ল্যাপটপে বাংলা লেখার নিয়ম-বাংলা টাইপিং শেখার নিয়ম pdf-bangla lekha software

ল্যাপটপে বাংলা লেখার নিয়ম,bangla lekha software, বাংলা লেখার সফটওয়্যার,বাংলা টাইপিং শেখার নিয়ম pdf

     আসসালামু আলাইকুম আশাকরি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে বাংলা টাইপিং করতে পারেন কিভাবে আপনারা কম্পিউটার অথবা ল্যাপটপ বাংলা টাইপিং করতে পারেন খুব সহজ এবং কি প্রত্যেকটা অক্ষর   দেওয়া থাকবে নিম্নে আপনারা দেখে নেবেন।

    ল্যাপটপে বাংলা লেখার নিয়ম

    বাংলা টাইপিং করার জন্য ল্যাপটপ বা কম্পিউটার এর মধ্যে কোন পার্থক্য নেই কারণ এটি সম্পূর্ণ কাজ করে কিবোর্ড এবং সফটওয়্যার মাধ্যমে  বাংলা লেখার জন্য বাংলা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হয় এই সফটওয়্যার কম্পিউটার অথবা ল্যাপটপ ডিভাইসে ইন্সটল করতে  হয় এটি টাইপিং পদ্ধতি  একই এর কোন ভিন্নতা নেই  ।

    আমি লিখেছি এটি কিন্তু  একটি বাংলা সফটওয়্যার  দিয়ে আমি যে সফটওয়্যার  লিখতেছি তার নাম হচ্ছে বিজয় বায়ান্ন আপনারা ইচ্ছা করলে এটি  ও ব্যবহার  আপনিও লিখতে পারেন কারণ আপনি যে আমার লেখাটা পড়ছেন এলাকাটি বিজয় 52 সফটওয়্যার দিয়ে লেখা।

    ল্যাপটপে যেমন কিবোর্ড থাকে ঠিক অনুরূপভাবে কম্পিউটারে একই কিবোর্ড থাকেন আপনি লেখার জন্য যেকোনো কিবোর্ড ব্যবহার করতে পারেন তবে বাংলা লেখাটা একটু কষ্ট কারণ এটি মুখস্ত করে রাখা লাগে  । 

    আপনার যদি বাংলা লেখা শেখার পর আবার  কিছুদিন বন্ধ রাখেন তাহলে আপনি আবার বাংলা টাইপিং করা ভুলে যাবে কারণ বাংলা কিবোর্ড মুখস্ত করা রাখা লাগে ইংলিশ লেখা   কঠিন নয় কারণ ইংলিশ কিবোর্ড আমরা সকলেই দেখতে পারি ইংলিশ লেখা অনেক সহজ তিন থেকে চারদিন ইংলিশ না দেখে লেখা যায়।

    bangla lekha software

    আপনাদেরকে  বাংলা লেখার জন্য অনেকগুলো সফটওয়্যার নাম বলে দিচ্ছি প্রায় 10 টার মত থাকবে তো আপনারা এসব করার মাধ্যমে বাংলা লিখতে পারবেন তবে আমি যে ওয়েবসাইটে লিখেছি বাংলা তার নাম হচ্ছে বিজয় বায়ান্ন।

    1. avro keyboard

     avro keyboard   এই কিবোর্ডে বাংলা লেখার জন্য একটি ভালো   সফটওয়্যার।কারণ এ সফটওয়্যার বৈশিষ্ট্য হচ্ছে এর ইন্টারফেস খুব সহজ বিজয় 52 তুলনামূলক অনেক কঠিন বাংলাদেশ পরীক্ষা দেওয়ার জন্য বিজয় 52 সফটওয়্যার ব্যবহার করা হয়।

     avro keyboard এর ইন্টারফেসের মাধ্যমে আপনি বাংলাদেশ তথা ভারতের বাংলা লিখতে পারবেন। একটি avro keyboard একটি ইউনিকোড ভিত্তিক সফটওয়্যার এর মধ্যে থাকা  স্পেল চেকার আপনার বানানো ভুল সংশোধন করে দেবে।

    সফটওয়্যার ধারা কীবোর্ড শর্টকাট ব্যবহার করেন নির্ভুল বাংলা টাইপ করা যায় খুব সহজে। avro keyboard এর ফ্লোটিং টিভির মাধ্যমে আপনারা খুব সহজে     ইংলিশ টাইপিং বাংলা অনুবাদ করে দেখতে পারবেন লেখার সঙ্গে সঙ্গে।’

    avro keyboard  আরো দারুন ফিউচার হচ্ছে এর রয়েছে বাংলা টু ইংলিশ ডিকশনারি যাতে 15000 বাংলা শব্দ  রয়েছে  এবং কী এর সাথে রয়েছে অটো কারেক্ট অপশন  এবং আরো  এর সাথে রয়েছে বাংলা জনপ্রিয় লেআাউট  যেমন : Bornona,Jatiya(national.,avoro easy, munr optioma সাপোর্ট করেন এটি।

    যেকোনো ধরনের জটিল শব্দ বা বাক্য লিখতে গেলে আপনাকে একাধিকবার কিবোর্ড কম্বিনেশনে ব্যবহার করতে হয় তাছাড়া ইউনিকোড টু বিজয় কনভার্টার  এর সাহায্যা আপনারা u unicode bengali text থেকে   ASCLL (0r bijoy ) standard  এ লেখা গুলো পরিবর্তন করারা অপশন রয়েছে এর ভিতরে। 

    2.lipikaar 

    .lipikaar  এটি বাংলা সফটওয়্যার এর নাম।এই সফটওয়্যার মাধ্যমে আপনারা সহজেই আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে বাংলা টাইপিং করতে পারবেন ।.lipikaar এই সফটওয়্যার টি কম্পিউটার বাংলা লেখার জন্য জনপ্রিয় সফটওয়্যার।

    আপনি প্রফেশনাল হন  বা নতুন হন .lipikaar   আপনার জন্য বেশি ভালো হবে । মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এবং কি ইমেইল সমস্ত কিছু বাংলা লেখার জন্য আপনারা  এই সফটওয়ারটি অনায়াসে ব্যবহার করতে পারেন।

    লিপিকা ব্যবহার করে আপনি ইংলিশে  এ সড়গড় হতে হবে তার কোনো মানে  নেই আপনি বাংলাতেই সব লিপিবদ্ধ করতে পারবেন । কোনো কীওর্য়াড  স্টিকার করারার দরকার পড়ে না। 

     এই সফটওয়্যারটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়্যার এর লিঙ্ক  নিম্নে দেওয়া হলো আপনারা এই সফটওয়্যার লিংকটি কপি করে সার্চ করলেই পেয়ে যাবেন।

    lipikaar  সফটওয়্যার লিংকটি http://www.lipikaar.com/online-editor/bengali-typing কপি করে সার্চ করুন।

    3.Bangla word

    Bangla word বাংলা লেখার জন্য Bangla word এই সফটওয়্যার টি ও একটি দারুন সফটওয়্যার।এটি ব্যবহার করেন আপনি সহজেই যেকোন ধরনের ইমেইল ডকুমেন্ট বাংলা লিখতে পারবেন ইংরেজিvowels  আর  consonant ব্যবহার করে আপনি সাহায্য বাংলা টাইপিং করতে পারবেন।

    আপনার যদি দরকার হয় বাংলা  RTf তাহলে আপনি RTF ফরম্যাট ব্যবহার করতে পারবেন Bangla word  এর মাধ্যেমে।

    4. borno

    borno হ্যালো বাংলা লেখার একটি ফ্রী সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে বিনামূল্যে বাংলায় টাইপিং করতে পারবেন। borno এর মধ্যে  ফোনেটিক এবং ফিক্সড লেআউট কীওয়ার্ড  2টি অপশন রয়েছে যা আপনি ব্যবহার করতে পারবেন। এটি আপনার কম্পিউটার বা ল্যাপটোবে ব্যাবহার করার জন্য এটি ব্যাবহার করতে পারবেন। 

    এই সফটওয়্যারটি   জন্য পাওয়ার জন্য সার্চ borno লিখুন তাহলে পেয়ে যাবেন।

    5. ‍ Easy learn Bangla 

    Easy learn Bangla  বাংলা সফটওয়্যার কেবল মাত্র আপনাকে বাংলা লিখতে সাহায্য করে তাই নয় এটি আপনাকে বাংলা বলতে এবং পড়াতেও শেখায়।

    আপনি যেকোন ধরনের বাংলা লেখার জন্য বাংলা সফটওয়্যার ব্যবহার করতে পারেন যেমন স্কুল. কলেজ .স্টরি টুরিস্ট বাংলা ভাষা  শিখতে চাচ্ছেন প্রথমবার তাদের জন্য Easy learn Bangla   একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার হতে পারে এবং কি খুবই ভালো এবং সহজ সরল বাংলা।

    bangla lekha software


    বাংলা লেখার সফটওয়্যার

    6.Bijoy Bayanno 

    বিজয় বায়ান্ন বাংলা লেখার জন্য অন্যতম একটি সফটওয়্যার কারণ এটি আপনি বাংলাদেশের অধিকাংশ জায়গায় Bijoy Bayanno  সফটওয়্যার এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়।

    mustafa jabbar  এর তৈরি 2009 সালে সফটওয়্যারটি বাংলাদেশের রিলিজ করা হয় বিজয় 52 নামে এটি একটি ইউনিকোড ভিত্তিক বাংলা লেখা সফটওয়্যার উইন্ডো সিস্টেম এটি  মূলত স্তাহে   কাজ করে।এই সফটওয়্যারটির চালানোর জন্য আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ Microsoft .NET Framework 3.5 ইনন্সল করতে হবে আগে।

    এই সফটওয়্যার টি আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই কাজ করতে পারবেন এই সফটওয়্যার সম্পর্কে আর বিষয়ে বিস্তারিত বলবো না কারণ আমি বিজয় 52 ব্যবহার করে এই পোস্টটি লিখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিজয় 52 লেখা ইংলিশ এবং বাংলা দুই ভাবেই লেখা যায় এবং কি নানা ধরনের ফন্ট ইস্টাইল করা যায় কিন্তু আমি  পোস্ট ফন্ট স্টাইল করিনি। এই সফট্যার কিনতে হয়। 

    7. Soumili

    Soumili বাংলা লেখার জন্য দারুন একটি সফটওয়্যার   উইন্ডোজ সিস্টেম কম্পিউটার এবং ল্যাপটপ এর জন্য তৈরি করা হয়েছে।Soumili  এই সফটয়্যার আপনি  pagemaker.photoshop.coreldraw.,Ms-office,indesign-premier,  এসব   সফটওয়্যার এর মধ্যে বাংলা লিখতে পারবেন এবং কি বাংলা থেকে ইংলিশে লিখতে পারবেন এবং ইংলিশ ইংলিশ থেকে বাংলা আসার জন্য যেকোনো সময় আপনারা হট কি ব্যবহার করতে পারেন।

    8. Akkhor Bangla

    Akkhor Bangla এই  ও সফটার সফটওয়্যার বাংলা লেখার জন্য দারুন একটি সফটওয়্যার ।2003 সালে   প্রথম  বাংলা টেক্সট থেকে স্পিচ সিস্টেম এর উপর ভিত্তি করে এটি তৈরী করা হয়। এই সফটওয়ার টি phonetically  টাইপিং করার জন্য সুবিধা দিয়ে থাকে। 

     তার মানে আপনি যদি আপনার ইংলিশ কে বোর্ড বাংলা টাইপিং করেন তাহলে সেটি ইংলিশে না হয়ে বাংলা হয়ে যাবে এর বিশেষ প্যাটার্ন ব্যবহার না করে।যারা কিবোর্ড ব্যবহার করতে চান না মাউস ব্যবহার করেও টাইটিং করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে।

    9.Offline Bengali Typing

    যারা Offline এ বাংলা লেখার জন্য সফটওয়্যার খুঁজছেন তাদের জন্য বেশ ভালো সফটওয়্যার কারণ ভালো কোনো বিকল্প নেই  ইমেল  থেকে যে কোন প্রসেসিং সকল কাজ করতে পারবেন  এ সফট্ওয়ারে কোন ধরনের ইন্টারনেট কানেকশন লাগেনা।

    10.Bengali Typing Tutor

    .Bengali Typing Tutor এ সফটওয়্যার বাংলা জনপ্রিয় লেখক সাপোর্ট করেন আপনাকে শুধু  মাউছ এর রাইট বাটন ক্লিক করে আপনার পছন্দ হবে আপনাকে দ্রুত টাইপিং এর জন্য আপনার টাইপিং এর ধরন বুঝে আপনাকে স্ক্রিনে সাহায্য করবে।

    11.অভ্র সফটওয়্যার

    অভ্র সফটওয়্যার  সফটওয়্যার দিয়ে  আপনি যেমন মোবাইলে লিখেন    ঠিক একইভাবে কম্পিউটার ল্যাপটপের লিখতে  পারবেন পারবেন। যেমন মোবাইলে লিলি  ami =আমি ।আপনি যদি কম্পিউটার অথবা ল্যাপটপ   লিখেন ‍  ami তাহলে সেটি হয়ে যাবে  আমি।   এটি ফ্রি সফটওয়ারর

    আশাকরি বাংলা সফটওয়্যার সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়েছেন এ ধরনের পোস্ট পাওয়ার জন্য বেশি বেশি শেয়ার করুন

    বাংলা টাইপিং শেখার নিয়ম pdf

    *কম্পিউটার বিজয় কিবোর্ড দিয়ে লেখার জন্য আপনাকে সর্বপ্রথম কম্পিউটার বা ল্যাপটপে বিজয় সফটওয়ারটি ইন্সটল করতে হবে।

    *বাংলা লেখার আগে বাংলা ফন্ট সেটাপ দিতে হবে।

    * বাংলা ফন্ট সেটআপ করার জন্য কে পর থেকে  কমেন্ট করুন ctrl+Alt+B অপশনগুলো চাপলে বাংলা ফন্ট চালু হয়ে যাবে এটি অফ লাইনের জন্য। অনলাইনে লিখতে হলে চাপুন ctrl+ALt+V  ।   ইংলিশ লেখার জন্য চাপুন ctrl+alt+B ।

    যুক্তবর্ণ লেখার নিয়ম

    বিজয় কিবোর্ড দিয়ে খুব সহজে আপনি যুক্তবর্ণ বুঝতে পারবেন অন্যান্য সকল বাংলা কিবোর্ড সমূহ বাজারে রয়েছে সে সকল কিবোর্ডে বাংলা টাইপিং করা গেল যুক্তবর্ণ টাইপ করতে হলে বেশ ঝামেলায় পড়তে হয় কিন্তু বিজয় কিবোর্ড সহজে নির্ভেজাল ভাবে যুক্তবর্ণ টাইপিং করা যায় বিধায় এটি সর্বোচ্চ তালিকা রয়েছে।

    বাংলা টাইপিং এর যুক্তবর্ণ কাফফারা একটু ঝামেলা এবং কষ্টকর মনে হয় আজ আমি কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ এর যুক্তবর্ণ টাইপিং করতে পারেন তার কিছু নমুনা তুলে ধরব নিম্নে যেখানে যুক্তবর্ণ গুলো দেওয়া থাকবে

    বাংলা টাইপিং এর যুক্তবর্ণ কাফফারা একটু ঝামেলা এবং কষ্টকর মনে হয় আজ আমি কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ এর যুক্তবর্ণ টাইপিং করতে পারেন তার কিছু নমুনা তুলে ধরব নিম্নে যেখানে যুক্তবর্ণ গুলো দেওয়া থাকবে।

    ক্ষ(ক+ষ)= j+g+(shift+N)

    হ্ম(হ+ম)=i+g+m

    ক্ষ্ম(ক+শ+ম)= j+g(shift+N)+gm

    ক্ত(ক+ত)=j+g+k

    জ্ঞ=u+g+(shift +I)

    ঞ্জ= (shift+I)+g+u

    ঞ্চ=(shift+I)+g+y

    ব্ব=h+g+h

    ল্ল=(shift+V)+g+(shift+V)

    ত্ত=k+g+k

    ত্র=k+z

    হৃ=i+a

    ক্র=j+z

    ন্ত্র=b+g+k+z

    দ্ধ=L+g+(shitt + L)

    দ্ভ= L+g+(shift +H)

    ক্স=j+g+n

    ন্দ্র=b+g+L+z

    ন্ধ=B+(shift +D)+L

    ব্ধ+h+g+shitf +z

    ভ্র=shift+H)++z

    ভ্রূ=shft+H)+z(shift+S)

    ম্ন=m+g+b

    ল্কা=shitf+L)+g+j+f

    শ্ম=shift+M+g+m

    ষ্ক=shift+N+g+j

    ষ্ঠ=shift+N+g+shift+t

    ষ্প=shift+N+g+r

    ষ্ট্র=shift+N+g+t+z

    ষ্ণ=shtft+N+g+shtift+B

    ষ্মshift+N+g+m

    স্থ=n+g+shift+k

    স্ত্র=n+g+k+z

    স্ক্র=n+g+j+z

    দ্ম=L+g+h

    ঞ্ছ=shift+I+g+shitf+Y

    যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে

    কম্পিউটারে বসার সঠিক নিয়ম

    কম্পিউটারে টাইপিং কম্পিউটার চালানোর সময় বাঁকা হয়ে না বসে সোজা হয়ে বসে কম্পিউটার স্ক্রিনের দিকে দৃষ্টি দিবেন  শুরুতে কিছুটা সমস্যা হতে পারে। 

    অবশ্যই কম্পিউটার থেকে সোজাসুজি হয়ে পড়েছেন অনেকে চেয়ারে হেলান দিয়ে কাত হয়ে নানাভাবে বসে এভাবে না বসে সোজা সোজি ভাবে বসবে কম্পিউটারের সামনে। 

    আশা করি আজকের সম্পূর্ণ পোস্টটি আপনারা বুঝতে পেরেছেন।যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন বোঝানোর চেষ্টা করা হবে।এই ওয়েবসাইটে টেকনোলজি এবং তথ্যমূলক নানা ধরনের পোস্ট করা হয়  এই পোষ্টগুলো পাওয়ার জন্য এই ওয়েবসাইটের সঙ্গে থাকুন।

    এই ওয়েবসাইটে তথ্যমূলক পোস্ট করা হয়েছে সেগুলো দেখতে পারেন তাহলে আপনার উপকারে আসবে 

    LikeYourComment