ট্যাপ মোবাইল ব্যাংকিং কোড-ট্যাপ মোবাইল ব্যাংকিং-ট্যাপ একাউন্ট খোলার নিয়ম?banglana

    নতুন করে আবার আমাদের সামনে আসলো একই নতুন প্রযুক্তি সেটি হল ট্যাপ।এটি বাংলাদেশে শুরু হয়ে গেলো ট্রাস্ট অপিয়াটা পে। আজ আপনাদেরকে বলবো এই নতুন সিস্টেমের মধ্যে কি আছে না আছে টোটাল সব কিছু বলবো। 

    ট্যাপ মোবাইল ব্যাংকিং

    ট্যাপ মোবাইল ব্যাংকিং খোলার জন্য কি কি লাগবে, সার্ভিস সার্চ কত, ক্যাশ আউট চার্জ কত ,এর মধ্যে কি সুবিধা ও অসবিধা রায়েছে। এটি ব্যবহার করে আসলে কি বেনিফিট বাপেন এটি ব্যবহার করা ভালো না খারাপ সব আপনাদেরকে নিম্নে বর্ননা করে জানিয়ে দিব। 

     এটাও জানতে পারবেন আপনারা ট্যাপ একাউন্ট খুুলবেন কি খুলবেনা। এবং কি এই সম্পূর্ণ পোস্টটি যদি আপনি ভালোভাবে পড়েন  তহলে আপনি বুঝতে পারবেন এটা  আপনি ব্যবহার করবেন কি করবেন না নিশ্চিত হয়ে যাবে।

    ট্যাপ একাউন্ট খোলার আগে আমরা দেখিনি এর ভিতরে কি কি সুবিধা অসুবিধা রয়েছে। এটি ব্যবহার করে কি কি সুবিধা পাব তো চলুন সরাসরি  ট্যাবের থেকেই জানা জাক। আগে এই  ট্যাপের সব ইনফরমেশন গুলো জেনে নেই হুটহাট করে কোন অ্যাকাউন্ট খোলা উচিত নয়।

    tap Meaning in Bengali

    Tap1 /ট্যাপ তরল পদার্থ গ্যাস নির্গম-মালার মুখ ।
    tap  -room n   (সরািইখানা ইত্যাদিতে) যে কক্ষে মদের পিপা রাখা হয়।
    tap -root ঘাছের মূল শিরা। ২ পিপার ছিপি।v  ১ tap (off) sth (from sth) ট্যাপ খুলে তরল পদার্থ ঢেলে নেওয়া tap off wine from a cask ,২ সংগ্রহ করা:tap sb for money/ information.৩ পিপা ইত্যাদিতে ছিপি লাগানো।
    on tap  ট্যাপযুক্ত,ঢেলে নেওয়ার জন্য তৈরি(লাক্ষ) প্রয়োজনের সময় ব্যবহারোপযোগী।
    Tap /ট্যাপ n (c) ১ টোকা,চাপড় I heard a tap on the door.'tap-danceng n পা,পায়ের গোড়ালি বা আঙুল দিয়ে টোকা দিয়ে তালু ঠুকে নাচ।
    Tap(us সেনাবাহিনী) আলেঅ নিভিয়ে ফেলার জন্য ড্রাম বা বিউগল  বাজিয়ে দিনের শেষ সঙ্কেত।

    Tap অর্থ কি

    Tap এর অর্থ :(Trust axiata pay) সংক্ষেপে বল হয় Tap

    ট্যাপ কি? what is tap.

    আপনারা যে আরো নাানা ধরনের মোবাই ব্যাাংক গুলো ব্যবহার করবন সেগুলোর মতই আপরি এই ট্যাপ ব্যাবহার করতে পারবেন। এই ট্যাপ অ্যাপটি নগদ,বিকাশ, রকেট এই অ্যাগুলো বা এই ব্যাংক গুলো যে ভাবে ব্যাবহার করে ঠিক একই ভাবে আপনার আনাদরে মোবাইল থেকে এটি নিয়ন্তন করতে পারবেন।

    এই একাউন্টি রেজিস্ট্রেশন করার পর ব্যহার কারিরা তারদের মোবাই নাম্বারকে ওয়ালেট নাম্বার হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ট্যাপ ব্যাবহার কারিরা ডায়াল মেন্যু থেকে ব্যবহার করতে পারবে।এবং এটি অ্যাপ দিয়ে ব্যবহার কারা যায় দুই ভাবেই এই  tap ব্যবহার করতে পারবে।

    ট্যাপ একাউন্ট এর সুবিধা গুলো । Benefits of tap account

    ট্যাপ একাউন্ট এর সুবিধা গুলো অন্য সব মোবাইল ব্যাংকিং সিস্টেমের মতোই । ট্যাপ একউন্ট এর আরো সুবিধা নিচে বনর্না করা হলোঃ

    ট্যাপ একউন্ট এর ফিউচার সমূহ.-ট্যাপ একাউন্ট এর সুবিধা সমুহ।

    এই ট্যাপে যাযা রয়েছে তা হলো : এড মনি,    ক্যাশ আউট সিস্টেম,    মোবাইল রিচার্জ করা,    টাকা ট্রান্সফার সিস্টেম,    মার্চেন্ট পেমেন্ট,    ইউটিলিটি বিল দেওয়ার সুবিধা,    এনআইডি ফ্রি জমা দেওয়া,    ইনস্যুরেন্স বি পেমেন্ট ,    পাসপোর্ট ফ্রি পেমেন্ট ,    টিউশন ফ্রি পেমেন্ট,     স্কুল ফ্রি পেমেন্ট।


    ট্যাপ অ্যাপ ডাউনলোড করার নিয়ম?

    ট্রাস্ট  অজিরয়াটা পে এই অ্যাপটি ডাউলোড করার জন্য আপরা আপনাদের স্মার্টফোনে যে কোনো   বাউজারে গিয়ে সার্চ করলে ও এই অ্যাপটি পেয়ে যাবেন। বা প্লে স্টোরে গিয়ে ট্যাব(tap)  লিখে সার্চ করলে পেয়ে যাবেন এই অ্যাপটি।  এই ট্যাপ অ্যাপটি ব্যবহার করা যাবে স্মার্টফোনে এবং আইনে - উভয় ক্ষেত্রে এর প্ল্যাটফর্মেই ব্যাবহার কারা যায়।

     
    কিভাবে ট্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়

    কিভাবে ট্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়

    ট্যাপ একউন্ট খোলা নিয়ম গুলো অনুসরন  করুনঃ

    * সর্বপ্রথম আপনাকে play store /প্লে স্টোর হতে ট্যাপ/ TAP অ্যাপটি ইনস্টল করুন।

    *ইনস্টল করা সম্পূর্ন হয়ে গলে TAP অ্যাপটি ওপেন/open  করুন।

    *ওপেন/open  করার পর দেখতে পারবেন Get started বাটন সেখানে ক্লিক করুন।

    *এ কাজটি হয়ে গেলে আপনি যে সিমে একউন্ট খুলতে চান সে নাম্বারটি লিখুন এবং সিম অপারেটর কোম্পানি  সিকেক্ট করুন। যে সিম দিয়ে একাউন্ট খুলবেন সেটি খুলা রাখতে হবে।

    *এ কাজটি সম্পূর্ন হলে যে সিমে  একাউন্ট খুবেন সে সিমে একটি ফেরিফাই কোড / OTPকোড গিয়েছে ।সেই কোড প্রদান করুন।

    * তারপর নিচের দিকে স্ক্রল করে Agree তে টিক মার্ক করুন।

    * এখন আপনার নাম লিখুন, লিংগ সিলেক্ট করুন ও পেশা নির্বাচন করুন। এরপর confirm বাটলে ক্লিক করুন।

    * আপনার tap wallet একটি ৪ ডিজিটে PIN Number দিন। এবং  proceed  বাটলে ক্লিক করুন।

    *এখান Let's Go continue এর উপর ক্লিক করুন।

    *এবার আপনার NID card সামনের অংশটুক ছবি তুলুন। এটি হয়ে গেলে আপনি আপনার সকল তথ্য দেখতে পারবেন। 

     * তাদের দেওয়া তথ্য সঠিক হলে confirm বাটলে ক্লিক করুন।

    * এরপর আপনার নিজের ‍selfie /ছবি দিতে বলা হবে । সেখানে আপনি আপনার selfie/ছবি তুলা হয়ে গেলে confirm বাটনে ক্লিক করুন।

    *সঠিক ভাবে সকল তথ্য দেওয়া হয়ে গেলে Logline page দেখতে পাবেন। 

    *Tap account open to login page and  password. 

    ট্যাপ পাসনাল একাউন্ট খুলার নিয়ম?

    পার্সোনাল একাউন্ট এর জন্য আপনি সরাসরি প্লে স্টোর থেকে ট্যাপ অ্যাপ ডাউনলোড করে নেবেন। তারপর আপনি যে নাম্বারে ট্যাপ   একাউন্ট খুলতে চান সে নাম্বার দিয়ে ট্যাপ একাউন্ট খুলতে হবে। তারপর এই ট্যাপ একাউন্ট ভেরিফিকেশনের জন্য আপনার এন আউডি কাডের দুপাসে ছবি তুলে নিতে হবে তার সাথে আপনার একটি সেলটি তুলতে হবে। তার পর এটি আপলোড করতে হবে । আপলোড করা হলে আপনার পারসনাল একাউন্ট হয়ে যাবে।

    এজেন্ট ট্যাপ একউন্ট খুলার নিয়ম?

    আপনি যে অ্যারিয়ায় রয়েছেন সেই এরিয়ার ডেস্টিভিসনের সাথে যোগাগ করতে হবে।।

    ট্যাপ একাউন্ট চার্চ কত এবং ট্যাপ একাউন্ট এর লিমিট?

    এই ট্যাপ একন্ট তিনটি ক্যাটাগোরিতে চার্চ করে থাকেন। প্রথম , জেনারেল একাউন্ট ,দ্বিতীয় স্টুডেন্ট  একাউন্ট এটি স্কুল ফ্রি প্রদানের জন্য খুলা হয়ে থাকে,তিতৃয় সেলারি একাউন্ট  এই তিনটার চার্চগুলো ভিনভিন হয়ে থাকে । নিচে দেখুন,

    জেনারেলে একাউন্ট এর জন্য এটি দিয়ে আপনি ‍যদি ক্যাস আউট বা ক্যাস ইন করতে চান। এটি করা জন্য দুইটি মাধ্যম রয়েছে একটি এজেন্সি অপরটি মোবাইল অ্যাপ। এবং এর দুইটি চার্চ  ভিন্ন হয়ে থাকে। এজেন্সি  থেকে জেনারেল অ্যাকাউন্টে ক্যাস ইন করলে কোনো চার্চ লাগে না। 

    এছাড়া নিকটস্থ ব্রাঞ্চ থেকে ক্যাস ইন করতে পারেন সেখান থেকে কোন চার্জ নেয়া হচ্ছে না।ফ্রী কস্ট থাকত যে কোন ব্রাঞ্চ থেকে।

    সেলারি একাউন্ট বা চাকুরি বেতন থেকে ক্যানইন করলে চার্চ হচ্ছে 0.90%   হাজারে।

    স্টুডেন্ট একাউন্ট থেকে ক্যানউন করলে চার্চ হচ্ছে 0.60%   হাজারে।

    আপনি যদি কোন ব্রাঞ্চ থেকে ক্যাশ ইন করলে জেনারেল, এজেন্সি, স্টুডেন্ট সবকিছু ফ্রিতে    ক্যাশ ইন করতে পারবেন।শুধুমাত্র এটি  ব্রাঞ্চ থেকে ফ্রি।

    ট্যাপ মোবাইল ব্যাংকিং মেন্য কোড-tap ussd menu code.

    বাংলাদেশের যত মোবাইল ব্যাংকিং সিস্টম রয়েছে ঠিক একই ভাবে ট্যাপ এর মোবাইল ব্যাংকির এর ও একটি menu আছে।

    ট্যাপ মোবাইল ব্যাংকিং কোড -ট্যাপ ডায়াল কোড-ট্যাপ একাউন্ট কোড ?- Tap mobile banking mecu code.?

    Tap mobile banking menu code *201#।  

    অর্থাৎ,  ট্যাপ মোবাইল ব্যাংকিং কোড বা ডায়াল কোড বা একউন্ট কোড প্রত্যেটি  জন্য একই কোড । মোবাইল মেন্যু কোড হলো*201# । বা *২০১# ।ডায়াল করে মোবাইল ব্যাংকিং ট্যাপ এর সকল সুবিধা সমুহ ভোগ করতে পারবেন। 

    ট্যাপ মোবাইল ব্যাংকিং কোড-ট্যাপ  হেল্পলাইন নাম্বার


     ট্যাপ  হেল্পলাইন নাম্বার-ট্যাপ মোবাইল মোবাইল ব্যংকিং হেল্পলাইন-Tap mobile banking Heplie

    ট্যাব ব্যাবহার করে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় । বা যদি মনে করেন আপনি ট্যাপ কম্পানির সাথে যোগাযোগ করা প্রয়োজন তাহলে করতে পারবেন। নিচে দেওয়া যোগাযোগ মাধ্যম গুলো দিয়ে যোগা যোগ করতে পারবেন।

    ট্যাপ   এর website  হলোঃ complaint@trustaxiatapay.com      । এই ঠিকানায় ভিজিট করুবে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বা নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন।দেখুনঃ-

     TNT  number        :+88 0248812261

    FaX number            :+88 0248812262

    Helpline nember    : 09612201201   -  হেল্পলাইন নাম্বার ।

    LikeYourComment