গর্ভবতীমায়ের রক্ত স্বল্পতা-রক্তশূন্যতার লক্ষন

গর্ভবতী মায়ের রক্ত স্বল্পতা,রক্ত শূন্যতা কি,রক্তশূন্যতার লক্ষন,রক্ত শূন্য হলে করনীয় জানতে ক্লিক করুন

    আস্সালামু আলাইকুম আসা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব , গর্ভবতী মায়ের রক্ত স্বল্পতা এবং এবং রক্তশূন্যতা লক্ষন নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পোষ্টে আসা করি আপনদের এই পোষ্টি অনেক ভারো লগবে  ,

    আমাদের গুগোল নিউজ দেখুন

    অন্য বিষয় 

    সকালে  খালি পেটে কি খাব, জানুন কারা সাকালে কোনো কিছুই খাবেন না জানতে ক্লিক করুন

    শসার উপকারিতা ও অপকারিতা,খিরাই এর উপকারিতা জানতে ক্লিক করুন

    ভরা পেটে রসুন খেলে কি হয়,মধু কালোজিরা ও রসুন খাওয়ার উপকারিতা, খাওয়ার সময় ও নিয়ম ,মধুর ইংরেজি কি জানতে ক্লিক করুন

    অরিজিনাল মধু চেনার উপায় কি,খাঁটি মধু চেনার উপায়,মৌমাছির ইতিহাস,খাটি মধুতে কি পিপড়া আসে জানতে ক্লিক করুন

    মধু ও লেবুর রস মুখে দিলে কি হয়,মুখে মধু মাখার উপকারিতা,মধু দিয়ে ত্বক ফর্সা করার উপায়,চোখে নিচে দাগ দূর করার উপায় , কিভাবে ত্বককে দাগ হীন করার উপায়  জান্তে ক্লিক করুন

    শুকনো খেজুর খাওয়ার উপকারিতা, খেজুরের উপকারিতা ও অপকারিতা, খেজুর ভিজিয়ে খাওয়ার উপকারিতা,মধু ও খেজুর খাওয়ার উপকারিতা জানতে ক্লিক করুন

    গর্ভবতীমায়ের রক্ত স্বল্পতা,রক্তশূন্যতার লক্ষন



    গর্ভবতী মায়ের রক্ত স্বল্পতা

    গর্ভমায়ের রক্ত স্বল্পতা হওয়া আসঙ্কা অনেক থাকে। কেননা,গর্ভবতী মায়ের নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম একটি সমস্যা তা হলো রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা দেখা দেয় যাকে চিকিৎসা ভাষায় বলা হয় অ্যানেমিয়া।যখন অক্সিজেনবাহী রক্তকণিকা বা  হিমোগ্লোবিন  মাত্র কমে গেলে তখন রক্তস স্বল্পতা বলা হয়। রক্তশূন্যাতা যেমন গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর তেমনি গর্ভেথাকা সন্তানের জন্য ক্ষতিকর। তাই এই রক্তশূন্যতা রোগ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে।

    রক্ত শূন্যতা কি?  

    বিশ্ব সংস্থা অনুযায়ী কোনো গর্ভবতী  মায়ের রক্তে যদি হিমোগ্লোবিন মাত্র ১১ দশমিক ০ গ্যাম। ডেসি লিটারের কম থাকে ঐ অবস্থাকে গর্ভবতী  মায়ের বক্ত শূন্য হিসে ধরা হয়। 


    স্বাভাবিক একজন গর্ভবতী মায়ের দেহের রক্তের পরিমান ১৫-২০ শতাংশ।


    রক্তশূন্যতা বা লৌহের অভাবের কারন?

    * বমি হওয়া এবং খাদ্য মান্দ্য

    * ভুল খ্যাদ্য বেশ্


    * খাবারে পুষ্টির মান ও আয়রনের মান কম থাকা।

    রক্তশূন্যতার লক্ষন

    শারিরিক কিছু লক্ষন দেখা দিলে বুঝে নিতে হবে রক্তশূন্যতা দেখা দিয়েছে। যেমন: অল্পতেই হাঁপিয়ে উঠা, রক্তচাপ কমে যাওয়া, চেহেরায় নীলাভ হয়ে যাওয়া । বিশেষ করে নোখ নীল বা সাদা হওয়া। কথা বলার সময় এক নিঃশ্বাস শেষ করতে না পারা বা অতিক্ত নিঃশ্বাস নেওয়া।শরিল দূবর লাগা,ফ্যাকাসে মূখ ও চোখ সাদাটে হয়ে যাওয়া,জিহ্ব বা মুখে ঘা হওয়া , শ্বাস কষ্ট এবং পা ফুলে যাওয়া। শরিল ঝিম ঝিম করা  এবং দূত্ব গতির হৃদস্পন্দন হওয়া ইত্যাদি।


    রক্ত শূন্য হলে করনীয়?

    গর্ভধারনের শুরু থেকেই আয়ডিন সমৃদ্ধ এবং পুষ্টিকর খাবার খান।কচুশাক, কাঁচা কলা, পেয়ারা, শিম, মটরডাল, বাঁধাকপি, কলিজা, গোশত, খোলসসহ মাছ, লাল মাংস ।এবং আয়রন জাতীয় ফল খান যেমনঃ তরমুজ, বেদেনা , ডালিম, আপেল, বাদাম।


    চিকিৎকের পরার্মশ অনুযায়ী ৩ মাস পর থেকে  আয়রন ট্যাবলেট খেতে  হবে। গর্ভকালীন সময়ে অনের রক্তশুন্যতা দেখা দেয়।অনেক সময় রক্তশূন্য তীব্র হয়ে গেলে আয়সন ইনজেশন দিতে হবে বা পরিঞ্চালন ও করতে হতে পারে। 

    আসা করি এই পোষ্টি আপনাদের ভালোলেগেছে এ ধরনের পোষ্ট প্রতিনিয়ত পাওয়ার জন্য এই অয়েব সাইটের সঙ্গেই থাকুন প্রতিনিয়ত এ ধরনের তথ্য মূরক পোষ্ট করা হয়ে এই অয়েব সাইটে।

    এই অয়েব সাইটে পূর্বে আরো তথ্য মূলক পোষ্ট করা হয়েছে সে গুলো দেখতে পারেন আসা করি সে গুলো আপনাদের ভালো লাগবে। 

    LikeYourComment