মেয়রের কাছে দরখাস্ত লেখার নিয়ম
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভাল আছেন আজকে আপনাদেরকে জানাব কিভাবে মেয়রের কাছে দরখাস্ত লিখতে হয় এবং আপনার মেয়রের কাছে দরখাস্ত লিখতে পারেন।দরখাস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই পোষ্টে ।
নিচের দিকে একটি সম্পূর্ণ দরখাস্ত লেখা হয়েছে মেয়রের এর নিকট আপনার সেই দরখাস্তটি শুধু দেখতে পারেন বিস্তারিত না জানতে চাইলে ।
বিস্তারিত
যে কোন সমস্যার সাহয্যে জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হলে বিশেষ করে এস.পি, মেয়র , কমিশনার, চেয়ারম্যানের নিকট আবেদন করতে হলে নিমোক্ত আবেদন নিয়ম অনুসারে আবেদন লিখতে হবে।
যে যে কারনে আবেদন হিসাবে করতে হয় । উদাহারন হিসাবে যেমন , arsenic problem / tube well / water / flood / environment pollution / terrorism / air pollution / illiteracy …….. ইত্যাদি ।ধরনের সমস্যা তুলে ধরে কিভাবে এসপি ডিসি, মেয়রএর কাছে একটি আবেদন পত্র লিখবেন তো সেই বিষয়টা আপনারা এ পোস্টে জানতে পারবেন
আপনাদের যদি বিস্তারিত না জানতে হয় তাহলে আপনারা নিম্নে থেকে মেয়রের কাছে দরখাস্ত লেখার নিয়ম রয়েছে মেয়রের বরাবর সেখান থেকে আপনারা দেখতে পারেন। এলাকাবাসী বা ব্যক্তিগত কাজের জন্য আমাদের মেয়রের ,এসপি ডিসি বরাবর দরখাস্ত লিখতে হয় বিভিন্ন কারণে।
দরখাস্ত লিখতে চান অনেকেই কিন্তু লেখার নিয়ম হয়তবা জানা থাকে না কিভাবে মেয়র ,এসপি ডিসি বরাবর লিখতে হয় ।অথবা জানলেও মনের ভেতর দ্বিধাদ্বন্দ্ব থাকে কিভাবে সুন্দর করে একটি দরখাস্ত মেয়র ,এসপি ডিসি বরাবর লিকতে হয় ।
নানা কারণে সমস্যা থেকে উত্তরণের জন্য অনেকেই মেয়র ,এসপি, ডিসি বরাবর একটি দরখাস্ত করতে হয় সমাধান করার জন্য।কিভাবে বিনীত ভাষায় একটি দরখাস্ত আপনারা লিখতে পারেন এসপি, ডিসি বরাবর সেই বিষয়টি বর্ণনা করব নির্ম্নে।
একটি দরখাস্ত করার জন্য সবচেয়ে মূল উপাদান হলো দরখাস্তের মধ্যে থাকা ভাষাগুলো । দরখাস্ত ভাষাগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে অনেক। দখাস্ত লেখার গুরুত্বের দিক দিয়ে ভাষার গুরুত্ব অনেক । বিনীত ভাষা একটি দরখাস্ত লিখা বাঞ্ছনীয় ।
যেহেতু দরখাস্ত মধ্যে আপনার বিভিন্ন সমস্যা বিষয় এবং উক্ত সম্পর্কে বা সম্বন্ধের ব্যাপারে লিখতে হবে। যথাযথভাবে দরখাস্ত লিখে এবং বিষয়গুলো উল্লেখ করেন এসপি ডিসি , মেয়র বরাবর দরখাস্ত করতে পারলে মঞ্জুর হওয়ার সম্ভনা বেশি থাকে ।
দেখা যায় সমাজের মধ্যে বসবাসকারী লোক জন বা ব্যাক্তি গত ভাবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এক ধরনের সমস্যা একেক ধরনের হয়ে থাকেন । কারো সাথে কারো সমস্যা মিল থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে মিল থাকে। যেহেতু সমস্যা আপনাদের কি সমস্যা সে সম্পর্কে আমি জানিনা।
যে সমস্যা হক না কেন এজন্য একটি দরখাস্ত লিখতে হয় সমস্যা সমধানের জন্য মেয়র এসপি ডিসি বরাবর ।দরখাস্থ নিয়ম লিখে দিব যার মাধ্যমে আপনি খুব সহজে মেয়র এসপি ডিসি নিকট একটি উন্নত মানের দরখাস্ত লিখতে সক্ষম হবেন।
একটি দরখাস্ত এর মাধ্যমে আপনার যে সমস্যা সেই সমস্যার টি উল্লেখ করে ফুটিয়ে তুলে এসপি ডিসি ,মেয়র বরাবর আবেদন করতে হবে। যখন আপনি পৌরসভা বরাবর দরখাস্ত লিখবেন তখন পৌরসভা উল্লেখ করবে, যখন আপনি কাউন্সিল বরাবর লিখবেন তখন কাউন্সিল বরাবর উল্লেখ করবেন,. যখন সিটি কর্পোরেশন বরাবর লিখবেন তখন সেটি উল্লেখ করে দিবেন।
মূলত যে বিষয়ক নিয়ে দরখাস্ত দাখিল করতে চান সেই বিষয়টি দরখাস্ত তার মধ্যে উল্লেখ করে দিতে হবে এবং যার কাছে দরখাস্ত দেবেন তা স্পষ্ট করতে হবে। আপনার সমস্যাগুলোর বিনীত ভাষায় উল্লেখ করে দিতে হবে যাতে পাঠক পড়ে বুঝতে পারে আপনার বিষয়গুলো।
উদাহরণ হিসেবে আমি কিছু সমস্যার কথা উল্লেখ করি, আপনার পরিবারের আর্থিক সমস্যা,, বা, কন্যা দায়গ্রস্ত সমস্যা, আপনার এলাকার নলকূপের সমস্যা,আর্সেনিক মুক্ত পানি সরবরাহের জন্য চেয়ারম্যানের, নলকূপ স্থাপনের জন্য আবেদন, ব্যক্তিগত সমস্যা আপনার ইত্যাদি যেকোনো ধরনের সমস্যার জন্য আবেদন ।
মেয়রের কাছে দরখাস্ত লেখার নিয়ম
নিচে সুন্দর করে দরখাস্ত লেখা রয়েছে দেখুন। এখানে দরখাস্ত নিয়ে একটু আলোচনা করি কিভাবে শুরু করতে হয় এবং কোথা থেকে শুরু করতে শেষ করতে হয় কিভাবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করি সংক্ষিপ্ত আকারে আপনার যদি না জানা প্রয়োজন না হয় তাহলে নিচে যে আপনি দরখাস্ত টি দেখুন।
প্রথমত তারিখ শুরু কতে হবে যে দিন খিবেন সেইদিনের তারিখ এরপর বরাবর তারপর যে স্থানের দরখাস্ত করতে চান সেই স্থানের নাম, বিষয় দিয়ে তার নিচে জনাব লিখে মাঝে আপনার সমস্যা বনর্না করতে হবে।
আপনাকে বিস্তার যে আলোচনা করতে হবে যে বিষয়ে আপনার সমস্যা সে বিষয় নিয়ে বিস্তারিত লিখিতে হবে । মোটকথা আপনার যে সমস্যাগুলো সে সমস্যাগুলো সুন্দর করে লিখে দেবেন মাঝ বরাবর। অবশ্য এই পোষ্টের নিচে নীতি-নিয়ম থাকবে দরখাস্ত লেখার দেখবেন।
দরখাস্ত লেখার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দেখে নিন আগে। দরখাস্ত লেখার জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি সাদা খাতা। যার মধ্যে কোন মার্জিন বা রোলার কালি দ্বার আটকানো থাকবে না। কেননা দরখাস্ত মধ্য মার্জিন দেওয়া থাকে তাহলে সেই দরখাস্ত গ্রহণযোগ্যতা পায় না।
এর জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি সাদা খাতা।লাইন সোজা রাখার জন্য আপনারা বাম পাসে ভাজ করে নিতে পারেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ। উপর থেকে নিচ পর্যন্ত লাইন সমান থাকা বাঞ্ছনীয় এবং বাম পাশে সমানভাবে থাকবে।
দরখাস্ত লাইন যেন বাঁকা না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এর জন্য আপনি বামপাশে সমানভাবে রোলার করার মত শুধু দাগ থাকবে না । প্রয়োজন বেদ আপনারা ডানপাশে ভাগ করে নিতে পারেন তবে সামান্য এক ইঞ্চি নিচে্।আধা ইঞ্চি সবচেয়ে ভালো
এমনভাবে দরখাস্ত লিখতে হবে দরখাস্ত ভিতরের ভাষা গুলো স্পষ্ট বোঝা যায় ।দরখাস্ত এর ভেতর এমন বর্ণনা যাতে আপনি যে বিষয়গুলো নিয়ে আবেদন করতে চান সে বিষয় উক্তপাঠ যেন বুঝতে ভালো ভাবে বুঝতে পারে তা খেয়াল রাখা বাঞ্চনীয়।
এমন ভাবে আপনার দরখাস্ত লিখতে হবে যাতে দরখাস্ত দেখে পাঠক মনে করে যে আপনার দরখাস্ত মঞ্জুর করা বাঞ্ছনীয় । একটি দরখাস্ত উপর নির্ভর করে সেটি কি মঞ্জুর হবে কি হবে। এজন্য সুন্দর দরখাস্তের ভাষাগুলো বুঝতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবেন।
দরখাস্ত শুরুতে তারিখে দিবেন যেদিন দরখাস্তটি দিবেন সেই দিনের। তারিখ লেখাটি উল্লেখ করতে পারেন অথবা শুধু তারিখ লেখাটি না লেখে তারিখ লিখে দিতে পারেন্। তারপর বরাবর এ শব্দটি উল্লেখ করে দেবেন তারিখের নিচে।
বরাবর দেয়ার পর যার নিকট দরখাস্ত লিখতে চান সেটি উল্লেখ করবেন,এরপর উক্ত ঠিকানাটি আপনারা লিখতে হবে, যে ঠিকানা চেয়ারম্যানের এর রয়েছে সেই ঠিকানাটি দিতে, এরপর আপনি বিষয়টি উল্লেখ করে দেবেন মৌলিক বিষয় যে বিষয়ের উপর আপনি দরখাস্ত লিখতে চান।
এরপর জনাব লিখে আপনার মনের ভাষা গুলো সেখানে প্রকাশ করে দিবেন, যেভাবে সে ভাষা গুলো সে বুঝতে পারে সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে , যে বিষয়টির উপর আবেদন করছেন সেই বিষয়টি বুঝতে পারে ভালোভাবে সে বিষয়টি খেয়াল রাখবে।
আপনার বা আপনাদের সমস্যাটি সুন্দর ভাবে উল্লেখ করতে পারলে তাহলে দরখাস্ত টি মঞ্জুর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দরখাস্তের ভাষা স্পষ্ট না হলে পাঠাও চাইবে না দরখাস্ত মঞ্জুর করতে। ভাষার বিষয়টি খুবই বাঞ্ছনীয় ।
এরপর আপনার সমস্যা গুলো উল্লেখ করা হয়ে গেলেন, এক লাইন পরিমাণ ফাঁকা রেখে অতএব লিখে , আপনার দরখাস্ত টি মঞ্জুর করা আবেদন জানাবেন বিষয়ের উপর কিছু লিখে দরখাস্ত শেষ করে দিবন।
এরপর এক লাইন পরিমাণ ফাকা দিয়ে নিবেদক দিয়ে। আপনার সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করে দিবেন। এখন দেখুন পূর্ণাঙ্গ একটি দরখাস্ত লেখার নিয়ম আমি একটি দরখাস্ত লিখছি মেয়রের কাছে দরখাস্ত লেখার নিয়ম ।
অন্য বিষয়
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ,সেলফিন একাউন্ট খোলার নিয়ম জানতে ক্লিক করুন
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম জানতে ক্লিক করুন
ভোটার আইডি কার্ড অনলাইন কপি,ভোটার আইডি কার্ড দেখার নিয়ম জানতে ক্লিক করুন
স্মার্ট কার্ড ডাউনলোড,অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড,স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাই জানতে ক্লিক করুন
অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে,অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন জানতে ক্লিক করুন
কাউন্সিলর বরাবর দরখাস্ত লেখার নিয়ম জানতে ক্লিক করুন
ইংরেজিতে দরখাস্ত লেখার নিয়ম
আমি প্রথমে এখানে ইংরেজি একটি দরখাস্ত লিখব এবং তার নিচে ইংরেজি যে দরখাস্ত লিখেছি তার বাংলা দেওয়া থাকবে।
Date:........
The (মেয়রের নাম // যে ব্যক্তির কাছে দরখস্থ তার নাম)
তিনি যে স্থানে বসেন সে স্থানের নাম( মেয়র বা এসটি ,ডিস কার্যকালয় স্থানের নাম)
address…..(জেলা/ থানা)
Subject : prayer for ,,,,,,,, (যে বিষয় জন্য আবেদন করতে চান সেই বিষয়টি)
Sir ,
We, the inhabitants of the village “x” the district “y” would like to state that we are the worst victims of the recent …( environment pollution/বিষয়). We have experienced an unprecedented …(environment pollution / বিষয় ) which caused untold miseries and sufferings to us . During this hard time we needs immediate help.
In these circumstances, We hope and [ray that you would be kind enough to take necessary steps to remove this poison and thus sake the lives of the villagers.
Sincerely yours
(এখানে উল্লেখ করবেন ব্যক্তিগত হলে ব্যক্তিগত/ গ্রামবাসী হলে গ্রামবাসী সকলে)
Name …..
ইংলিশ দরখাস্ত টির বাংলা দেখুন
তারিখ……..
বরাবর
(পৌরসভা মেয়র/ যে স্থানে যাবে সেই ব্যক্তির নাম)
যে স্থানে বসেন সে স্থানের নাম( মেয়র বা এসটি ,ডিস কার্যকালয় স্থানের নাম)
ঠিকানা
বিষয় : ( আপনি যে বিষয়টি নিয়ে জানাতে চান সেই বিষয়খ)
সার,
বর্তমান সময়ে (পরিবেশ দূষণের / বিষয়) শিকার “x” জেলার “y” গ্রামের বাসিন্দারা আমরা ।(পরিবেশ দূষণ/ বিষয়) সম্পর্কে আমরা অভিজ্ঞ এবং অভূতপূর্ব । যার কারণ হচ্ছে দুঃখ এবং কষ্ট আমাদের । যথাসময়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করুন।
অতএব বিনীত নিবেদন, এই যে আমরা আশা করছি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই এই বিষ প্রক্রিয়া ধ্বংস করুন। তাহলে আমরা এই গ্রামে বসবাস করতে পারি।
বিনীত -
(বায়রা) এলাকাবাসী পক্ষে,
মোঃ নাম।
আপনার যদি ব্যক্তি গত হয় তাহলে লিখবে
বিনীত-
বাড়ী নাম্বারঃ00
রোড নাম্বারঃ00
ওয়ার্ড : 00
গ্রাম : …..
মোঃ নাজমুল হোসেন
অথবা আপনারা নিচে দেওয়া চেয়ারম্যান বরাবর দরখাস্ত টি, ফলো করতে পারেন তাহলে বুঝতে পারবে না আরো ভালো করে। যেকোনো মানুষের কাছে দরখাস্ত আপনারা দিতে পারবে এই পোস্টে যে দুটি দরখাস্ত দেয়া হয়েছে এটি অনুসরণ করেন দেখুন ভালো করে।
চেয়ারম্যান বরাবর দরখাস্ত লেখার নিয়ম-আর্সেনিক মুক্ত পানি সরবাহরে জন্য চেয়ারম্যানের কাছে আবেনদ পত্র।
ব্যাক্তি গত বা এলাকা বাসি থেকে চেয়ারম্যার নিকট আবেদন বা দরখাস্থ
তারিখ : ০৭/০৯/২০২২
মাননীয়
পৌরসভা চেয়ারম্যান
সিংগাইর পৌরসভা
বায়রা, সিংগাইর
বিষয়: আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আপনার সিংগািইর পৌরসভার বায়রা ইউনিয়নের পরিষদের ৩ নং ওয়াডের বাসিন্ধা / অধিবাসী । আমাদের এলাকাটি খুবই ঘনবসিতি পূর্ন। এই এলাকায় কয়েকটি গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠান এবং পৌর- বানিজ্যবিতানসহ বেশ কয়েকটি কারখানা থাকায় এই এলাকাটি বায়রা ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ন স্থান হিসেবে পরিচিত। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জরিপ চালিয়ে এলাকার অধিকাংশ চাপ কলের পানিতে আর্সেনিকের দূষন আছে বলে প্রমান পেয়েছেন । জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ তারা এলাকার মানুষদের সতর্ক করেছেন কিন্তু অঙ্গতাবশত অনেক মানুষ তবুও আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করছে। বর্তমানে এলাকায় বিশদ্ধ পানির তীব্র অভাব বিরাজ করছে।
অতএব, জনস্বার্থ বিবেচন করে আমাদের এলাকার বিশুদ্ধ পানি সরবরাহের জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিনীত -
বায়রা এলাকাবাসী পক্ষে,
মোঃ নাজমুল হোসেন।
আপনার যদি ব্যক্তি গত হয় তাহলে লিখবে
বিনীত-
বাড়ী নাম্বারঃ97
রোড নাম্বারঃ 546 বায়রা,ক
ওয়ার্ড : 03
গ্রাম : চর নয়াবাড়ি
মোঃ নাজমুল হোসেন
আশা করি আপনারা মেয়র/ চেয়ারম্যান বরাবর সুন্দর একটি দরখাস্ত লিখতে পারবেন আশা করি এই নিয়মের মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের জন্য একটি দরখাস্ত তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এখানে সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। দরখাস্তের নিয়ম গুলো রয়েছে এই নিয়মগুলো অনুসারে দরখাস্ত করুন।
এখানে আমি বিষয়ে লিখেছি আর্সেনিক মুক্ত পানি সরবাহরে জন্য আবেদন । আমি লিখেছি আমার সমস্যা নিয়ে। এখন আপনাদের সমস্যা এখানে আপনি সেই সমস্যাটি উল্লেখ করে চেয়ারম্যান বরাবর দরখাস্ত লিখবেন। যে ভাবে লিখা হয়েছে ঠিক একইভাবে আমার সমস্যার জায়গায় আপনার সমস্যা দিয়ে দিবেন্।
তাহলে হয়েই গেল না আপনার দরখাস্ত লেখা খুব সহজে শুধু কিছুটা পরিবর্তন করলেই হবে আশা করি আপনারা এতক্ষণ একটি দরখাস্ত তৈরি করে ফেলেছেন।
আপনারা কোন কম্পিউটারে টাইপিং করে জমা দিতে পারেন বর্তমানে হাতের লেখা দরখাস্ত এর চাইতে কম্পিটারে লিখিত দরখাস্ত জন্য সবচাইতে ভালো এক্ষেত্রে আপনার কম্পিউটার টাইপিং এর মাধ্যমে লিখিত দরখাস্ত টি প্রিন্টারে প্রিন্ট করে নেবেন।
আর যদি মনে হয় যে আপনার পিন্ট করাটা একটু সমস্যা তাহলে যার হাতের লেখা সুন্দর তাকে দিয়ে আপনি লিখে নেবে যদি আপনার লেখা বুঝা যায় তাহলে আপনি লিখে দিবেন তবে কম্পিউটার টাইপিং করে নিলে সুন্দর হয়।
যদি আপনি কম্পিউটার কারাম মাধ্যমে লিখে নেন তাহলে অল্প কিছু র্চাজের মাধ্যমে তারা লিখে দিবে আপনাকে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন।
এই ওয়েবসাইটে, চেয়ারম্যান নিকট, এবং চাকরি, সকল বিষয়ের দরখাস্ত, নিয়ম কানুন জানার জন্য এই ওয়েবসাইটে পোস্ট দেয়া হয়েছে সেগুলো আপনারা দেখে নিন যার মাধ্যমে আপনারা বিষয়গুলো জানতে পারবেন উপরে সার্চ অপশন আছে যে দরখাস্ত প্রয়োজন চিঠি লিখে সার্চ করুন পেয়ে যাবেন আপনারা।
প্রতিনিয়ত এই ওয়েবসাইটে তথ্যমূলক পোস্ট করা হয় এ ধরনের তথ্যমূলক পোস্ট পাওয়ার জন্য এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন এই ওয়েবসাইটের পূর্বে আরো তথ্য মূলক পোস্ট করা হয়েছে সেগুলো দেখতে পারেন যার মাধ্যমে আপনারা উপকৃত হবেন।