ব্লগ কনটেন্ট আইডিয়া জেনারেট করতে পারছি না?-banglana

    আমাদের মধ্যে প্রায় সকলেরই একটি সমস্যা থাকে সেটি হলো ব্লগে কিভাবে ভালো মানের কনটেন্ট দেওয়া যায়। এবং আমরা সহজে নতুন অবস্থায় কিওয়ার্ড খুঁজে পাইনা আমাদের বেশ সময় লেগে যায় কোন কিওয়ার্ড খুঁজে বের করতে। এটা আমাদের একটি বিশাল সমস্যা।এ জন্য আপনাদের কিছু ধারণা দেবো যা প্রয়োগ করতে পারলে আপনার মাথায় অসংখ্য ব্লক কন্টেন আইডিয়া চলে আসবে যার ফলে ব্লগিং জগতে আপনি সফল হতে পারবেন।

    নতুন অবস্থায় অনেক ব্লগার আছেন যারা খুঁজে পান না যে কোন টপিক নিয়ে কাজ করব বা কোন নিস নিয়ে কাজ করব টপিক নির্বাচন করতে গিয়ে অনেকে ব্যর্থ হয়ে যান।

    আমি ধরে নিচ্ছি আপনি ব্লগিং জগতে সম্পূর্ণ নতুন আপনি নতুন অবস্থায়  কি ভাবে অসংখ্য কন্টেন আইডিয়া বের করবেন এর জন্য কিছু নিয়ম-নীতি ফলো করতে হয়।এই নিয়মনীতি ফলো করতে পারলেই আপনার  প্রয়োজনীয় কন্টেন পেয়ে যাবেন।  ‘

    এমন অনেক ব্লগার রয়েছেন যারা ব্লগ লিখতে লিখতে শেষ করে ফেলেছে নতুন করে কি লিখবে তার খুঁজে পাচ্ছো না। তো কিভাবে  নতুন  কন্টেন্ট বের করতে পারেন আপনারাও তা বিস্তারিত আলোচনা করব।

    ব্লগ কনটেন্ট আইডিয়া জেনারেট করতে পারছি না


    কিভাবে ইউনিক কন্টেন্ট আইডিয়া বের করবেন?দেখুন:

    ইউনিক কনটেন্ট খুঁজে বের করার জন্য কিছু টুলস ব্যবহার করা জরুরি হয়ে পড়ে যার মাধ্যমে আপনার কাঙ্খিত কিওয়ার্ড পেয়ে যাবেন। ফ্রী চুলস এর মাধ্যমে আপনি আপনার পয়োজনিয় কিওয়ার্ড পেয়ে যাবেন। যা এই পোষ্ট এর নিচে পেয়ে যাবেন।

    ব্লগ কনটের লেখার সময় সর্বপ্রথম আপনাকে একটি নির্দিষ্ট কন্টেন ঠিক করতে হবে। যে বিষয়ে আপনি মানুষকে সুন্দর ভাবে বোঝাতে পারবেন আপনার লেখা কন্টেন্ট পড়ে পাঠক এর জন্য উপকৃত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

    সহজ ভাষায় লিখতে হবে   যাতে পাঠক খুব ভালো ভাবে  বুঝতে পারে এবং সংক্ষিপ্ত আকারে বুঝানোর চেষ্টা করতে হবে ।

    ভিজিটর নির্নয়:আপনার ব্লগ সাইটে কাদের জন্য বা কি বিষয় কন্টেন লিখবেন তা ঠিক করা হয়ে গেলে আপনার ভিজিটর সমস্যা আছে এমন তথ্য খুজে বের করুন এবং তাদের সমস্যাগুলো সমাধান বের করুন। আপনি যদি সমস্যা সমাধান দিতে পারেন তাহলে আপনার সাইটে ভিজিটর বৃদ্ধি পাবে।

    ব্লগিং জগতে সফল হতে গেলে আপনার কিছু লক্ষ্য রাখতে হবে যে আপনার ভিজিটর গুলো কোন বিষয়ের প্রতি আগ্রহী তাদের আগ্রহ অনুযায়ী আপনার কনটেন্ট লিখতে হবে যার ফলে আপনার সাইটে প্রতিনিয়ত ভিজিটররা আসতে থাকবে।

    এবং কি এমনভাবে কন্টেন লিখতে হবে যার ফলে একই ভিজিটর বারবার আপনার সাইটে  এসে পোষ্ট পড়বে। যদি আপনি তাদের সমস্যাগুলো সুন্দরভাবে সমস্যা সমাধান দিতে পারেন তাহলে আপনি ভিজিটর পাবেন আর যদি এমন কন্টেন লেখেন যা দেখেন ভিজিটর হতাশ হয়ে পড়ে তাহলে আপনার সাথে আর কখনোই ঐ  ভিজিটর পাবেন না। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভিজিটর আপনার পোষ্ট পড়ে কল্যাণ হয় ।

    ভিজিটরদের কাছে জনপ্রিয়তা লাভ করার জন্য সবচেয়ে ভালো উপায় হল বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়া উদাহরণস্বরূপ আমি যে পোস্ট করছি  এখানে লিখেছি অসংখ্য কনটেন্ট খুঁজে বের করার উপায় তানিয়া আমি আলোচনা করতেছি একইভাবে আপনি চিন্তা করবেন একটি বিষয় নিয়ে দেখবেন আপনার মাথায় অসংখ্য আইডিয়া চলে আসবে।

    বর্তমান সময়ে ভিজিটররা যে বিষয়ে আগ্রহি

    বর্তমান সময়ে ভিজিটররা যে বিষয়ে আগ্রহ দেখা যায় তা হল হেলথ এবং ফিটনেস নিয়ে তারা নানা ধরনের স্বাস্থ্য বিষয় সম্পর্কে জানতে চায় এবং কি স্বাস্থ্য সম্পর্কে নানা বিষয় সমস্যার সমাধান চায়।যেমন: কখন কোন খাবার খাওয়া ভালো ,কোন সময় কোন ব্যায়াম ভালো .বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য সচেতনতা এবং অনেকেই রূপচর্চা সম্পর্কে জানতে চাই।

    পুরুষ,মহিলা,শিশু,বৃদ্ধ,তাদের নানা সমস্যা খুঁজে বের করুন এবং এই সমস্যাগুলোর সমাধান দিন যার মাধ্যমে আপনি বেশি ভিজিটর পাবেন কারণ তারা এগুলো পড়তে  খুবই আগ্রহী ।

    কিওয়ার্ড রিসার্স

    একটি কন্টেনের প্রাণ বলা হয় কিওয়ার্ড কে।যদি আপনি সঠিক কিওয়ার্ড না  দিতে পারেন তাহলে আপনি ভিজিটর আশা করতে পারেন না।   মানুষ যেসব শব্দ বা শব্দগুচ্ছ লিখে গুগলে সার্চ করে তাই কেউওয়াড। এখন সে যে শব্দগুলো সার্চ করল তা আপনার কিওয়ার্ডের নাই তাহলে কিভাবে আপনি কোনো ভিজিটর পাবেন। কোন মানুষ কোন একটা ফল বা সবজি সম্পর্কে জানতে চাইলে তা লিখে গুগলে সার্চ করেন ।

    এর জন্য আপনাকে জানতে হবে  মানুষ  কোন ফল বা অন্য যে কোনো বিষয় কি লিখে  সার্চ করতেছে। সার্চ করার জন্য  সে কি লিখে সার্চ করতেছে তা দেখতে হবে এবং ওই শব্দগুচ্ছ টুকুই আপনার কি ওয়ার্ড  হিসেবে ধরে নিতে হবে।

     পাঠকের সার্চ করা শব্দগুচ্ছ যদি আপনার  কিওয়ার্ডে পাওয়া যায় তাহলে ওই কিওয়ার্ড  টি পাঠক পড়বে এবং গুগল ওই কী-ওয়ার্ডটি পাঠকের সামনে আনবে।

    কিওয়ার্ড রিসার্চ কি 

    গুগোলে যা সার্চ করে তাই কিওয়ার্ড ।আপনি টুলস থেকে অনেক কিওয়ার্ড পেয়ে যাবেন কিন্তু আপনি সব  কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না।কারণ কিওয়ার্ড রিসার্চ মূল উদ্দেশ্য হলো আপনি যে কিওয়ার্ড টার্গেট করে কন্টেন লিখেছেন সেটাকি ওটার জন্য আপনার কনটেন্ট গুগল সার্চ রেজাল্টের প্রথমে  নিয়ে আসতে পারে কিনা তা রিচার্জ করে বের করা ।


    ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস এবং বাংলা কিউওয়ার্ড টুলস

    অনলাইনের আপনি অনেক ফ্রী কীওয়ার্ড রিসার্চ টুল পেয়ে যাবেন যে সমস্ত টুলস্ এর মাধ্যমে আপনি কন্টেন্ট জেনারেট করতে পারেন।

    এই সমস্ত ফ্রী কীওয়ার্ড এরমধ্যে আপনার নির্দিষ্ট বিষয় উল্লেখ করে দিবেন এবং টার্গেট কান্ট্রি সিলেক্ট করে নেবেন তখন আপনি ওই রিলেটেড অনেক টপিক পেয়ে যাবেন আপনি যদি কোন দেশকে টার্গেট না করে কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে ওয়াল্ড  সিলেক্ট করে দিবেন।

    বাংলা কন্টেন কিওয়ার্ড রিসার্চ করার জন্য বেশি  টুলস্  পাওয়া যায় না । পাওয়া গেলেও সব ভালো হয় না। এর জন্য আমি আপনাদের জন্য ফ্রিতে বাংলা কন্টেনট কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং অন্যান্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তবে এটি বাংলার জন্য অনেক ভালো কাজে দেয়।keywordtool.io এই ডেমেনটি গোগুলে সার্চ করলেই আপনি ফ্রিরি কিওয়ার  টুলস্ পেয়ে যাবেন।

     

    ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস এবং বাংলা কিউওয়ার্ড টুলস

    আপনি গুগল প্ল্যানার লিখে সার্চ করলেও  একটি ফ্রি টুলস্ পেয়ে যাবেন। 

    আপনি যদি কিওয়ার্ড সার্চ বলিয়ম বা সিপিসি কিং বা অন্য যে কোন বিষয়গুলো দেখতে চান তাহলে আপনাকে পেডভার্শন ক্রয় করতে হবে তবে শুধুমাত্র কন্টেন আইডিয়া জেনারেট করার জন্য এই টুলস ফ্রী ভার্শন যথেষ্ট।

    গুগল অটো কমপ্লিট সার্চ রেজাল্ট

    গুগলে কোন বিষয় নিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে দেখতে পারবেন ওই বিষয়ই আরো অনেক কিওয়ার্ড নিচে দেখাচ্ছেন এবং এইগুলো মাধ্যমে প্রচুর পরিমাণে কন্টেনার জেনারেট করতে পারেন।

    এই কাজটি করার জন্য আপনি গুগল সার্চ বারে চলে যাবেন সেখানে কি আপনি আপনার কাঙ্খিত কিওয়ার্ড সার্চ করবেন তাহলে দেখতে পারবেন ওই কিওয়ার্ড আরো অনেক গুলো auto-complete কিওয়ার্ড আইডিয়া দেখাচ্ছে।

    গুগল অটো কমপ্লিট সার্চ রেজাল্ট


     এই সমস্ত auto-complete কিওয়ার্ড আপনি চাইলে প্রতিনিয়ত কাজ করতে পারেন এবং এখান থেকে আপনি অধিক পরিমাণ কিওয়ার্ড আইডিয়া পাবেন যার ফলে খুব সহজেই আপনার কিওয়ার্ডের সমস্যার সমাধান হবে।

    গুগলের auto-complete কিওয়ার্ড থেকে কিওয়ার্ড নিয়ে আরো রিসার্চ করবেন।যার ফলে আরো বেশি পরিমাণ কিওয়ার্ড পাবেন যার ফলে কাঙ্খিত কিওয়ার্ড নিয়ে কাজ করা সহজ হবে। এবং এই কী-ওয়ার্ড নিয়ে খুব সহজেই আপনি গুগলে ফাস্ট পেজে আসতে পারবেন।

    আশা করি উপরে উল্লেখিত ফ্রী টুলস এর মাধ্যমে আপনার কাঙ্খিত কিওয়ার্ড পেয়ে যাবেন এবং খুব সহজভাবে আর্টিকেল পাবলিশ করতে পারবেন এবং কি আমার  দেওয়অ গাইডলাইন আপনার উপকারে আসবে। 

    LikeYourComment