চোখের স্বাভাবিক পাওয়ার কত
আসসালামু আলাইকুম চোখের স্বাভাবিক পাওয়ার কত সে বিষয়ে আলোচনা করব এবং বুঝানোর চেষ্টা করব চোখের পাওয়ার মাইনাস- কি এবং চোখের পাওয়ার প্লাস + কি তো আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন তাহলে বিষয়গুলো ভালভাবে বুঝতে পারবেন নিম্নে বর্ণনা দেখুন-
কোন কোম্পানির প্রেসার কুকার ভালো জানতে ক্লিক করুন
এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা পাঠানোর নিয়ম জানতে ক্লিক করুন
থাইরয়েড হলে কি বাচ্চা হয় না জানতে ক্লিক করুন
থাইরয়েড টেস্ট খরচ কত জানতে ক্লিক করুন
থাইরয়েড টেস্ট রিপোর্ট জানতে ক্লিক করুন
মেয়েদের ডান চোখ লাফালে কি হয় এবং ইসমাকি ভাবে কি তা জানতে ক্লিক করুন
চোখের জন্য কোন লেন্স ভালো জানতে ক্লিক করুন
চোখের স্বাভাবিক পাওয়ার কত
চোখের পাওয়ার + 0.25 স্বাভাবিক বলা যায় । আপনাকে মনে রাখতে হবে এই পাওয়ার উপরে গেলে আপনার চোখে চশমা ব্যবহার করতে হবে এই পাওয়ার স্বাভাবিক অবস্থায় ব্যবহার করে থাকেন। এই পাওয়ারের চশমা দেওয়া হয় যাদের মাথা ব্যথা সাধারণত এই পাওয়ারের চশমা দিয়ে থাকেন।
আপনাদের কিছু বিষয় কথা জানাই বা বলতে পারেন টিপস ,, অনেকেই নানা ধরনের প্রশ্ন করে থাকেন - ,,,+ নিয়ে এবং ডাক্তারগণ মাথাব্যথার জন্য - এবং + দুই পদ্ধতি চশমা দিয়ে থাকেন সঠিক করে বলা সম্ভব নয় যে কোন স্বাভাবিক।
কারান চশমার পাওয়ার স্বাভাবিক অস্বাভাবিক কিছু নেই মূলত ডাক্তার টেস্ট করার পর যদি ডাক্তার আপনাকে একটি রেকমেন্ড দেয় এবং ডাক্তার আপনাকে বলে এই চশমাটি করুন। যদি ডাক্তারগণ আপনাকে পরীক্ষা করেন একটি চশমা দেয় সে বলে না যে আপনি সবসময় চশমাটি ব্যবহার করুন নয়তো বেড়ে যাবে।
এখন আপনাদের কিছু চশমার পাওয়ার সম্পর্কে ধারণা দিন বিষয়টি ভালো করে পড়ুন
চোখের প্লাস পাওয়ার কেন আসে
আমরা সবাই জানি আমাদের চোখের সুস্থ-স্বাভাবিক মাক হচ্ছে 24 মিলি মিটার ।এই 24 মিনিটের মাপের থেকে যদি কারো চোখের মাফ বড় হয়ে থাকে তাদের ক্ষেত্রে - পাওয়ার আসে।
24 মিটার মাপ এর থেকে যদি কারো চোখের ছোট হয়ে থাকে তবে প্লাস + বলে থাকে। এখন প্রশ্ন হচ্ছে + এবং - আসার কারন কি?
+এবং - আসার কারন কি
এর মূল কারন হচ্ছে আমাদের পৃথির বালো বা যে কোনো আলো সেই আলো আমাদের চোখে প্রথমে আামাদের করনিয়াতে পরে তার পরে আমাদের লেন্সে এসে পড়ে। লেন্স এর পর আসে Victoria's মানে লেন্স থেকে রেটিনা পর্যন্ত যে মাপটি থাকে সেই মাপ কে Victoria's বলে।
লেন্স থেতে আমাদের রেটিনার ভিতরে বাহির আলো আমাদের চোখে পড়ে তার পর আমরা চোখে দেখতে পারি। এর বর্ণনা হচ্ছে যাদের সুস্থ স্বাভাবিক চোখ।
কিন্তু যাদের সুস্থ স্বাভাবিক চোখ না মানে চোখের গঠনমূলক যাদের পরিবর্তন্ আছে। যাদের 24 মিলিমিটা হচ্ছে সুস্থ স্বাভাবিক চোখ।
24 মিলিমিটার এর চেয়ে ছোটো তাদের ক্ষেত্রে বাহির আলো পৌছায় চোখের রেটিনার পেছনে। অর্থাৎ চোখের রেটিনায় আলো না পৌঁছে চোখের রেটিনার পিছনে আলো পৌঁছায়। 24 মিলিমিটার এর চাইতে চোখ ছোট এর কারণে বাইরে আলো চোখের রেটিনায় না পৌঁছে চোখের রেটিনার পিছনে পৌঁছায়।যার কারণে প্লাস +পাওয়ার হয়্
আপনারা বলতে পারেন চোখের রেটিনার পেছনে আলো পৌঁছাতে কি রোগ না এটি রোগ নয় এটি গঠনমুলক পরিবর্তন এটি সবাই আসবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষেরই প্লাস +পাওয়ার আসে।
যদি আপনাদের 40 বছরের আগে যদি প্লাস+ পাওয়ার আসে তাহলে ধরে নিতে হবে এটি আপনার চোখের রোগ। এখন 40 বছর আগে প্লাস পাওয়ার আসতে পারে নানা কারণে এক্সিডেন্ট জনিত সমস্যা চোখের নানা ধরনের প্রবলেমের কারণে এ সমস্যাটি হতে পারে। কিন্তু স্বাভাবিক অবস্থায় 40 বছরের উপরে চোখের প্লাস+ পাওয়ার প্রত্যেক মানুষেরই আসে।
40 বছরের উপরে স্বাভাবিকভাবে চোখের পাওয়ার প্লাস +হয় এটি গঠনমুলক পরিবর্তন 40 বছরের পর চোখের 24 মিলিমিটারে কম হয় যার কারণে চোখের প্লাস পাওয়ার দেখা দেয়।
আপনাদেরকে আরও সহজভাবে আমি বলি মূলকথা চোখের মাপ 24 মিলিমিটারের ছোট হলে বাহিরের আলো রেটিনায় না পৌঁছে রেটিনার পিছনে পৌঁছায় যার কারণে চোখের পাওয়ার প্লাস+ হয়।
দেখা যায় দোকানদার বা ডাক্তারগণ আপনার চোখ পরীক্ষা করে আপনার চোখের মাপ অনুসারে যেকোনো পাওয়ারের একটি লেন্স বা চশমা দেয়। লেন্স বা চশমা হচ্ছে দৃষ্টি সহায়ক বস্তু। যার মাধ্যমে আপনার চোখে বাহিরের আলো রেটিনায় গিয়ে সঠিকভাবে পৌঁছে যার ফলে আপনি স্পষ্ট দেখতে পারেন।
এবিষয়টি দাঁড়ায় প্লাস+ পাওয়ার এর ক্ষেত্র এবং মাইনাস -পাওয়ার এর ক্ষেত্রও। এখন আপনাদের যদি প্রশ্ন থাকে যে সব সময় যদি আমরা সেই মাপ অনুযায়ী চশমা বা লেন্স ব্যবহার করি তাহলে কি আমাদের চোখের প্লাস+ পাওয়ার কমবে।
অনেকদোকানদার বলে থাকেন যে এ পাওয়ার টিআপনি ব্যবহার করেন তাহলে ধীরে ধীরে আপনার চোখের পাওয়ার কমে যাবে বা ঠিক হয়ে যাবে আসলে এ ধারণাটি সম্পূর্ণ ভুল ডাক্তারদের মতামত অনুসারে।
চশমার কাজ হচ্ছে আপনাকে দেখতে সাহায্য করবে বা দেখা সহায়ক বলতে পারেন কিন্তু চশমা আপনার চোখের পাওয়ার কমাতে পারবে না। যাদের হাই মাইনাস পাওয়ার এবং হাই প্লাস পাওয়ার তাদের কিন্তু এই পাওয়ার কমে না । নির্দিষ্ট বয়স পর্যন্ত চোখের পাওয়ার বাড়তে থাকে আপনি যত হাজার চশমা ব্যবহার করেন না কেন।
অনেকেই বলে থাকেন যে আমি সব সময় চশমা ব্যবহার করি তারপরও পাওয়ার কেন কমেনা বহু কথা একটা বয়স পর্যন্ত পাওয়ার বাড়তেই থাকবে তবে একটু সময় স্থির হবে সে সময় আর পাওয়ার বাড়বে না । 40 বছরের পর মাইনাস পাওয়ার যাদের আছে তাদের ক্লাস দিকে আসবে।
এবং যাদের পাওয়ার এর সমস্যা নেই তারপরও 40 বছরের পরে প্লাস পাওয়ার আসবে যে কাছে দেখতে সমস্যা হবে ।
মূলকথা আপনার যত বয়স বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনার চোখের পাওয়ার বৃদ্ধি পাবে যদি আপনাকে কেউ বলে এমন একটি চশমা আপনাকে দিলাম যা ব্যবহার করলে আপনার চোখের পাওয়ার স্বাভাবিক অবস্থায় আসবে বা কমে আসবে এ কথাটি সম্পূর্ণ ভুল কথা বলে থাকেন বয়স যত বৃদ্ধি পাবে পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এটাই স্বাভাবিক স্বাভাবিক নিয়ম কারণ এটি গঠনমুলক পরিবর্তন।
এ পোস্টে আলোচনা করা হয়েছে চোখের স্বাভাবিক পাওয়ার কত এবং আরো আলোচনা করা হয়েছে প্লস+ কি এবং - কি এবং আলোচনা করা হয়েছে প্লাস এবং মাইনাস এর মধ্যে পার্থক্য এবং আলোচনা করা হয়েছে চোখের স্বাভাবিক মাপ কত |
এবং আরো আলোচনা করা হয়েছে কখন চোখের পাওয়ার বৃদ্ধি পায় এবং আরো আলোচনা করা হয়েছে কখন চোখের পাওয়ার মাইনাস হয় এবং চোখের পাওয়ার প্লাস হয়।
আশা করি আপনারা চোখের পাওয়ার প্লাস এবং মাইনা সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং আমি আশা করি আপনাদেরকে প্লাস এবং মাইনা সম্পর্কে সম্পূর্ণ বোঝাতে পেরেছি।
প্রতিনিয়ত এই ওয়েবসাইটে এ ধরনের তথ্যমূলক পোস্ট করা হয় আপনারা এ ধরনের তথ্যমূলক পোস্ট পাওয়ার জন্য এই ওয়েবসাইটের সঙ্গেই থাকুন। প্রতিনিয়ত নানা ধরনের বিষয় নিয়ে এই ওয়েবসাইটে আলোচনা করা হয় এবং তথ্যমূলক বর্ণনা করা হয়।
এই ওয়েবসাইটে আরো পোষ্ট রয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন যা আপনাদের উপকারে আসবে যেহেতু এই ওয়েবসাইটে তথ্যমূলক পোস্ট করা হয় তাই আপনারা সেগুলো পুনরায় দেখুন যা আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ।