জনতা ব্যাংক চেক লেখার নিয়ম

জনতা ব্যাংক চেক লেখার নিয়ম

     জনতা ব্যাংক চেক লেখার নিয়ম নিয়ে আপনাদেরকে  বলব কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি জনতা ব্যাংকের চেক লিখতে পারেন।সে সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা   দেয়ার চেষ্টা করব আপনারা সম্পুর্ন পোস্ট যদি ভালোভাবে পরেন তাহলে আপনারা নিজেদের    নিজেই লিখতে পারবেন।

    বর্তমান সময়ে আমরা যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুললে সেখান থেকে আমাদের কার্ড দেয়া হয়। যার মাধ্যমে আমরা এটিএম বুথ থেকে টাকা তুলে নিতে পারি কিন্তু এমন একসময় এসে দাঁড়ায় যখন আমাদের চেকের মাধ্যমে টাকা তোলার প্রয়োজন বেঁধে যায় কিন্তু দেখা যায় সে সময় আমরা চেক লিখতে পারিনা।

    আমরা কার্ড ব্যবহার করার কারণে চেক লেখার প্রয়োজন আর হয় না যে কারণে আমরা চেক লিখিনা ।কিন্তু যখন প্রয়োজন হয় তখন আমরা লিখতে পারি না। এই সমস্যা সমাধানের জন্য আমি আজ আপনাদেরকে এই চেক লেখা সম্পর্কে জানাবো এবং চেক লেখার নিয়ম শেখাবো ইনশাআল্লাহ।

    দেখুন আপনি যদি চেক না লেখতে পারেন তাহলে আপনাকে হয়তো আপনারা    আত্মীয়দের সাহায্য নিতে হবেভ আর না হয় অন্য কোন তৃতীয় ব্যক্তি সাহায্য নিতে হবে কিন্তু এটা আমাদের ভালো লাগে না ।যে অন্য কারো কাছে যে চেক লেখা নিজেদের কাজটা নিজে করাই উত্তম আর এটাই পছন্দনীয়।

    চেক লেখার আগে কিছু কথা বলে নেই আপনারা চেক যে ভাষায় লিখবেন সম্পূর্ণ   চেক ঐই ভাষায়  লিখবেন শুধুমাত্র আপনাদের স্বাক্ষর বা সিগনেচার ছাড়া যদি বাংলা লেখেন তাহলে সম্পূর্ণ চেক বাংলা লিখতে হবে আর যদি ইংলিশে লেখেন তাহলে সম্পূর্ণ ইংলিশে লিখতে হবে।

    ইংরেজিতে চেক লেখার নিয়ম- ক্লিক করুন

    এমন অনেকেই আছেন যারা চেক লিখতে গিয়ে বাংলা ইংলিশ একত্র করে ফেলেন এটি সাধারণত ভুল হয় তারিখ এবং টাকার অংক লেখার সময় যখন আপনার তারিখ এবং টাকার অংক লেখবেন তখন খেয়াল রাখবেন যেন বাংলা ইংলিশ মিলি নাজার।   

    জনতা ব্যাংক চেক লেখার নিয়ম


    জনতা ব্যাংক চেক লেখার নিয়ম

    জনতা ব্যাংক থেকে টাকা তোলার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সে কাজগুলো উপরের চিত্রে দেখিয়ে দিয়েছি যে জনতা ব্যাংকের একটি চেক পূরণ করে তো সেখানে যেভাবে যা লেখা হয়েছে সেগুলো পূরণ করবেন তহালে আপনারা একটি চেক লিখতে পারবেন। এর বাহিরে আরো কিছু নিয়ম আছে সেগুলো দেখুন উপরের চিতে কি ভাবে লিখেছি সে গুলোও বর্ননা করব।


    প্রথমে চেকের ডানপাশের কোনায় আপনারা তারিখ দেখতে পারবেন সেখানে আপনাদের তারিখ বসিয়ে দিতে হবে আপনারা যে দিন টাকা তুলবেন সেই দিনের তারিখ সেখানে দিতে হবে অন্য কোন দিনের  তারিখ দিলে আপনারা টাকা তুলতে পারবেন না তো সেখানে অবশ্যই যেদিন টাকা তুলবেন সেদিনের তারিখ।

    উদাহরণ হিসেবে সেখানে ০৩/১২/২০২২ তারিখে দিয়েছে ।তো আপনারাও  সেখানে যে দিন টাক তুলবেন সেই দিনের তারিখ দিবেন । বাংলা লেখেন তাহলে শুধু বাংলা দেবেন আর ইংলিশ লিখলে শুধু ইংলিশে দিবেন।  যেমন আমি বাংলায় লিখেছি ০৩/১২/২০২২ তাই , বাংলা ইংলিশ মিলে ফেলবেন না।

    https://www.banglana.com/2022/03/ogrone%20-bank-chek-lekher-neyum%20.html

    তারপর দেখুন প্রদান করুন লেখা রয়েছে সেখানে আপনারা যে কাজটি করবেন   প্রদান করা বলতে বোঝানো হয় কে  এই চটি  চেকটি দিচ্ছেন বা প্রদান করছে তার নাম।   যদি আপনি নিজে হন তাহলে সেখানে নিজ লিখবেন অথবা আপনার নাম লিখবেন। আর যদি অন্য কোন ব্যক্তি দ্বারা টাকা তুলেন তাহলে তার নাম সেখানে দিতে হবে।

    উদাহরণ মনে করেন আপনার টাকা তুলবেন না ।আপনার আত্মীয় বা অন্য কোনো মাধ্যমে টাকা তুলবেন যখন কোন কোম্পানি টাকা তুলবে তাহলে তাদের নাম তো দিয়ে দিতে হবে।

    তার নিচে দেখুন টাকা তো সেখানে কথায় লিখতে হবে টাকার পরিমাণ তো সেখানে আপনারা কথায়ে টাকা  লিখে দেবেন। অনেকেই অংকে টাকা পরিমান লিখে দেয় তাহলে  অংকে টাকার পরিমান লিখলে চেক বাতিল হিসেবে গণ্য হবে। তো এখানে আপনি যে পরিমাণ টাকা তুলতে চান সে পরিমাণ টাকা কথায় লিখে মাত্র লিখবেন। উদাহরণ হিসেবে আমি লিখেছি বিশ হাজার টাকা মাত্র।

    তার নিচে দেখুন টাকার পাশে একটি বক্স   এখানে আপনারা যে পরিমাণ টাকা তুলতে চান সেই পরিমাণ টাকার অংক লিখে দেবেন। এখানে আপনাদের অংক আকারে টাকার পরিমাণ লিখে দিতে হবে। উদাহরণ হিসেবে আমি লিখে দিয়েছি ২0000 হাজার।

    টাকার বক্সের পাশে - স্বাক্ষর নামে একটি জায়গা আছে স্বাক্ষরে উপরে একটু দাগ । দাগের  উপরে আপনাকে স্বাক্ষর দিতে হবে জনতা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে  সাইন বা স্বাক্ষর ব্যবহার করেছেন সেই   স্বাক্ষর আপনাকে এখানে দিতে হবে।উদাহরণ হিসেবে আমি স্বাক্ষর এর উপরে নাম/সাইন লিখেছি।

    এরপর আপনি চেক এর পেছনে একইভাবে আরো দুটো স্বাক্ষর দিবেন। উপর   দিকে থেকে   স্বাক্ষর দিতে হবেন   স্বাক্ষরের নিচে আপনার নাম্বার দিতে হবে।

    আশা করি আপনারা এই সম্পূর্ণ ব্যবহারই বুঝে ফেলেছেন এবং কি আপনারা একটি চেক ও লিখে ফেলেছেন যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন এধরনের পোস্ট প্রতিনিয়ত আমি করে থাকি তাই এই ওয়েবসাইটে সাথে থাকুন আপনারা এবং আরও জানার চেষ্টা করুন।


    LikeYourComment