ডাচ বাংলা ব্যাংক স্যালারী লোন-ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন-ডাচ বাংলা ব্যাংক হোম লোন ঠিকানা

ডাচ বাংলা ব্যাংক লোন, ডাচ বাংলা ব্যাংক স্যালারী লোন,ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন,ডাচ বাংলা ব্যাংক হোম লোন ঠিকানা,ডাচ বাংলা ব্যাংকের সুদের হার

     আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভাল আছেন আজকে আলোচনা করব ডাচ বাংলা ব্যাংক লোন সম্পর্কে এই পোস্টে বিস্তারিত  আলোচনা করব ডাচ-বাংলা ব্যাংকের লোন সম্পর্কে আপনারা ধৈর্য্য সহকারে সম্পূর্ন পোস্ট পড়ুন তাহলে ডাচ বাংলা ব্যাংক   লোন  সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন 


    এখানে উল্লেখ করা হলো না যে কি কি বিষয় নিয়ে এ পোস্টটি করা হয়েছে এই পোস্টটি এমনভাবে করা হয়েছে ডান্স বাংলা ব্যাংক থেকে যে কোনো নিয়মের থাকুক না কেন লোন নেওয়ার নিয়ম সকল লোন নেওয়ার নিয়ম এবং যা যা প্রয়োজনঃ সকল কিছু পোস্টে দেয়া হয়েছে সম্পূর্ণ পোস্ট করলে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করা যায়।


    আমরা যে পরিমাণ আয় করি  কখনো কখনো এমন হয়ে দাঁড়ায় সে পরিমাণ আয় যথেষ্ট হয়না ।তাই পরিবার বা ব্যক্তিগত কাজে আর্থিক ঘাটতি দেখা দিলেন ব্যাংক থেকে আমরা ঋণ বা লোন এর দ্বারস্থ হয়ে থাকে। ব্যক্তিগত ঋণ বা  পার্সোনাল  লোন এর চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি।


    ব্যক্তিগত বা পার্সোনাল লোন এর চাহিদা বেশি থাকার কারণ হলো একটা ঝামেলা মুক্ত এবং  কম ডকুমেন্ট লাগে এবং কি খুব দ্রুত সময়ের মধ্যে প্রসেস করা হয়। কিন্তু পার্সোনাল লোন নেওয়ার আগে আপনাকে কিছু বিষয়ে খোঁজখবর নিতে হবে কোন ব্যাংকের ইন্টারেস্ট কেন এবং অন্যান্য সুবিধা কেমন থাকেন ।


    অনেক ব্যাংক পর্যালোচনা করে জানা গেছে এবং আমি এক ব্যক্তির কাছ থেকে জানতে পেরেছি বাংলাদেশের বাংলা ব্যাংকের ইন্টারেস্ট রেট অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক কম। 


    এবং কি  ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল  লোন আপনি খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। মনে রাখবেন বাংলাদেশের অন্যান্য ব্যাংকের তুলনায় ডাচ-বাংলা ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক কম।


    এ পোস্টে এত পরিমাণ তথ্য দেয়া হয়েছে অন্যান্য  ওয়েবসাইটে নাও পেতে পারেন। 


    অন্য বিষয়

    অনলাইনের জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ(yyy mm dd) দিয়ে জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন অনলাইনের কপি ডাউনলোড জানতে ক্লিক করুন

    ব্যাংক চেক লেখার নিয়ম জানতে ক্লিক করুন

    ভোটার আইডি কার্ড অনলাইন কপি,ভোটার আইডি কার্ড দেখার নিয়ম জানতে ক্লিক করুন

    ডাচ বাংলা ব্যাংক লোন



    স্মার্ট কার্ড ডাউনলোড,অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড,স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাই জানতে ক্লিক করুন

    অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে,অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন জানতে ক্লিক করুন

      ভিসা কার্ড খোলার নিয়ম  ভিসা ও মাস্টার কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম, মাস্টার ভিসা কার্ড এর ব্যবহার,  বাংলাদেশের কোন ব্যাংক ভিসা কার্ড দেয়, ফ্রি ভিসা কার্ড , ফ্রি ইন্টারন্যাশনাল ও ভিসা মাস্টার কার্ড জানতে ক্লিক করুন

    Dutch Bangla Bank Loan


    ডাচ বাংলা ব্যাংক লোন

    ডাচ বাংলা ব্যাংকের লোনের জন্য আবেদন করতে পারবে বেতন যুক্ত ব্যক্তি (salaried person),আপনি যদি কোথাও জব করেন এবং প্রতিমাসে যদি আপনি স্যালারি পান এবং আপনার স্যালারি  যদি কোন ব্যাংক একাউন্টে  যুক্ত হয়।


    অথবা  আপনার সেলারি অর্ধেক আপনি ক্যাসে হাতে পান এবং বাকি অর্ধেক ব্যাংক একাউন্টে পান। তাহলে আপনি বেলুন এর জন্য আবেদন করতে পারবেন।


    ডাচ বাংলা ব্যাংকের লোনের জন্য আবেদন- ব্যক্তিগত লোন এর আবেদন


    পেশাদার ব্যক্তি লোনের জন্য আবেদন করতে পারবেন যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার,  architect,, fca,,ca  ইত্যাদি ।আকবর তৃতীয় নাম্বার হচ্ছে বাড়িওয়ালা ,ধরেন ঢাকা শহরে আপনার একটি বাড়ি আসে বাড়ি থেকে প্রতিমাসে আপনি ভাড়া পাচ্ছেন তাহলে আপনিই লোনের জন্য আবেদন করতে পারেন।


    চতুর্থ নাম্বারে রয়েছে ব্যবসায়ী আপনার যদি একটি বিজনেস থাকে এবং সেই ট্রেড লাইসেন্স থাকে তো আপনি প্রতিমাসে   বিজনেস থেকে যে পরিমাণ টাকা ইনকাম করেন আমি জানাচ্ছি আপনার  বিজনেস থেকে কি পরিমান   টাকা ইনকাম হলে আপনি  ব্যাংকের লোন এর জন্য আবেদন করতে পারেন।


    লোনের পরিমাণ পার্সোনাল একাউন্ট লোন এর পরিমান


    লোন এর সর্বনিম্ন পরিমাণ 50000 টাকা, লোনের সর্বোচ্চ বা সর্বাধিক পরিমাণ 20 লক্ষ টাকা, এবং লোনের মেয়াদ থাকবে এক থেকে পাঁচ বছর। 


    ডাচ বাংলা ব্যাংকের সুদের হার

    ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল ভাবে সুদের হার 7.50% বা মুনাফার হার 7.50%। এবং আপনি যদি অন্য ব্যাংক থেকে টেকওভার করেন উদাহরণ হিসেবে ধরুন  আপনি ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়েছেন বা অন্য ব্যাংকে লোন আছে সেই লোনটি এখন আপনার শেষ হয়নি ।

    এখন আপনি চাচ্ছেন লোনের যে পরিমান আছে সেটা যদি আপনি ডাচ-বাংলা ব্যাংকে টেকওভার করেন  তাহলে আপনার  সুদের হার বাম মুনাফার হার ইন্টারেস্ট হবে 7.00%।


    তারমানে আপনি যদি ডাচ-বাংলা ব্যাংক থেকে নতুন বললেন তাহলে আপনার ইন্টারেস্ট হবে 7.50 % আর যদি অন্য কোন ব্যাংক থেকে  টেকওভার করে আনেন তাহলে ব্যাংকের সুদের হার হবে7.50% 


    নতুন  লোন এর ক্ষেত্রে প্রসেসিং ফ্রী 0.5-1% ।আর আপনার যদি অন্য ব্যাংক থেকে  টেক অফার করে আনেন তাহলে প্রসেসিং ফি কোন টাকা লাগবে না। ডাচ বাংলা ব্যাংক একাউন্ট পর্যন্ত মার্কেটে কতগুলো ব্যাংক লোন সেল করতেছে পার্সোনাল লোন। যেহেতু বাংলাদেশের ব্যাংকের একটি নিয়ম-নীতি রয়েছে ম্যাক্সিমাম ব্যাংকের লোন হচ্ছে 9 শতাংশ। 

    -

    অনেক ব্যাংক এনালাইসিস করার পর দেখা যায় ডাচ বাংলা পার্সোনাল লোন এর সুদের হার সবচেয়ে কম। তো ডাচ বাংলা ব্যাংকের লোন নেয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন।


     ডাচ বাংলা ব্যাংকের লোন পাওয়ার যোগ্যতা

    ডাচ বাংলা ব্যাংক লোন পাওয়ার যোগ্যতা প্রথম রয়েছে বয়স অবশ্যই আপনার বয়স 18 থেকে 70 বছর পর্যন্ত।এবং  দ্বিতীয় রয়েছে জাতীয়তা বাংলাদেশের নাগরিকত্ব পরিচয় পত্র  বা ভোটার আইডি কার্ড । এবং আপনার মাসিক আয় হতে হবে 30 থেকে 50 হাজার টাকা। আপনি যদি বেতন যুক্ত ব্যক্তি, বা আপনি পেশাদার,বা আপনি কোন বাড়ির মালিক সেখান থেকে 30 থেকে 50 হাজার টাকায় হয়।


    এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে প্রতি মাসে 50 হাজার টাকা ইনকাম হলে আপনি ডাচ বাংলা ব্যাংকের লোনের জন্য আবেদন করতে পারেন ।কাজের অভিজ্ঞতা আপনি যদি সেলারি পার্সোন তাহলে আপনার এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা বা  এক্সপ্রেন্স থাকতে হবে।


    আর আপনি যদি পেশাদার হয় যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার তাহলে আপনার 6 মাসের প্র্যাকটিস এর এক্সপেরিয়েন্স থাকতে হবে।  আর আপনি যদি বাড়িওয়ালা হতাম তাহলে কোন এক্সপ্রেন্স আর দরকার নাই। যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসার বয়স কমপক্ষে দুই বছর হতে হবে।তাহলে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন।


    কত টাকার হলো  কত টাকা কিস্তি


    কত টাকা লোন নিলে কত টাকা কিস্তি আসবে তা জানুন এবং টোটাল ইন্টারেস্ট আপনাকে কত দিতে হবে সে সম্পর্কে জানুন ডাচ বাংলা ব্যাংক থেকে নতুন লোন নিলে  আপনি যদি তিন বছরের জন্য এক লাখ টাকা লোন নেন ।তাহলে তার ইন্টারেস্ট আসবে 7.50 % মেয়াদ 3 বছর।


    এবং প্রতি মাসে একটি করে কিস্তি টোটাল খিস্তি দিতে হবে 36 টি ।মাসিক কিস্তি হবে 3110.62  টাকা। 100000 টাকার জন্য তিন বছর মেয়েদের মোট ইন্টারেস্ট প্রদান করতে হবে 11 হাজার 982.39  টাকা ।


    আপনি যদি পাঁচ বছরের জন্য পাঁচ লাখ টাকা নতুন লোন নেন  তাহলে আপনার ইন্টারেস্ট বা  সুদের পরিমাণ  7.50% মেয়াদ হবে পাঁচ বছর এবং মোট কিস্তি হবে সেটি প্রতিবছর বারোটি করে প্রদান করতে হবে। এবং মাসিক কিস্তি হবে 10 হাজার 18 . 97 টাকা ।নট ইন্টারেস্ট আসবে এক লক্ষ এক হাজার 138 .5 টাকা।


    আপনার যদি ডাচ বাংলা থেকে  পাঁচ লাখ টাকার লোন নেন পাঁচ বছরের জন্য তাহলে আপনাকে 5 লক্ষ টাকার সাথে অতিরিক্ত দিতে হবে এক লক্ষ এক হাজার 138 .5 টাকা ।

     যত কম সময়ের মধ্যে টাকা পরিশোধ করবেন তত সুদ হার কমবে


    পাঁচ বছরের জন্য 5 লাখ টাকা অন্য ব্যাংক থেকে টেকওভার

     আপনি যদি অন্য কোন ব্যাংক থেকে 5 লাখ টাকা ডাচ-বাংলা ব্যাংকের টেকওভার করেন । তাহলে 5 লক্ষ টাকার ইন্টারেস্ট হবে 7.00% এবং মেয়াদ হবে পাঁচ বছর । অ্যাবাউট কিস্তি হবে 60 টি । প্রতি মাসে আপনাকে মাসিক কিস্তি দিতে হবে 9900 .59  টাকা ।তাহলে মোট ইন্টারনেট দিতে হবে 94 হাজার 35 .97 টাকা ।


    ধরুন আপনার অন্য একটি ব্যাংকে একাউন্ট আছে  সে ব্যাংকে ইন্টারেস্ট 9% করে দিয়েছে কিন্তু আপনি যদি সেই একাউন্টে ডাচ-বাংলা ব্যাংকে টেকওভার করে আনেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট 9 থেকে7 চলে আসবে ।এবং মোট ইন্টারেস্ট এর পরিমাণ কমে যাবে।


    এই ক্যালকুলেশন করা হয়েছে এ পোস্টের জন্য যদি আপনাদের ধরুন দুই বছরের 5 বছরের বা 10 লাখ টাকা   20 লাখ টাকা তাহলে আপনারা সেই অনুযায়ী ক্যালকুলেশন করে নিবেন। আপনারা এক্সেলে যতক্যালকুলেশন করতে পারেন বা গুগোল প্লেস্টরে অনেক ধরনের অ্যাপস রয়েছে সেগুলোতে ক্যালকুলেশন করে নিতে পারেন।


    ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার জন্য কি কি প্রয়োজন

    বেতনভুক্ত ব্যক্তি


    ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, ভিজিটিং কার্ড অথবা অফিস আইডি কার্ড, ইউটিলিটি বিল  আপনি যে কোন বিলের কাগজ দিতে পারেন বিদ্যুৎ পানি গ্যাস দিস  প্রেজেন্ট ভেরিফিকেশন করার জন্য, টিন সার্টিফিকেট/ ই -টিন পাঁচ লাখ টাকার বেশি নিলে  টিন সার্টিফিকেটলাগবে তাহলে লাগবে না ।গ্যারান্টেড ছবি এনআইডি কার্ড।

     

    পেশাদারদের ক্ষেত্রে প্রয়োজন  কাগজপত্র


    ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, ভিজিটিং কার্ড অথবা অফিস আইডি কার্ড, ইউটিলিটি বিল  আপনি যে কোন বিলের কাগজ দিতে পারেন বিদ্যুৎ পানি গ্যাস দিস  প্রেজেন্ট ভেরিফিকেশন করার জন্য, টিন সার্টিফিকেট/ ই -টিন পাঁচ লাখ টাকার বেশি নিলে  টিন সার্টিফিকেটলাগবে তাহলে লাগবে না ।গ্যারান্টেড ছবি এনআইডি কার্ড।


    ব্যবসায়ী ক্ষেত্রে কাগজপত্র প্রয়োজন


    ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, ভিজিটিং কার্ড অথবা অফিস আইডি কার্ড, ইউটিলিটি বিল  আপনি যে কোন বিলের কাগজ দিতে পারেন বিদ্যুৎ পানি গ্যাস দিস  প্রেজেন্ট ভেরিফিকেশন করার জন্য, টিন সার্টিফিকেট/ ই -টিন পাঁচ লাখ টাকার বেশি নিলে  টিন সার্টিফিকেটলাগবে তাহলে লাগবে না ।গ্যারান্টেড ছবি এনআইডি কার্ড।


     বাড়িওয়ালার ক্ষেত্রে কাগজপত্র প্রয়োজন


    ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট,  ইউটিলিটি বিল  আপনি যে কোন বিলের কাগজ দিতে পারেন বিদ্যুৎ পানি গ্যাস দিস  প্রেজেন্ট ভেরিফিকেশন করার জন্য, টিন সার্টিফিকেট/ ই -টিন পাঁচ লাখ টাকার বেশি নিলে  টিন সার্টিফিকেটলাগবে তাহলে লাগবে না ।গ্যারান্টেড ছবি এনআইডি কার্ড।


    পেশাদার ,বাড়িওয়ালা, ব্যবসায়ী সবার ক্ষেত্রে একই ধরনের কাগজপত্র লাগবে শুধুমাত্র বাড়িওয়ালার ক্ষেত্রে ভিজিটিং কার্ড এর প্রয়োজন হবে না। 


    * যারা চাকরি করছেন তাদের জন্য অতিরিক্ত কাগজপত্র লাগবে সেলারি সার্টিফিকেট/পে-স্লিপ ।   গত তিন মাসের পে-স্লিপ আর না হয়  সালারি সার্টিফিকেট ।


    *আর আপনি যদি পেশাদার ডাক্তার বা ইঞ্জিনিয়ার তাহলে আপনার পেশাদার সার্টিফিকেট কপি লাগবে ।


    *আর আপনি যদি বাড়িওয়ালারা না তাহলে আপনি যে বাড়ি ভাড়া দিচ্ছেন ভাড়াটিয়ার সাথে যে আপনার এগ্রিমেন্ট রয়েছে তার এগ্রিমেন্ট কপি  অথবা  ভাড়া আদায়ের রশিদ । 


    * আর আপনার যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স এর কপি অথবা মেমোরান্ডেম  কপি ।


    তো আপনারা এই ইনফরমেশন বা কাগজপত্র সাহায্যে আপনারা ডাচ-বাংলা ব্যাংকে পার্সোনাল একাউন্ট এর জন্য আবেদন করতে পারেন খুব সহজে। 


    ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন

    ডাচ বাংলা ব্যাংকের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পার্সোনাল ক্ষেত্রে কন্টাকচুয়াল এমপ্লয়ী ও এই লোন নিতে পারবেন।অনেকে বিভিন্ন ব্যাংকে জব করে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন তারা হয়তো পার্মানেন্ট এমপ্লয়ী না ।


    এতদিন  পার্মানেন্ট নাহলে কোন ব্যাংক থেকে লোন বা ক্রেডিট কার্ড নিতে পারবে না এপ্লাই করলে সেটি ডিক্লাইন হত । ডাচ বাংলা ব্যাংক থেকে  পার্সোনাল  এর জন্য  কোন কন্টাক চুয়াল চাইলে আবেদন করতে পারবে এবং তিনি লোনটি  নিতে পারবেন।


    এবং চাইলে যেকোনো সময়  আংশিক বা ফুল  আর্লিসেটেলমেন্ট করা যায়।বিষয়টি আপনাদের বুঝিয়ে বলুন ধরুন আপনি পাঁচ লাখ টাকার লোন নিয়েছেন পাঁচ বছরের জন্য কিন্তু হঠাৎ করে এক বছর পর আপনার কাছে টাকাগুলো চলে আসলো


    এখন আপনি চাচ্ছেন যে  লোনার  কন্টিনিউ করবেন না তাহলে সম্পন্ন টাকা দিয়ে আপনি এখানে লোন বন্ধ করে দিতে পারেন আর যদি মনে করেন আমি এখন দু'লাখ টাকা দিয়ে দেব আর তিন লক্ষ টাকা কন্টিনিউ করব আপনি চাইলে দু'লাখ টাকা আর্লিসেটেলমেন্ট করতে পারবে।এবং এটি যেকোন সময় করতে পারবেন


    আংশিক   আর্লিসেটেলমেন্ট  ফ্রী ১ %. ফুল আর্লিসেটেলমেন্ট ২ % ।আপনি চাইলে আপনার পরিবারের যেকোনো সদস্যগণের সাথে চাইলে এই লোন জয়েন্টলি আবেদন করতে পারেন। 


    এর কারণ হচ্ছে হয়তো আপনার যে ইনকাম টা কম হচ্ছে আপনি যদি বেশি লোন পেতে চান তাহলে আপনি ফ্যামিলির যে কোন যোগ করে বেশি লোন নিতে পারেন হতে পারে ভাই-বোন বাবা-মাজয়েন্টলি নিয়ে আবেদন করতে পারেন  ইত্যাদি ইত্যাদি।


    আপনাদের  দুজনে  অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনারা  লোনের আবেদন করতে পারেন   যেহেতু আপনার বেতনের উপর লোন পাবেন আপনি। আর যদি আপনার পরিবারের  কাউকে সাথে নেন তাহলে বেশি লোন পাওয়ার সম্ভাবনা থাকে। 


    এবং এ লোনের পরিমাণ যদি 5 লক্ষ টাকার কম হয় তাহলে ই- টিন সার্টিফিকেট লাগবে না।5 লক্ষ টাকার বেশি হলে আপনার ই- টিন  লাগবে ।


     ডাচ বাংলা ব্যাংক স্যালারী লোন

    ডাচ বাংলা ব্যাংক থেকে স্যালারি লোন ।লোন নেওয়ার  যোগ্যতা যে ব্যক্তির লোন নিতে চায় তার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে ।নন চাওয়া কর্মচারীরা ন্যূনতম মাসিক বেতনের জন্য আবেদন করতে পারবেন 10 হাজার টাকা। তবে 30000 টাকার মধ্যে হলে আপনার লোন নিতে পারবেন অবশ্যই। তবে ডাচ বাংলা ব্যাংক থেকে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।


    আপনি যদি ঋণ নিতে চান তাহলে প্রথমে আপনার ডিবিএল একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে। আপনি যদি ঋণ নিতে চান তাহলে আপনাকে ঋণগ্রহীতাকে এক ধরনের নিরাপত্তা দিতে হবে। 

    ডাচ বাংলা ব্যাংক এর স্যালারি লোন  ঋণ নিষ্পত্তির নিয়ম


    মাসিক কিস্তিতে(ইএমআই) একই পরিমাণ অর্থ পরিশোধ করে গ্রাহক পরিপক্কতা সময় পুরো ঋণ পরিশোধ করতে পারবেন লাভের হার সর্বোচ্চ 9% পরিবর্তনশীল । ডাচ বাংলা ব্যাংকের সুদের হার 7%।


    যাইহোক আপনার যত কম সময়ে ঋণ পরিশোধ করবেন সুদের হার তত  কম হবে, অনুমোদনের সময় 15 কার্যদিবস লাগবে। আপনি কত টাকা পাবেন তা আপনার মাসিক আয় এর উপর নির্ভর করবে। 

    ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন নেয়ার জন্য যে কাগজপত্র প্রয়োজন


    একটি সুন্দর পাস্পোর্ট সাইজের রঙিন ছবি, ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট এর ফটোকপি, আয় এবং পেশা প্রমাণ, অফিসের পরিচয় পত্রের কপি এবং পরিচয় পত্র/ পে-স্লিপ / বেতন বা চাকরিপ্রাপ্তুদের বেতন সনদ ইত্যাদি।


    পেশাদারদের ক্ষেত্রে প্রয়োজন হবে প্রাসঙ্গিক ডিগ্রির সার্টিফিকেট। ছয় মাসের ব্যাঙ্ক হিস্ট্রি/স্টেটমেন্ট।ব্যক্তিগত গ্যারান্টি। E-tin বা টিন সার্টিফিকেট ।অন্যান্য প্রয়োজনীয় তথ্য এবং নিরাপত্তা।


     এগুলোর মাধ্যমে আপনি খুব সহজে ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে পারবে। ডাচ-বাংলা ব্যাংক থেকে সেলারি লোন নেয়া খুবই সহজ।


    ডাচ বাংলা ব্যাংক হোম লোন ঠিকানা


     ডাচ বাংলা ব্যাংক হোম লোন  ঠিকানা বর্তমানে যে ব্যাংক হোম লোন দিচ্ছে তার মধ্যে সবচেয়ে অন্যতম ডাচ বাংলা ব্যাংক হোম লোন। ইন্টারেস্ট এর পরিমাণ সবচেয়ে কম আপনি চাইলে কম সময়ের মধ্যে ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোন নিতে পারেন ।


    নিম্নে আপনারা ডাচ বাংলা ব্যাংক হোম লোন সম্পর্কে এ টু জেড জানতে পারবেন।

    কোন কোন ক্ষেত্রে আপনি হোম লোন নিতে পারেন । আপনি যদি নতুন বাড়ি করার চিন্তা করেন তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে চোখ বুজে লোন নিতে পারেন।সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত।

     

    আপনি একটা বাড়ি করেছেন এক তালা আপনি দোতলা তিনতলা সংস্কার করার চিন্তা করতেছেন আপনি না আবার পুনরায় লোন নিতে পারেন আপনি যদি একটা প্লট ক্রয় করার চিন্তা করেন ধরুন কোথাও জায়গা পছন্দ হলো অথবা আপনি রেডিমেট কোন বাড়ি ক্রয় করার চিন্তা করলেন সম্পন্ন সে ক্ষেত্রে আপনি ওই বাড়ির বিপরীতে আপনি 70 পার্সেন্ট পর্যন্ত লোন পেতে।


     পারেন 2 কোটি টাকা পর্যন্ত দুই কোটির বেশি না এছাড়াও বেশ কিছু ইন্সট্রাকশন রয়েছেন 

     ডাচ বাংলা ব্যাংকের আবেদন করতে পারেন 


    কারা কারা থেকে আবেদন করতে পারবেন যদি কোন চাকরি বেতন ব্যক্তিবর্গ করতে পারেন পেশাদার যেমন ডক্টর ইঞ্জিনিয়ার বা যে কোন চাকরিজীবী এছাড়াও বাড়িওয়ালা ব্যবসায়ী  যার ইনকামের ব্যবস্থা রয়েছে ।


    লোনের পরিমাণ কত ইন্টারেস্ট কি পরিমাণ হবে এবং মেয়াদকাল কত দিন 


    লোনের সর্বনিম্ন পরিমাণ 2 লক্ষ টাকা সর্বোচ্চ 2দুই কোটি টাকা মেয়াদকাল 25 বছর পর্যন্ত ইন্টারেস্ট রেট 7.50%  ।


    ডাচ বাংলা ব্যাংক থেকে লোন পাওয়ার যোগ্যতা


    আপনি 18 বছর থেকে 70 বছরের মধ্যে হতে হবে বাংলাদেশ জাতীয় বাদের লোক হতে  হবে মাসিক আয় কমপক্ষে 30000 টাকা হতে হবে ।আর বাড়িওয়ালা যদি হয়ে থাকেন তাহলে 50 হাজার টাকা ব্যবসায়িক ক্ষেত্রে 50 হাজার টাকা হতে হবে ।

    কাজের অভিজ্ঞতা

    আপনি যদি বেতনভুক্ত ব্যক্তিবর্গের কোন চাকরি করেন তাহলে কমপক্ষে চাকরির বয়স এক বছর হতে হবে এবং আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার কমপক্ষে ছয় মাসের প্র্যাকটিস  থাকতে হবে।


    আপনি যদি  বাড়ি ওয়ালা হন তাহলে আপনার বাড়ি আছে এবং ভাড়াটিয়া আছে এর প্রমাণ দিতে হবে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে কমপক্ষে দুই বছর ব্যবসার অভিজ্ঞতা এবং ব্যবসার দুই বছর বয়স হতে হবে এবং ট্রেড লাইসেন্স থাকতে হবে।এবং দেখাইতে হবে ।


    ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোন ঠিকানা লোন নেওয়ার জন্য কাগজপত্র প্রয়োজন কি কি

    আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, ভিজিটিং কার্ড বা অফিস আইডি কার্ডের ফটোকপি  বাড়িওয়ালা হলে লাগবে না ভিজিটিং কার্ড,


     ই-টিন সার্টিফিকেটের ফটোকপি পাঁচ লাখ টাকার বেশি হলে টিন সার্টিফিকেট লাগবে কম হলে লাগবে না।


    এছাড়াও আপনার কাগজপত্র লাগবে ইউটিলিটি বিল এর ফটোকপি  যেকোনো বিলের কপি হতে পারে বিদ্যুৎ পানি গ্যাস  ইত্যাদি ইত্যাদি। 


    কো এপ্লিকেশন্টের ২ কপি ছবি এবং এর সাথে ভোটার আইডি কার্ডের এনআইডি কার্ডের ফটোকপি। আপনি বেতনভুক্ত হলেন সেলারি সার্টিফিকেট বা  পে স্লিপ ও ব্যাংক স্টেটমেন্ট 6 মাস মেয়াদী। 


    আপনি যদি পেশাদার হন তাহলে পেশাদার সার্টিফিকেটের কপি, লতার পেটের নিচের আয়াত ডিক্লারেশন এবং ব্যাংক স্টেটমেন্ট এক বছর।

     

    আর যদি আপনি ব্যাবসায়ি হোন তাহলে তিন বছরের ট্রেড লাইসেন্স এর কপি, আর যদি কোন ব্যবসার পার্টনারশিপ  এর ফটোকপি এক বছরে ব্যাংক স্টেটমেন্ট  কোম্পানি  থাকে তাহলে কোম্পানি ট্রেড লাইসেন্স এবং এর সাথে টিন সার্টিফিকেট দিতে হবে।


    বাড়িওয়ালা হলে বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট কপি, বাড়ি ভাড়ার বিষয়ে ডিক্লামেশন কপি, বাড়ি ওনারশিপ ডকুমেন্ট ও ব্যাংক স্টেটমেন্ট এবং এক বছরের স্টেটমেন্ট ব্যাংক।


    উপরোক্ত তথ্য অনুসারে যদি আপনি ডাচ বাংলা ব্যাংকে লোনের জন্য আবেদন করেন তাহলে খুব সহজে লোন পেয়ে যেতে পারেন।


     আশা করি আপনারা এই পোস্টটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আলোচনা করা হয়েছে  ডাচ বাংলা ব্যাংকের লোনের জন্য যাবতীয় যা যা দরকার সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এর সম্পূর্ণ যদি করে থাকেন তাহলে আপনি বাংলা ব্যাংক থেকে কিভাবে লোন নিতে হয় তা বিস্তারিত জানতে পেরেছেন।


     প্রতিনিয়ত এ ধরনের তথ্যমূলক পোস্ট পাওয়ার জন্য এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন এই ওয়েবসাইটে প্রতিনিয়ত এ ধরনের পোস্ট করা হয় এবং  এই ওয়েবসাইটে পূর্বে আরো তথ্যমূলক পোস্ট করা হয়েছে সেগুলো দেখতে পারেন সেখান থেকে আপনারা আপনাদের   প্রয়োজনীয় তথ্য নিতে পারেন।


    LikeYourComment