জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd
এই পোস্টটি করা হয়েছে অনলাইনের জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ(yyy mm dd) দিয়ে জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন অনলাইনের কপি ডাউনলোড করা উপায় বা নিয়ম অনলাইনে জন্ম নিবন্ধন চেক(Birth certificate online bd) করার পদ্ধতি।জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd বা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে এই পোষ্টটি অবশ্যই আপনার উপকারে আসবে মনোযোগ সহকারে পড়তে থাকুন।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই-Jonmo Nibondhon Check-জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd
Birth registration online - জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এটি পরীক্ষা করার জন্য উপায়গুলো জেনে নিন(jonmo tarik diye nibondon air kora) এটি দেখার উপায়। bairth certicate online verity বা অনলাইনে জন্ম সনদ যাচাই করণ ।অনলাইনে জন্ম সনদ পদ্ধতি খুব সহজ আপনার কম্পিউটার না থাকলেও আপনি মোবাইলের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করতে সক্ষম হবেন।
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হয় সেগুলো নিম্নে লিখুন
অগ্রণী ব্যাংক চেক লেখার নিয়ম দেখতে ক্লিক করুন
1.ওয়েবসাইট ভিজিট করুন জন্ম নিবন্ধন যাচাই করুন
ডিজিটাল জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম অ্যাপটি ওপেন করুন এরপর অনলাইন বার্থ সার্টিফিকেট ভেরিফাই করতে। everify.bdris.gov.bd/ এই লিংকে প্রবেশ করুন এবং নিম্নে দেওয়া পিকচার এর মত একটি পেজ পাবেন।এই ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে 17 ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ (yyyy mm dd) দিয়ে চেক করতে পারবেন। (jonmo sonod check )।
2.জন্ম নিবন্ধন নম্বর এবং তারিখসমূহ লিখুন
প্রথমে আপনাকে 17 ডিজিটের জন্মনিবন্ধনের নাম্বারটি লিখতে হবে ।(উদাহরণ স্বরূপ-56487965413254674)। (Birth Registration number - নিচে বক্স এ লিখতে হবে)। এর পর Bate of Bith (yyyy-mm-dd - এখানে তারিখ লিখতে হবে।
3.(the answer is)। capcha পূরণ করে সার্চ করুন
ওয়েবসাইট ব্যবহারী মানুষ কি না এটি চেনা জন্য যাচাই করার জন্য গুগল রোবট গাণিতিক প্রশ্ন বা ক্যাপচার দিয়ে থাকে। য় এটি সঠিক উত্তরটি নিচের বক্স লিখতে হয় তারপর সার্চ বাটনে ক্লিক করতে হয়। যদি আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল হয় এবং অনলাইন কোন ডোগমেন্ট থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন তথ্য দেখতে পারবেন।
ইংরেজিতে চেক লেখার নিয়ম জানার জন্য ক্লিক করুন
আমি আশা করতে পারি আপনারা জন্ম নিবন্ধন তথ্য যাচাই করণ করতে পেরেছেন এই পেজটি হচ্ছেন জন্ম নিবন্ধন যাচাই কপি বিভিন্ন ক্ষেত্রে আমাদের তথ্য নিশ্চয়তার জন্য জন্ম নিবন্ধন ভেরি করার প্রয়োজন হতে পারে তাই এই পেজ টি ডাউনলড বা পিন্ট করে ব্যবহার করতে পারেন।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই-Birth certificate online bd
নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই । অনলাইনে নাম দিয়ে নিবন্ধন চেক করা যায় না।শুধুমাত্র জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন যাচাই করা যায় এজন্য প্রথমে আপনাকে জন্ম নিবন্ধন ওয়েবসাইটে যে ভিজিট করতে হবে এই লিংক দিয়ে ভিজিট করুন everify.bdris.gov.bd/।
এটি করার পর আপনাকে আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধন ও জন্ম তারিখ দিয়ে রোবট গাণিতিক অংক পূরণ করে বা পিকচার পূরণ করে সার্চ বাটনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন তথ্য পেয়ে যাবেন্
আপনি যদি চান যে কোন মানুষের জন্ম নিবন্ধন অনলাইন চেক করতে পারবেন এর জন্য শুধু প্রয়োজন হবে 17 ডিজিটের নিবন্ধন নম্বর এবং জন্মতারিখ মাধ্যমে এ দুটি জিনিসের মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন অনলাইন দেখতে পারবেন ডিজিটাল পদ্ধতি।
উপরের চিত্রে যেভাবে ফরমটি পূরণ করা হয়েছে ঠিক অনুরূপভাবে আপনি পূরণ করলেই আপনার জন্ম বন্ধনা নম্বর 17 টি দিয়ে তা পূরণ করলেই দেখতে পারবেন অনলাই কপি।
যদি আপনার জন্ম নিবন্ধন সংখ্যা 16 ডিজিটের হয় তাহলে 17 ডিজিটের রূপান্তর করে নিতে হবে আপনাকে।
আমাদের দেশে অনেকে আছেন যারা জন্ম নিবন্ধন প্রথমদিকে করেছিলেন তাদের জন্ম সনদ হাতে লেখা ছিল ইউনিয়ন পরিষদ ,পৌরসভা বা সিটি কর্পোরেশন রেজিস্টার বইতে আমাদের তত্ত্বসমূহ লিপিবদ্ধ থাকতো। পরবর্তীতে এসব তথ্য অনলাইন সিস্টেম করা হয় ।তখন থেকে জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল সনদ নিবন্ধন অনলাইন সনদ বলা হয় ।
নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার সুযোগ রয়েছে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ইত্যাদি প্রতিষ্ঠানে নাম দিয়ে নাম নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার সুযোগ রয়েছে।আপনি যদি অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে চান তাহলে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ লাগবে অনলাইনে নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার কোনো সুযোগ নেই।
আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে আপনার নাম দিয়ে সেখানে কর্মকর্তাদের দিয়ে দিয়ে নাম দিয়ে নিবন্ধন নম্বর টি জেনে নিতে পারবেন।
online birth certificate check-ডিজিটাল জন্ম নিবন্ধন যাচাই
অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন ডিজিটাল কিনা সেটা যাচাই করার প্রয়োজন হয়। অনেক সময় অনেক প্রতিষ্ঠান জন্ম নিবন্ধন অনলাইন কপি চেয়ে থাকেন সেজন্য আমাদের জন্ম নিবন্ধন অনলাইন কপি প্রয়োজন পড়ে।
জন্ম নিবন্ধন তথ্য সঠিক কিনা বা জন্ম নিবন্ধন সনদ আসল কিনা সেটা যাচাই করার জন্য জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার প্রয়োজন দেখা দেয় বা প্রিন্ট করে নিতে হয়। নিচের চিত্র অনুশরন করুন।
এটি করার জন্য প্রথমে আপনাকে 17 ডিজিটের জন্মনিবন্ধনের নাম্বারটি লিখতে হবে ।(উদাহরণ স্বরূপ-56487965413254674)। (Birth Registration number - নিচে বক্স এ লিখতে হবে)। এর পর Bate of Bith (yyyy-mm-dd - এখানে তারিখ লিখতে হবে।
এই কাজটি অসম্পূর্ণ হয়ে গেলেন আপনাকে নিচে দেখতে পারবেন রোবট বলতেছেন আপনি মানুষ কি মানুষ না সেটা পরীক্ষা করার জন্য কোন পিকচার বা অংক দিতে পারে আপনাকে চ্যাপ্টারটি পূরণ করতে হবে।
প্রথম পেজ সম্পূর্ণ পূরণ করার পর এবং ক্যাপচা পূরন করেন সার্চ বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার জন্ম বন্ধনের তথ্য আর যদি অন্য কোনো লেখা আসে তাহলে বুঝতে হবে ভুল হয়েছে ।যদি মনে হয় যে আপনি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েছেন ধরে নেবেন আপনার অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য নেই।
যদি দেখেন No online information এই লেখাটি তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে নেই এর জন্য আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আমি আশা করি আপনারা এই সম্পূর্ণ পোস্টিং সুন্দরভাবে বুঝতে পেরেছেন আমি প্রতিনিয়ত এই ধরনের পোস্ট করে থাকে এ ধরনের পোস্ট পাওয়ার জন্য আমার এই ওয়েবসাইটের সাথে থাকুন জানতে পারবেন ।