একাউন্ট পে চেক লেখার নিয়ম

একাউন্ট পে চেক লেখার নিয়ম

    একাউন্ পে টে চেক লেখার নিয়ম তো আমরা অনেকেই একাউন্ট পে চেক লিখতে পারিনা দেখা যাক বেশিরভাগ মানুষ এখন কার্ড ব্যবহার করে থাকে যে কাজগুলো অ্যাকাউন্ট খোলার সঙ্গে আমাদেরকে দিয়ে থাকেন। যার কারণে আমাদের একাউন্ট চেক লেখা প্রয়োজন হয় না। 

    কিন্তু এমন একটা সময় চলে আসে যখন আমাদের  চেক লেখার প্রয়োজন পড়ে যায় সে সময় আমরা বুঝতে পারে না কিভাবে   চেক লিখতে হয়। এ কারণেই আজ আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা একটি একাউন্ট পে চেক লিখতে পারেন।

    একাউন্ট পে চেক লেখার জন্য কিছু শর্তাবলী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যায় যখন আপনি কোন চেক লিখনে তখন অবশ্যই   চেক এর ভাষা এক হতে হবে ।যেমন যদি আপনি চেক বাংলায় লেখেন তাহলে শুধুমাত্র বাংলায় লিখতে হবে আর যদি আপনি যে ইংলিশে লেখেন তাহলে চেক সম্পূর্ণ চেব লিখতে হবে।

    অনেকে এমন আছে যারা বাংলা ইংলিশ মিলে ফেলেন বিশেষ করে তারিখ এবং টাকার অ্যামাউন্ট অংকে লিখ গিয়ে ।এই ভুলটি করে থাকেন তারিখ এবং টাকার অংকে  অনেকেই বাংলা ইংরেজি মিশিয়ে ফেলে।
    জনতা ব্যাংক চেক লেখার নিয়ম ক্লিক করুন

    চেক এর মধ্যে যদি বাংলা ইংলিশ মেলানো থাকে। তাহলে ওই চেক বাতিল বলে গণ্য হইবেন।এবং ওই  চেক থেকে টাকা তোলা সম্ভব নয়ক। তাই চেক লেখার সময় খেয়াল রাখতে হবে বাংলা ইংলিশ যেন মিলে না যায়।

    তবে সাইন বা স্বাক্ষরের ক্ষেত্রে নিয়ম আলাদা আপনি একাউন্ট খোলার সময় যে সাইন বা স্বাক্ষর ব্যাংক কর্তৃপক্ষের কাছে দিয়েছেন সেই সাইন বা স্বাক্ষর যে ভাষায় হোক না কেন আপনি তা দিতে পারবেন যদি আপনার ব্যাংক একাউন্ট খোলার সময় যে সাইন দিয়ে ছিলেন সেই সাইন যদি চেয়ে  সাথে  থাকে তাহলে আপনি টাকা পাবেন না ।সাইন না মিলিলে আপনার চেক বাতিল বলে গণ্য হইবে। 

    দাগকাটা চেকের ছবি

    একাউন্ট পে চেক লেখার নিয়ম


    একাউন্ট পে চেক লেখার নিয়ম

    একাউন্ট পে চেককে, ক্রস চেক বা দাগ কাটা চেক বলা হয়। আমার নিরাপত্তার  জন্য আপনারা দেখতে পারবেন উপরের পিকচার যে   চেক নাম্বার এবং  একাউন্ট নাম্বার হাইড করে দিয়েছি।

    একাউন্ট পে চেক লেখার সময় কিছু শর্তাবলী অবলম্বন করতে হয় সেগুলো হলো।আপনি যদি কোন ব্যক্তির নামে একাউন্ট পে চেক লিখেন তাহলেpay  to  এখানে আপনাকে ওই ব্যক্তির এনআইডি কার্ডের সাথে নাম এক রেখে নাম লিখতে হবে।আপনি যদি এটি কোন কোম্পানিকে দেন তাহলে কম্পানী অ্যাকাউন্ট নাম যেভাবে লেখা রয়েছে ঠিক একইভাবে pay  toতে নাম দেখতে হবে।

    pay  to এখানে যদি আপনি কোন ব্যক্তির নাম বা কোন কোম্পানির নাম দিতে গিয়ে ভুল করে ফেলেন তাহলে এই চেক বাতিল হিসেবে গণ্য হবে। তাই আপনি যখন কোন ব্যক্তির নাম দেবেন সেখানে ব্যক্তির এনআইডি কার্ডের নাম মিলি দিবেন। আর যদি কোম্পানির নাম হয় তাহলে সেখানে কোম্পানির একাউন্ট নাম যেভাবে আছে সেভাবে দিয়ে দেবেন।

    জন্য আপনাকে আগে থেকেই কোম্পানির কাছ থেকে   একাউন্টের নাম জেনে নিতে হবে। এবং ব্যক্তির কাছ থেকে ব্যক্তির এনআইডি কার্ডের নাম জেনে নিতে হবে।

    মোবাইল ব্যাংকিং এ বাংলাদেশের অবস্থান ক্লিক করুন

    তো চলুন এখন পে একাউন্ট   লিখে ফেলি সর্বপ্রথম দেখবেন চেকের উপরে ডানকনে ডেট/Date লিখা রয়েছে তো সেখানে যেদিন এই চেকটি যেতে চান সেই দিনের ডেট/Date দিবেন। উদাহরণ হিসেবে আমি একটি ডেট/Date দিয়েছি যে কয় তারিখে দিব। যেমন 04।07।2022

    তারপর বামদিকে শুরুতেই দেখুন pay  to সেখানে আমি   একজন ব্যক্তিকে দেবো   । তাই আমি একজন ব্যক্তির নাম লিখব তার এনআইডি কার্ডের নাম মিল রেখে। উপরের চিত্র দেখুন Najma Begum.

    তারপর দেখুন The sum fo taka .এখানে আপনাকে পরিমান কথায় লিখে দিতে হবে ।যে  আপনি কত টাকা ব্যক্তি বা কোম্পানিতে যেতে চান। সেই অ্যামাউন্ট আপনাকে The sum fo taka এর পরে কথায় টাকার পরিমান লিখে দিতে হবে ।এখানে অনেকেই অংকে লিখে ফেলে এটা করলে  চেক বাতিল হিসেবে গণ্য হবে ।এখানে অবশ্যই কথা লিখে দিতে হবে  টাকার পরিমান । উদাহান হিসেবে আমি লিখেছি fifty thousand only

    তার পাশে দেখতে পারবেন  Tk ঘর তো সেখানে আপনাকে অংকে লিখে দিতে হবে টাকার পরিমান  উদাহারন হিসেবে আমি লিখে  লিখেছি 50,000

    তারপর আপনাকে একটি স্বাক্ষর দিতে হবে দেখুন চেক এর নিচে ডান দিকে  সিগনেরচার নামে একটি জায়গা রয়েছে ।পরে সিগনেচার লেখার উপরে দাগ রয়েছে তার উপরে আপনাকে স্বাক্ষর দিতে হবে উপরের চিত্রে আমি  উদাহারন হিসেবে সিগনেরচার দিয়েছে।

    উপরের চিত্রে দেখুন যে আমি চেকের উপরে দুটি দিয়েছি তার  মাঝখানে  লিখেছি A/P তো সেখানে আনাকে এভাবে লিখেদিতে হবে।  এটি কিন্তু দুটি দাগের  মাঝখানে লিখতে হবে। বা শুধু দুইটা দাগ দেন তাহলে হলেও পে হিসেবে গন্য হবে।

    এই চেক কিন্তু কোন ব্যক্তির নামে যাবে না ।শুধু অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট    ট্রানসফার হবে। এই চেকের মাধ্যমে টাকা তোলা যাবে না ।  যদি না বুছে থাকেন তাহলে আবার এই পোস্টটি পড়ুন তাহলে বুঝতে পারবেন।  এবং যদি সমস্যা মনে করেন তাহলে কমেন্ট করেন তাহলে আমি সমস্যার সমাধান দিয়ে দিব।

    আশা করি আপনারা এই পোস্টটি পড়ে উপকৃত হবেন এবং একটি    একাউন্ট পে চেক লিখতে পারবেন। এ ধরনের আমি নিতান্তই পোস্ট করে থাকি এর জন্য এ পোষ্ট গুলো পাওয়ার জন্য এই ওয়েবসাইটের সাথে থাকুন।

    LikeYourComment