অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র english-অফিসে ছুটির আবেদন পত্র english

ওয়েবসাইটে আলোচনা করা হয়েছে অসুস্থ হলে কিভাবে অফিসে চাকরির জন্য আবেদন করতে হয় অবশ্যই আপনারা এই পোস্টটি দেখুন তাহলে আপনারা অফিসে অসুস্থ হলে আবেদন করত

    আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভাল আছেন আজকে আপনাদেরকে জানাব কিভাবে  যে কোনো অফিসের অসুস্থতার জন্য  ছুটির  আবেদন english    লিখতে হয় এবং আপনার অফিসের  ছুটির  জন্য দরখাস্ত  লিখতে পারেন।দরখাস্ত    সম্পর্কে   বিস্তারিত আলোচনা  করব এই পোষ্টে ।

    Office leave application

    নিচের দিকে একটি সম্পূর্ণ দরখাস্ত  লেখা হয়েছে  অফিস ছুরি জন্য   আপনার  সেই দরখাস্তটি শুধু দেখতে পারেন বিস্তারিত না জানতে চাইলে ।অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র english এখান থেকে শুরু করুন।


    আমি অবশ্য দুইয়ের অধিক  ছুটির জন্য আবেদন english এর নিয়ম দিব। যেট ভালো লাগে সেটা দেখে লিখুন।

    অন্য বিষয়

     অগ্রিম ছুটির জন্য আবেদন English,অফিস থেকে অগ্রিম ছুটির আবেদন english, হেডমাস্টার  অগ্রিম ছুটির জন্য আবেদন English জানতে ক্লিক করুন

    অফিসে ছুটির দরখাস্ত, অসুস্থ , অনপস্থিত থায়কা অফিসে ছুটির আবেদন লেখার নিয়ম জানতে ক্লিক করুন

    ইংরেজিতে দরখাস্ত লেখার নিয়ম,মেয়রের ,এস পি, ডিস , চেয়্যারমন কাছে , বাংলায় দরখাস্থ লেখার নিয়ম জানতে ক্লিক করুন

    চেয়ারম্যান বরাবর দরখাস্ত লেখার নিয়ম,আর্সেনিক মুক্ত পানি সরবাহরে জন্য চেয়ারম্যানের কাছে আবেনদ পত্র  নিয়ম জানতে ক্লিক করুন

    কাউন্সিলর বরাবর দরখাস্ত লেখার নিয়ম জানতে ক্লিক করুন

    ডাচ বাংলা ব্যাংক লোন, ডাচ বাংলা ব্যাংক স্যালারী লোন,ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন,ডাচ বাংলা ব্যাংক হোম লোন ঠিকানা,ডাচ বাংলা ব্যাংকের সুদের হার,লোন পাওয়ার যোগ্যতা,লোন এর আবেদন,কত টাকার হলো  কত টাকা কিস্তি, কি কি কাগজ পত্র লাগে জানতে ক্লিক করুন

    অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে,অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন জানতে ক্লিক করুন

    স্মার্ট কার্ড ডাউনলোড,অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড,স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাই জানতে ক্লিক করুন

    অনলাইনের জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ(yyy mm dd) দিয়ে জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন অনলাইনের কপি ডাউনলোড জানতে ক্লিক করুন

    অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র english,অফিসে ছুটির আবেদন পত্র english



    অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র english

    যে কোন সমস্যার  জন্য  কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হলে বিশেষ করে অফিসের মালিক,বা মেনেজার বা সাইমেন বা অন্য্অন্য  ইত্যাদি  নিকট আবেদন করতে হলে নিমোক্ত আবেদন নিয়ম অনুসারে আবেদন লিখতে হবে।  


    বিভিন্ন  কারনে আবেদন  করতে হয় । উদাহারন হিসাবে যেমন আপনার , পারিবাবিক সমস্যা, আপনার মেয়ে বা ছেলের বিয়ে বা অন্য কোনো গুরুপত্ব কাজের জন্য সধারনত ছুটি নেওয়ার প্রয়োজন দেখা দেয়।তো এর কারে অফিস কর্তৃপক্ষের নিকট এটি দখাস্ত করতে হয় যার ফলে ছুটি মুঞ্জর হয়।


    আপনাদের যদি বিস্তারিত না জানতে হয় তাহলে আপনারা নিম্নে থেকে    দরখাস্ত লেখার নিয়ম রয়েছে অফিস  বরাবর সেখান থেকে আপনারা দেখতে পারেন। ব্যক্তিগত বা কোনো টিমের  জন্য আমাদের অফিস বরাবর দরখাস্ত লিখতে হয় বিভিন্ন কারণে। 


    দরখাস্ত লিখতে চান অনেকেই কিন্তু  লেখার নিয়ম হয়তবা জানা থাকে না  কিভাবে  অফিস কর্তৃপক্ষের     বরাবর লিখতে হয় ।অথবা জানলেও  মনের ভেতর দ্বিধাদ্বন্দ্ব থাকে কিভাবে  সুন্দর করে  একটি দরখাস্ত   লিখতে হয় ।

     


    একটি দরখাস্ত করার জন্য সবচেয়ে মূল উপাদান হলো দরখাস্তের মধ্যে থাকা ভাষাগুলো । দরখাস্ত ভাষাগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে অনেক। দখাস্ত লেখার  গুরুত্বের দিক দিয়ে ভাষার গুরুত্ব অনেক ।  বিনীত ভাষা একটি দরখাস্ত লিখা বাঞ্ছনীয় ।


    যেহেতু দরখাস্ত মধ্যে আপনার বিভিন্ন সমস্যা  বিষয় এবং উক্ত  সম্পর্কে বা  সম্বন্ধের ব্যাপারে লিখতে হবে। যথাযথভাবে দরখাস্ত লিখে এবং বিষয়গুলো উল্লেখ করেন অফিসে কর্তৃপক্ষ  বরাবর  দরখাস্ত করতে পারলে মঞ্জুর  হওয়ার সম্ভনা বেশি থাকে ।

    একটি  দরখাস্ত  এর মাধ্যমে আপনার  যে সমস্যা সেই সমস্যার টি উল্লেখ করে ফুটিয়ে তুলে অফিস ব্যবস্থাপক    বরাবর আবেদন করতে হবে। আপনার অফিস দায়ত্বরত  বরাবর কার নিকট  লিখবেন তখন সেটি উল্লেখ করে দিবেন।


     মূলত যে বিষয়ক নিয়ে দরখাস্ত দাখিল করতে চান সেই বিষয়টি  দরখাস্ত  তার মধ্যে  উল্লেখ করে দিতে হবে এবং যার কাছে দরখাস্ত দেবেন  তা স্পষ্ট করতে হবে। আপনার সমস্যাগুলোর  বিনীত ভাষায় উল্লেখ করে দিতে হবে যাতে পাঠক পড়ে বুঝতে পারে আপনার বিষয়গুলো।



    অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র english



    দরখাস্ত  শুরু করতে হয়  এবং কোথায় থেকে শুরু করতে  শেষ করতে হয় কিভাবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করি   সংক্ষিপ্ত আকারে আপনার যদি না জানা প্রয়োজন না হয় তাহলে নিচে গিয়ে আপনি দরখাস্ত টি দেখুন।


    প্রথমত তারিখ দিয়ে শুরু কতে হবে যে দিন লিখবেন সেইদিনের তারিখ এরপর বরাবর  তারপর যার কাছে দরখাস্ত করতে চান সেই  নাম ,আপনার অফিসের স্থান এর নাম,  বিষয় দিয়ে  তার নিচে জনাব লিখে মাঝে  আপনার সমস্যা বনর্না করতে হবে।


     

      আপনাকে  বিস্তারিত  আলোচনা করতে হবে যে বিষয়ে আপনার সমস্যা সে বিষয় নিয়ে  বিস্তারিত লিখিতে হবে । মোটকথা আপনার যে সমস্যাগুলো সে সমস্যাগুলো সুন্দর করে লিখে দেবেন মাঝ বরাবর।  অবশ্য  এই পোষ্টের নিচে নীতি-নিয়ম থাকবে দরখাস্ত লেখার দেখবেন।  


     

    দরখাস্ত লেখার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দেখে নিন আগে। দরখাস্ত লেখার জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি সাদা খাতা। যার মধ্যে কোন মার্জিন বা রোলার দোয়াত কালি দ্বারা আটকানো থাকবে না। কেননা  দরখাস্ত মধ্য মার্জিন দেওয়া থাকে তাহলে সেই দরখাস্ত গ্রহণযোগ্যতা পায় না।


    এর জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি সাদা  খাতা।লাইন সোজা  রাখার জন্য আপনারা বাম পাসে ভাজ করে নিতে পারেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ। উপর থেকে নিচ পর্যন্ত লাইন সমান থাকা বাঞ্ছনীয় এবং বাম পাশে সমানভাবে থাকবে।


    দরখাস্ত  লাইন যেন বাঁকা না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে  এর জন্য আপনি বামপাশে সমানভাবে রোলার করার মত শুধু দাগ থাকবে না । প্রয়োজন বেদ আপনারা ডানপাশে ভাগ করে নিতে পারেন তবে সামান্য এক ইঞ্চি নিচে্।আধা ইঞ্চি সবচেয়ে ভালো


    এমনভাবে  দরখাস্ত লিখতে হবে  দরখাস্ত  ভিতরের ভাষা গুলো স্পষ্ট বোঝা যায়  ।দরখাস্ত  এর ভেতর এমন বর্ণনা  যাতে আপনি  যে বিষয়গুলো  নিয়ে  আবেদন করতে চান  সে বিষয়   উক্তপাঠক   যেন বুঝতে ভালো ভাবে বুঝতে পারে তা খেয়াল রাখা বাঞ্চনীয়।

    এমন ভাবে আপনার দরখাস্ত লিখতে হবে  যাতে দরখাস্ত দেখে  পাঠক মনে করে যে আপনার দরখাস্ত  মঞ্জুর করা  বাঞ্ছনীয় । একটি দরখাস্ত উপর নির্ভর করে  সেটি কি মঞ্জুর হবে  কি হবে। এজন্য সুন্দর  দরখাস্তের ভাষাগুলো  বুঝতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবেন। 


    অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র english-অফিসে ছুটির আবেদন পত্র english

    আমি অবশ্য দুইয়ের অধিক  ছুটির জন্য আবেদন english এর নিয়ম দিব। যেট ভালো লাগে সেটা দেখে লিখুন। আপনি যে কয়দিনের ছটি কাটাতে চান তা কিন্তু সহজ ভাষায় উল্লেখ করে দিতে হবে।

    ছুটির আবেদন

    To,

    The manager

    Company name 

    Company address

    Today's date


    Subject: application for sick leave.


    Dear sir/madam

    I am writing this application to inform you of that . I am suffering from severe headache disease and therefore, I want sick leave from work. I got this sick last night and I will not be capable to come to the office for at least (number of days).A advised by my doctor,I should take rest and recover appropriately before continuing work. The  report from the doctor is also attached for your  reference.


    Kindly grant me a leave for (number of days) days. I will be available . on the phone in case of any emergency cases. Please reach me as per your.comfort. For important matters, I have been notified (name of the colleague) to take care of them to assure that all deadlines are met.


    I believe you will understand and grant me leave for the mentioned period. I am waiting for your approval.

    Thanks for consideration.


    Yours sincerely, 

    Yours signature

    Your name

    Your contact number 


    আবেরক নিয়ম অসুস্থ জন্য ছুটির আবেদন বা দখাস্থ,

    To,

    The director,

    Education department,

    Peshawar.


    Subject: application for sick leave.


    Respected sir/madam,

    With due respect, I am writing this application to inform you that I have been suffering from typhoid for two days and now the doctor has advised me more one week rest.

    So I will not be able to perform my duty for seven days.

    I will rejoin my duty on 06/03.2022 . 


    Therefore, kindly grant me leave for seven days.


    Thank you.

    Yours faithfully,

    Nsme:

    Designation:

    Signature:

    date:



    Headmaster কাছে ইংরেজিতে আদেন করার নিয়ম । 

    The headmaster

    Nabarun high school

    Dhaka, manikganj


    Sub: prayer for leave in advance.


    Sir,

    I have the honor to state  that my sister’s marriage ceremony comes off on friday 06 th september 2022.so I am required to be at home for making necessary arrangements for our guests. I have also to do many works.


    I would .therefore, request you to grant  me leave from the 3rd to 7th september ,2022 .


    I remain

    Sir,

    Your most obedient pupil

    Md. najul hossen

    Class.xx

    Roll. xx





    আশা করি আপনারা   অফিস কর্তৃপক্ষের কাছে সুন্দর একটি দরখাস্ত লিখতে পারবেন আশা করি  এই নিয়মের মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের জন্য একটি দরখাস্ত তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এখানে সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। দরখাস্তের নিয়ম গুলো রয়েছে এই নিয়মগুলো অনুসারে দরখাস্ত করুন।


    এখানে আমি বিষয়ে লিখেছি   অনপস্থির , পারবারি এবং সকল বিষয়ের   জন্য  আবেদন । আমি লিখেছি আমার সমস্যা   নিয়ে। এখন আপনাদের সমস্যা এখানে আপনি সেই   সমস্যাটি উল্লেখ করে অফিস 

    কর্তৃপক্ষের বরাবর দরখাস্ত লিখবেন।  যে ভাবে লিখা হয়েছে  ঠিক একইভাবে আমার সমস্যার জায়গায় আপনার সমস্যা দিয়ে দিবেন্।

     তাহলে হয়েই গেল না আপনার দরখাস্ত লেখা খুব সহজে শুধু কিছুটা পরিবর্তন করলেই হবে আশা করি আপনারা এতক্ষণ একটি দরখাস্ত তৈরি করে ফেলেছেন।

    আপনারা কোন কম্পিউটারে টাইপিং করে জমা দিতে পারেন  বর্তমানে  হাতের লেখা দরখাস্ত এর চাইতে কম্পিটারে লিখিত দরখাস্ত জন্য সবচাইতে ভালো  এক্ষেত্রে আপনার  কম্পিউটার টাইপিং এর মাধ্যমে লিখিত দরখাস্ত টি প্রিন্টারে প্রিন্ট করে নেবেন।

     আর যদি মনে হয় যে আপনার   পিন্ট করাটা একটু সমস্যা তাহলে যার হাতের লেখা সুন্দর তাকে দিয়ে আপনি লিখে নেবে যদি আপনার লেখা বুঝা যায় তাহলে আপনি লিখে দিবেন তবে কম্পিউটার টাইপিং করে নিলে সুন্দর হয়।

     যদি আপনি   কম্পিউটার টাইপিক  কারাম মাধ্যমে লিখে নেন তাহলে অল্প কিছু র্চাজের মাধ্যমে তারা লিখে দিবে আপনাকে।  আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন।

     

     প্রতিনিয়ত এই ওয়েবসাইটে তথ্যমূলক পোস্ট করা হয় এ ধরনের তথ্যমূলক পোস্ট পাওয়ার জন্য এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন এই ওয়েবসাইটের  পূর্বে   আরো তথ্য মূলক   পোস্ট করা হয়েছে সেগুলো দেখতে পারেন যার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। 
    LikeYourComment