ইংরেজিতে চেক লেখার নিয়ম-চেক লেখার নিয়ম-banglana
ইংরেজিতে কিভাবে চেক লিখতে পারেন সে সম্পর্কে আপনাদেরকে আজকে এই পোস্টে জানাবো এবং ইংরেজি লেখার নিচে আপনাদের বাংলা চেক লেখার নিয়ম আপনারা সেটা বলে দিব দেখতে পারেন।
আমরা দৈনন্দিন জীবনে এখন চেক লেখা থেকে অনেকটা সরে গিয়েছি। কারণ এখন আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এখন নানা ধরনের কার্ড আমরা ব্যবহার করে থাকি। যার ফলে আমাদের এখন আর আগের মতো চেক লেখার প্রয়োজন বোধ হয় না ।
কিন্তু আমাদের কোনো এক সময় খুবই দরকারী হয়ে পড়ে চেক চেক লেখার। কিন্তু তখন তো আমরা অনেকেই জানিনা চেক লিখা সাম্পর্কে । নাযানার কারণে যদি আমরা ভুল লিখি চেক তাহলে চেক বাউন্স হবে আর না হয় ডিজেবল করে দেবে।
তো চাচ্ছি যে কারো কাছে নাগিন নিজেই নিজের চেক লিখুন। এবং ব্যক্তিগত বিষয়গুলো নিজের মাঝেই রাখুন। তো চলুন চেক লিখার নিয়ম দেখি।
ইংরেজিতে চেক লেখার নিয়ম
তো আমি ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট চেক দিয়ে আপনাদের ইংরেজিতে চেক লেখার নিয়ম শিখাব তো এই নিয়মে লিখলে আপনারা আপনাদের চেকটি সম্পূর্ণ পূরণ করে দিতে পারবেন । আর আপনি যদি চেক বাংলায় লেখেন তাহলে সম্পূর্ণ বাংলায় লিখবেন আপনার সাইন ছাড়া।
একটা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর একটি চেকের পিকচার রয়েছে সেই পিকচার অনুযায়ী লেখা হবে এটি তে কিছু কালো দাগ দিয়ে কিছু হাইড করে রাখা হয়েছে সেগুলো আমার আমাদের গোপনে তার জন্য।
কালো দাগগুলো যেখানে দেয়া হয়েছে সেগুলো নিয়ে আপনাদের কোন চিন্তার নেই কারণ সেগুলো। আমাদের কিছু ব্যক্তিগত ইনফরমেশন সেগুলো হাইট করা হয়েছে আপনারদের ও এরকম ইনফর্মেশন আপনাদের চেকে থাকবে। এগুলো অন্যকে না জানান উত্তম শুরু করু যাক চেক লিখার নিয়ম।
যেহেতু আমরা ইংরেজিতে চেক লিখব ইংরেজি ছাড়া অন্য কোন ভাষা না আসে। যেমন তারিখ, আপনার নাম, অ্যামাউন্ট ইত্যাদি তাদের মধ্যে যেন কোন বাংলা ভাষা না প্রবেশ না করে। আপনার সিগনেচার ছাড়া । সিগনেচার যে কোনো ভাষায় লিকতে পারেন।
মোবাইল ব্যাংকিং এ বাংলাদেশের অবস্থান?-banglana ক্লিক করুন
প্রথমত চেকের দুইটা অংশ থাকে একটি অংশ আপনার কাছে থাকে এবং অপরটি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয় যার মাধ্যমে টাকা দেয়া হয় ।তারা এটি ডকুমেন্ট হিসেবে রেখে দেয় তাদের কাছে ।
যে অংশ আপনার কাছে থাকবে যেটুকো লিখার নিয়ম। প্রথমে ডেট/ Date যেদিন টাকা তুলবেন ওইদিনের ডেট দিবেন ।যে দিন টাকা তুলবেন ওইদিনের ছাড়া অন্য ডেট দিলে টাকা তুলতে পারবেন না।ইংরেজিতে Date/ডেট লেখার নিয়ম -জানুয়ারি মাস / 1 তারিখ/2017 টাকা তুলব ধরে নিলাম। এটি যে ভাবে লিখবেন। চেক বুকে দেওয় থাকবে ডেট/Date তার পর লিখবেন Date: 1.1.2022 বা Date: 1/1/2017 ।
এরপর লেখা রয়েছে টু/to টু হচ্ছেন যে আপনি চেকটি কাউকে দিচ্ছেন কিনা বা নিজে তুলতেছেন কিনা সেটা উল্লেখ করার জন্য এটি ব্যবহার করা হয়। একটি উদাহরন মনে করেন আপনি কোন আত্মীয় বা বা অন্য কাউকে আপনি চেকটি দিচ্ছেন তাহলে সেখানে লিখবেন party । to: party বা আপনি যাকে দিচ্ছেন তার নাম ও লিখতে পারেন বা cash ও লিখতে পাবেন এটা আপনার একন্তই ব্যাপার ।
আপনি যদি নিজেই টাকা তুলেন তাহলে লিখবেন cash । to: cash
এর পর দেখুন for ।for এর মানে হচ্ছে আপনি কোন বিষয়ের জন্য টাকা তুলতে চান সেই বিষয়ে সেখানে আপনি উল্লেখ করে দিবেন। যেমন আমি সেখানে উল্লেখ করেছে করেছি কম্পিউটার বাই/ computer Buy মানে আমি একটি কম্পিউটার ক্রয় করেছি তাই লিখেছি।এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমি কিসের জন্য টাকা তুলেছি বা কিসের জন্য টাকা দিয়েছি এই ইনফরমেশন রাখার জন্য ।
এরপর দেখুন balance bf। balance bf এর মানে হচ্ছে যখন আমি টাকা তুলতেছি তুলতেছি তখন আমার একাউন্টে কত টাকা রয়েছে যেমন আমি সেখানে উল্লেখ করেছি আমার একাউন্টে 2 লাখ টাকা রয়েছে।
এরপর দেখুন amt deposited। amt depositedএর মানে হচ্ছে আপনি কি কোন টাকা জমা রাখতে চান তাহলে সেখানে উল্লেখ করে দিবেন আমি এত টাকা জমা রাখতেছি।যেহেতু আমি কোন টাকা রাখে নি তাই উল্লেখ করিনি
এরপর দেখুন total এর মানে হচ্ছে এখন আপনার ব্যাংকে কত টাকা থাকবে বা রয়েছে।এটা লেখার প্রয়োজন নেই।চাইলে লিখতে পারেন সমস্যা নেই।
amt this cheque ।amt this cheque এখানে আমি উল্লেখ করেছি যে আমি 40 হাজার টাকা দিয়ে কম্পিউটার কিনেছি । তাই সেখানে লিখে দিয়েছি চল্লিশ হাজার টাকা।
দেখুন balance c/f । এর মানে হচ্ছে balance carry forward এটি লেখার উদ্দেশ্য হচ্ছে আপনার একাউন্টে মোট টাকা তোলার পর আপনার একাউন্টে অবশিষ্ট কত টাকা থাকবে। যেহেতু আমি 40 হাজার টাকা কম্পিউটার কেনার কথা উল্লেখ করেছি ।যে হেতু ন্য আমার একাউন্টে মোট 2 লাখ টাকা ছিল। এরপর আমার অ্যাকাউন্টে দুই লাখ থেকে 40 হাজার টাকা তুলা পর বর্তমান আমার একাউন্টে কাত টাকা আছে। ৩০ হাজার টাকা তুলার পর আমার একউন্টে ১ লাখ 60 হাজার টাকা রয়েছে তাই আমি সেটা সেখানে উল্লেখ করে দিলাম।
উপরোক্ত যে বিষয়গুলো লিখলাম এই বিষয়গুলো উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটি আমার কাছে থাকবে তো যখন মনে হবে যে আমি কি কি কারণে কখন টাকা তুলেছে বা কত টাকা জমা করেছি বা কত টাকা আমার সর্বশেষ ব্যাংকে টাকা ছিল সেগুলো হিসাব রাখার জন্য মূলত এই তথ্যগুলো তুলে রাখা হয়।
ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম-যেকোন ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম-banglana ক্লিক করুন
চেক লেখার নিয়ম
এখানে আমরা দেখব আমরা ব্যাংকে যে অংশটুকু জমা দিয়ে টাকা তুলে নেই ।সেই অংশটুকু লেখার নিয়ম তো চলুন দেখে নেই সেই নিয়ম গুলোঃ
ব্যাংকের যে অংশটুকু দেই সেখানে আপনি দেখতে পারবেন সর্বপ্রথম ডান কোনায় ডেট তো সেখানে অনেক ব্যাংকের চেকে কোন ঘর থাকেনা ডেট লেখার পর ......ডট ডট দিয়ে রাখে তো সেখানে আপনারা 01/01/2017এভাবে লিখতে পারেন। সেদিন চেক থেকে টাকা তুলবেন সেখানে এই ডেট দিবেন। আর যদি ডাচ বাংলা ব্যাংকের মতো চেক বই হয় তাহলে উপরের ডান কোনায় ঘর থাকবে তো সেখানে 01012017এই ভাবে লিখুন এবং কি আমার উপরের চিত্রে দেখুন কিভাবে লিখেছি সেভাবে লিখুন।
তারপর দেখুন pay to । এখানে আমি উরের চিত্রে লিখেছি cash/(party name)।এখানে আপনি লিখবেন যদি কোন কোম্পানি কে টাকা দিতে চান বা কোন পার্টি কে টাকা দিতে চান তাহলে সে কোম্পানি নাম বা পার্টি নাম বা যাকে টাকা দিতে চান তার নাম ।আর যদি আপনি নিজে টাকা তুলেন তাহলে সেখানে লিখবেন ক্যাশ / cash
তার পার দেখুন : the soum of taka । এটা হচ্ছে যে আমরা টাকা লিখি সেটা কথায় লেখা তো আমি সেখানে কথাই লিখে দিয়েছি forty thousend only/ চল্লিস হাজার টাকা মাত্র।তার ডানে লিখা রয়েছে tk এখানে আপনি অংকে মতো করে লিখে দেবেন এদেখান আমি যেভাবে লিখেছি40,000 । আপনারা অবশ্যই উপরের চিত্র গুলো অনুসরণ করবেন।
এর পর tk নিচে ডান কোনয় please send above line ।আপনি এখানে আপনিনার সেই সাইনটি দিবেন যে সাইন আপনার ব্যাংকের সাথে সংযুক্ত রয়েছে।
আপনার কয়েকটা সানই থাকতে পারে তো ব্যাংকের সাথে যে সাইন্স সংযুক্ত রয়েছে সেই সাইটে আপনাকে এখানে দিতে হবে। যেমন ডাচ বাংলা ব্যাংক একটি সাইন্ট দিয়েছি এতে শুধু ডাচ বাংলা ব্যাংকের সাথে সংযুক্ত আপনার যে সাইন এখানে দিতে হবে। এখানে যদি ডাচ বাংলা ব্যাংকের সাথে সংযুক্ত নাই এমন সাইন দেওয়া হয় তাহলে এই চেক গ্রহণ করা হবে না বাতিল বলে গণ্য করা হবে এই চেক থেকে টাকা তোলা সম্ভব না যদি না আপনার দেওয়া সাইন না মিলে তহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাবেন না।
অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে সাইটের ব্যবহার করেছেন সেই সাইন আপনার চেচে দিতে হবে তারপর সাইন করে দিতে হবে।
চেকের পিছনে লিখার নিয়ম
এখন আমরা চেকের পিছনের দিকটি দেখব। যেমন ডাচ বাংলা ব্যাংক এর পিছনে অনেকগুলো ঘর রয়েছে এবং কিছু লেখা রয়েছে। অনেক এমন চেক রয়েছে এর পিছনে কোন লেখা নাও থাকতে পারে সাদা বা অন্য কোন কালার থাকতে পারে।
আপনি যদি আপনার কোন পার্টি বা কোন কোম্পানি কে চেক প্রদান করতে চান তাহলে পেছনে আপনাকে ওই কোম্পানির নাম ফোন নাম্বার এ ধরনের তথ্য দিতে হবে। আর যদি আপনি নিজে সেখানে টাকা তুলতে চান তাহলে সেখানে আপনার টুইটার সাইন দিতে হবে এবং আপনার ফোন নাম্বার দিতে হতে পারে এ কাজটি আপনাকে নিজেই পূরণ করতে হবে অন্য কোনো ঘর থাকে তাহলে এগুলা আপনার কাজ নয় এগুলা ব্যাংক কর্তৃপক্ষের কাজ।
আমি উপরের চিত্রে দেখিয়ে দিয়েছি আপনার কোথায় সাইন বা ফোন নাম্বার দিতে হয় সেটা দেখেছি বা কম্পানি ইনফর্মেশন এই জায়গায় দিতে হবে আর যদি দেখেন যে পিছনে ডাচ-বাংলা ব্যাংকের মতো কোনো ঘর নেই সাদা বা অন্য কালার সেখানে আপনি উপর থেকে সেখানে তথ্য লিখে দিবেন কোম্পানি সম্পর্কে হয় তহলে সেটি। আর যদি আপনি নিজে টাকা তুলেন তাহলে আপনার টুইটা সাইন এবং ফোন নাম্বার দিতে হবে।
এখন দেখা যাচ্ছে অনেক ব্যাংক কর্তৃপক্ষ ভোটার আইডি কার্ড সাথে রাখা কথা বলতেছে বা এ র সাথে সংযুক্ত করে দিতে বলছে ভোটার আইডি কার্ডের ফটোকপি ব্যাংক কর্তৃপক্ষ এটি টাকা তুলতে গেলে আবার জমা রাখতে প্রধান করতে হয় । যখন টাকা তুলতে বা জমা দিতে যাবেন তখন সাথে করে আইডি কার্ড নিয়ে যাবেন তাহলে আপনাদের কোন সমস্যা হবে না।
আশা করি আপনারা এই পোস্টটি পড়ে আপনারা চেক লিখতে পারবেন তো আপনারা এ ধরনের আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চাইলে কমেন্ট করতে পারেন এবং কি এই ওয়েবসাইটে প্রতিনিয়ত এ ধরনের পোস্ট করা হয় আপনারা এই সাইট সাথে সংযুক্ত থাকতে পারেন ।