এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা পাঠানোর নিয়ম
আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা পাঠানো যায়।এর মানে মোবাইল আর অন্য মোবাইলের মধ্যে পার্থক্য হচ্ছে সিমে। কারন সিমের মাধ্যমে টাকা আদান প্রদান করা হয় মোবাইলে মাধ্যমে নয় এক এক কোম্পানির সিমের টাকা টান্সাফার করার নিয়মে আলাদা আলাদা।
কেন আমাদের এক সিম থেকে অন্য সিমে টাকা টান্সফার করা প্রয়োজন দেখা দেয় এর কারণ হচ্ছে ভুলবশত যদি কখনো আপনি টাকা সেন্ড মানি করতে গিয়ে টাকা রিচার্জ করে ফেলেন তাহলে সিমের টাকাগুলো অন্য সিমে টাকা টান্সফার করতে হয়।
যেহেতু এখনও এমন সিস্টেম চালু হয় নাই যে সিমের টাকা সরাসরি বিকাশে টান্সফার করা যায় এর কারণেই মূলত এ পদ্ধতি ব্যবহার করতে হয়।যদি এমন সিস্টেম থাকতো যে সিমের টাকা বিকাশ বা রকেট বা নগদ এই মোবাইল ব্যাংকগুলোতে এমন মাধ্যমে যদি টাকা টান্সফার করা যেত তাহলে এই সমস্যা আমাদের ভোগ করতে হবে তা না তাহলে খুব সহজে আমরা টাকাগুলো ক্যাশ আউট করতে পারতাম।
বাটন মোবাইলে বিকাশ খোলার নিয়ম
এমন পরিস্থিতি হয়ে দাঁড়ায় যখন আমাদের সিম এর মূল ব্যালেন্সে টাকা থাকেনা তখন আমাদের টাকা প্রয়োজন তখন কি করব এর জন্য যদি আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা নিকট বন্ধু বাড়ি কোন মানুষের কাছে তার সিমে টাকা থাকে তাহলে ওই সিম থেকে আপনার সিমে টাকা নিতে পারবেন।
সিম থেকে টাকা ট্রান্সফার করার জন্য একেক সিমের একেক নিয়ম তো আমি প্রত্যেকটা সিমের নিয়ম নিচে বর্ণনা করেছি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দেখে নিন। বাংলাদেশে ৫ টি সিম কোম্পনি রয়েছে তাদের প্রত্যেকটা নিয়ম নিম্নে দেয়া হয়েছে,
জিপি সিম থেকে টাকা ট্রান্সফার
গ্রামীন সিম বা জিপি সিম দুটোই এক এ সিম থেকে খুব সহজে ব্যালেন্স ট্রান্সফার করা যায় । `কিন্তু ব্যালেন্স পদ্ধতি সন্ধান করেও পাননি তাহলে আপনি সঠিক সাইটে এসেছেন`।
অনেকে মোবাইল ব্যবহারকারী রয়েছেন যারা 200 টাকা রিচার্জ করতে গিয়ে 2000 টাকা রিচার্জ করে ফেলেছে এখন এ টাকা তো তার প্রয়োজন নেই রিচার্জ ব্যালেন্স্সেএ। এখন কি করবে তার জন্য এই মুহূর্তে আমাদের দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করে । তাদের পরিচিত বা অপরিচিত লোকজনদের মোবাইলে টাকা ট্রান্সফার করে দিতে হবে ।মানে রিচার্জ করার মত আপনি ভুল করে নিজের ফোনে বেশি টাকা ভরেছেন এর জন্য আপনাকে প্রত্যেক মোবাইলে টাক রিচার্জ করে টাকা নিতে হবে এটাই পদ্ধতি।
1/এর জন্য আপনার গ্রামীণফোন থেকে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *121*1500#এবং এখানে 4 অপশন দেখতে পাবেন আপনি।যে চারটি অপশন দেখতে পারবেন তা নিচে দেখুন
2.ট্রান্সফার ব্যালেন্স
3.চেইজ কারেন্ট পিন
4. এই অপনটিতে ,আপনি কত টাকা ট্রানস্ফার করতে পারবেন তার সীমা এখান হতে জানতে পারবেন 4 নাম্বারে অপশনে।
(ক)আপনার ব্যালেন্সে টাকা টান্সফার করার জন্য 1. রেজিস্ট্রেশন অপশন সিলেক্ট করুন।- পরবর্তীতে মেসেজের মাধ্যমে আপনার একটি পিক দেওয়া হবে।
(খ)দ্বিতীয় আবার টান্সফার ব্যালেন্স সিলেক্ট করুন ।যে নম্বরটিতে ব্যালেন্স ট্রান্সফার করতে চান সে নাম্বার সেখানে লিখুন বা ইনসার্ট করুন ।
(গ)পরবর্তীতে অ্যামাউন্ট ইনসাল্ট করুন বা যে পরিমাণ আপনি টান্সফার করতে চান তা সেখানে লিখু বা প্রদান করুন।
বিদ্রোহঃ প্রতি মাসে সর্বোচ্চ দশবার 10 থেকে 100 টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
বাংলালিংক সিমে থেকে টাকা টান্সফার
2/বাংলালিংক সিম থেকে টাকা ট্রান্সফার করাির জন্য কিছু নিয়ম ও শর্তাবলি রয়েছে তা অনুসরণ করার মাধ্যমে আপনার মোবাইল ফোন থেকে টাকা টান্সফার করতে পারবেন। খুব সহজে বাংলালিংক সিম থেকে টাকা ট্রান্সফার করতে আপনার মোবাইলের ডায়লগ গিয়ে ডায়াল করুন *1000#।
(ক)এখানে গেট পেন অপশনটি সিলেক্ট করুন ।এখানে আপনাকে একটি পিন দেয়া হবে সেটি কপি করে রাখুন বা লিখে রাখুন এতে কিন্তু ভুলে যাওয়া যাবে না। ভুলে গেলে পরে সমস্যা হবে।
(খ)এবার আপনার মোবাইল ফোনে ডায়াল অপশনে গিয়ে পুনরায় ডায়াল করুন এখানে আপনি দুটি অপশন দেখতে পারবেন দেখুন 1. Balance transfer 2. change pin.
(গ) যেহেতু আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাই আপনাকে এক নাম্বার অপশনটি সিলেক্ট 1. Balance transfe করে নিতে হবে ।যে নাম্বারটি তে ব্যালেন্স ট্রান্সফার করতে চান সে নাম্বার এখানে প্রধান করুন পরবর্তীতে অ্যামাউন্ট এর পরিমাণ দিন এবং কপি করা পিন বা লিখা পিন দিয়ে । রির্চাচকাজ সম্পন্ন করুন।
বাংলালিংক সিমে টাকা ট্রান্সফারের শর্তাবলী
1. রিচার্জ এর ক্ষেত্রে কোন সংখ্যা হতে হবে যেমন 10, 20, 30 ,40 ,50 ইত্যাদি। কোনভাবে ভগ্নাংশ থাকা যাবে না।
2.ইমারজেন্সি ব্যালেন্স বকেয়া থাকলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না। বকেয়া আগে পরিষধ করতে হবে।
3.প্রেরক ও প্রাপক এর উভয়ই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস এর অন্তর্ভুক্ত থাকতে হবে।
4. এক বার ব্যালেন্স ট্রান্সফার করার পরবর্তী 30 দিনের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না।
বিদ্রোহঃপ্রতি মাসে সর্বোচ্চ 1000 টাকা এবং প্রতিদিন 10 থেকে 500 টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
রবি সিম থেকে টাকা ট্রান্সফার করার নিয়ম
রবি সিম থেকে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন রবি সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য মেসেজ অপশনে গিয়ে 1212018.. প্রাপকের নাম্বার মেসেজ অপশনে টাকার পরিমান লিখে সেন্ড করে দিন হয়ে যাবে আপনার টাকা টান্সফার অনেক সহজ পদ্ধতি।
অথবা, আপনার মোবাইল থেকে ডায়াল করুন *140*6*1# এরপর টাকার অ্যামাউন্ট দেন পরবর্তীতে প্রাপকের নাম্বার দিন ও সেন্ড বাটনে ক্লিক করুন।
অথবা, আপনি চাইলে আরেকটি উপায়ও রবি সিম থেকে টাকা টান্সফার করতে পারেন আপনার মোবাইল থেকে।এর জন্য আপনার মোবাইল ডায়াল অপশন থেকে ডায়াল করুন *121#এরপর চার নাম্বার অপশন সিলেক্ট করুন সেখানে রাখা রয়েছে4.Jhotpo&balance transfre এখানে ক্লিক করুন এরপর এক নাম্বার অপশনে ক্লিক করুন এখানে লেখা রয়েছে1.balance transfer- ক্লিক করেন টাকার পরিমান দিন ও নাম্বার দিন এবং দেখতে পারবেন ব্যালেন্স টান্সফার কাজ সম্পন্ন হয়েছে।
শর্তাবলিঃ
3 .প্রতি মাসে সর্বোচ্চ 1,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করা যায়
এয়ারটেল সিম থেকে টাকা ট্রান্সফার করার নিয়ম
এয়ারটেল সিম থেকে টাকা টান্সফার করতে পারবেন আপনারা খুব সহজ এর জন্য ব্যালেন্স ট্রান্সফার করতে নিম্নবর্ণিত পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।
আপনারা এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে মেসেজ অপশনে গিয়ে লিখুনBTRXXX(PIN-ঐচ্ছিক) 01641352XXX(গ্রাহকের মোবাইল নম্বার) 50 (টাকার পরিমাণ) এবং পাঠিয়ে দিন 1000 নাম্বারে ।
উদাহারন:BTR 2580(পিন)01641352XXX 50 পাঠিয়ে দিন 1000 নাম্বারে।এ পদ্ধতি অবলম্বন করেন খুব সহজে এয়ারটেল থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন।
শর্তাবলিঃ
টেলিটক সিমে টাকা টান্সফার
আপনি কি টেলিটক সিম ব্যবহার করেন কিন্তু নিজের প্রিপেইড সিম থেকে অন্য প্রিপেড সিমে ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি জানেন না যদি না জেনে থাকেন আজকের পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন ।
বাংলাদেশের বর্তমানে পাঁচটি সিম কোম্পানি রয়েছে পাঁচটি সিম কোম্পানি সিমের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি চালু রয়েছে আমরা অনেকেই পদ্ধতিগুলোর জানি আবার অনেকে এই পদ্ধতিগুলো জানেনা যারা না জানেন না তাঁর টেলিটক সিমের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি পড়তে পারেন এবং ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন।
এর জন্য আপনাকে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করতে হবে *1041*পিন* টাকার পরিমান* প্রাপকের ফোন নাম্বার# এখন দেখুন আপনার টাকা টান্সফার করা সম্পন্ন হয়েছে রিসার্চ করা সম্পন্ন হয়েছে।
বাংলালিংক এমবি ট্রান্সফার করার নিয়ম
আপনারা বাংলালিংক সিম থেকে এমবি, এস এম এস, মিনিট, ইত্যাদি। প্যাকেজ ট্রানস্ফার করতে পারেন খুব সহজে।আপনি যদি বাংলালিংক সিম থেকে এমবি প্যাকেজগুলো ট্রানস্ফার করতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন এ পোস্টটি আপনার জন্যই তৈরি করা হয়েছে।
বাংলালিংক সিম থেকে কি সত্যিই এমবি ট্রান্সফার করা যায় হ্যাঁ !যায় তবে আপনার সিমের ইন্টারনেট ব্যালেন্স থেকে ট্রান্সফার করতে পারবেন না।
যদি আপনার সিমে টাকা থাকে তাহলে আপনার সিমের ব্যালেন্স দিয়ে আপনাদের বন্ধুকে বা আত্মীয়-স্বজন বা অন্য যে কেউকে এমবি গিফট করতে পারবেন।
বাংলালিংক সিম থেকে এমবি গিফট করা বা টান্সফার করার জন্য আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করতে হবে *5000*55*2#
ডায়াল করে নির্দেশনাগুলো অনুসরণ করে এমবি ট্রান্সফার করতে পারবেন একদিনে সর্বোচ্চ 25mb আপনি ট্রান্সফার করতে পারবেন চেক করতে অনুগ্রহ করে ডায়াল করুন*5000*500#,মেয়াদ 4 দিন।
বিঃদ্রঃ 25mb টান্সফার করার সময় আপনার সিমের ব্যালেন্স থেকে নির্দিষ্ট একটি ফ্রি কর্তন করা হবে।