ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম-যেকোন ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম-banglana
আমাদের মধ্যে এমন অনেক ভাই-বোন রয়েছেন যারা একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু তার ব্যাংক থেকে টাকা তোলা সম্পর্কে সে জানেনা। যার কারনে টাকা তুলতে হিমশিম খেয়ে হয়।
দেখা আপনাদের প্রয়োজনের সময় আপনার একাউন্টে প্রয়োজন অনুযায়ী টাকা পাঠানো হলো। কিন্তু তখন একটা সমস্যা দেখা দিল আপনি আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা ওঠানো সম্পর্কে জানেন না। যার কারনে আপনি নিজে একা গিয়ে টাকা তুলতে পারছেন না। যার কারণে হয়তো ব্যাংকের কর্মকর্তাদের সাহায্য নিতে হয় আর না হয় আত্মীয়-স্বজনের সাহায্য নিতে হয়। এটা একটা লজ্জার বিষয় এবং এটা ভালো লাগেনা যদি নিজের কাজ নিজে করতে পারি তাহলে তার কোন ধরনের সমস্যা হয় না।
তো আপনারা যদি ব্যাংক থেকে টাকা তুলতে চান তাহলে তো অবশ্যই আপনাদের ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম জানতে হবে। আর না জানা থাকলে তো আপনি টাকা তুলতে পারবেন না তো সেজন্যই কিভাবে ব্যাংক থেকে খুব সহজে আপনারা টাকা নিতে পারেন। সে সম্পর্কে আলোচনা করব যাতে যাতে আপনি ব্যাংকে টাকা তুলতে পারেন সে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পোস্টটি ভাল করে পড়ুন তহলে বুঝতে পাবেন।
ব্যাংক থেকে টাকা তোলার কতগুলো নিয়ম আছে তা দেখুন
আপনার উপর নির্ভর করে আপনি কতগুলো নিয়মে টাকা তুলবেন কারন টাকা তোলার বিভিন্ন উপায় রয়েছে যার মাধ্যমে ব্যাংকের থেকে টাকা তোলার কাজ সম্পন্ন করা যায়।
বিভিন্ন নিয়মে টাকা তোলার যায়।এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে আপনার একটি নির্দিষ্ট ব্যাংক একাউন্ট তৈরি করতে হবে এবং সেই ব্যাংক কর্তিত থেকে কার্ড দেয়া হয় সে কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতে পারবেন।
এছাড়া যদি আপনি কার্ড সংক্রান্ত কোন চার্চ দিতে না চান তাহলে আপনাকে চেকের মাধ্যমে টাকা তুলতে হবে। চেকে চার্চ নেয় একটি বছরের 500 টাকা আর কম হতে পারে। আপনি চাইলে দুটি উপায়ে ব্যবহার করতে পারেন। একটি কার্ড অপরটি চেকের মাধ্যমে কার্ড ব্যবহার সুবিধা হল আপনি এটিএম বুথের মাধ্যমে সহজে টাকা তুলতে পারবেন ।অন্যটির মাধ্যমে ব্যাংকের মাধ্যমে টাকা তুলতে হবে । যেহেতু ব্যাংক শাক কম তাই কার্ডই ভালো।
ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তোলার উপায় ।ডাচ বাংলা টাকা তোলার জন্য তিনটি মাধ্যম রয়েছে একটা হল ডাচ বাংলা কার্ড, ডাচ বাংলা চেক এবং ডাচ-বাংলা মোবাইল পদ্ধতি এই তিনটি মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের টাকাগুলো তুলতে পারেন।
ডাস বাংলা উন্নত মানের সেবা দিয়ে থাকেন কার্ডের মাধ্যমে। ডাচ-বাংলার ভুথ রয়েছেন বাংলাদেশের অনেক জায়গায়। যার মধ্যে অতি সহজেই কার্ডের মাধ্যমে যেকোনো প্রয়োজনে টাকা তোলা যায় এবং কি ডাচ বাংলা কার্ড নিয়ে শপিং মহল আপনার বিল পরিশোধ করা যায়।
ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
ডাচ বাংলা এটিএম ব্যাংক থেকে টাকা তোলার জন্য নিয়ম চেকের মাধ্যমে টাকা তোলা যায় এবং কার্ডের মাধ্যমে টাকা তোলা যায় এখন আপনাদের কার্ডের মাধ্যমে টাকা তোলার নিয়ম টি দেখাচ্ছি নিচের চিত্রে লক্ষ করুন সিমের নিচের অংশটুকু আছেন সেই অংশটুকু দেখাচ্ছে সিমের অংশটুকু উপরের দিকে রেখে এটিএম বুথের সামনে রাখুন তাহলে ভিতরে নিয়ে নিবে আপনাকার্ডটি।
কার্ড দিয়ে প্রবেশ করানোর পর আপনাদের পিন নাম্বার দিতে বলবে সেখানে আপনারা ব্যাংক থেকে দেওয়া চার ডিজিটের পিন নাম্বারটি সেখান দিয়ে দেবেন নিচের চিত্রে লক্ষ করুন।
পিন নাম্বারটি দেয়া হয়ে গেলেন আপনার সেখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন উপরেই দেখতে পারবেন টাকা উত্তোলন তো সেখানে আপনারা ক্লিক করবেন তো আপনাদের সুবিধার্থে একটি আঙুল ধারা দেখানো হয়েছে নিচের চিত্রে টাকা উত্তোলন বাটনে নিচের চিত্র লক্ষ্য করুন
এরপর আপনারা একটি অপশন দেখতে পারবেন Dutch -Bangla bank এখান থেকে আপনাদের কে টাকার পরিমান দিতে হবে । সবর্চ্চ এক বারে ২০০০ হাজার টাকা তুলা যায়।তারপর আপনাবে correct/সঠিক বরাবর বাটনে ক্লিক করুন। উপরে চিত্রতে যেমন আঙ্গল দ্বারা দেখানো হয়েছে টাক উত্তলন বাটনে ক্লিক করা দেখানো হয়েছে । ঠিক একই ভাবে correct/সঠিক বরাবর ক্লিক করুন।correct/সঠিক এই নিয়ম প্রথম খলো চিত্র। নিচের চিত্র গুলো অনুসরন করুন।
এর পর দ্বিতীয় দেখানো হয়েছে yes হ্যঁ । পরে no/না এখান থেকে আপনারা no/না বাটনে চাপ দিবেন তারপর মেসিনের ভিতরে টাকা গুনার শব্দ পাবেন। একটু অপেক্ষা করলে আপনার তৃত্বীয় চিত্রের মতো নিচে টাকা দেখতে পারবেন।
ডাচ বাংলা এটিএম থেকে টাকা তোলার জন্য প্রথমে আপনাকে ডাচ বাংলা ব্যাংক থেকে যে কার্ডটি আপনাকে দিয়েছে সেটা ডাচ বাংলা এটিএম বুথ যে স্থানে কার্ড প্রবেশ করানো হয় সেই স্থানে প্রথম প্রবেশ করাতে হবে।
কার্ড টি প্রবেশ করানোর পর থেকে 4 ডিজিটের পিন নাম্বারটি সেখানে দিতে হবে ।করন সেখানে পিন নাম্বার চাবে কার ঢুকানোর পর।
যদি পিন নাম্বার ভুল করেন তাহলে কার্ডটি আবার বেরিয়ে আসবে তিনবার ভুল করলেন আপনার কার্ডটি ব্যান্ড করে দেবে তবে আপনার তিনবার পিন নাম্বার ভুল করবেন না।
পিন নাম্বার সঠিক হওয়ার পর আপনার সেখানে কয়েকটি অপশন দেখতে পারবেন একটি টাকা উত্তোলন ,দূরত্ব টাকা উত্তোলন ,ব্যালেন্স অনুসন্ধান, পিন পরিবর্তন তো আপনারা যেটা করতে চান তা করবেন এবং সেখান থেকে। যদি কোনো বিষয় জানতে চান কমেন করুন।
চার ডিজিটের পিন নাম্বারটি দেয়ার পর আপনি টাকা উত্তোলন অপশনে বাটন চেপে দিবেন। তারপর আপনি যে পরিমাণ টাকা তুলতে চান সে পরিমাণ লিখে ওকে প্রেস করুন তাহলে আপনি আপনার টাকা পেয়ে যাবেন।
এখন প্রায় অধিকাংশ ব্যাংক থেকেই কোন অ্যাকাউন্ট তৈরি করলে ব্যাংক থেকে আপনাকে রিলেটেড একটি কার্ড উপহার দেয়। আপনার একাউন্টের টাকা চলে আসার পর তখন আপনি কার্ড এটিএম বুথে প্রবেশ করানোর মাধ্যমে আপনার পিন নাম্বার দিয়ে টাকা তোলা কাজ সম্পন্ন করতে পারেন।
আপনি দিনের যেকোনো সময় কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারেন যেহেতু শাখা ব্যাংক গুলোতে একটি নির্দিষ্ট সময় থাকে কিন্তু এটিএম বুথ এমন রয়েছে যেগুলোতে 24 ঘন্টা টাকা তোলা যায় । এটি ব্যবহার করায় সময় অনেকাংশে বেঁচে যাবে এবং আপনি কম সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারবেন।
এটিএম বুথ থেকে আপনি একবার সর্বোচ্চ 50 হাজার টাকা তোলা যায় ।এটি তিনবার ব্যবহার করে ৫০ হাজার টাকা তুলা যায়। প্রথমবার 20 দ্বিতীয়বার 20 এবং তৃতীয়বার 10 এভাবে আপনি টাকা তুলতে পারেন 5000 টাকা সর্বোচ্চ একদিনে।
আপনি যদি কার্ড ব্যবহার করেন তাহলে প্রতিবছর একটি নির্দিষ্ট পরিমাণ আপনার কার্ড থেকে সার্চ করা হবে এর জন্য ব্যাংক কর্তৃপক্ষ আপনার একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ বাৎসরিক চার্জ কেটে নিবে।
আপনি কার্ড প্রথম বছর ফ্রিতে ব্যবহার করতে পারবেন প্রথম এক বছর কার থেকে কোন চার্জ কেটে নেওয়া হবে না।দ্বিতীয় বছর থেকে আপনার কার্ড একাউন্ট থেকে বাৎসরিক সার্চ করা হবে।
আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যাংক থেকে কার্ড সংগ্রহ করে থাকেন খক ডাচ বাংলা ব্যাংক থেকে, বা নেক্সাস পে কার থেকে, ইসলামী ব্যাংক থেকে বা ডেবিট কার্ড।
প্রত্যেকটি এটিএম কার্ডের নিয়ম একই থাকে চিন্তার কোন কারণ নেই একটি কার্ডের নিয়ম শিখতে পারেন প্রতিটি কার্ড থেকে খুব সহজে আপনারা টাকা তুলতে পারবেন আর যদি চেকের মাধ্যমে টাকা তুলতে চান তাহলে ব্যাংকে চেক জমা দিলে আপনার টাকা তারা দিয়ে দেবে যে পরিমাণ আপনি অ্যামাউন্ট দেবেন।
চেকবুক থেকে টাকা তোলার নিয়ম
আপনি যদি ব্যাংক কর্তৃপক্ষকে কোন ধরনের কার্ড সংগ্রহ না করেন। তাহলে আপনাকে মূলত একটি উপায় টাকা তুলতে হবে সেটা হলো চেকবুক এর মাধ্যমে টাকা তোলার জন্য প্রথমে আপনাকে চেক ফিলাপ করতে হবে সেটা ফিলাপ করার মাধ্যমে আপনি আপনার টাকা তুলতে পারবেন।
ব্যাংক কর্তৃপক্ষ থেকে আপনাকে যে চেকবুক তারা দিয়েছেন সেখানে অনেকগুলো পৃষ্ঠার মধ্যে থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটা পৃষ্ঠা নিয়ে লিখতে পারেন এবং সম্পূর্ণ পৃষ্ঠার নিয়ম কানুন মেনে ফরমটি ফিলাপ করলে চেকটি প্রদান করলে আপনাকে আপনার প্রয়োজন মত আপনাকে তারা টাকা প্রধান করবে।
এভাবে আপনি খুব সহজেই চেক লিখে টাকা উত্তোলন করতে পারেন ।এ আপনি যদি চেক লিখতে না পারেন তাহলে নিচের লিংকটি ক্লিক করে চেক লেখার নিয়ম দেখুন ।
ইংরেজিতে চেক লেখার নিয়ম-চেক লেখার নিয়ম-banglana ক্লিক করুন
আপনি যখন চেক বুকের কাজ সম্পন্ন করে দেবেন তখনই আপনি চাইলে এটি নিজে থেকে ব্যাংকে নিয়ে যেতে পারেন কিংবা অন্য কোনো ব্যক্তি বা নিকট আত্মীয় স্বজনের মাধ্যমে টাকার পরিমান দিয়ে টাকা তুলে আনতে পারেন এক্ষেত্রে টাকা তোলার জন্য কোন রকমের চার্জ প্রযোজ্য হবে না।কিন্তু বাৎসরিক অল্প কিছু টাকা নেওয়া হয় চেকবুক থেকে টাকা উত্তোলন করলে।