ভিসা কার্ড খোলার নিয়ম-ভিসা কার্ড কিভাবে করতে হয়-ভিসা ও মাস্টর কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম

    আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ।যেসব ভাইয়েরা বিদেশে ভ্রমণ করেন অথবা বিদেশের প্রেমের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাদের জন্য রয়েছে ভিসা এবং মাস্টার কার্ড   ভিসা এবং মাস্টারকার্ড খুবই গুরুত্বপূর্ণ।

    আপনারা খুব সহজে ভিসা কার্ড বাংলাদেশ থেকে পেয়ে যাবেন। ভিসা কার্ড কিভাবে আপনারা পাবেন এই বিষয় নিয়ে বিস্তারিত থাকবে এ পোস্টে আপনারা সম্পূর্ণ প্রস্তুত মনোযোগ সহকারে পড়ুন তাহলে  ভিসা কার্ড করার নিয়ম এবং  ভিসা কার্ড কিভাবে পাবেন সে সম্পর্কে জানতে পারবেন। 

    এই পোস্টে আলোচনা করা হয়েছে ভিসা কার্ড খোলার নিয়ম, ভিসা কার্ড কিভাবে করতে হয়, ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম, মাস্টার ভিসা কার্ড এর ব্যবহার, ভিসা কার্ড পাওয়ার জন্য কি কি প্রয়োজন, লোকাল ব্যাংকের ভিসা কার্ড  অনলাইন ইন্টারন্যাশনাল ব্যাংকের ভিসা কার্ড।

    বাংলাদেশের কোন ব্যাংক ভিসা কার্ড দেয়, ভার্চুয়াল মাস্টার কার্ড, নেটেলার মাস্টার কার্ড,  ফ্রি ভিসা কার্ড এবং ফ্রি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড এবং ভিসা কার্ড ইত্যাদি আলোচনা করা হয়েছে এই পোস্টে

    অন্য বিষয়

    অনলাইনের জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ(yyy mm dd) দিয়ে জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন অনলাইনের কপি ডাউনলোড জানতে ক্লিক করুন

    এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা পাঠানোর নিয়ম জানতে ক্লিক করুন

    ব্যাংক চেক লেখার নিয়ম জানতে ক্লিক করুন

    ভিসা কার্ড খোলার নিয়ম



    অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ,সেলফিন একাউন্ট খোলার নিয়ম জানতে ক্লিক করুন

    গ্রামীন সিম থেকে টাকা ট্রান্সফার জানতে ক্লিক করুন

    ভোটার আইডি কার্ড অনলাইন কপি,ভোটার আইডি কার্ড দেখার নিয়ম জানতে ক্লিক করুন

    স্মার্ট কার্ড ডাউনলোড,অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড,স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাই জানতে ক্লিক করুন

    অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে,অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন জানতে ক্লিক করুন


    ভিসা কার্ড কি- মাস্টার কার্ড কি -ভিসা মাস্টার কার্ড এর ব্যবহার


    মাস্টার কার্ড হল আর্থিক লেনদেনের জন্য বিশেষ ধরনের ব্যবহৃত   প্লাস্টিক এর কার্ড। যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ।বাংলাদেশের  যে এটিএম কার্ড গুলো পাওয়া যায় ঠিক একই রকম মাস্টার কার্ড দেখতে। মাস্টার কার্ড দিয়ে আপনি  বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে  পণ্য ক্রয় করতে পারবেন যেমন আলিবাবা  ডটকম এবং গাছ থেকে সব ধরনের পণ্য ক্রয় করতে পারবেন।


    ভিসা কার্ড মূলত এমন একটি কার্ড যার মাধ্যমে আপনি আপনার  দৈনন্দিন জীবনের সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারবেন। যেহেতু ভিসা কার্ডের মাধ্যমে আপনার  সকল ধরনের লেনদেন করা যায় এর কারণে  বর্তমানে ভিসা কার্ডের ব্যবহার সংখ্যা বেড়ে চলেছে এবং এর প্রতি অনেক আগ্রহী রয়েছে। 


    ভিসা এবং মাস্টারকার্ড দুই ভাবে পাওয়া যায় একটি হচ্ছে ব্যাংকের মাধ্যমে এবং অপরটি হচ্ছে অনলাইন এর মাধ্যমে। ব্যাংক বলতে বোঝানো হয় যে গুলো সাধারণত লোকাল ব্যাংক সেগুলো। অনলাইন ব্যাংক যে ব্যাংকগুলো অনলাইনের মাধ্যমে কারেন্সি সাপ্লাই করে থাকে ।


    এধরনের কাজ গুলা পাওয়ার জন্য বাংলাদেশের কোন কোন ব্যাংকে আপনাকে যেতে হবে সে সম্পর্কে বিস্তারিত বলবো অনলাইনে এই কাজগুলো করার জন্য আপনাকে কি কি করতে হবে বিস্তারিত থাকবে এখানে। একটা ভিসা মাস্টার কার্ড পেতে চান তাহলে এই পোষ্ট টি আপনার জন্য


    ভিসা কার্ড কিভাবে করতে হয়


    ভিসা কার্ড মূলত   লোকাল ব্যাংক  এবং অনলাইন ব্যাংক করতে। ভিসা কার্ড করার জন্য  অনলাইন ব্যাংক  এবং লোকাল ব্যাংকে একাউন্ট করতে হয়। এবং এমন ব্যাংকে  একাউন্ট করতে হবে   যে ব্যাংক গুলো  ভিসা কার্ড প্রদান করে থাকেন। সেই ব্যাংকে একাউন্ট করলে ভিসা কার্ডের জন্য কিছু চার্জ নাই  এবং সেখান থেকে আপনি ভিসা কার্ড পেয়ে যাবেন।


    ভিসা কার্ড আপনি  দুটি নিয়ম একটি  অনলাইন সিস্টেম  এবং অপর লোকাল সিস্টেম। তবে অনলাইন সিস্টেম সুবিধা বেশি। কারণ এখানে কয়েক ধরনের কারেন্সি ইউজ করা যায়। এর কারণে সবচেয়ে ভালো হচ্ছে অনলাইন  সিস্টেম ভিসা কার্ড।


    ভিসা কার্ডের ব্যবহার

    বর্তমান আমাদের জীবনমান উন্নত হওয়ার কারণে  আমাদের দেশে পণ্য ক্রয় বিক্রয় করার জন্য কার্ড ব্যবহার করা হয়ে থাকে। এখন আর আগের মতো নেই যে আমাদের হাতে করে টাকা নিয়ে যেতে হবে এখন প্রযুক্তির কারণে  বর্তমানের মানুষ আধুনিক  জীবন যাপন করছে যার ফলে  এখন হাতে টাকা নেওয়া হয়না কার্ডের মাধ্যমে  পেমেন্ট করা হয়ে থাকে।


     এবং  এ ধরনের প্রযুক্তির ছোঁয়ায় বর্তমানের মানুষের জীবনের সকল ক্ষেত্রেই গতিশীলতা বেড়েছে। এখন প্রযুক্তির ছোঁয়ায় মানুষ জীবন উন্নতি সাধন করতে পারেন। বর্তমান সময়ে মানুষের  জীবন পরিবর্তন হয়েছে এবং  মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো  ইলেকট্রনিক মানি ধারা ক্রয়-বিক্রয় করে থাকেন।

    বর্তমানে দেখা যাচ্ছে দিন দিন  তাদের ব্যবহার সংখ্যা বেড়েই চলেছে । বর্তমানে পৃথিবীতে নানা ধরনের কারণ রয়েছে  যার  মাধ্যমে বড় ধরনের কাজ খুব সহজেই করা যায়। কার কারণে ব্যাগ ভর্তি করে টাকা নিতে হয় না। এবং কি সে কাজগুলো থেকে মানুষ নানা ধরনের সুবিধা ভোগ করে থাকে।


     আমাদের দেশে  যত ধরনের ব্যাংক রয়েছে   এবং  যত ধরনের কার্ড প্রদান করে থাকে তার মধ্যে সবচেয়ে সুবিধা হচ্ছে ভিসা কার্ড  আমাদের দেশে সবচেয়ে  সুবিধা পাওয়া যায় ভিসা কার্ড ব্যবহার করে এবং লোকাল ব্যাংকের ভিসা কার্ড ব্যবহারের চাইতে অনলাইন ব্যাংকের ভিসা কার্ড ব্যবহার করা  বেশি সুবিধা পাওয়া যায়।


     ভিসা কার্ড করার জন্য  এমন ব্যাংকের সাথে যোগাযোগ করতে হয় যে ব্যাংক গুলো  ভিসা কার্ড প্রদান করে থাকেন। এবং ভিসা কার্ড পাওয়ার জন্য  কিছু কাগজপত্র প্রয়োজন হয় । যেমন নমিনি প্রয়োজন, উক্ত ব্যাংকের অ্যাকাউন্ট থাকা প্রয়োজন, এনআইডি কার্ডের ফটোকপি, আপনার নমিনির ছবি, এবং একটি পাসপোর্ট যার  সময় থাকতে হবে। এর মাধ্যমে খুব সহজে করা যায়।




    ভিসা কার্ড খোলার নিয়ম


    ভিসা কার্ড খোলার জন্য সর্বপ্রথম আপনাকে  ভিসা কার্ড প্রদানকারী ব্যাংকের বরাবর যেতে হবে। এবং সেখানকার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং সেখানে তাদের বরাবর জানাতে হবে আপনি একটি ভিসা কার্ড নিতে চান  ওই সময়  একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কেননা ভিসা কার্ড পাওয়ার জন্য আপনার একাউন্ট থাকতে হবে।


    ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনার যে  ডকুমেন্টগুলো প্রয়োজন তাহলো  আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ( এনআইডি কার্ডের ফটোকপি)  এবং এর সঙ্গে প্রয়োজন আপনার দুই কপি পাসপোর্ট সাইজের।  যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সেই   কাগজ কাগজপত্র।   


    এর সঙ্গে প্রয়োজন  নমিনি   আপনি যদি মারা যান তাহলে সে  ব্যবহার করতে পারবে। নমনীয় আইডি কার্ড   এর ফটোকপি  এবং ছবি। সকল কাগজপত্র ব্যাংকের এজেন্ট এর নিকট আপনাকে জমা দিতে হবে ।


    ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ব্যাংক কর্তৃপক্ষ থেকে আপনাকে কি সার দেওয়া হবে।  ব্যাংকের একাউন্ট খোলার সময় একটা বিষয় জানা দরকার তা হলো আপনার আর্থিক অবস্থা বিবেচনা করে ব্যাংক এর হিসাব করবেন।


     ব্যাংকের একাউন্ট  খোলার পর সেখান হতে আপনি ভিসা কার্ড নিতে পারবেন। ব্যাংক কর্তৃপক্ষের কাছে আপনারা জানাবেন আপনাদের ভিসা কার্ড চাই। ভিসা কার্ডের জন্য কিছু অতিরিক্ত চার্জ না হয়  300 টাকার বেশি এবং কম  ও  হতে পারে।


    ভিসা কার্ড পাওয়ার জন্য আপনার যা যা প্রয়োজন

    ভিসা কার্ড পাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, এবং এর সাথে আপনার ছবি, এবং আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে ভিসা কার্ড পাওয়ার জন্য। আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে  আপনি ভিসা কার্ড করতে পারবেন না।এবং এর সাথে পাসপোর্ট এর মেয়াদ থাকতে হবে।


    ইবিএল ব্যাংক  থেকে আপনারা খুব সহজে ভিসা কার্ড নিতে পারেন।ইবিএল ব্যাংক ভিসা মাস্টার কার্ড  ব্যবহার করে অনেক ভালমানের সুবিধা পাওয়া যায় । এবং আরো অনেক ব্যাংক রয়েছে যারা ভিসা কার্ড  প্রদান করে থাকে তো আপনাদের  সেই  ব্যাংকগুলোতে যেতে হবে যারা ভিসা কার্ড প্রদান করে।


    লোকাল ব্যাংকের  ভিসা কার্ড এবং ইন্টারন্যাশনাল ব্যাংকের ভিসা কার্ড এর মধ্যে পথর্ক্য

    লোকাল ব্যাংক থেকে যে কার্ডগুলো  সাধারণত যে কার্ড  দিয়ে  থাকে য় সেগুলো ডুয়েল কারেন্সি হয়ে থাকে।  এবং এই কার্ডের মাধ্যমে বাংলাদেশের কারেন্সি ছাড়াও ইউএসডি কারেন্সি  ইউজ করতে পারবেন   লোকাল ব্যাংক কার থেকে ইউএসডি  কারেন্ট ছাড়া অন্য কারেন্সি ইউজ করতে পারবেন না।


    আপনি যদি ইন্টারন্যাশনাল বা অনলাইন  থেকে  কার্ড  সংগ্রহ করেন তাহলে ইউএসডি ছাড়াও আরো  অন্যান্য কারেন্সি  ইউজ করতে পারবেন। এখন জানান বাংলাদেশ থেকে কোন কোন ব্যাংক  ভিসা কার্ড দিয়ে থাকেন।


     বাংলাদেশে কোন ব্যাংক ভিসা কার্ড দেয় 


    বাংলাদেশের ভিসা কার্ড প্রদান করে থাকেন, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইভ্যালি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক  ইভেন্টগুলো ভিসা কার্ড প্রদান করে থাকেন। এছাড়া সরকারি কিংবা বাণিজ্যিক ব্যাংক রয়েছে  তারা নির্দিষ্ট পরিমাণ চার্জ এর মাধ্যমে গ্রাহকদের নিকট হিসাব করে থাকে।


    আরো কিছু ব্যাংকের নাম জানুন 

    Southeast bank /সাউথইস্ট ব্যাংক,lanka bangla  লংকা বাংলা ব্যাংক , লংকা বাংলা ব্যাংক  মাস্টারকার্ড প্রদান করে থাকে । standard chartered ব্যাংক  ,ব্যাংক এশিয়া,  আরো ব্যাংক রয়েছে  দেখা যায় বর্তমানে  ভিসা কার্ড মাস্টার কার্ড সকল  ব্যাংকগুলোই দিয়ে থাকেন ।


    এবং এ ব্যাংকগুলোর ছাড়া আরো অন্যান্য ব্যাংক রয়েছে যেগুলো ভিসা কার্ডের সুবিধা দিয়ে থাকে। এজন্য আপনাদের করণীয় হচ্ছে যে ব্যাংক গুলো ভিসা কার্ড দিয়ে থাকে সেই ব্যাংকের লগে যোগাযোগ স্থাপন করা। 


    সরকারি কিংবা বেসরকারি ব্যাংক থেকে আপনি একাউন্ট করে। তাদের কাছ থেকে ভিসা কার্ড  নিতে পারেন ভিসা কার্ড ব্যবহারের জন্য সব ধরনের ব্যাংক চার্জ করে থাকে । বিচার করে আপনারা নানা ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন এবং নিত্য প্রয়োজনীয়  জিনিসপত্র  ইলেকট্রনিক মানিতে ক্রয় করতে পারবেন।


    ফ্রি ভিসা কার্ড-ফ্রি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড

    অনলাইনে  কোন ব্যাংক লোন  ভিসা মাস্টার কার্ড দিয়ে থাকে  

    অনলাইনে ভিসা  কার্ড ও মাস্টার  কার্ড দিয়ে ফ্রিতে দিয়ে থাকেন সে  ব্যাংক গুলো  হল  payoneer , payoneer  এরা ভিসা  ও মাস্টার কার্ড  দিয়ে থাকে এবং এদের কার্ডগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকে ।কিন্তু তাদের একটি নীতিমালা হলো যেকোনো একটি মার্কেটপ্লেস থেকে আপনাকে তাদের payoneer   একাউন্টে 100 ডলার মিনিমাম  রিপুজি রিসিভ   রাখতে হবে। যার মানে 100  ডলার একাউন্টে রাখতে হবে।


    ভার্চুয়াল মাস্টার কার্ড

    ভার্চুয়াল মাস্টার কার্ড payoneer , নেটেলার মাস্টার কার্ড  net+ ,Skrill এরা  ভার্চুয়াল মাস্টারকার্ড প্রদান করে থাকে এবং  আরো অন্যান্য ব্যাংক  প্রদান করে থাকে মাস্টারকার্ড ভার্চুয়াল।


    আপনারা যদি payoneer   একাউন্টে 100 ডলার রাখেন তাহলে তারা আপনাদের একটি ভিসা কার্ড দিয়ে দিবে। এবং মাস্টার কার্ড পেয়ে যাবেন যদি আপনারা চান।  এই কার্ডটি ফিরে পেল আপনাদের কোন সমস্যা হবে না । ভিসা মাস্টার কার্ড ব্যবহার করতে পারবেন।


    নেটেলার মাস্টার কার্ড

    নেটেলার মাস্টার কার্ড  net+  অনলাইন ব্যাংক ব্যাংক মাস্টার কার্ড ভিসা কার্ড  প্রধান করে থাকেন ।Skrill এই  অনলাইন ব্যাংক গুলো মাস্টার কার্ড এবং ভিসা কার্ড প্রদান করে থাকেআশা করি আপনারা বুঝতে পেরেছেন  বাংলাদেশের কোন ব্যাংক লোন কার্ড প্রদান করে থাকে। এবং  অনলাইন থেকে কোন ব্যাংক গুলো  অফিস এবং মাস্টারকার্ড প্রদান করে থাকে।


    ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম 

     মাস্টার কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম

    ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম হচ্ছে   সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপ থেকে ডাউনলোড করতে হবে ।বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি ভিসা কার্ড থেকে  বিকাশ এ টাকা আনতে পারবেন।


     এই কাজটি সহজেই করতে পারবেন আপনি ঘরে বসে আপনার ভিসা একাউন্ট থেকে খুব সহজে আপনার বিকাশ একাউন্টে বা অন্য কারো বিকাশ একাউন্টে খুব সহজে টাকা সমূহ আনতে পারবেন।ভিসা কার্ড থেকে কিভাবে খুব সহজে বিকাশ অ্যাপ্লিকেশনে বা বিকাশে টাকা আনা যায় দেখুন


    ভিসা কার থেকে বিকাশে টাকা আনার জন্য সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে বিকাশ অ্যাপ । বিকাশ অ্যাপ লিখে সার্চ করার পর বিকাশে পেয়ে যাবেন এবং বিকাশ অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে।   বিকাশ অ্যাপ্লিকেশন ডাউনলোড করা কোন ব্যাপার নয় খুব সহজে বিকাশ অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়।


     বিকাশ অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে সেখানে একটি বিকাশ  একাউন্ট থাকতে হবে। আপনার যদি কোন বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে সেটি সংযুক্ত করবেন বিকাশ একাউন্টে। আর যদি কোন ধরনের বিকাশ  একাউন্ট না থাকে তাহলে আপনাকে বিকাশ একাউন্ট করে নিতে হবে।


    বিকাশ একাউন্ট  সংযুক্ত করা হয়ে গেলে বা  অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে। আপনাকে বিকাশ  অ্যাপ টি ওপেন করতে হবে সেখানে আপনি সর্বপ্রথম, দেখতে পারবেন সেন্ড মানি, মোবাইল, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, আরো অন্যান্য বিষয়। এখান থেকে আপনাকে অ্যাড মানি এখানে ক্লিক করতে হবে

    ভিসা ও মাস্টর কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম



     অ্যাড মানি তে ক্লিক করার পর পরবর্তীতে সেখানে আপনি দুটি অপশন দেখতে পারবেন, ব্যাংক তো বিকেল, এবং কার্ড টু বিকাশ, তো সেখানে আপনাকে কার টু বিকাশ এখানে ক্লিক করতে হবে।



    কার্ড টু বিকাশ  এই অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আরও দুটি অপশন রয়েছে। সেখানে লেখা রয়েছে মাস্টার কার্ড, ভিসা কার্ড। এখানে আপনাকে ভিসা কার্ডের উপর ক্লিক করতে হবে যেহেতু আপনি কার থেকে   বিকাশে টাকা আনবেন। আর যদি আপনি মাস্টার কার্ড থেকে বিকাশে টাকা আনতে তাহলে মাস্টার  কার্ড ক্লিক করতে হতো



    আপনি যদি ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনতে চান তাহলে ভিসা  এর উপরে ক্লিক করবেন । আর যদি মাস্টার কার্ড থেকে টাকা আনতে চান তাহলে মাস্টার কার্ডের উপর ক্লিক করতে হবে।


    ভিসা বা মাস্টার কার্ড এর উপর ক্লিক করার পর আপনি সেখানে  কার্ড টু বিকাশ দেখতে পারবেন। সেখানে লেখা রয়েছে মাই একাউন্ট এবং আধার একাউন্ট, তো আপনারা সেখানে নিজেদের একাউন্ট হলে  মাই অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করবেন, অন্যদের হলে আদার একাউন্ট এর উপরে ক্লিক করবেন।


    মাই অ্যাকাউন্ট, বা  আদার  একাউন্ট এর উপর ক্লিক করার পর নিচের বিকাশ একাউন্ট নাম্বার দেওয়ার অপশন রয়েছে সেখানে আপনারা বিকাশ একাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এবং তার নিচে লেখা রয়েছে অ্যামাউন্ট তো আপনারা সেখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন যত টাকা আনতে চান।

     

    ভিসা ও মাস্টর কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম

    অ্যামাউন্ট এর নিচে লেখা রয়েছে   প্রটেক্ট proceed তো আপনারা এখন এরপর ক্লিক করবেন ।ক্লিক করার পর সেখানে একটি পেজ ওপেন হবে যদি আপনি মাস্টার  কার্ড এ ক্লিক করে থাকেন তাহলে মাস্টার পেজ ওপেন হবে আর যদি ভিসা এর উপরে ক্লিক করে থাকেন তাহলে  ভিসার পেজ ওপেন হবে।


    যদি আপনি ভিসা মাস্টার হয় তাহলে উপরের লেখা দেখবেন ভিসা তো সেখানে ক্লিক করবেন তার নিচে লেখা  দেখবেন আপনার ভিসা কার্ডের তথ্য সংগ্রহ তো সেখানে আপনার ভিসা কার্ডের নাম্বার, ভিসা কার্ডের মেয়াদ এবং ভিসা কার্ডের ভেরিফিকেশন নাম্বার যুক্ত করে সেন্ড করুন ।


    সমস্ত তথ্য দেয়া হয়ে গেলে আপনারা ওটিপি কোড পাবেন ওটিপি কোড দিয়ে কাঙ্খিত লেনদেন কাজ সম্পন্ন করতে পারবেন খুব সহজে।

    ভিসা কার্ড দিয়ে মোবাইল রিচার্জ

    ভিসা কার্ড দিয়ে মোবাইল রিচার্জ  করার জন্য সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপ দিয়ে ভিসা কার্ড থেকে অ্যাড মানি করতে হবে তারপর বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে হবে। বিকাশ অ্যাপ অ্যাড মানি মাধ্যমে আপনি  মোবাইল রিচার্জ করতে পারবেন সর্বোচ্চ এক দিনে পাঁচবার অ্যাডনানি করতে পারবেন। 


    এবং বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি দু লক্ষ  টাকা সর্বোচ্চ ভিসা কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন বা তুলতে পারবেন।


     ভিসা কার্ডের সুবিধা থাকার কারণে ভিসা কার্ড দিয়ে আপনি খুব সহজেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি বিশ্বাস করতে পারেন সেজন্য আপনার বেশি  বেগ পোহাতে হয় না খুব সহজে এবং অনেক কম সময়ের মধ্যে আপনি  ভিসা কার্ড থেকে  মোবাইল রিচার্জ করতে পারেন।


     উপরে বলা হয়েছে কিভাবে বিকাশ ইনস্টল করে তারপর অ্যাকাউন্ট সংযুক্ত করে এবং অ্যাড মানি তে প্রবেশ করতে হয়। অ্যাড মানি করার পর আপনার  বিকাশে টাকা সংযুক্ত হবে বিকাশ থেকে আপনি মোবাইল   চার্জ করে নিবেন।


     আশা করি আপনার এই পোস্টটি বুঝতে পেরেছেন এই পোস্টে  ভিসা কার্ড থেকে নানা ধরনের সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে কিভাবে  ভিসা কার্ড পাওয়ার উপায় ভিসা কার্ড, খোলার উপায় ভিসা কার্ড ব্যবহার, এবং ভিসা কার্ডের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়েছে ।


    এবং আরো আলোচনা করা হয়েছে ভিসা কার্ড থেকে  বিকাশ একাউন্টে আনার উপায়, ভিসা কার্ড থেকে মোবাইল রিচার্জ ইত্যাদি নানা ধরনের  বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । আশা করা হয় আপনারা বুঝতে পেরেছেন।


    এধরনের তথ্যমূলক পোষ্ট প্রতিনিয়ত পাওয়ার জন্য এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন এই ওয়েবসাইটে প্রতিনিয়ত এই ধরনের তথ্যমূলক পোস্ট করা হয়।  পূর্বে আরো এই ওয়েবসাইটে তথ্যমূলক  পোস্ট করা হয়েছে সেগুলো দেখতে পারেন সেখান থেকে আপনারা  প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন।

    LikeYourComment