গ্রামীন সিম থেকে টাকা ট্রান্সফার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন।আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনাদের গ্রামীন সিম বা জিপি সিম থেকে টাকা ট্রান্সফার করতে পারেন খুব সহজে। তো এটাই জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।প্রথমে কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক।আপনারা চাইলে জিপি টু জিপি টাকা টান্সফার করতে পারবেন তো দেখুন সম্পুর্ন পোস্ট
গ্রামীণ সিম রেজিস্ট্রেশন করার নিয়ম
* আপনার মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন REGI ।এই অংশটুকুর লিখে 100 এ নাম্বারে পাঠিয়ে দিন।মেসেজ কর পাঠানোর জন্য আপনার কোন টাকা খরচ হবে না ফ্রিতে পাঠাতে পারবেন।
* দ্বিতীয়তঃ মেসেজটা পাঠানোর পর আপনি ব্যালেন্স ট্রান্সফার এর পিন কোড এবং পাসওয়ার্ড কনফার্মেশন মেসেজ পাবেন।
জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার-How to Gp to Gp balance transfer
আপনি কি জিপি থেকে জিপি তে ব্যালেন্স ট্রান্সফার করতে চান জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড ব্যবহার করে মাত্র দুই থেকে তিনটি ধাপ অনুসরণ করে গ্রামীণ থেকে গ্রামীনে টাকা টান্সফার করতে পারবেন আপনি খুব সহজে।
ব্যালেন্স ট্রান্সফার করার জন্য উপরে রেজিস্ট্রেশন করার নিয়ম বলা হয়েছে । সেটি প্রথমে করতে হবে তারপর কিছু নিয়ম মানতে হবে।
আপনি যে কোন সিম থেকে টাকা ট্রান্সফার করার জন্য নিচের লিংকে প্রবেশ করুন । যেমন: বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক ইত্যাদি সকল সিমের ব্যালেন্স ট্রান্সফার করার জন্য নিচের লিংকে প্রবেশ করুন।
মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা পাঠানোর নিয়ম ক্লিক করুন
বর্তমানে এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করতে জিপি তাদের গ্রাহক দের জন্য আর বাড়তি সুবিধা দিতে USSD Code system এ পদ্ধতি অবলম্বন করেছে।
জিপি সিম থেকে জিপি সিমের টাকা টান্সফার করার যোগ্যতা
গ্রামীণ ব্যালেন্স ট্রান্সফার করতে সিমের বয়স কমপক্ষে 6 মাস হতে হবে অথবা 300 টাকা রির্চাচ থাকতে হবে ।এই দুইটি শর্তে যেকোনো একটি পূরণ করলে আপনি ব্যালেন্স ট্রান্সফার করার সুবিধা পেয়ে যাবেন।
জিপি রেজিস্ট্রেশন পদ্ধতি
আপনি জিপি সিমের ব্যালেন্স ট্রান্সফার করার যোগ্যতা অর্জন করা হয়ে গেলে ।আপনি ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *121*1500# । এরপর আপনি 1 চাপুন তারপর রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে । রেজিস্ট্রেশন করতে অর্থ লাগেনা এটি সম্পুর্ন ফ্রী।
রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে আপনার ব্যালেন্স ট্রান্সফারের পিন কোড এবং পাসওয়ার্ড জানানো হবে।
সিম থেকে বিকাশে টাকা ট্রান্সফার
গ্রামীন থেকে গ্রামীন ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি
উপরের কাজগুলো সম্পূর্ণ হলেন গ্রামীন টু গ্রামীন টাকা টান্সফার করতে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *121*1500#।এরপর দুই চাপে যে সিমে টাকা পাঠাতে চান সেই নাম্বার, টাকার পরিমান, পিন কোড দিয়ে দিন। এই কাজটা সম্পন্ন করলেন আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে।
গ্রামীন সিমের টাকা টান্সফার সার্চ
গ্রামীন টু গ্রামীন টাকা টান্সফার করলে আপনার একাউন্টে কোন চার্জ নেয়া হবে না ।কিন্তু যে নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করবেন ওই নাম্বার থেকে দুই টাকা চার্জ নেওয়া হবে।
উদাহরণ হিসেবে আপনি টাকা টান্সফার করলেন 100 টাকা তিনি পাবেন এখন 98 টাকা যার মানে দাঁড়ায় দুই টাকা কাটা হয়েছে ।যা পাঠাবেন তার থেকে দুই টাকা কম পাবে
জিপি সিমের ব্যালেন্স ট্রান্সফার লিমিট কত
আপনি গ্রামীন টু গ্রামীন প্রতিবার 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত টাকা ট্রান্সফার করতে পারবেন প্রতি মাসে সর্বোচ্চ 1,000 টাকা পর্যন্ত টাকা টান্সফার করতে পারবেন।
গ্রামীন সিম থেকে যেকোনো সিমে টাকা ট্রান্সফার
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন BTR PIN CODE,এরপর যে সিমে টাকা পাঠাতে চান সেই সিমের নাম্বার,তারপর যে পরিমাণ টাকা পাঠাতে চান তার অ্যামাউন্ট লিখুন,এখন সেন্ড করুন1000 নাম্বারে। BTR PIN Mobile No Amount তারপর Send করুন1000 নাম্বারে।
উদাহরণঃ BTR 234 01743357172 60 এরপর Send করুন 1000 নাম্বারে। 60 হচ্ছে টাকার পরিমান।
বি: দ্র ঃ ব্যালেন্স ট্রান্সফার করার সময় আপনার খেয়াল রাখতে হবে যেন কোনভাবে ব্যালেন্স ট্রান্সফার এর পিন কোড অন্য কেউ না জানে যদি কোনো ভাবে জানতে পারেন। তাহলে আপনার অজান্তে টাকা সরিয়ে নিতে পারবে এজন্য সতর্কতাঃ থাকার জন্য কিছুদিন পর পর আপনার পিন কোড পরিবর্তন করুন।
ব্যালেন্স ট্রান্সফার এর পিন কোড পরিবর্তন
PIN Code Change: Type CPIN (space) OLDPIN
(space) NEWPIN (space) NEWPIN. Send 1000 অথবা,
পিন কোড পরিবর্তন: CPIN (স্পেস) OLDPIN টাইপ করুন
(স্পেস) NEWPIN (স্পেস) NEWPIN। 1000 পাঠান।
এই কাজটি সম্পন্ন করলেন পিন কোড পরিবর্তন হয়ে যাবে।
জিপি সিম থেকে এমবি ট্রান্সফার-MB transfer from GP SIM
হয়তোবা অনেকেই জানেন না যে সিম থেকে টাকা ট্রান্সফার করার পাশাপাশি এমবি ট্রান্সফার করা যায় এমবি ট্রান্সফার করার জন্য নিচের অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন।
মাই জিপি থেকে ইন্টারনেট বাছাই করুন মেয়াদ কত দিন নিবেন তা সিলেক্ট করুন মিনিট ও এসএমএস ফ্রেন্ড 0করে দিন।
উদাহরণ দেখুন নিম্নে
১৫০১ এমবি,
*0 এসএমএস ,
*0 মিনিট ,
*৭ দিন মেয়াদে সিলেক্ট করুন।
*যে কোন জিপি নাম্বার এ ট্রান্সফার করবেন।
আপনি ২৮% সেভ করে ১১ টাকা ৯৩ পয়সা খরচ করে সহজেই পাঠতে পারেন।
MyGp Flexiplan থেকে অফারটি সিলেক্ট করে Continue Button এ ট্যাব করুন। পরবর্তীতে ক্রয় ক্রিত প্যাকটির বিস্তারিত ডাটা দেখতে পাবেন।
তারপর নিচে থাকা Send As Gif চেকবক্সে টিক দিয়ে যে নাম্বারে এমবি ট্রান্সফার করতে চান এই নাম্বারটি দিন এভাবে আপনি অন্য ট্রানস্ফার করতে পারবেন।
গ্রামীন টু গ্রামীন এমবি ট্রান্সফার
মিনিট ট্রান্সফার করার জন্য ঠিক কিভাবে এমবি ট্রান্সফার করার মতই, এসএমএস , মিনিট ট্রান্সফার করতে পারবেন আপনি যদি চান তাহলে GP All in one pack কয় করে পাঠাতে পারেন
জিপি ব্যালেন্স ট্রান্সফার system short code
রেজিস্ট্রেশন *121*1500*1#
টাকা ট্রান্সফার *121*1500*2#
পিন পরিবর্তন *121*1500*3#