অগ্রিম ছুটির জন্য আবেদন English-অফিস থেকে অগ্রিম ছুটির আবেদন english /Advance Leave application from Office
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভাল আছেন আজকে আপনাদেরকে জানাব কিভাবে যে কোনো অফিসের অগ্রিম ছুটির জন্য আবেদন english লিখতে হয় এবং আপনার অফিসের ছুটির জন্য দরখাস্ত লিখতে পারেন।দরখাস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই পোষ্টে ।
আল্লাহুম্মা আজিরনি মিনান্নার অর্থ কি? ব্যাখ্যাসহ বিস্তারিত জেনে নিন
নিচের দিকে একটি সম্পূর্ণ দরখাস্ত লেখা হয়েছে অফিস ছুরি জন্য আপনার সেই দরখাস্তটি শুধু দেখতে পারেন বিস্তারিত না জানতে চাইলে ।অগ্রিম ছুটির জন্য আবেদন english এখান থেকে শুরু করুন।
অন্য বিষয়
কাউন্সিলর বরাবর দরখাস্ত লেখার নিয়ম জানতে ক্লিক করুন
অফিসে ছুটির দরখাস্ত, অসুস্থ , অনপস্থিত থায়কা অফিসে ছুটির আবেদন লেখার নিয়ম জানতে ক্লিক করুন
অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে,অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন জানতে ক্লিক করুন
অগ্রিম ছুটির জন্য আবেদন English
আমি অবশ্য দুইয়ের অধিক অগ্রিম ছুটির জন্য আবেদন english এর নিয়ম দিব। যেট ভালো লাগে সেটা দেখে লিখুন।
বিস্তারিত
যে কোন সমস্যার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হলে বিশেষ করে অফিসের মালিক,বা মেনেজার বা সাইমেন বা অন্য্অন্য ইত্যাদি নিকট আবেদন করতে হলে নিমোক্ত আবেদন নিয়ম অনুসারে আবেদন লিখতে হবে।
বিভিন্ন কারনে আবেদন করতে হয় । উদাহারন হিসাবে যেমন আপনার , পারিবাবিক সমস্যা, আপনার মেয়ে বা ছেলের বিয়ে বা অন্য কোনো গুরুপত্ব কাজের জন্য সধারনত ছুটি নেওয়ার প্রয়োজন দেখা দেয়।তো এর কারে অফিস কর্তৃপক্ষের নিকট এটি দখাস্ত করতে হয় যার ফলে ছুটি মুঞ্জর হয়।
আপনাদের যদি বিস্তারিত না জানতে হয় তাহলে আপনারা নিম্নে থেকে দরখাস্ত লেখার নিয়ম রয়েছে অফিস বরাবর সেখান থেকে আপনারা দেখতে পারেন। ব্যক্তিগত বা কোনো টিমের জন্য আমাদের অফিস বরাবর দরখাস্ত লিখতে হয় বিভিন্ন কারণে।
দরখাস্ত লিখতে চান অনেকেই কিন্তু লেখার নিয়ম হয়তবা জানা থাকে না কিভাবে অফিস কর্তৃপক্ষের বরাবর লিখতে হয় ।অথবা জানলেও মনের ভেতর দ্বিধাদ্বন্দ্ব থাকে কিভাবে সুন্দর করে একটি দরখাস্ত লিখতে হয় ।
একটি দরখাস্ত করার জন্য সবচেয়ে মূল উপাদান হলো দরখাস্তের মধ্যে থাকা ভাষাগুলো । দরখাস্ত ভাষাগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে অনেক। দখাস্ত লেখার গুরুত্বের দিক দিয়ে ভাষার গুরুত্ব অনেক । বিনীত ভাষা একটি দরখাস্ত লিখা বাঞ্ছনীয় ।
যেহেতু দরখাস্ত মধ্যে আপনার বিভিন্ন সমস্যা বিষয় এবং উক্ত সম্পর্কে বা সম্বন্ধের ব্যাপারে লিখতে হবে। যথাযথভাবে দরখাস্ত লিখে এবং বিষয়গুলো উল্লেখ করেন অফিসে কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত করতে পারলে মঞ্জুর হওয়ার সম্ভনা বেশি থাকে ।
একটি দরখাস্ত এর মাধ্যমে আপনার যে সমস্যা সেই সমস্যার টি উল্লেখ করে ফুটিয়ে তুলে অফিস ব্যবস্থাপক বরাবর আবেদন করতে হবে। আপনার অফিস দায়ত্বরত বরাবর কার নিকট লিখবেন তখন সেটি উল্লেখ করে দিবেন।
মূলত যে বিষয়ক নিয়ে দরখাস্ত দাখিল করতে চান সেই বিষয়টি দরখাস্ত তার মধ্যে উল্লেখ করে দিতে হবে এবং যার কাছে দরখাস্ত দেবেন তা স্পষ্ট করতে হবে। আপনার সমস্যাগুলোর বিনীত ভাষায় উল্লেখ করে দিতে হবে যাতে পাঠক পড়ে বুঝতে পারে আপনার বিষয়গুলো।
অগ্রিম ছুটির জন্য আবেদন english
দরখাস্ত শুরু করতে হয় এবং কোথায় থেকে শুরু করতে শেষ করতে হয় কিভাবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করি সংক্ষিপ্ত আকারে আপনার যদি না জানা প্রয়োজন না হয় তাহলে নিচে গিয়ে আপনি দরখাস্ত টি দেখুন।
প্রথমত তারিখ দিয়ে শুরু কতে হবে যে দিন লিখবেন সেইদিনের তারিখ এরপর বরাবর তারপর যার কাছে দরখাস্ত করতে চান সেই নাম ,আপনার অফিসের স্থান এর নাম, বিষয় দিয়ে তার নিচে জনাব লিখে মাঝে আপনার সমস্যা বনর্না করতে হবে।
আপনাকে বিস্তারিত আলোচনা করতে হবে যে বিষয়ে আপনার সমস্যা সে বিষয় নিয়ে বিস্তারিত লিখিতে হবে । মোটকথা আপনার যে সমস্যাগুলো সে সমস্যাগুলো সুন্দর করে লিখে দেবেন মাঝ বরাবর। অবশ্য এই পোষ্টের নিচে নীতি-নিয়ম থাকবে দরখাস্ত লেখার দেখবেন।
দরখাস্ত লেখার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দেখে নিন আগে। দরখাস্ত লেখার জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি সাদা খাতা। যার মধ্যে কোন মার্জিন বা রোলার দোয়াত কালি দ্বারা আটকানো থাকবে না। কেননা দরখাস্ত মধ্য মার্জিন দেওয়া থাকে তাহলে সেই দরখাস্ত গ্রহণযোগ্যতা পায় না।
এর জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি সাদা খাতা।লাইন সোজা রাখার জন্য আপনারা বাম পাসে ভাজ করে নিতে পারেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ। উপর থেকে নিচ পর্যন্ত লাইন সমান থাকা বাঞ্ছনীয় এবং বাম পাশে সমানভাবে থাকবে।
দরখাস্ত লাইন যেন বাঁকা না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এর জন্য আপনি বামপাশে সমানভাবে রোলার করার মত শুধু দাগ থাকবে না । প্রয়োজন বেদ আপনারা ডানপাশে ভাগ করে নিতে পারেন তবে সামান্য এক ইঞ্চি নিচে্।আধা ইঞ্চি সবচেয়ে ভালো
এমনভাবে দরখাস্ত লিখতে হবে দরখাস্ত ভিতরের ভাষা গুলো স্পষ্ট বোঝা যায় ।দরখাস্ত এর ভেতর এমন বর্ণনা যাতে আপনি যে বিষয়গুলো নিয়ে আবেদন করতে চান সে বিষয় উক্তপাঠক যেন বুঝতে ভালো ভাবে বুঝতে পারে তা খেয়াল রাখা বাঞ্চনীয়।
এমন ভাবে আপনার দরখাস্ত লিখতে হবে যাতে দরখাস্ত দেখে পাঠক মনে করে যে আপনার দরখাস্ত মঞ্জুর করা বাঞ্ছনীয় । একটি দরখাস্ত উপর নির্ভর করে সেটি কি মঞ্জুর হবে কি হবে। এজন্য সুন্দর দরখাস্তের ভাষাগুলো বুঝতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবেন।
অগ্রিম ছুটির জন্য আবেদন English
আমি অবশ্য দুইয়ের অধিক অগ্রিম ছুটির জন্য আবেদন english এর নিয়ম দিব। যেট ভালো লাগে সেটা দেখে লিখুন। আপনি যে কয়দিনের ছটি কাটাতে চান তা কিন্তু সহজ ভাষায় উল্লেখ করে দিতে হবে।
অফিস থেকে অগ্রিম ছুটির আবেদন english /Advance Leave application from Office
Date:07/15/2022
The manager
Company address
Subject: application for advance leave
sir/madam,
I humbly submit that I am an cmrloyce of your breach.my younger sister is getting married on 23/05/22 .I have to fulfill all the responsibilities of arranging the wedding the wedding therefore, I will not be able to be present in the office till xxxx (Date)
Therefore, my earnest request to you considering the importance of the matter mentioned, will oblige me to grant the said three days leave.
Practitioner
Date-xxxxxx
name:.xxxxx
অফিসের জন্য অগ্রিম ছুটির আবেদন english /Advance leave application for Offi অন্য নিয়ম্।
To
The manager
Office Name
office address
Subject: advance leave application
Sir /madam,
Yours sincerely , I am Md. najmul, a regular staff of your office.sir, my elder sister’s happy marriage will be held on 05/03/22 , so I will not be able to go to the office for a total of 05 days from 01/03/22.
Therefore , In view of the above, I sincerely request you to grant me 05 days advance cave.
Yours obediently
Name- xxxxxxxx
Headmaster কাছে ইংরেজিতে আদেন করার নিয়ম ।
The headmaster
Nabarun high school
Dhaka, manikganj
Sub: prayer for leave in advance.
Sir,
I have the honor to state that my sister’s marriage ceremony comes off on friday 06 th september 2022.so I am required to be at home for making necessary arrangements for our guests. I have also to do many works.
I would .therefore, request you to grant me leave from the 3rd to 7th september ,2022 .
I remain
Sir,
Your most obedient pupil
Md. najul hossen
Class.xx
Roll. xx
আশা করি আপনারা অফিস কর্তৃপক্ষের কাছে সুন্দর একটি দরখাস্ত লিখতে পারবেন আশা করি এই নিয়মের মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের জন্য একটি দরখাস্ত তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এখানে সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। দরখাস্তের নিয়ম গুলো রয়েছে এই নিয়মগুলো অনুসারে দরখাস্ত করুন।
এখানে আমি বিষয়ে লিখেছি অনপস্থির , পারবারি এবং সকল বিষয়ের জন্য আবেদন । আমি লিখেছি আমার সমস্যা নিয়ে। এখন আপনাদের সমস্যা এখানে আপনি সেই সমস্যাটি উল্লেখ করে অফিস কর্তৃপক্ষের বরাবর দরখাস্ত লিখবেন। যে ভাবে লিখা হয়েছে ঠিক একইভাবে আমার সমস্যার জায়গায় আপনার সমস্যা দিয়ে দিবেন্।
তাহলে হয়েই গেল না আপনার দরখাস্ত লেখা খুব সহজে শুধু কিছুটা পরিবর্তন করলেই হবে আশা করি আপনারা এতক্ষণ একটি দরখাস্ত তৈরি করে ফেলেছেন।
আপনারা কোন কম্পিউটারে টাইপিং করে জমা দিতে পারেন বর্তমানে হাতের লেখা দরখাস্ত এর চাইতে কম্পিটারে লিখিত দরখাস্ত জন্য সবচাইতে ভালো এক্ষেত্রে আপনার কম্পিউটার টাইপিং এর মাধ্যমে লিখিত দরখাস্ত টি প্রিন্টারে প্রিন্ট করে নেবেন।
আর যদি মনে হয় যে আপনার পিন্ট করাটা একটু সমস্যা তাহলে যার হাতের লেখা সুন্দর তাকে দিয়ে আপনি লিখে নেবে যদি আপনার লেখা বুঝা যায় তাহলে আপনি লিখে দিবেন তবে কম্পিউটার টাইপিং করে নিলে সুন্দর হয়।
যদি আপনি কম্পিউটার টাইপিক কারাম মাধ্যমে লিখে নেন তাহলে অল্প কিছু র্চাজের মাধ্যমে তারা লিখে দিবে আপনাকে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন।