতে পারে?
আপনি সরাসরি রিপ্লেসমেন্ট হিসেবে নিয়োগ পাবেন। যত বেশি হবে তত তাড়াতাড়ি পদোন্নতি পেয়েছি এক্সিকিউটিভ বা সুপার হবার সম্ভাবনা থাকে। পারফরম্যান্স ভিত্তিতে চার থেকে ছয় বছরের মধ্য ম্যানেজার হিসেবে নিয়োগ পেতে পারেন।
অন্য বিষয়
অফিসে ছুটির দরখাস্ত, অসুস্থ , অনপস্থিত থায়কা অফিসে ছুটির আবেদন লেখার নিয়ম জানতে ক্লিক করুন
অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র english,অফিসে ছুটির আবেদন পত্র english
অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র ,অনুপস্থিতির জন্য ছুটির আবেদন জানতে ক্লিক করুন
চায়না ফনিক্স সাইকেল দাম জানতে ক্লিক করুন
অগ্রিম ছুটির জন্য আবেদ, অগ্রিম ছুটির জন্য দরখাস্ত করতে ক্লিক করুন
অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম, ছুটির জন্য আবেদন,চিকিৎসা জনিত ছুটির জন্য আবেদন করার জন্য ক্লিক করুন
চেক লেখার নিয়ম,সোনালী ব্যাংক এর চেক লেখার নিয়ম,সব ব্যংকের চেক লেখার নিয়ম জানতে ক্লিক করুন
মার্কেটিং ম্যানেজার এর কাজ কি
মার্কেটিং ম্যানেজার এর কাজ হল মুনাফার উদ্দেশ্য বিপন্ন কৌশল কাজে লাগিয়ে ক্রেতার চাহিদা শনাক্ত করা। মূলত মার্কেটে ব্যবসা বড় করার জন্য বা ক্রেতাদের চাহিদা নির্ণয় করার জন্য মূলত মার্কেটিং ম্যানেজার কাজ করে থাকেন মার্কেটিং ম্যানেজারের অনেক কাজ থাকে।
একজন মার্কেটিং ম্যানেজার নানা ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন যে সকল সিদ্ধান্ত একজন মার্কেটিং ম্যানেজার, নিয়ে থাকেন সেগুলো নিম্নে আলোচনা করা হল।
মার্কেটিং ম্যানেজার যে যে সিদ্ধান্ত নিতে পারেন বা দিয়ে থাকেন তাহলে , পণ্য ডিজাইন,,ব্যায়, বিজ্ঞাপন, পরিকল্পনা এবং সমন্বিত বিপণন কার্যক্রম, বিক্রয় এবং বরাদ্দ, বাজার গবেষণা থেকে প্রাপ্ত তথ্যর সদ্ব্যবহার, চাহিদা ও বাজার রাখা নিশ্চিতকরন।
মার্কেটিং ম্যানেজার আরও বিশেষ কিছু সিদ্ধান্ত জানান, মার্কেটিং এর কৌশল তৈরি করা, মিটিংয়ে উপস্থিত থাকা, বিভিন্ন বিষয় উপস্থাপন করা, রিপোর্ট তৈরি করা ।
রিপোর্ট লেখা অন্যান্য কাজগুলো হচ্ছে , সেল ডিপারমেন্ট, প্রডাক্ট ডেভেলপারস, প্রোমোটার, এবং ডিজাইনারদের পরামর্শ দেওয়া, ফিল্ড ওয়ার্ক এর জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, সিস্টেমগুলো সাথে মিটিং করা, পণ্য সেলস মার্কেটিং বাড়ানোর উপায় নির্ণয় করা পণ্যের মূল্য নির্ধারণ করা, কাস্টমার এবং বাজার গবেষণা ফলাফল বিশ্লেষণ করা।,
সেলস টিম পরিচালনা করা বা এস আর পরিচালনা করা বা রিপ্রেজেন্ট পরিচালনা করা ইত্যাদি।
বর্তমান বাজার সম্পর্কে অবগত থাকা। ক্রেতা ও দুলার ম্যানেজমেন্ট বাজারে তথ্য সংগ্রহ করা, পণ্য পর্যবেক্ষণ ও উন্নয়ন এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা। পণ্যের গুণগত মান কি ধরনের হওয়া তার বিশ্লেষণ করা ,
পরিকল্পনা সঠিকভাবে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে নিশ্চিত করা, এবং ব্যবসায়িক লক্ষ্যপূরণ নিশ্চিত করা। বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের নিশ্চিত করা।
মার্কেটিং ম্যানেজাররা সাধারণত মার্কেটে এসে কি কি কাজ করে থাকেন তা এখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। তবে খুব সহজ ভাবে বলতে গেলে একজন মার্কেটিং ম্যানেজার তাদের পণ্য বাজারজাতকরণের উদ্দেশ্যে এবং পণ্য বাজারজাতকরণের পর সেখান থেকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন কৌশল কাজে লাগান।
এবং এই কৌশল কাজে লাগানোর মাধ্যমে যেমন বিক্রি বৃদ্ধি করতে পারেন তেমনিভাবে ক্রেতার চাহিদা অনুযায়ী বাজারে পণ্য সরবরাহ করতে পারেন। যাইহোক একজন মার্কেটিং ম্যানেজারের আরো অন্যান্য কাজ রয়েছে এবং সেই সকল কাজগুলোর ভেতরে রয়েছে তিনি পণ্যের বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে সহায়তা প্রদান করেন।
বাজারে বিভিন্ন পণ্য বিক্রির জন্য মাসিক ভিত্তিতে টার্গেট পূরণ করে থাকেন। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এবং সম্মানিত বিবরণ কার্যক্রম অনুযায়ী তিনি এ ধরনের কাজ করে থাকেন।
বাজারে কি পরিমান পণ্ডিত চাহিদা রয়েছে এবং সেই চাহিদার সঙ্গে মিল রেখে সরবরাহ বজায় রাখা তিনি নিশ্চিত করে থাকেন। তাছাড়াও বাজারে গবেষণা করে থাকেন এবং কোন দোকানে কি পরিমাণ মাল তাদের কোম্পানির চলছে এই সকল বিষয়গুলো ভালোমতো দেখভাল করেন।
হার পাওয়ার প্রজেক্ট ট্রেনিং বিনামূল্যে মেয়েদের আউটসোর্সিং বিষয়ে ট্রেনিং কারা পাবে, কবে শুরু হবে, কিভাবে করতে হবে
তাছাড়া পণ্য ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের মিটিং এ উপস্থিত থাকেন এবং কোন এলাকায় কোন পদ্ধতি অবলম্বন করে তাদের পণ্যের ব্র্যান্ডিং করা হচ্ছে এবং তাদের পণ্য বিক্রি করা হচ্ছে সেগুলো একে অন্যের মাধ্যমে আলোচনা করেন এবং সেই মাধ্যম কাজে লাগানোর মাধ্যমে তারা অনেক সময় সফলতা অর্জন করতে পারেন।
তাছাড়া পণ্যের গুণগত মান এবং পণ্যের দাম যাতে ক্রেতাদের চাহিদার উপর নির্ভর করে এবং অন্যান্য পণ্যের চাইতে তারা যেন একটু কম দামে সকলের কাছে তা পৌঁছে দিতে পারে এ বিষয়ে অন্যান্য কোম্পানির সঙ্গে কম্পিটিশন করার জন্য যথাযথ যোগ্যতা এবং মানসিকতার মাধ্যমে এই কাজগুলো করে থাকেন।
আসা করি আপনারা বিষয় গুলো বুঝতে পেরেছেন এই পোষ্টে আলোচনা করা হয়েছে , এস আর এর কাজ কি ও এর সাথে আলোচনা করা হয়েছে মার্কেটিক ম্যানেজারের কাজকি , ইত্যাদি বিষয় নিয়ে এই পোষ্টি আলোচনা করা হয়েছে আসা করি এই বিষয় গুরো আনারা বুঝতে পেরেছেন।
প্রতিনিয়ত এ ধরনে পোষ্ট পাওয়ার জন্য এই অয়েব সাইটের সঙ্গেই থাকুন । এই অয়েব সাইটে প্রতিয়ত এধরনের তথ্য মূলক পোষ্ট করা হয়। পূর্বে আরো তথ্য মূলক পোষ্ট করা হয়েছে সেগুলো দেখতে পারেন আসা করি সেগুলো আপনাদের ভালো লাবে।