অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম-সেলফিন একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়মরেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাকে প্রথমে ফোন নাম্বার দিতে বলবে ত

     ইসলামী ব্যাংকের সেলফি নেট ব্যবহার করে আপনি ঘরে বসে খুব সহজে খুলতে পারবেন অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট।বাংলাদেশে  যে কোনো   ইসলামী ব্যাংকের   শাখা থেকে তুন নিতে পারবেন আপনার কাঙ্খিত টাকা। 

    অনলাইনের জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd এবং অনলাইনের কপি ডাউনলোড করতে ক্লিক করুন

    অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন মাত্র 5 মিনিটে মধ্যে।কিভাবে আপনারা সেলফিন নেট ব্যবহার করে ইসলামী ব্যাংক খুলতে পারবেন অনলাইনে মাধ্যমে ।এই পোস্টের মধ্যে   বলে দিব কিভাবে অনলাইনে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন এর জন্য সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন-

    অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে এবং অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন জানতে ক্লিক করুন

    অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

    অনলাইন থেকে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হল গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সেলফিন একাউন্ট। সেলফিনঅ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করুন cell fin.,, তাহলে আপনি পেয়ে যাবেন সেলফিন  অ্যাপ।

    কিছু কথা বলেনি  যদি আপনাদের সেলফিন একউন্ট  থাকে তাহলে লগইন করবেন ।আর যদি না থাকে তাহলে রেজিস্টার এ ক্লিক করবেন। আমি বলতেছি যে কিভাবে অনলাইনে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলব । তাই ইসলামী এখউন্ট খুলার জন্য রেজিস্টার এ ক্লিক করুন।

    নিম্নে দেখুন একটি পিকচার দেওয়া রয়েছে সেখানে প্রথম এবং  দ্বিতীয় রয়েছে প্রথমে রয়েছে অ্যাপটি ওপেন করার পর অবস্থান এবং দ্বিতীয়তো রয়েছে রেজিস্টার বাটনে ক্লিক করার পর অবস্থা । এর নিচে রিস্তারিত দেখুন-

    ব্যাংকের চেক লেখার নিয়ম জানতে ক্লিক করুন

    অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম



    ইংরেজিতে চেক লেখার নিয়ম জানতে ক্লিক করুন

    রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাকে প্রথমে ফোন নাম্বার দিতে বলবে তারপর সিলেট অপারেটর    করতে বলবে এরপর 6 ডিজিটের পিন নাম্বার দিতে বলবে| আপনি উপরের পিকচারের   দ্বিতীয় লেখা সেখানে খেয়াল করবেন প্রথম একটি লাল দাগ দেয়া হয়েছে সেটি  বোঝানো হয়েছে  অপারেটর সিলেট  তো আপনার একাউন খোলার জন্য অপারেটর অপসনে ক্লিক করবেন। 

    দ্বিতীয় দাগদ্বার  বুঝানো হয়েছে   টিক মার্ক । তো আপনারা ফোন নাম্বার দিবেন তার পর অপারেটরে সিলেট  করবেন  তারপর   6 ডিজিটের একটি পিন দিবেন এবং তার পর  টিকমার্ক সিলেট করে দিবেন। 

    টিক মার্ক এর রেজিস্টার করার পর দেখবেন সেখানে লেখা রয়েছে রেজিস্টার (Register) .তো আপনারা রেজিস্টার এ ক্লিক করে দিবেন। তারপর একটি পপ-আপ আসবে সেটা আপনারা এলাউ(allow) করে দিবেন।

    তারা বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড নাম্বার চলে এসেছে 6 ডিজিটের যখন আপনি ইসলামী ব্যাংক একাউন্ট খুলবেন অবশ্যই যে নাম্বার দিয়ে খুলবেন সে নাম্বারটি  যেন আপনার ফোনে চালু থাকে যেহেতু সে নাম্বারে  ওটিবি করতে আসবে।

    এই নাম্বারটি সব সময় চালু রাখবেন পরবর্তীতে সমস্যা হলে সমস্যা এই সাম্বার দ্বারা সমাধান করতে পারবেন।তারপর আপনি সাবমিট(submit) বাটনে ক্লিক করবেন।

    সাবমিট এ ক্লিক করার পর দেখতে পারবেন একটি পেজ অপেন হয়েছে সেখানে লেখা রয়েছে upload your NID । এই পেজ অপেন হলে দেখতে পারবেন দুইটি ঘর হয়েছে প্রথম ঘরে নিচের দিকে লেখা দেখবেন আপলোড এনআইডি  এই পেজ অপেন হলে দেখতে পারবেন দুইটি ঘর হয়েছে প্রথম ঘরে নিচের দিকে লেখা দেখবেন আপলোড এনআইডি  ফন্ট (Upload NID font)

    আপনারা এখন Upload NID fontএর উপর ক্লিক করুন।ক্লিক করার পর এলাউ(allow) অপশন আসবে সেখান থেকে এলাউ(allow)করে দিবেন।তারপর আপনার সামনে ক্যামেরা চলে আসবে আপনার ফোনের ক্যামেরা অন করলেই আপনার ফোনের ক্যামেরা চালু হয়ে যাবে।

    ছবিটি তুলে নেবেন ফ্রন্ট  ফন্ট সাইটের। মানে ভোটার আইডি কার্ডের উপরাংশ যেখানে আমাদের নাম এবং পিতা-মাতার নাম থাকে। সেটাকে ফোন্ট সাইট  বলা হয়। ভোটার আইডি কার্ডের  ফন্ট  সাইজের ছবি তোলা হয়ে গেলে নিচের দিকে পারবেন সেখানে ক্লিক করে দিবেন।

    ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ সাইজ  সাইট ছবি তোলা হয়ে গেল আপনাকে  ক্রপিং    অপশন দেয়া হবে আপনি ক্রপিং করবেন নিম্নে পিকচার দেখুন-

    এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা পাঠানোর নিয়ম জানতে ক্লিক করুন

    অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

    মোবাইল কতদিন ব্যবহার হয়েছে জানতে ক্লিক করুন

    আপনার এনআইডি কার্ডের fnon/ফন্ট সাইটটি ক্রপিং করার পর। আপনার ফোন এর উপরের অংশে দেখবেন লেখা crop আমি উপরে যে পিকচারে লিখে দিয়ে ছি crop।তো সেখানে ক্লিক করবেন আপনি দেখতে পারবেন আপলোড ব্যাক   (upload back ) সেখানে ক্লিক করার পর আপনার সামনে আসবে   ব্যাগ ক্যামেরা অপশন তো আপনারা আপনার ব্যাক ক্যামেরার  অপশনে ক্লিক করে দিবেন। 

    এখানে কিছু কথা বলে নেই আপনাদের বোঝার সুবিধার্থে উপরে আমি যে একটি পিকচার দিয়েছি তার ডান দিকে তিনটি ক্যামেরা দেখতে পারছেন তোর যখন আপনারা   এনআইডি কার্ড এর প্রথম অংশ মানে ফন্ট  সাইট এর ছবি তুলার জন্য সাদা কালারের ক্যামেরা টি সিলেক্ট করবেন।

    আপলোড ব্যাক   (upload back ) এনআইডি কার্ডের পিছনের অংশের ছবি তোলার জন্য উপরের পিকচারের তিনটি  পিকচার ক্যামেরা মাঝের ক্যামেরা টি সিলেক্ট করবেন যেখানে রয়েছে আপলোড ব্যাক  (upload back )।

    তো ঠিক একই নিয়মে ভোটার আইডি কার্ডের পিছনের অংশ ছবি তোলা হয়ে গেলে  crop / ক্রপিং করে নেবেন যেভাবে উপরে crop / ক্রপিং  বর্ণনা করাহয়ে । তারপর টিক মার্কে ক্লিক করে  নিবেন। crop / ক্রপিং করার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে কোনভাবে   এনআইডি কার্ডের ব্যাকগ্রাউন্ড যেন না  

    এই কাজটি করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন কনফার্ম আপলোড( Confirm upload) আপনারা কনফার্ম আপলোড ( Confirm upload) ক্লিক  করবেন।

    তারপর আপনাদের সামনে একটি অপশন আসবে সেখানে আপনাদের প্রফেশন দিয়ে দিবেন ।নিচে আমি পিকচার দিয়েছি প্রফেশন সাইটের ।আপনার প্রফেশন দেয়া হয়ে গেলে   সেলফি ক্যামেরা চালু হয়ে যাবে তো সেখানে আপনর   সেলফি দিতে হবে।


    অনলাইনে ইসলামী ব্যাংক


     সেলফি তোলার জন্য কোন বাটন থাকবে না তো আপনাকে এখন যে কাজটি করতে হবে আপনার চোখ আপডাউন  করতে হবে তিনবার । এর মানে দাঁড়ায় আপনি তিনবার চোখ খুলবেন আবার তিনবার চোখ বন্ধ করবেন।

    ***

    সেলফি তোলা হয়ে গেলে আপনার সেলফিন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে।

    সেলফিন অ্যাকাউন্ট লগইন হয়ে গেলেন আপনাদের সামনে নিম্নের চিত্রের মত একটি অপশন আসবে। পিকচার প্রথম।

    অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য এখন আপনার কিছু তথ্য লাগবে সেগুলো হচ্ছে আপনার নিজের ছবি ভোটার আইডি কার্ডের ছবি এবং নমিনি ছবি ও নমিনির ভোটার আইডি কার্ডের ছবি । নমিনি এর ছবি এবং ভোটার আইডি কার্ডের ছবি তোল আপনার ফোনে আগে থেকেই তুলে নেবেন।

    ছবিগুলো এবং তথ্যগুলো   তুলার পর যে কাজটি করবেন আপনারা আপনাদের মোবাইলএ ইন্টারফেসে দেখতে পাবেন ওপেন  Open/A  অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। নিচে প্রথম পিকচারে   Open/A  অপশন দাগ দিয়ে বোঝানো হয়েছে। 

    ওপেন এ ক্লিক করার পর দেখতে পারবেন সেলফিন এর পিন দিতে বলতেছে তো সেখানে আপনারা সেলফিন এর  পিন দিবেন আগে  পিন্ট দিয়েছিলেন। পিএন দেয়ার পর সাবমিট এ ক্লিক করলে দেখতে পারবেন উপরের লেখা রয়েছের Agargaon branch নিম্নে ছবিতে তৃতীয় বোঝানো হয়েছে।

    অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট

    প্রথমে আপনার ব্রাঞ্চ/branch সিলেক্ট করে দেবেন  | তারপর নিচে দিবেন father name (পিতার নাম)- mather name (মায়ের নাম ) un-married (অবিবাহিত)-   monthly income (মাসিক আয়) -source of fun (মজার উৎস)- select   profession (পেশা নির্বাচন করুন)-location / house(অবস্থান বাড়ি) এখান থেকে সিলেক্ট করে দিবেন। তার পর দিবেন -select district(জেলা নির্বাচন করুন)-select Thana(থানা নির্বাচন করুন)-post code (post code) -

    বন্ধুরা অবশ্যই এখানে যে তথ্যগুলো দিবেন সেগুলো যেন সঠিক থাকে এবং ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন।এই প্রত্যেকটি তথ্য দিয়ে নেক্সট(next) অপশনে ক্লিক করুন।

    নেক্সট (Next) বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো আপনাকে আবার দেখাচ্ছে। এখান থেকে তথ্য গুলো ভালো করে দেখে যাচাই-বাছাই করে নিচে দেওয়া কনফার্ম (confirm) বাটনে চাপ দিয়ে পরবর্তী অপশনে যাবেন।

    কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন নিচের চিত্র দেওয়া রয়েছে  প্রথম । আমি যেহেতু সেভিংস একাউন্ট খুলব ক্লিক করলাম ।  তারপরে দেখতে পারবেন নবনি এর অবশন পাবেন।উপরের যেভাবে আপনার তথ্যগুলোর কথা উল্লেখ করেছি ঠিক একইভাবে আপনার নবনীর তথ্যগুলো সঠিকভাবে এখানে দিয়ে দিবেন  নিচে দ্বিতীয়  চিত্র ধারা দেখানো  বোঝানো হয়েছে। 

    নিচে দেখতে পারবেন নমিনির এনআইডি কার্ডের (NID card) ছবি এবং নমিনির ফটো এখান থেকে আপনাকে তথ্য গুলো আপলোড করে দিতে   হবে(  choose   file)| আগে বলেছিলাম এগুলো আপনার ফোনে তুলে রাখতে ।  

    নমিনির তথ্যগুলো সঠিকভাবে দেন ।  তাহলে এরপর নেক্সট (Next) বাটনে ক্লিক করুন। তাহলে পুনরায় নমিনি সকল তথ্য দেখতে পারবেন  সেখান ভুল হলে তথ্য সঠিক করে নিবেন। কোনো ক্রমেই নমিনির তথ্য ভুল দেওয়া যাবে না তাহরে পরে সমস্যা হবে। নমিনির সঠিক তথ্য দেওয়া হরে নিচে কনফার্ম (confirm) বাটন  ক্লিক করার পর দেখতে পারবেন bank account open successfully ,

    অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম


    bank account open successfully এর নিচে দেখতে আপরবে আপনার একাউন্ট (bank account) । চাইলে আপনারা ব্যাংক একাউন্ট নাম্বার কপি করতে পারেন বা স্ক্রীনশট করে রাখতে পারেন পরবর্তীতে কিন্তু অবশ্যই লাগবে মনে রাখবেন।  

    ব্যাংক একাউন্ট নাম্বার শক্ত খাড়া হয়ে গেল ওকে(OK) বাটনে ক্লিক করুন।ওকে(OK) বাটনে ক্লিক করার পর  । আপিন আবার সেলফিন অ্যাপে চলে আসবেন। 

    সেলফিন অ্যাপে আসার প্রথমে আপনি দেখতে পারবেন নিচের   Bank A/C.  অপশন । আপনি  Bank A/C. ক্লি করলে দেখতে পারবেন  সববার উপরে আপনার ব্যংক অ্যাকউন্ট নাম্বার এবং আপনার নাম চলে আসবে।এখান থেকে যেকোনো সময় টাকা ট্রানজেকশন করতে পারবেন।

    অনলাইনে একাউন্ট খোলা হয়ে গেলে কিন্তু  চেক কার্ড পাবেন না।যদি আপনি অনলাইনে একাউন্ট এর উপর চেক বা ডেবিট কার্ড নিতে চান তাহলে অবশ্যই আপনাকে যে ব্রাঞ্চ থেকে  একাউন্ট খুলেছেন সে ব্রাঞ্চে যেতে হবে। ব্রাঞ্চ  যাওয়ার সময় অবশ্যই আপনার সাথে করে আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন।

    এনআইডি কার্ড নিয়ে গিয়ে আপনার একাউন্টে টাকা ডিপোজিট করবেন।এরপর চেকবুক এবং কার্ডের জন্য আবেদন করে আসবেন। পরবর্তী সময়ে আপনি আপনার ব্রাঞ্চ থেকে চেক এবং কার্ড নিয়ে আসতে পারবেন।

    যদি আপনারা চান যে  কার্ড বা চেক ব্যবহার করবেন না। তাহলে আপনারা অনলাইনে  মাধ্যমে সেলফিন   অ্যাপ থেকে টাকা উঠাতে পারবেন এবং  পাঠাতে  পারবেন টাকা  এবং জমা রাখতে পারবেন।

    আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা যায়। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন   কিভাবে 5 মিনিটে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা যায় অনলাইনে।

     এই ওয়েবসাইটে প্রতিনিয়ত এ ধরনের পোস্ট করা হয় এ ধরনের পোস্ট দেখার জন্য এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন এবং কি এই ওয়েবসাইটে আরো পোস্ট করা রয়েছে সেগুলো দিতে পারেন যা আপনার উপকারে আসবে।

    LikeYourComment