১ম ও ২য় শ্রেণীর চাকরি কোনগুলো-১ম শ্রেণীর চাকরি কোনগুলো
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা করব 1 তম গ্রেড এবং দ্বিতীয় তম গ্রেট চাকরি কোন গুলো হয়েছে এসব বিস্তারিত আলোচনা করব এই পোষ্টের মাধ্যমে এবং এছাড়া আরো অন্যান্য আনুষাঙ্গিক কিছু বেঁচে থাকবে এই পোস্ট মধ্যেই আপনারা দেখুন ভাল লাগবে,দেখতে পারেন আমাদের গুগোল নিউজ
অন্য বিষয়
ব্যাংক চেক লেখার নিয়ম জানতে ক্লিক করুন
১০ তম গ্রেডের মোট বেতন কত,১৩ তম গ্রেডের মোট বেতন কত জানতে ক্লিক করুন
কোন গ্রেডে কোন চাকরি,কত গ্রেডে কত বেতন জানতে ক্লিক করুন
১ম শ্রেণীর চাকরি কোনগুলো
১ম শ্রেণীর চাকরি কোনগুলো হচ্ছে বিসিএস অফিসারদেরকে প্রথম শ্রেনীর গেজেটেড অফিসার বলা হয় বাংলাদেশ সরকারের চাকুরিতে চারটি শ্রেনী আছে, যার সর্বোচ্চ শ্রেনীটাকে বলা হয় প্রথম শ্রেনী বা ফার্স্ট ক্লাস। এদের নিয়োগের সময় সরকারী গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন
।সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেনীর গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। ৫) ক্যাডার কত প্রকার?উত্তরঃ বিসিএস ক্যাডার মূলতঃ দুই প্রকার। জেনারেল ( পুলিশ, এডমিন, পররাষ্ট্র ইত্যাদি) এবং টেকনিকাল ( শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপদ ইত্যাদি)
জেনারেল ক্যাডারে যে কেউ যে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকুরি করতে পারেন, কিন্তু টেকনিকাল ক্যাডারে চাকুরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। যেমন , এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ সরকারী ডাক্তার হয়ে চাকুরি করতে পারবেন না।
আরো বিষয়,
সরকারী চাকরির শ্রেনী ২০ ভাগ। ১ নং যিনি সে প্রথম শ্রেনীর কর্মকর্তা। বা গেজেটেড অফিসার। তার উপরে আছে সচিব / মূখ্য সচিব। এখানে ৫/ ৬ নং যিনি সে ও কর্মকর্তা। এদের চিনার উপায় হল, সরকারী যে কোন অফিসে ৪ দরনের স্টাফ থাকে তার মাঝে ১ম, ২য়, ৩য় শ্রেনীর যারা তারা হল কর্মকর্তা। ৪র্থ শ্রেনীর যারা তারা হল কর্মচারী।
1 তম গ্রেডের চাকরি হচ্ছে সেক্রেটারি / মেজর জেনারেল ।বিসিএস ক্যাডারের পরে যখন পদোন্নতি মাধ্যমে যখন সচিব পর্যায়ে চলে যায় । এবং তাদের মূল বেতন 78,000 হাজার টাকা।আনুষঙ্গিক খরচ ভাত পেয়ে থাকেন।এক লক্ষ টাকার উপরে বেতন পান।
গ্রেজেটেড কর্মকর্তা কি?
যেসব কর্মকর্তা নিয়োগ ও বদলি এবং পদোন্নতি ইত্যাদিরগ্রেজেটেড মাধ্যমে হয় তারাই গেজেটেড কর্মকর্তা ।সে জন্যই বলা হয় গ্রেজেটেড কর্মকর্তাদের নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি কর্মকর্তারা অবশ্যই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হবেন। বিসিএস অফিসার দের কে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার বলা হয় ।
বাংলাদেশ সরকারি চাকরিতে 4th শ্রেণী রয়েছে যার সর্বোচ্চ শ্রেণী বলা হয় প্রথম শ্রেণীর বা ফাস্ট ক্লাস গেজেটেড। এদের নিয়োগের সময় সরকারি বিজ্ঞপ্তি বের হয় নিয়োগ স্বয়ং প্রেসিডেন্ট এদেরকে নিয়োগ দিয়ে থাকেন । এজন্য তাদেরকে গেজেটেড কর্মকর্তা বলা হয় ।
উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কারা
কাদের দ্বারা আপনার ডকুমেন্টস বা কাগজপত্র সত্যায়িত করতে পারবেন।প্রথমে রয়েছে উপজেলা নির্বাহি অফিসার।উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে আপনার ডকুমেন্টস বা কাগজপত্র সত্যায়িত করতে পারবেন সে প্রথম শ্রেনীর কর্মকর্তা ।
সহকারী নির্বাহী অফিসার এর মাধ্যমে আপনি আপনার কাগজপত্র যেকোনো ধরনের, ডকুমেন্ট সত্যায়িত করতে পারবেন সরকারি নির্বাহি অফিসার দ্বারা,এক ব্যক্তি ও প্রথম শ্রেণীর কর্মকর্তা ।যাদের দ্বারা আপনি আপনার কাগজপত্র সত্যায়িত করতে পারেন নিম্নের কোন চাকরি গুলো এবং তাদের পেশা ও অবস্থান,
১ম শ্রেণীর চাকরি কোনগুলো হচ্ছে , উপজেলা নির্বাহি অফিসার,সহকারী নির্বাহী অফিসার,পশুসম্পদ অফিসার ,মৎস্য অফিসার,কৃষি অফিস, হিসাবরক্ষণ অফিসার, হাসপাতালের মেডিকেল অফিসার সকল, সরকারি হাসপাতালে সকল মেডিকেল অফিসার প্রথম শ্রেণীর প্রথম গেজেটেড কর্মকর্তা।
পল্লী উন্নয়ন অফিসার( সহকারী) ,প্রভাষক,সরকারি কলেজ সকল। যে সমস্ত সরকারি কলেজ রয়েছেসম্পূর্ণ সেগুলো প্রভাষক ধারা আপনি চাইলে আপনার কাগজপত্র ডকুমেন্ট সত্যায়িত করতে পার, কেন তারা প্রথম গেজেটেড চাকরিজীবী।
কারা আপনার কাগজপত্র সত্যায়িত করতে পারবেন না।
যুব উন্নয়ন অফিসার ,সমাজসেবা অফিস, সমাজকল্যাণ অফিসার, থানার ওসি, ব্যাংক ম্যানেজার সকল,প্রভাষক/ প্রিন্সিপাল( বেসরকারি কলেজ) তাদের দ্বার সত্যায়িত করলে সত্যায়িত হবে না।উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাদের দ্বারা আপনারা আপনাদের কাগজপত্র সত্যায়িত করতে পারবেন এবং কাদের দ্বারা কাগজপত্র সত্যায়িত করতে পারবেন না।